Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
ও সাগরিকা👸 দেখনা আবার ,তোমার প্রেমেতে পড়ে গেলাম❤️🌹🍫💝 বাঙালি গান ২০২০ | Cinderella Album Songs 2020 | The Diary of A Boy
ও সাগরিকা👸 দেখনা আবার ,তোমার প্রেমেতে পড়ে গেলাম❤️🌹🍫💝
ও সাগরিকা দেখনা আবার
তোমার প্রেমেতে পড়ে গেলাম,
খুশি প্রাণে জাগে খুশি, ২
আমি নিজে হারিয়ে গেলাম।
ও সাগরিকা দেখনা আবার
তোমার প্রেমেতে পড়ে গেলাম,
খুশি প্রাণে জাগে খুশি,
আমি নিজে হারিয়ে গেলাম।
আঁধার মনের এই ঘন আঁধার,
যেখানে বর্ষালে প্রেমের জোয়ার।
লা লালা লা লালা লা লা
লালা লালা লা লা লা লা।
ও সাগরিকা দেখনা আবার
তোমার প্রেমেতে পড়ে গেলাম,
খুশি প্রাণে জাগে খুশি, ২
আমি নিজে হারিয়ে গেলাম।
কাল মেঘ পারবেনা আমাকে ছুঁতে,
যদি থাকে তোমার হাত আমার হাতে।
লা লালা লা লালা লা লা
লালা লালা লা লা লা লা।
ও সাগরিকা দেখনা আবার
তোমার প্রেমেতে পড়ে গেলাম,
খুশি প্রাণে জাগে খুশি, ২
আমি নিজে হারিয়ে গেলাম।
ভালো লাগে তোমাকে নিয়ে শুধু ভাবতে,
রং তুলিতে তোমার মিষ্টি মুখটা আঁকতে।
ও সাগরিকা দেখনা আবার
তোমার প্রেমেতে পড়ে গেলাম,
খুশি প্রাণে জাগে খুশি, ২
আমি নিজে হারিয়ে গেলাম।
মেঘ, একগুচ্ছ শান্ত মেঘ আমাকে ছুঁয়ে যায়,
আলো, স্নিগ্ধ অপার্থিব আলো হৃদয়কে ভিজিয়ে যায়।
ও সাগরিকা দেখনা আবার
তোমার প্রেমেতে পড়ে গেলাম,
খুশি প্রাণে জাগে খুশি, ২
আমি নিজে হারিয়ে গেলাম।
Comments
Post a Comment