Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
আমার ভবিষ্যতের ১০০ টা কোম্পানীর নাম তোমার নাম দিয়ে শুরু হবে, আমার নাম দিয়ে শেষ হবে🌹🍫💝❤️ । Cinderella Story 2020
আমার ভবিষ্যতের ১০০ টা কোম্পানীর নাম তোমার নাম দিয়ে শুরু হবে, আমার নাম দিয়ে শেষ হবে🌹🍫💝❤️ । Cinderella Story 2020 সুপ্রভাত আমার মিষ্টি বন্ধু আমার Cindrella আমার অ... তুমি সারাদিন ভালো থেকো, তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে, শরীর সুস্থ্য রেখো, খুব বড় স্কুলে তোমার জব লাগে। ভগবান ওর আর যেন ভাইরাল ফিভার না হয়। ও খুব ভালো মেয়ে,ওকে কেউ যেন আর কষ্ট না দেয়। রাধা কৃষ্ণের আশীর্বাদে আমরা যেন আবার ভালো বন্ধু হই। 🌄☕🥯🥣🥪🍳🥞🍭🍭🍭🍡🍡🍡🍧🍨🍬🍬🍬🍚🍛🐣🐓🍗🐥🍕💐💐💐☔🥻👗👘💃👩💻🏡🚴♀️🏍️🚖👠🥿👜👝💄💵💶💷💸🍫🍫🍫💝💝💝🌹❤️❤️❤️👰👸💖 এভাবে লিখলে যেন একটা খুশি অনুভব করি, জানিনা মনে হয়, তুমি আমার এই ডাইরিটা পড়বে, আর আবার আমরা ভালো বন্ধু হয়ে যাব একদিন। প্রভু আমার বন্ধুকে বুঝিও, ও যেন আমাকে মেসেজ করে আবার বেস্ট ফ্রেন্ড এর মত কথা বলে। আমি ওকে খুব খুব ভালোবাসি। আমি জানি ওর রাগ অভিমান একটু বেশি, ও ওর সম্মান আর boyfriend এর সাথে না সম্পর্ক ভাঙ্গে, তাই হতে পারে আমার সাথে কথা বলছেনা। হে প্রভু তুমি তো সব জানো, ওকে আমি কত ভালোবাসি, তাও একটা ভালো বন্ধু হয়েই থাকতে চাইলাম, সেটাও আমার ভাগ...