Skip to main content

Aamar Cindrella🌹🍫💝💐 Aamar Anamika Romantic Photos 2025

 Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025    

আমার ভবিষ্যতের ১০০ টা কোম্পানীর নাম তোমার নাম দিয়ে শুরু হবে, আমার নাম দিয়ে শেষ হবে🌹🍫💝❤️ । Cinderella Story 2020

আমার ভবিষ্যতের ১০০ টা কোম্পানীর নাম তোমার নাম দিয়ে শুরু হবে, আমার নাম দিয়ে শেষ হবে🌹🍫💝❤️ । Cinderella Story 2020


সুপ্রভাত আমার মিষ্টি বন্ধু আমার Cindrella আমার অ...
তুমি সারাদিন ভালো থেকো,
তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে,
শরীর সুস্থ্য রেখো,
খুব বড় স্কুলে তোমার জব লাগে।
ভগবান ওর আর যেন ভাইরাল ফিভার না হয়।
ও খুব ভালো মেয়ে,ওকে কেউ যেন আর কষ্ট না দেয়।
রাধা কৃষ্ণের আশীর্বাদে আমরা যেন আবার ভালো বন্ধু হই।
🌄☕🥯🥣🥪🍳🥞🍭🍭🍭🍡🍡🍡🍧🍨🍬🍬🍬🍚🍛🐣🐓🍗🐥🍕💐💐💐☔🥻👗👘💃👩‍💻🏡🚴‍♀️🏍️🚖👠🥿👜👝💄💵💶💷💸🍫🍫🍫💝💝💝🌹❤️❤️❤️👰👸💖

এভাবে লিখলে যেন একটা খুশি অনুভব করি,
জানিনা মনে হয়, তুমি আমার এই ডাইরিটা পড়বে,
আর আবার আমরা ভালো বন্ধু হয়ে যাব একদিন।

প্রভু আমার বন্ধুকে বুঝিও,
ও যেন আমাকে মেসেজ করে আবার বেস্ট ফ্রেন্ড এর মত কথা বলে।
আমি ওকে খুব খুব ভালোবাসি।
আমি জানি ওর রাগ অভিমান একটু বেশি,
ও ওর সম্মান আর boyfriend এর সাথে না সম্পর্ক ভাঙ্গে,
তাই হতে পারে আমার সাথে কথা বলছেনা।

হে প্রভু তুমি তো সব জানো,
ওকে আমি কত ভালোবাসি,
তাও একটা ভালো বন্ধু হয়েই থাকতে চাইলাম,
সেটাও আমার ভাগ্যে জুটলো না, ঘুমোবো কি আবার বালিশ টা ভিজে যাচ্ছে।
হুম্ আজ অনেকদিন পর সারা রাত কাজ করলাম,
এখন বাজছে সকাল ৬টা ৫৬,
ঘুম পাচ্ছে এবারে।
কিন্তু ইচ্ছে হচ্ছে তোমাকে একবার মেসেজ করি, কথা বলি।

ওগো এই জন্মে না তোমাকে পেলেও,।পরের সব জন্মে যেন তুমি আমার হও।
তুমি বলেছিলে, সব বিধাতার উপর ছেড়ে দাও,
উনি ঠিক করবে সব।
আমিও ছেড়ে দিয়েছি।

কাল বাবা দাদার সাথে গল্প হলো,
কাজ অফিস নিয়ে,
বললাম বাড়ি থেকে মন লাগছেনা।
একটা জায়গা নেওয়ার আছে,
তখন দাদা বলছে ৩-৪ মাস পর সব ঠিক হয়ে যাবে।
বাবা বলছে ১-২ বছর লাগবে ঠিক হতে,
বলছে, এই অগ্রহায়ন মাসে তোর বিয়ে দিয়ে দেব,
তাহলে আর কোন চাপ থাকবেনা।

আমি কিছু বললাম না,
ভাবলাম এত দিনে কিছু হলনা,
এখন কোথা থেকে পাই,
দেখি যদি অফিস টা বাড়িতে খুলে,
সবাই যখন দেখবে যে এ নিজের কিছু করছে,
বেকার ঘরে বসে ছিলনা তাহলে আগে,
তখন যদি তোমার মত মিষ্টি কিউট একটা Cindrella An*m*k* আমার জিবনে আসে,
যদি সেও তোমার মত স্বভাবে কথা বার্তা কাজ কর্ম সব কিছুতে ভালো হয়,
তাহলে যদি কিছু হয়,
তাহলে একাই থেকে যাবো।

তুমি যদি একা হতে তো মনে হয় তোমার মন জয় করে নিতাম,
আমরা ভালো বন্ধুর চাইতে বেশি হতে পারতাম।

জানিনা আমার কপালে কে আছে,
ওগো তুমিও pray করোনা,
যেন তোমার মত একজন জিবনে আসে।

জানি তুমি তো একটাই,
কোথা থেকে আরেকটা Cindrella পাবো।

সকালে একটু লিখে শুলাম,
দাদা এক ঘণ্টা পর এসে ঘুম ভাঙিয়ে দিল,
আবার শুলাম, ১০:৩০ র সময় আবার ঘুম ভেঙে গেলো,
মোবাইল খুলতেই এই কাজ ওই কাজ,
তখনি বাবা ডাকতে লাগলো ১১টা বেজে গেছে,
জানিনা তো আমি সকালে ঘুমিয়েছি,
তার পর ভাইঝি এসে দরজা এমন ঠক ঠক করতে লাগলো,
যে উঠতে বাধ্য করলো।
নিচে গিয়ে চা ব্রেকফাস্ট করে এলাম,
নেট অন করতেই এই কাজ ওই কাজ,
হয়ে গেলো দুপুর ১:৪৬,
যা অার কি ঘুমোবো,
মাথা পুরো ধরে আছে,
তাও না লিখলে ভালো লাগেনা।
আজ একটা লাইক করলাম তোমার একটা ফটোতে,
অনেক দিন পর ভালো লাগলো 🥰☺️।
তোমাকে লাইক করা মানে,
তোমার সাথে কথা বলা যেন।
ওই বন্ধু তুমি খুব বড় হও,
আঁকা গুলো নিজের কাছে রাখো না গো,
ভিডিও বানাও,
তোমার ছাত্র ছাত্রী গুলো কত তোমার প্রশংসা করে,
তুমি তখন একটা লাভ রিএক্ট করে ধন্যবাদ জানাও,
আমাকেও সেদিন জানালে,
ভালো লাগলো 🥰🤗।

ওই তোমার নাম দিয়ে আমার প্রথম কোম্পানি খুলেছি,
এখনও ৯৯ টা কোম্পানি খোলার আছে,
৪ বছরের মধ্যে, আজ কিছু নাম মাথায় এসেছে,
এখানেই লিখে রাখি,
যদি ভগবানের কৃপায় আর তোমার, ছোট বড় গুরু জন দের ভালোবাসা আর আশীর্বাদে,
আমি ১০০ টা কোম্পানি খুলতে পারি।

এই নাম গুলো ভেবেছি,
জানাবে বন্ধু যদি কোন দিনও,
 ভগবান তোমাকে এগুলো দেখিয়ে দেয়,
আর যদি সব ভুলে আবার বন্ধু হয়ে কথা বলো তো,
আর কিছু চাইনা শুধু তোমাকে ছাড়া।
তুমি আমার lucky champ,
তোমার আসার পরেই কোম্পানি খুললাম।

তোমার রাগ থাকতেই পারে,
কিন্তু আমি তোমাকে সারা জিবন ভালোবাসবো।
হুম্ রাগ আমারও হয়, বলেছি এখানে অনেক কিছু,
তার পর দু মিনিটে রাগ চলে যায়,
আর আবার তোমাকে ভালোবাসতে শুরু করি🥰🤗।
জানিনা কেন আমি এরকম হয়ে গেছি।

এই দেখো সেই ৯৯টা কোম্পানীর নাম:
আজ কিছু ভাবলাম, সময় লাগবে,
রোজ এই পোস্ট টা আপডেট করবো।

1: Adnosys
2: Adsnosys
3:Appnosys
4:Acnosys
5:AcontentJ : এটায় তোমার নামে শুরু, আমার নামে শেষ🥰☺️🤗❤️
6: Adevnosys
7:Arankrosoft
8:Asoftnosys
9:ARadhaj : এটায় তোমার নাম এর সাথে রাধা মা আর আমার নাম এর স্কুল একটা
10: Ajesus Orphanage : এখা নে তোমার নাম আমার নাম এর প্রথম অক্ষর আর করে Lord Jesus এর নাম যুক্ত🥰☺️🤗

আবার পরে লিখবো, মাথা পুরো ধরে আছে,
স্নান টা করে আসি,
তার পর খাবার খেয়ে আবার কিছু ভাববো।
তুমি কেন এত মিষ্টি গো,
তুমি আমার চোখের সামনে ভাসছ,
নতুন বউ সেজে যে গানটা ছিল,
ভুলে গেছি গান টা পুরো,
মেইনু মিঠা বহত পসন্দ
এই টায় শাড়ি পরে, লিপস্টিক তাকে সিঁদুরের মত নিয়ে,
মুখে শাড়ি টা নিয়ে একটা নতুন বউ এর মত লজ্যার সাথে দেখছ,
হে হে কোন দিনও ভুলবোনা।
যেদিন আমাকে ভয় দেখিয়ে ছিলে, এক মাস সব চলে গেছলো,
আবার যেন সব কিছু একের পর দেখতে পাই।

লিখার যেন শেষ নেই আমার,
কত লিখি তোমাকে নিয়ে।
সবাই লাভ লেটার লিখে জানায়,
আমি আমার ডাইরি তে লিখে জানাই,
যদি রাধা কৃষ্ণ ভগবান তোমাকে আমার এই হাসি ভালোবাসা কষ্ট রাগ এর,
এই ভাঙ্গা কবিতা গল্প গান গুলো কোন করে দেখিয়ে,
একটু ভালোবাসা জাগিয়ে আবার আমরা ভালো বন্ধু হই।
তুমি ভালো থেকো সারা জিবন আমার Cindrella❤️❤️❤️।

সকাল থেকে লিখছি আজ,
কিন্তু যেন ইচ্ছে হচ্ছে আরও লিখি,
তাই আবার জানাই,
 শুভ সন্ধ্যা আমার মিষ্টি বন্ধু Cindrella👸🌹❤️🍫💝।
আজ না ঘুমিয়ে একটা মুভি দেখলাম,
সাউথ ইন্ডিয়ান মুভি হিন্দি তে ডাবিং,
সীতা রাম মুভিটার নাম,
দেখাচ্ছে রাম খুব ভোলা,
ও বলছে, যদি তুমি কোন জিনিস মন দিয়ে চাই তো,
সারা বিশ্ব তোমাকে সাহায্য করবে ওটা করতে।
দেখাচ্ছে, একটা ক্রেন কে ও নিজে সরাতে যাচ্ছিল,
তখন সবাই হাসছে তো,
হাতি গুলো এসে তার সাহায্য করলো।
সীতা রাম কে খুব ঘিনা করত,
রাম ছিল খুব সরল,
তার সরল স্বভাবের জন্য,
সে রাম কে বুঝতে পেরে,
তাকে ভালোবাসতে লাগলো,
আর মুভি তো তাই Happy Ending হবেকই,
আর শেষে তাদের বিয়ে হলো।

আমার জিবনে কি এরকম সম্ভব হবে গো,
তোমাকে হৃদয় দিয়ে মন দিয়ে ভালোবাসি,
মা সরস্বতী লক্ষীর জায়গায় বসিয়েছি,
একদিন কি তুমিও আমাকে ভালোবাসা দেবে একটু হলেও,
একটা ভালো বন্ধুর মতই থাকবো।
এর চাইতে বেশি আশা করিনি গো।

রাধা কৃষ্ণ ভগবান, রাধার মত আমি ওকে খুব ভালোবেসে ফেলেছি,
চোখ না ভিজলে যেন আমার দিন টা পেরোয় না।
ওর মনে একটু বন্ধুত্বের ভালোবাসা জাগিয়ে তুলো প্রভু,
কখনো কষ্ট দেব না ওকে,
সব ঠিক করো প্রভু।
ওর মত একটা মিষ্টি স্বভাবের,
 কাউকে এনে দাও ঈশ্বর,
জানিনা পাবো কি না তাও লিখলাম।

বন্ধু পারতো বুঝো আমায়,
একটু তোমার ভালোবাসা দাও,
আবার যেন ভালো বন্ধু হয়ে যাই।

যাই মা ডাকছে,
শুভ রাত্রি ও জানিয়ে দিলাম,
দেখি রাতে আর লেখা হয় কি না,
তাই ভালো থেকো,
তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে😊।
I love you,missing you my Cindrella 👩‍🎨❤️🌹🍫💝
Please talk to me,be happy and keep smiling always Angel ❤️😊.
#aamarcindrella #myceo ,#artteacher #bangalore #lovestory #diary

Comments

Popular posts from this blog

আমার অজানা অচেনা মিষ্টি Cyndrella

Munna Bhai MBBS এ Bapu Mahatma Gandhi র মত, যেন আমি তোমাকে দেখতে পাই চোখ বন্ধ করলেই 🥰😊🤗 | AamarCindrella 🌹🍫💝 | The untold story

Munna Bhai MBBS এ Bapu Mahatma Gandhi র মত, যেন আমি তোমাকে দেখতে পাই চোখ বন্ধ করলেই 🥰😊🤗 | AamarCindrella 🌹🍫💝 | The untold story সুপ্রভাত আমার মিষ্টি কষ্ট সহিষ্ণু পৃথিবীর সবচেয়ে সুন্দরী বন্ধু, আমার জীবনের Cindrella 💖, আমার সরস্বতী দেবী, আমার Shirley Setia Melody Queen ❤️🤗, আমার Bangalore Best Art Teacher, আমার স্বপ্নের রাজ্যের স্বপ্নের পরী, তুমি ভালো থেকো, খুশিতে থেকো সারাদিন। তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে, তুমি খুব বড় হও, রাধা কৃষ্ণের ভালোবাসা আর আশীর্বাদে আমরা আবার যেন ভালো বন্ধু হই 😊🥰। 🌄☕🍪🍰🥯🥣🥪🍳🥻🧃🍱🍚🍛🐣🐥🍗🍗🍗🐟👗💍⌚☂️🎧🍹🍿🍩🍪🍮🍭🍭🍭🍬🍬🍬🍫🍫🍫🍨🍧🍦🍡🏘️🚖🚘🏍️🚲🚴‍♀️💸💸💸💷💶💵💴💳💲💹💱💰🏧💌🌹💐💐💐🍲🌭🌯🍜🍝🍟🍕🍕🍕👩‍❤️‍👨👘💃👠👛👜👝💝🥰🥰🥰😊😊😊❤️ অনেক দিন পর এভাবে লিখলাম, এটা লিখলে মুখে একটা হাল্কা হাসি এসে যায়, মনে হয় আমি তোমাকে সত্যি কারের এভাবে দিয়েছি, আর তুমি বলছো, বাব্বা এতো কিছু, এতো ভালোবাসো আমায় তুমি, আমি বলি, আমার জীবনের চাইতে বেশি তোমাকে ভালোবাসি গো। তুমি আমার কথা শুনে মুচকি মুচকি হাসছো। জানিনা আবার কবে দেখা হবে, যেমন Mun...