Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
দেখছি শুধু স্বপ্ন তোমাকে নিয়ে আমার Cindrella ❤️🌹🍫💖
======================================
সুপ্রভাত আমার মিষ্টি বন্ধু Cindrella, তুমি খুব বড় হও, খুশিতে থাকো, তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে।
🌅🌄☕🥞🥐🍳🥪🥣🥯🍰🍥🧁🍕🍕🍕🍭🍭🍭🍬🍬🍬🍫🍫🍫🍨🍧👗👘⌚🚘🏩🏍️🚴♀️💸💸💸🤑💰💷💶💵💴💳🌹❤️❤️❤️
কাল জানিনা তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল।
তোমার সাথে সারা রাত কথা বলতে ইচ্ছে করছিল।
আমার এত কাজ পড়ে আছে তাও শুধু তোমাকেই ভাবি।
জানো বন্ধু কাল বিকেলে এমন একটা স্বপ্ন দেখলাম,
না বিকেলে না, সন্ধ্যেতে ওই স্বপ্ন টা কি দেখলাম।
সত্যি বলবো কিভাবে জানিনা।
তখন সন্ধ্যে ৬টা ২৫ বাজছিল মনে হয়, তোমাকে আমি এত কাছে দেখলাম যে বলতে পারছিনা এখানে।
জানিনা ভগবান আবার তোমাকে কেন দেখাচ্ছে আমাকে,
আবার এমন কিছু যেটা সম্ভব হওয়ার কোন বিন্দুমাত্র চান্স নেই।
একটা বন্ধু চেয়েছিলাম কিন্তু ভগবান তোমাকে,
আমার স্বপ্নে বন্ধুর চাইতে বেশি কিছু হিসাবে পাঠাচ্ছে।
কখনো প্রেমিকা তো কখনো জিবন সঙ্গিনী হিসাবে,
আমি জানিনা এরকম স্বপ্ন কেন আসছে।
তুমি তো মনে হয় তোমার ওকে কিস করেছ,মিলিত হয়েছ,
হতেই পারে জানি তুমি ভালো, ওসব করবেনা বিয়ের আগে।
কিন্তু বাইরে এক দু দিনের ট্যুরে যাও,
হতেই পারে তোমরা একসাথে থেকেছ।
এখন তো ব্যাঙ্গালোরের মত বড় জায়গায় এসব সাধারন জিনিস।
আমি তো এখনও কাউকে কিস ও করিনি,
জানিনা এই কিস এসব করলে কেমন লাগে।
শুনেছি ভালো লাগে, জানিনা এর ফিলিং টা কেমন।
ওই বন্ধু তোমার মত মিষ্টি ভালো স্বভাবের মেয়ে কখন পাবো,
খুব একা লাগে, শুধু তো একটু কথা বলার আবদার ছিল।
সেটা থেকেও দূরে করে দিলে আমায় গো।
জানিনা এত অ্যাটাচমেন্ট কেন হয়ে গেলো তোমার সাথে,
নিজেকে ঠিক রাখতে পারছিনা।
ইচ্ছে হচ্ছে মেসেজ করে বলি,
আমাকে একটা সুযোগ দাও।
আমরা সারা জিবন ভালো বন্ধু হয়েই থাকবো।
ওগো আমার মন কেন এত খারাপ,
কিছুই ভালো লাগছেনা।
কাউকে বলতেও পারছিনা,
কি বা বলবো, আর কে বা শুনবে।
ওই বন্ধু আমাকে একটু বুঝ।
রাধা কৃষ্ণ ভগবান সব ঠিক করে দাও,
জিবনে একটু হাসি ফুটিয়ে দাও।
আমি তোমাকে খুব ভালোবাসি বন্ধু।
কাউকে এনে দাও জিবনে,খুব একা লাগছে।
প্রচুর কাজ আছে পড়ে,
কিছুই করতে পারছিনা প্রভু।
আমি ওকে খুব মিস করছি।
মাথাটা পুরো ব্যথা করছে,
চোখটা ভিজে যাচ্ছে ঠাকুর।
ক্ষমা করো যদি কখনো ভুল করেছি তো,
আর কষ্ট দাওনা জিবনে ঠাকুর।
#missingyou #AamarCindrella #artteacher #bangalorebestartteacher #radhakrishnalove #GodHelpMe
======================================
সুপ্রভাত আমার মিষ্টি বন্ধু Cindrella, তুমি খুব বড় হও, খুশিতে থাকো, তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে।
🌅🌄☕🥞🥐🍳🥪🥣🥯🍰🍥🧁🍕🍕🍕🍭🍭🍭🍬🍬🍬🍫🍫🍫🍨🍧👗👘⌚🚘🏩🏍️🚴♀️💸💸💸🤑💰💷💶💵💴💳🌹❤️❤️❤️
কাল জানিনা তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল।
তোমার সাথে সারা রাত কথা বলতে ইচ্ছে করছিল।
আমার এত কাজ পড়ে আছে তাও শুধু তোমাকেই ভাবি।
জানো বন্ধু কাল বিকেলে এমন একটা স্বপ্ন দেখলাম,
না বিকেলে না, সন্ধ্যেতে ওই স্বপ্ন টা কি দেখলাম।
সত্যি বলবো কিভাবে জানিনা।
তখন সন্ধ্যে ৬টা ২৫ বাজছিল মনে হয়, তোমাকে আমি এত কাছে দেখলাম যে বলতে পারছিনা এখানে।
জানিনা ভগবান আবার তোমাকে কেন দেখাচ্ছে আমাকে,
আবার এমন কিছু যেটা সম্ভব হওয়ার কোন বিন্দুমাত্র চান্স নেই।
একটা বন্ধু চেয়েছিলাম কিন্তু ভগবান তোমাকে,
আমার স্বপ্নে বন্ধুর চাইতে বেশি কিছু হিসাবে পাঠাচ্ছে।
কখনো প্রেমিকা তো কখনো জিবন সঙ্গিনী হিসাবে,
আমি জানিনা এরকম স্বপ্ন কেন আসছে।
তুমি তো মনে হয় তোমার ওকে কিস করেছ,মিলিত হয়েছ,
হতেই পারে জানি তুমি ভালো, ওসব করবেনা বিয়ের আগে।
কিন্তু বাইরে এক দু দিনের ট্যুরে যাও,
হতেই পারে তোমরা একসাথে থেকেছ।
এখন তো ব্যাঙ্গালোরের মত বড় জায়গায় এসব সাধারন জিনিস।
আমি তো এখনও কাউকে কিস ও করিনি,
জানিনা এই কিস এসব করলে কেমন লাগে।
শুনেছি ভালো লাগে, জানিনা এর ফিলিং টা কেমন।
ওই বন্ধু তোমার মত মিষ্টি ভালো স্বভাবের মেয়ে কখন পাবো,
খুব একা লাগে, শুধু তো একটু কথা বলার আবদার ছিল।
সেটা থেকেও দূরে করে দিলে আমায় গো।
জানিনা এত অ্যাটাচমেন্ট কেন হয়ে গেলো তোমার সাথে,
নিজেকে ঠিক রাখতে পারছিনা।
ইচ্ছে হচ্ছে মেসেজ করে বলি,
আমাকে একটা সুযোগ দাও।
আমরা সারা জিবন ভালো বন্ধু হয়েই থাকবো।
ওগো আমার মন কেন এত খারাপ,
কিছুই ভালো লাগছেনা।
কাউকে বলতেও পারছিনা,
কি বা বলবো, আর কে বা শুনবে।
ওই বন্ধু আমাকে একটু বুঝ।
রাধা কৃষ্ণ ভগবান সব ঠিক করে দাও,
জিবনে একটু হাসি ফুটিয়ে দাও।
আমি তোমাকে খুব ভালোবাসি বন্ধু।
কাউকে এনে দাও জিবনে,খুব একা লাগছে।
প্রচুর কাজ আছে পড়ে,
কিছুই করতে পারছিনা প্রভু।
আমি ওকে খুব মিস করছি।
মাথাটা পুরো ব্যথা করছে,
চোখটা ভিজে যাচ্ছে ঠাকুর।
ক্ষমা করো যদি কখনো ভুল করেছি তো,
আর কষ্ট দাওনা জিবনে ঠাকুর।
#missingyou #AamarCindrella #artteacher #bangalorebestartteacher #radhakrishnalove #GodHelpMe

Comments
Post a Comment