Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
ওই বন্ধু Cindrella👩🎨 এই স্বপ্নটা জানিনা কে দেখে ফেললাম☺️👩❤️👨☺️🌹🍫💝
====================================
অনেক কথা বলার ছিল তোমাকে বন্ধু,
জানিনা কি ভাবে শুরু করবো।
সর্ব প্রথম জানাই তোমাকে খুব মিস করি,
কি করবো এখনও তোমাকে শুধু ভালোবাসি যে,
এখনও চোখ ভিজে যায়।
ওই বন্ধু তোমার নাম লিখতেও ভয় লাগে এখন,
আজ খুব মিস করছি তোমাকে।
জানিনা কেন এত ভালবাসি তোমায়,
রোজ তোমার প্রফাইল দেখি,
দেখি এখনও লক করাই আছে।
ওই বন্ধু জিবনে কেউ আসছেনা গো।
খুব একা লাগে গো, খুবই একা লাগে।
ওই বন্ধু তোমার সাথে ২ মিনিট কথাই তো বলতে চাই,
সেটাও আর দিলেনা গো।
ওই বন্ধু তোমাকে আবার স্বপ্নে দেখলাম সেদিন,
জানিনা ওটা স্বপ্ন না কি ছিল।
দিনের বেলা তে দেখেছিলাম।
মনে আছে একদিন বলেছিলাম,
তোমার জন্য সোনার দুল এনে দেবো,
নেকলেস গিফট দেবো।
তুমি বলেছিলে, আমি কি তোমার বয়ফ্রেন্ড যে এগুলো দেবে।
বলেছিলে, আমার বেনারসি শাড়ি পরে মাথায় সিঁদুর পরে সাজতে ভালো লাগে,
আমি বলেছিলাম, আমি একদিন তোমাকে দেখতে চাই।
তুমি বললে, আমাকে কি করে দেবে।
বিয়ের সাজে তুমি আমার কাছে কি করে থাকবে।
আমার কাছে তো আমার বর থাকবে।
তুমি দেখতেই পাবেনা আমাকে।
ওই বন্ধু যেটা বলতে যাচ্ছি,
জানিনা তুমি শুনে রাগ করবে,
না মন খারাপ করবে,
না আমার জন্য তোমার হৃদয়ে আবার একটু ভালোবাসা বানাবে।
কিন্তু সত্যি বলছি, তোমাকে বিয়ের সাজে দেখেছিলাম।
ওই তুমি সেদিন সাক্ষাৎ মা লক্ষী মা পার্বতীর মতো লাগছিল।
যেন ইচ্ছে হচ্ছিল তোমাকে এই ভাবে দেখি সব সময়।
কত মিষ্টি লাগছিলে যে ভাষা নেই।
তুমি আমাকে বলছিলে, কি দেখছ এভাবে আমাকে?
আমি বললাম, আমার দেবীকে, আমার হৃদ স্পন্দন কে।
তারপর তোমার পা দুটো ধরলাম।
তোমার চরণ ছুয়ে প্রণাম করলাম।
তুমি বলছ, একি পাপ করছো?
আমি বললাম, আমি আমার Cindrella কে দেবীর মত ভালোবাসি।
তাই আমার আগেও যেমন কখনো খারাপ লাগেনি,
এখনও লাগেনা আমার দেবীর পা ছুঁতে।
তুমি বললে, স্ত্রী স্বামীর চরণ ছুয়ে প্রণাম করে,
আমি বললাম, আমার কাছে দুজনেই সমান।
স্ত্রী যদি স্বামির পা ছুয়ে প্রণাম করে,
তো স্বামী কেন স্ত্রীর পা ছুয়ে প্রণাম করবেনা।
তুমি একটু হাল্কা হাসলে তারপর বলছ,
তোমাকে আমি এত কষ্ট দিয়েছি,ভয় দেখিয়েছি,
রোজ রোজ তোমার চোখের জল ফেলেছি,
তাও তুমি আমাকে এত ভালোবাসো কেন।
আমি বলি, জানিনা,সবাইকে দেখে মনে হয়না কিছু,
কিন্তু তোমাকে দেখলে যেন যা ইচ্ছে করতে পারি,
তোমাকে দেখলে মন শান্ত হয়ে যায়,
যতই বা রাগ থাকুক না কেন,
তোমার মিষ্টি মুখ দেখলে সব রাগ দূর হয়ে যায়।
তোমাকে রোজ খুঁজি ফেসবুক, গুগল এ গিয়ে,
ঠাকুর কে বলি, আর কিছু নতুন ছবি দেখিয়ে দাও ওর।
ওর একটাও নতুন ছবি দেখিনি,
শুধু রোজ একটার পর একটা ওর আঁকা ছবি দেখছি।
জানিনা বিধাতা কি লেখে রেখেছে,
এই স্বপ্ন টা কি দেখলাম।
যেখানে আমিও জানিনা কোন দিন তোমাকে আর মেসেজ করতে পারবো।
কিন্তু যদি আমার প্রার্থনা বিশ্বাস সত্যি হয়,
রাধা কৃষ্ণের ভালোবাসা সত্যি আছে তো,
একদিন আমরা আবার ভালো বন্ধু হবো।
জানিনা আমি কেন এরকম স্বপ্ন দেখলাম,
যেখানে বন্ধু হতেও পারলাম না।
সেখানে জীবনসাথী হিসাবে তোমাকে আমি বউ হিসাবে দেখলাম।
জানিনা এসব কি দেখছি,
তোমাকে ভালো বন্ধু হিসাবে চাই,
আর তো বেশি আবদার ছিল না তোমার কাছে,
কিন্তু তাও যে একটা বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য,
নিজের সম্মান মা বাবার সম্মান হারালাম,
তোমার কাছে সত্যি কখনো ভাবিনি।
একাউন্ট টা তো disabled হয়ে গেছে মনে হয়,
কিন্তু এক একটা কথা মনে আছে যা তুমি বলেছিলে,
সত্যি খুবই আঘাত করেছিলে গো সেদিন।
আমি তোমার সারা জিবন ভালো চাইলাম,
আর তুমি যা ইচ্ছে বলেছ।
একটুও লেখার সময় হাত টা কাঁপলনা তোমার,
জানো এখনও পর্যন্ত ভয় লাগে।
একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে।
একটা মাস রাতে ঘুমোতে পারিনি,
কিন্তু তুমি দিব্যি রাতে ঘুমোতে আরামে।
একটা বন্ধুর চোখ ভিজিয়ে,
তাকে রোজ রোজ কষ্ট দিয়ে,ভয় দেখিয়ে।
হতে পারে নিজের বোয়ফ্রেন্ড এর সাথে ঝগড়া হচ্ছিল,
তাই মনে হয় আমাকে এরকম বললে।
কি করবো সময় টা এক বছর ধরে খুবই খারাপ চলছে।
বিকেল থেকে লেখা শুরু করেছি,
আজ খুব মাথা ধরে আছে।
এখন আবার তোমার ভিডিও গুলো চোখ বন্ধ করে মনে করলাম,
কেন রোদের মত হাসলে না,
আমায় ভালোবাসলে না।
এই গান টায় তোমাকে খুব খুব মিষ্টি লাগে,
গোলাপী রঙের চুরিদার টায় আর খোলা চুলে,
কপালে একটা ছোট্ট টিপ,
মিষ্টি ঠোটে হাল্কা একটু লিপস্টিক লাগিয়ে কি সুন্দর লাগছিলে,
ভাষায় প্রকাশ করতে পারবোনা।
জানিনা আমার জিবনে তোমার মত কবে কেউ আসবে।
ওই বন্ধু তোমাকে খুব মিস করছি গো,
খুব দেখতে ইচ্ছে হচ্ছে।
তোমার মিষ্টি গলার আওয়াজ টা যেন কানে ভেষে আসছে।
আমাকে ক্ষমা করে দাও বন্ধু।
সারাজীবন খুশিতে রাখবো তোমাকে,
কখনো কষ্ট দেবনা তোমাকে।
তুমি যা চাইবে সেটাই করবো।
এখনও যেটা চাইলে সেটাই করলাম।
জানিনা আর কখনো তুমি এগুলো পড়বে কি না!
রাধা কৃষ্ণ ভগবান কে বিশ্বাস করি।
আমি কোন ভুল করিনি,
শুধু একটু তোমার কাছ থেকে বন্ধুত্বের ভালোবাসা চাইছিলাম।
আর কিছু বেশি চাই নি গো।
জানো বন্ধু এই কিছু দিনে অনেক কিছু হলো,
যাকে আমি কাজে রাখলাম,
কলকাতা থেকে ব্যাঙ্গালোর নিয়ে এলাম,
জুনিয়র ম্যানেজার হিসেবে রাখলাম,
কাজ বেশি ছিলনা তাও ১৫০০০ টাকা মাসে দিতাম।
এই গত রবিবার বলছে, স্যার আমি আর কাজ করতে পারবোনা,
আমার একটা কোম্পানিতে জব লেগেছে,
আমি ওকে congrats জানালাম,
তুমি আরও বড় হও জানালাম।
তাও সে গ্রুপে গিয়ে আমার ব্যাপারে যা ইচ্ছে বলে,
যারা কাজ করছে তাদেরকে বের করতে চাইল।
সত্যি খুব খারাপ লাগলো,
তারপর গুগল এ গিয়ে নিজের একাউন্ট থেকে,
আরেকটা অন্যের একাউন্ট থেকে বাজে রিভিউ দিল।
সত্যি বলছি এখন পর্যন্ত কেউ এরকম করেনি,
শুধু এই ম্যানেজার টা এরকম করলো।
সত্যি বলছি যাকে আমি পুরো টাকা দিতাম সময় মত,
সে এরকম করল, কোন দিনও ভাবিনি এরকম করবে।
ভগবান আছে, সব দেখছে।
দেখবে, একদিন চোখের জলে কাঁদবে,
যেদিন ওর বস টা ওকে প্রচুর খাটাবে,
এমন কথা বলবে যে ওর চোখ ভিজে যাবে।
এমন কষ্ট পাবে একদিন যে বুঝবে,
কার সাথে সে এরকম করেছে।
জানিনা আমার জিবনে শুধু সব সময় বাঙালিরা এরকম করে,
জানিনা কিছু বাঙালি এরকম কেন করে!
যে খুব সাদা সিধে তার সাথে যা ইচ্ছে করে,
তাকে কষ্ট দিতে চাই।
যদি এটা সত্য যুগ হতো তো,
ভগবান তাদের কে জিবন থেকে তুলে নিত,
যারা এরকম করে একটা নিরীহ মানুষের উপর।
জানিনা ভগবান কবে এরকম মানুষ দেরকে শাস্তি দেবে,
আর বোঝাবে যে তার খাবার দিত,
তার পেটে লাথি মারলে ভগবান কি করতে পারে!
আমি সবাই কে সাহায্য করি, যতটা পারি,
তোমাকেও সাহায্য করতে চেষ্টা করেছিলাম,
কিন্তু পারিনি, তাও কত কিছু বললে তুমি।
তাও ভাবলাম তুমি তো আমার ভালোবাসা, হৃদয়,
তোমার রাগের মধ্যেও আমি ভালোবাসা দেখতে পাই।
তোমার আমার উপর পুরো অধিকার।
ভাবছিলাম কাজ বাড়াবো,
কিন্তু সবাই কম পয়সা টে চায় ভালো কাজ,
Indian Clients কিছু মানুষের রক্ত যেন শুষে নেবে।
কাজ করেও কথা শুনতাম,
তাই ভাবলাম অনেক হলো, আর না।
নিজের কিছু শুরু করতে হবে,
এভাবে কিছু হবেনা,
তাই ওই কাজ টা নেওয়া বন্ধ করে দিলাম।
এখনও কাজ পাচ্ছি ঠাকুরের কৃপায়,
কিন্তু আর ছোট কাজে মন নেই আমার।
যখন ভালো দিচ্ছি তো কিছু ভালো আশা করবো তো,
কিন্তু জানিনা ওরা সব সস্তা তে চাই।
আমিও চেষ্টা করেছিলাম দিতে,
কিন্তু না সম্ভব না এরকম ভাবে।
জানিনা এখানে লিখলে যেন মনে হয়,
আমি তোমাকে মুখোমুখি বলছি।
ওই বন্ধু আমাকে ভুল বোঝনা।
তোমার সব সময় ভাল চাই গো।
ওই বন্ধু তোমার ইউটিউব চ্যানেলটা খুব সুন্দর,
দিনে দশ বার দেখি তোমার চ্যানেল টা,
খুব সুন্দর সহজ ভাবে বানাও তুমি,
কিন্তু কিছু ভিডিও টে খুব তাড়াতাড়ি পর করিয়ে দাও আঁকা টা,
তাই বুঝতে পারিনা কখনো কখনো।
কমেন্ট করলে আবার না রেগে যাও,
তাই আর না লাইক না কমেন্ট করি।
ওই বন্ধু এখন আবার তোমার চ্যানেলটা খুললাম,
দেখলাম, এখন আবার দুটো নতুন ভিডিও আপলোড করলাম।
ওই আজকের ওই "How to draw Nobita and Shizuka" টা ভালো বানিয়েছ,
খুব সহজ ভাবে আর বিনা মোশন ইউজ করে,
পুরো টা দেখিয়েছ ভালো লাগলো দেখতে ওটা।
আরেক টা তোমার Silhouette Drawing টা খুব সুন্দর,
আমি শুধু এখানে তোমার প্রশংসা করতে পারবো।
কি সুন্দর লাইন টা লিখেছ,
Wings to show you what you have become,
Roots to remind you where you're from.
খুব মিনিংফুল লাইন টা গো, খুব ভালো।
তোমার গণেশা পেন্টিং টা খুব সুন্দর,
Diy Craft with Agarbatti Box ভিডিওটা খুব সুন্দর।
২৬৩ subscribers হয়েছে, আমি তোমার আরও ১০০টা বাড়িয়ে দেবো দেখবে,
তোমার ভিউজ বাড়িয়ে দেবো।
তখন ইউটিউব তোমাকে টাকা দেবে☺️,
তুমি একদিন সিলভার গোল্ডেন মেডেল 🏅 পাবে,
আমি টা দেখে খুবই খুশি হবো।
তুমি রোজ ভিডিও বানিও বন্ধু।
আমি তোমাকে দূর থেকে সাহায্য করবো যতটা পারবো।
কারু সাথে কথা বলার সময় ভাবি কি বলবো,
কিন্তু তোমাকে বলার সময় যেন কথা শেষ হয়না গো।
ওই বন্ধু তুমি খুব বড় হও,
পারতো রাধা কৃষ্ণ ভগবান আমার বন্ধুটার মনে একটু ভালোবাসা সঞ্চারিত করো আমার জন্য,
যাতে আমরা সারা জিবন ভালো বন্ধু হয়েই থাকি।
আর কিছু চাইনা বেশি ওর কাছ থেকে।
যে স্বপ্ন টা দেখেছি সেটা এজন্মে না হলে পরের সব জন্মে যেন সত্যি হয়,
তার থেকে আমাকে কেউ দূরে না করতে পারে।
কত কথা বলেছিলাম,
চলো আমরা দুজন কোথাও চলে যাই,
যেখানে শুধু তুমি আর আমি থাকবো,
আর কেউ থাকবে না সেখানে।
তুমি রান্না করবে, আমি তোমাকে দেখবো।
তুমি বলেছিলে, বাহ্ তুমি এটাতো
মুভি সিন বানিয়ে দিলে তো,
কত মিষ্টি মিষ্টি কথা হতো,
একবার মনে করে দেখ কত খুশিতে ছিলাম আমরা!
ভগবান কে এখনও বলি,
পারতো ওই খুশির দিন গুলো আবার ফিরিয়ে দাও জিবনে,
আমার জিবনে কাউকে এনে দাও,
যে ভালোবাসবে বুঝবে আমাকে,
ছেড়ে চলে যাবেনা।
তুমি বলেছিলে,কোন দিনও তোমাকে ভুলবোনা,
কিন্তু দেখ কত কিছু বলে আমাকে ভুলে গেলে বন্ধু।
কত মিস করছি কি ভাবে বলবো তোমায়।
কিছু ভালো লাগছেনা,
শুধু একটু তোমার সাথে কথা বলতে চাই শুধু,
আজ আবার চোখ টা ভিজিয়ে নিলাম।
জানিনা তোমার মত মিষ্টি কবে কেউ আসবে,
আসবে কি না সারা জিবন তোমার জন্যই চোখটা ভেজাবো কে জানে!
কাজে খুব অসুবিধা হচ্ছে,
ভালো লাগছেনা কিছু আমার এখন।
ইচ্ছে হচ্ছে যেটা করছি ওটা বন্ধ করে দিই ,
কিন্তু ভাবছি তাহলে টাকা আসবে কথা থেকে।
তাই বন্ধ করছিনা।
কিন্তু এক দু মাস বন্ধ করে শিখতে নিজেকে সময় দিলে,
কিছু করা যাবে এতো মাথা ব্যাথা থাকবেনা কাজের।
Per day $1000 কামাবো ভেবে ছিলাম,
কিন্তু বাড়ি এসে নিজের একটা কাজের জায়গা না পেয়ে,
খুবই অসুবিধা তে আছি এখন।
দুটো বাঙালি কে বোন দিদি হিসাবে কাজে রাখলাম,
দুজনেই টাকা মেরে চলে গেল।
দিদি টা ৩০-৪০ হাজার টাকা মারলো,
আর বোন টা যে পাতে খেল,
সেই পাত কে নোংরা করে চলে গেল।
আমার ওই বাঙালি বন্ধুটা যে ঘরের কাছে থাকতো,
৪০০০-৫০০০ টাকা মেরে চলে গেল।
আমি কাউকে কিছুই বলবনা,
যদি ভগবান এই পৃথিবীতে রয়েছেন তো,
যারা আমার টাকা মেরেছে, মিথ্যে প্রতারণা করে কষ্ট দিয়েছে,
তারা দেখবে ১০০০০ গুণ টাকা হারাবে,
আর জীবনের চল্লিশ টা বছর কষ্ট পাবে।
সেদিন বুঝবে কারু সাথে মিথ্যে বলে কষ্ট দিয়ে,
টাকা মারার জন্য ভগবান কি কষ্ট টা দিতে পারে।
মনে আছে লাস্ট ২০ আগস্ট ২০১৯ সেই তোমার লাস্ট মেসেজ ছিল,
তুমি বলেছিলে, আমার ১০৩ জ্বর,
কথা বলতে পারছিনা এখন।
আমি বললাম ওষুধ খাও, খাবার খাও,
আমি ঠাকুরকে বলে দিয়েছি,
তুমি ভালো হয়ে যাবে খুব শীঘ্রই।
তার পর থেকে আর কোন মেসেজ নেই,
কত কিছু কান্ড ঘটালাম,
কত কিছু করলাম তোমার মন জয় করতে,
কিন্তু তুমি আমার উপর রেগে রইলে।
কি আর করি, রাধা কৃষ্ণ এখনও পরীক্ষা নিচ্ছে মনে হয়,
তাই তুমি ও আমাকে একটাও সুযোগ দিলেনা পরে।
যা হয় ভালোর জন্যই হয়,
তুমিও থাকো তোমার boyfriend এর সাথে খুশিতে,
আমিও আমার কাজে বড় হয়ে,
তোমার স্বপ্ন কে খুব শীঘ্রই পূর্ণ করবো।
তুমি বলেছিলে,তোমার একদিন Microsoft এর মত কোম্পানি হবে,
তোমার এই স্বপ্ন টা পূর্ণ করিয়ে তোমাকে দেখাবো।
ভাবছি যে কাজ টা করছি,এটা বন্ধ করে দিই,
কি বলছো তুমি গো, কারন একটা কাজে এতো সময় দিলে বেড়ে ওঠা যাবেনা।
চার বছরে ১০০ টা কোম্পানি খুলবো,
কারন একটা কোম্পানি খুলে সব কিছু সম্ভব নয়।
আমাকে এগোতে হবে, কাজে মনযোগ করতে হবে।
নাহলে কিছুই সম্ভব নয়।
তোমার সাথে যদি কথা হতো,
তো এত দিনে অনেক কিছু করে ফেলতাম।
একবার ভাবছি যদি বন্ধ করি তো,।ঘর থেকে যদি কথা বলে তো।
আবার ভাবছি, ১০০ টা কোম্পানি খুলতে হলে,
১০০ টা জিনিস এ পারদর্শী হতে হবে।
নাহলে সম্ভব নয়, সেই জায়গাতে পৌঁছানো
তুমি কি বলো বন্ধু, মনে হয় তুমিও বলছ,
তুমি তোমার মনের কথা শুন আর আমার স্বপ্ন টাকে পুরন করিয়ে দেখাও।
ওই তুমি যেন আমার রাস্তা বেড়ে ওঠার,
তুমি আমার দেবী তাইতো তোমাকে দেবীর আসনে বসাতে কখনো কিঞ্চিৎ বোধ হয় না।
রাধা কৃষ্ণ ভগবান আমার বন্ধুকে,
যেন রোজ স্বপ্নে দেখি আবার।
ওকে দেখেই মন ভালো রাখতে পারবো,
আর কাজ গুলো এগিয়ে নিয়ে যেতে পারবো।
চলো আজ এখানেই কলমের নিপ্ টা ভাংলাম,
ভালো থেকো বন্ধু, রোজ ছবি আঁকো,
খুব বড় হও তুমি,
তোমার মুখের মিষ্টি হাসি যেন সারা দিন থাকে।
#AamarCindrella #friendshipstory #bengali #tiktok #radhakrishnalove #missyou #dream #myceo #ganeshart #diycrafts #Microsoft
====================================
অনেক কথা বলার ছিল তোমাকে বন্ধু,
জানিনা কি ভাবে শুরু করবো।
সর্ব প্রথম জানাই তোমাকে খুব মিস করি,
কি করবো এখনও তোমাকে শুধু ভালোবাসি যে,
এখনও চোখ ভিজে যায়।
ওই বন্ধু তোমার নাম লিখতেও ভয় লাগে এখন,
আজ খুব মিস করছি তোমাকে।
জানিনা কেন এত ভালবাসি তোমায়,
রোজ তোমার প্রফাইল দেখি,
দেখি এখনও লক করাই আছে।
ওই বন্ধু জিবনে কেউ আসছেনা গো।
খুব একা লাগে গো, খুবই একা লাগে।
ওই বন্ধু তোমার সাথে ২ মিনিট কথাই তো বলতে চাই,
সেটাও আর দিলেনা গো।
ওই বন্ধু তোমাকে আবার স্বপ্নে দেখলাম সেদিন,
জানিনা ওটা স্বপ্ন না কি ছিল।
দিনের বেলা তে দেখেছিলাম।
মনে আছে একদিন বলেছিলাম,
তোমার জন্য সোনার দুল এনে দেবো,
নেকলেস গিফট দেবো।
তুমি বলেছিলে, আমি কি তোমার বয়ফ্রেন্ড যে এগুলো দেবে।
বলেছিলে, আমার বেনারসি শাড়ি পরে মাথায় সিঁদুর পরে সাজতে ভালো লাগে,
আমি বলেছিলাম, আমি একদিন তোমাকে দেখতে চাই।
তুমি বললে, আমাকে কি করে দেবে।
বিয়ের সাজে তুমি আমার কাছে কি করে থাকবে।
আমার কাছে তো আমার বর থাকবে।
তুমি দেখতেই পাবেনা আমাকে।
ওই বন্ধু যেটা বলতে যাচ্ছি,
জানিনা তুমি শুনে রাগ করবে,
না মন খারাপ করবে,
না আমার জন্য তোমার হৃদয়ে আবার একটু ভালোবাসা বানাবে।
কিন্তু সত্যি বলছি, তোমাকে বিয়ের সাজে দেখেছিলাম।
ওই তুমি সেদিন সাক্ষাৎ মা লক্ষী মা পার্বতীর মতো লাগছিল।
যেন ইচ্ছে হচ্ছিল তোমাকে এই ভাবে দেখি সব সময়।
কত মিষ্টি লাগছিলে যে ভাষা নেই।
তুমি আমাকে বলছিলে, কি দেখছ এভাবে আমাকে?
আমি বললাম, আমার দেবীকে, আমার হৃদ স্পন্দন কে।
তারপর তোমার পা দুটো ধরলাম।
তোমার চরণ ছুয়ে প্রণাম করলাম।
তুমি বলছ, একি পাপ করছো?
আমি বললাম, আমি আমার Cindrella কে দেবীর মত ভালোবাসি।
তাই আমার আগেও যেমন কখনো খারাপ লাগেনি,
এখনও লাগেনা আমার দেবীর পা ছুঁতে।
তুমি বললে, স্ত্রী স্বামীর চরণ ছুয়ে প্রণাম করে,
আমি বললাম, আমার কাছে দুজনেই সমান।
স্ত্রী যদি স্বামির পা ছুয়ে প্রণাম করে,
তো স্বামী কেন স্ত্রীর পা ছুয়ে প্রণাম করবেনা।
তুমি একটু হাল্কা হাসলে তারপর বলছ,
তোমাকে আমি এত কষ্ট দিয়েছি,ভয় দেখিয়েছি,
রোজ রোজ তোমার চোখের জল ফেলেছি,
তাও তুমি আমাকে এত ভালোবাসো কেন।
আমি বলি, জানিনা,সবাইকে দেখে মনে হয়না কিছু,
কিন্তু তোমাকে দেখলে যেন যা ইচ্ছে করতে পারি,
তোমাকে দেখলে মন শান্ত হয়ে যায়,
যতই বা রাগ থাকুক না কেন,
তোমার মিষ্টি মুখ দেখলে সব রাগ দূর হয়ে যায়।
তোমাকে রোজ খুঁজি ফেসবুক, গুগল এ গিয়ে,
ঠাকুর কে বলি, আর কিছু নতুন ছবি দেখিয়ে দাও ওর।
ওর একটাও নতুন ছবি দেখিনি,
শুধু রোজ একটার পর একটা ওর আঁকা ছবি দেখছি।
জানিনা বিধাতা কি লেখে রেখেছে,
এই স্বপ্ন টা কি দেখলাম।
যেখানে আমিও জানিনা কোন দিন তোমাকে আর মেসেজ করতে পারবো।
কিন্তু যদি আমার প্রার্থনা বিশ্বাস সত্যি হয়,
রাধা কৃষ্ণের ভালোবাসা সত্যি আছে তো,
একদিন আমরা আবার ভালো বন্ধু হবো।
জানিনা আমি কেন এরকম স্বপ্ন দেখলাম,
যেখানে বন্ধু হতেও পারলাম না।
সেখানে জীবনসাথী হিসাবে তোমাকে আমি বউ হিসাবে দেখলাম।
জানিনা এসব কি দেখছি,
তোমাকে ভালো বন্ধু হিসাবে চাই,
আর তো বেশি আবদার ছিল না তোমার কাছে,
কিন্তু তাও যে একটা বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য,
নিজের সম্মান মা বাবার সম্মান হারালাম,
তোমার কাছে সত্যি কখনো ভাবিনি।
একাউন্ট টা তো disabled হয়ে গেছে মনে হয়,
কিন্তু এক একটা কথা মনে আছে যা তুমি বলেছিলে,
সত্যি খুবই আঘাত করেছিলে গো সেদিন।
আমি তোমার সারা জিবন ভালো চাইলাম,
আর তুমি যা ইচ্ছে বলেছ।
একটুও লেখার সময় হাত টা কাঁপলনা তোমার,
জানো এখনও পর্যন্ত ভয় লাগে।
একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে।
একটা মাস রাতে ঘুমোতে পারিনি,
কিন্তু তুমি দিব্যি রাতে ঘুমোতে আরামে।
একটা বন্ধুর চোখ ভিজিয়ে,
তাকে রোজ রোজ কষ্ট দিয়ে,ভয় দেখিয়ে।
হতে পারে নিজের বোয়ফ্রেন্ড এর সাথে ঝগড়া হচ্ছিল,
তাই মনে হয় আমাকে এরকম বললে।
কি করবো সময় টা এক বছর ধরে খুবই খারাপ চলছে।
বিকেল থেকে লেখা শুরু করেছি,
আজ খুব মাথা ধরে আছে।
এখন আবার তোমার ভিডিও গুলো চোখ বন্ধ করে মনে করলাম,
কেন রোদের মত হাসলে না,
আমায় ভালোবাসলে না।
এই গান টায় তোমাকে খুব খুব মিষ্টি লাগে,
গোলাপী রঙের চুরিদার টায় আর খোলা চুলে,
কপালে একটা ছোট্ট টিপ,
মিষ্টি ঠোটে হাল্কা একটু লিপস্টিক লাগিয়ে কি সুন্দর লাগছিলে,
ভাষায় প্রকাশ করতে পারবোনা।
জানিনা আমার জিবনে তোমার মত কবে কেউ আসবে।
ওই বন্ধু তোমাকে খুব মিস করছি গো,
খুব দেখতে ইচ্ছে হচ্ছে।
তোমার মিষ্টি গলার আওয়াজ টা যেন কানে ভেষে আসছে।
আমাকে ক্ষমা করে দাও বন্ধু।
সারাজীবন খুশিতে রাখবো তোমাকে,
কখনো কষ্ট দেবনা তোমাকে।
তুমি যা চাইবে সেটাই করবো।
এখনও যেটা চাইলে সেটাই করলাম।
জানিনা আর কখনো তুমি এগুলো পড়বে কি না!
রাধা কৃষ্ণ ভগবান কে বিশ্বাস করি।
আমি কোন ভুল করিনি,
শুধু একটু তোমার কাছ থেকে বন্ধুত্বের ভালোবাসা চাইছিলাম।
আর কিছু বেশি চাই নি গো।
জানো বন্ধু এই কিছু দিনে অনেক কিছু হলো,
যাকে আমি কাজে রাখলাম,
কলকাতা থেকে ব্যাঙ্গালোর নিয়ে এলাম,
জুনিয়র ম্যানেজার হিসেবে রাখলাম,
কাজ বেশি ছিলনা তাও ১৫০০০ টাকা মাসে দিতাম।
এই গত রবিবার বলছে, স্যার আমি আর কাজ করতে পারবোনা,
আমার একটা কোম্পানিতে জব লেগেছে,
আমি ওকে congrats জানালাম,
তুমি আরও বড় হও জানালাম।
তাও সে গ্রুপে গিয়ে আমার ব্যাপারে যা ইচ্ছে বলে,
যারা কাজ করছে তাদেরকে বের করতে চাইল।
সত্যি খুব খারাপ লাগলো,
তারপর গুগল এ গিয়ে নিজের একাউন্ট থেকে,
আরেকটা অন্যের একাউন্ট থেকে বাজে রিভিউ দিল।
সত্যি বলছি এখন পর্যন্ত কেউ এরকম করেনি,
শুধু এই ম্যানেজার টা এরকম করলো।
সত্যি বলছি যাকে আমি পুরো টাকা দিতাম সময় মত,
সে এরকম করল, কোন দিনও ভাবিনি এরকম করবে।
ভগবান আছে, সব দেখছে।
দেখবে, একদিন চোখের জলে কাঁদবে,
যেদিন ওর বস টা ওকে প্রচুর খাটাবে,
এমন কথা বলবে যে ওর চোখ ভিজে যাবে।
এমন কষ্ট পাবে একদিন যে বুঝবে,
কার সাথে সে এরকম করেছে।
জানিনা আমার জিবনে শুধু সব সময় বাঙালিরা এরকম করে,
জানিনা কিছু বাঙালি এরকম কেন করে!
যে খুব সাদা সিধে তার সাথে যা ইচ্ছে করে,
তাকে কষ্ট দিতে চাই।
যদি এটা সত্য যুগ হতো তো,
ভগবান তাদের কে জিবন থেকে তুলে নিত,
যারা এরকম করে একটা নিরীহ মানুষের উপর।
জানিনা ভগবান কবে এরকম মানুষ দেরকে শাস্তি দেবে,
আর বোঝাবে যে তার খাবার দিত,
তার পেটে লাথি মারলে ভগবান কি করতে পারে!
আমি সবাই কে সাহায্য করি, যতটা পারি,
তোমাকেও সাহায্য করতে চেষ্টা করেছিলাম,
কিন্তু পারিনি, তাও কত কিছু বললে তুমি।
তাও ভাবলাম তুমি তো আমার ভালোবাসা, হৃদয়,
তোমার রাগের মধ্যেও আমি ভালোবাসা দেখতে পাই।
তোমার আমার উপর পুরো অধিকার।
ভাবছিলাম কাজ বাড়াবো,
কিন্তু সবাই কম পয়সা টে চায় ভালো কাজ,
Indian Clients কিছু মানুষের রক্ত যেন শুষে নেবে।
কাজ করেও কথা শুনতাম,
তাই ভাবলাম অনেক হলো, আর না।
নিজের কিছু শুরু করতে হবে,
এভাবে কিছু হবেনা,
তাই ওই কাজ টা নেওয়া বন্ধ করে দিলাম।
এখনও কাজ পাচ্ছি ঠাকুরের কৃপায়,
কিন্তু আর ছোট কাজে মন নেই আমার।
যখন ভালো দিচ্ছি তো কিছু ভালো আশা করবো তো,
কিন্তু জানিনা ওরা সব সস্তা তে চাই।
আমিও চেষ্টা করেছিলাম দিতে,
কিন্তু না সম্ভব না এরকম ভাবে।
জানিনা এখানে লিখলে যেন মনে হয়,
আমি তোমাকে মুখোমুখি বলছি।
ওই বন্ধু আমাকে ভুল বোঝনা।
তোমার সব সময় ভাল চাই গো।
ওই বন্ধু তোমার ইউটিউব চ্যানেলটা খুব সুন্দর,
দিনে দশ বার দেখি তোমার চ্যানেল টা,
খুব সুন্দর সহজ ভাবে বানাও তুমি,
কিন্তু কিছু ভিডিও টে খুব তাড়াতাড়ি পর করিয়ে দাও আঁকা টা,
তাই বুঝতে পারিনা কখনো কখনো।
কমেন্ট করলে আবার না রেগে যাও,
তাই আর না লাইক না কমেন্ট করি।
ওই বন্ধু এখন আবার তোমার চ্যানেলটা খুললাম,
দেখলাম, এখন আবার দুটো নতুন ভিডিও আপলোড করলাম।
ওই আজকের ওই "How to draw Nobita and Shizuka" টা ভালো বানিয়েছ,
খুব সহজ ভাবে আর বিনা মোশন ইউজ করে,
পুরো টা দেখিয়েছ ভালো লাগলো দেখতে ওটা।
আরেক টা তোমার Silhouette Drawing টা খুব সুন্দর,
আমি শুধু এখানে তোমার প্রশংসা করতে পারবো।
কি সুন্দর লাইন টা লিখেছ,
Wings to show you what you have become,
Roots to remind you where you're from.
খুব মিনিংফুল লাইন টা গো, খুব ভালো।
তোমার গণেশা পেন্টিং টা খুব সুন্দর,
Diy Craft with Agarbatti Box ভিডিওটা খুব সুন্দর।
২৬৩ subscribers হয়েছে, আমি তোমার আরও ১০০টা বাড়িয়ে দেবো দেখবে,
তোমার ভিউজ বাড়িয়ে দেবো।
তখন ইউটিউব তোমাকে টাকা দেবে☺️,
তুমি একদিন সিলভার গোল্ডেন মেডেল 🏅 পাবে,
আমি টা দেখে খুবই খুশি হবো।
তুমি রোজ ভিডিও বানিও বন্ধু।
আমি তোমাকে দূর থেকে সাহায্য করবো যতটা পারবো।
কারু সাথে কথা বলার সময় ভাবি কি বলবো,
কিন্তু তোমাকে বলার সময় যেন কথা শেষ হয়না গো।
ওই বন্ধু তুমি খুব বড় হও,
পারতো রাধা কৃষ্ণ ভগবান আমার বন্ধুটার মনে একটু ভালোবাসা সঞ্চারিত করো আমার জন্য,
যাতে আমরা সারা জিবন ভালো বন্ধু হয়েই থাকি।
আর কিছু চাইনা বেশি ওর কাছ থেকে।
যে স্বপ্ন টা দেখেছি সেটা এজন্মে না হলে পরের সব জন্মে যেন সত্যি হয়,
তার থেকে আমাকে কেউ দূরে না করতে পারে।
কত কথা বলেছিলাম,
চলো আমরা দুজন কোথাও চলে যাই,
যেখানে শুধু তুমি আর আমি থাকবো,
আর কেউ থাকবে না সেখানে।
তুমি রান্না করবে, আমি তোমাকে দেখবো।
তুমি বলেছিলে, বাহ্ তুমি এটাতো
মুভি সিন বানিয়ে দিলে তো,
কত মিষ্টি মিষ্টি কথা হতো,
একবার মনে করে দেখ কত খুশিতে ছিলাম আমরা!
ভগবান কে এখনও বলি,
পারতো ওই খুশির দিন গুলো আবার ফিরিয়ে দাও জিবনে,
আমার জিবনে কাউকে এনে দাও,
যে ভালোবাসবে বুঝবে আমাকে,
ছেড়ে চলে যাবেনা।
তুমি বলেছিলে,কোন দিনও তোমাকে ভুলবোনা,
কিন্তু দেখ কত কিছু বলে আমাকে ভুলে গেলে বন্ধু।
কত মিস করছি কি ভাবে বলবো তোমায়।
কিছু ভালো লাগছেনা,
শুধু একটু তোমার সাথে কথা বলতে চাই শুধু,
আজ আবার চোখ টা ভিজিয়ে নিলাম।
জানিনা তোমার মত মিষ্টি কবে কেউ আসবে,
আসবে কি না সারা জিবন তোমার জন্যই চোখটা ভেজাবো কে জানে!
কাজে খুব অসুবিধা হচ্ছে,
ভালো লাগছেনা কিছু আমার এখন।
ইচ্ছে হচ্ছে যেটা করছি ওটা বন্ধ করে দিই ,
কিন্তু ভাবছি তাহলে টাকা আসবে কথা থেকে।
তাই বন্ধ করছিনা।
কিন্তু এক দু মাস বন্ধ করে শিখতে নিজেকে সময় দিলে,
কিছু করা যাবে এতো মাথা ব্যাথা থাকবেনা কাজের।
Per day $1000 কামাবো ভেবে ছিলাম,
কিন্তু বাড়ি এসে নিজের একটা কাজের জায়গা না পেয়ে,
খুবই অসুবিধা তে আছি এখন।
দুটো বাঙালি কে বোন দিদি হিসাবে কাজে রাখলাম,
দুজনেই টাকা মেরে চলে গেল।
দিদি টা ৩০-৪০ হাজার টাকা মারলো,
আর বোন টা যে পাতে খেল,
সেই পাত কে নোংরা করে চলে গেল।
আমার ওই বাঙালি বন্ধুটা যে ঘরের কাছে থাকতো,
৪০০০-৫০০০ টাকা মেরে চলে গেল।
আমি কাউকে কিছুই বলবনা,
যদি ভগবান এই পৃথিবীতে রয়েছেন তো,
যারা আমার টাকা মেরেছে, মিথ্যে প্রতারণা করে কষ্ট দিয়েছে,
তারা দেখবে ১০০০০ গুণ টাকা হারাবে,
আর জীবনের চল্লিশ টা বছর কষ্ট পাবে।
সেদিন বুঝবে কারু সাথে মিথ্যে বলে কষ্ট দিয়ে,
টাকা মারার জন্য ভগবান কি কষ্ট টা দিতে পারে।
মনে আছে লাস্ট ২০ আগস্ট ২০১৯ সেই তোমার লাস্ট মেসেজ ছিল,
তুমি বলেছিলে, আমার ১০৩ জ্বর,
কথা বলতে পারছিনা এখন।
আমি বললাম ওষুধ খাও, খাবার খাও,
আমি ঠাকুরকে বলে দিয়েছি,
তুমি ভালো হয়ে যাবে খুব শীঘ্রই।
তার পর থেকে আর কোন মেসেজ নেই,
কত কিছু কান্ড ঘটালাম,
কত কিছু করলাম তোমার মন জয় করতে,
কিন্তু তুমি আমার উপর রেগে রইলে।
কি আর করি, রাধা কৃষ্ণ এখনও পরীক্ষা নিচ্ছে মনে হয়,
তাই তুমি ও আমাকে একটাও সুযোগ দিলেনা পরে।
যা হয় ভালোর জন্যই হয়,
তুমিও থাকো তোমার boyfriend এর সাথে খুশিতে,
আমিও আমার কাজে বড় হয়ে,
তোমার স্বপ্ন কে খুব শীঘ্রই পূর্ণ করবো।
তুমি বলেছিলে,তোমার একদিন Microsoft এর মত কোম্পানি হবে,
তোমার এই স্বপ্ন টা পূর্ণ করিয়ে তোমাকে দেখাবো।
ভাবছি যে কাজ টা করছি,এটা বন্ধ করে দিই,
কি বলছো তুমি গো, কারন একটা কাজে এতো সময় দিলে বেড়ে ওঠা যাবেনা।
চার বছরে ১০০ টা কোম্পানি খুলবো,
কারন একটা কোম্পানি খুলে সব কিছু সম্ভব নয়।
আমাকে এগোতে হবে, কাজে মনযোগ করতে হবে।
নাহলে কিছুই সম্ভব নয়।
তোমার সাথে যদি কথা হতো,
তো এত দিনে অনেক কিছু করে ফেলতাম।
একবার ভাবছি যদি বন্ধ করি তো,।ঘর থেকে যদি কথা বলে তো।
আবার ভাবছি, ১০০ টা কোম্পানি খুলতে হলে,
১০০ টা জিনিস এ পারদর্শী হতে হবে।
নাহলে সম্ভব নয়, সেই জায়গাতে পৌঁছানো
তুমি কি বলো বন্ধু, মনে হয় তুমিও বলছ,
তুমি তোমার মনের কথা শুন আর আমার স্বপ্ন টাকে পুরন করিয়ে দেখাও।
ওই তুমি যেন আমার রাস্তা বেড়ে ওঠার,
তুমি আমার দেবী তাইতো তোমাকে দেবীর আসনে বসাতে কখনো কিঞ্চিৎ বোধ হয় না।
রাধা কৃষ্ণ ভগবান আমার বন্ধুকে,
যেন রোজ স্বপ্নে দেখি আবার।
ওকে দেখেই মন ভালো রাখতে পারবো,
আর কাজ গুলো এগিয়ে নিয়ে যেতে পারবো।
চলো আজ এখানেই কলমের নিপ্ টা ভাংলাম,
ভালো থেকো বন্ধু, রোজ ছবি আঁকো,
খুব বড় হও তুমি,
তোমার মুখের মিষ্টি হাসি যেন সারা দিন থাকে।
#AamarCindrella #friendshipstory #bengali #tiktok #radhakrishnalove #missyou #dream #myceo #ganeshart #diycrafts #Microsoft

Comments
Post a Comment