Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
শুনে যাও আমার এই গান Bengali Latest Song 2020 | Aamar Cinderella Album Song 👩🎨❤️ | The Untold Story
শুনে যাও আমার এই গান Bengali Latest Song 2020 | Aamar Cinderella Album Song 👩🎨❤️ | The Untold Story
শুনে যাও আমার এই গান,
ওগো শুনে যাও আমার এই গান।
মনের এই কথা বোঝাবো তোমাকে কি করে,
বুকের এই ব্যথা দেখাবো তোমাকে কি করে?
শুনে যাও আমার এই গান,
ওগো শুনে যাও আমার এই গান।
তুমি কি জানো কেউ আড়ালে বসে,
তোমার ভালোর জন্য কেউ প্রার্থনা করে।
ভালোবাসে শুধু তোমাকে,
শুধু সারাদিন তোমাকে ভাবে।
শুনে যাও আমার এই গান,
ওগো শুনে যাও আমার এই গান।
শুধু তুমি চাইলেই আবার পারি হাসতে একসাথে,
শুধু তুমি চাইলেই ভালোবাসায় ভরিয়ে দেব তোমার জীবনকে।
যদি তোমায় বলি ওগো ভুলে যাও সব কথা,
শুধু মনে রাখলে পাবে শুধু ব্যথা।
এই আমার চোখের যে জল,
কেন বুঝতে পারিসনা রে তুই ও বন্ধু বল।
শুধু চেয়েছিলাম একটা ভালো সখা,
কিন্তু সবাই যেন দিল জিবনে ধোকা।
থাকবে চিরকাল আমার প্রাণে,
যদি মরে যাই শুনতে পাবে,
আমার গান তোমার কানে কানে।
কত যে আশায় কাঁদে আমার প্রাণ,
শুধু যে করে রইলে আমার উপর অভিমান।
শুনে যাও আমার এই গান,
ওগো ভগবানের আসনে দিয়েছিলাম তোমারই স্থান।
মনের এই কথা বোঝাবো তোমাকে কি করে,
বুকের এই ব্যথা দেখাবো তোমাকে কি করে?
শুনে যাও আমার এই গান,
ওগো শুনে যাও আমার এই গান।
###############
কিছু চেষ্টা করলাম,আশা করি তোমার ভালো লাগবে, জানিনা কবে তুমি দেখবে আর আবার আমর বন্ধুর মত কথা বলবো।
তোমাকে খুব মিস করি ও আমার মিষ্টি বন্ধু অ... sorry ভয় লাগে তোমার নাম টা নিতে, যদি আবার কেস করবো ধমকি দাও,তাই পুরো ব্লগ থেকে তোমার নাম টাকে মুছে দিয়েছি।
আমি এক সাদা সিধে ছেলে, শুধু তোমাকে বোঝাতে ১০ মাস ১০ দিন চোখের জল ফেলেছি রোজ রোজ,কিন্তু ভগবান তার ফল স্বরূপ তোমার কাছ থেকে আরো যত কটু কথা লাঞ্ছনা অপমানিত হয়ে, এখন একটা তোমার আতঙ্কের সাথে জিবন টা চালাচ্ছি কোন মতে, জানিনা ভগবান কষ্ট, ভালোবাসা, হাসি ছিনিয়ে নেওয়ার সাথে আমার জিবনে একটা আতঙ্ক যেন তার সাথে যুক্ত করে দিল।
জানিনা বন্ধু কত দিন রাধা কৃষ্ণ ভগবান আমার পরীক্ষা নেবে, দেখো লিখছি চোখটা আবার ভিজে যাচ্ছে, মোবাইল টাও ভিজে যাচ্ছে।
যদি একবারও ভাবো, যদি তোমার আত্ম সম্মান টাকে দূরে রেখে, একটা বন্ধু ভাবতে পারো তো, তো প্লিজ বন্ধু হিসাবে একটা মেসেজ করো।
দেখো তার আগে যেন ভগবান জিবনটা না ছিনিয়ে নেয় আমার।
কি জানি এত স্বপ্ন নিয়ে জন্মেছি, সত্যি পারবো কি তোমার জন্য একটা মাইক্রোসফট বানাতে একদিন।
#MoneRekhoAamarEGaan #SonuNigam #ShreyaGhoshal #BengaliSong #LatestBengaliSong #romanticsong
Comments
Post a Comment