Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
ওই আমার মিষ্টি বন্ধু Cindrella 👩🎨, নতুন ছবি আঁকার ভিডিও বানাও না গো❤️🌹🍫💝
ওই বন্ধু কি হলো গো,বেশ তো ভিডিও বানাচ্ছিলে।
এবারে কেন বন্ধ করে দিলে তুমি,
তোমার ভিডিও দেখে আমি শিখছিলাম,
কত সহজ ভাবে বানাচ্ছিলে।
আমি কত জন কে দেখলাম,
এই দেখ এখান থেকে খুব সহজে শিখতে পারবে।
অনেকে দেখবে সাবস্ক্রাইব করবে।
আজ ২০ টা লাইক দিলাম,
যেটা তুমি জানতেও পারবেনা।
রোজ এক দুটো করে subscribe ও বাড়বে দেখবে,
খুব শীঘ্রই ১০০০ সাবস্ক্রাইবার বানিয়ে দেব।
সারা দিন কিছু করিনি,
এক দুটো clients এর সাথে ফোনে কথা,
একটু স্টাফ দের বোঝানো,
কি করতে হবে কি না ব্যস।
নতুন দুই চারটে টাকা কামানোর ট্রিক শিখলাম,
দেখি এবারে ইমপ্লিমেন্ট করতে হবে।
নাহলে শিখে ইমপ্লিমেন্ট না করলে,
কোনই লাভ নেই গো।
আমাদের একটা স্যার মানে আমার বস,
যেখানে আগে কাজ করতাম,
বলতো ছোট ছোট টার্গেট achieve করো প্রথমে,
তারপর বড় টার্গেট এর পিছনে দৌড়াবে।
প্রথমে ৭ দিনের টার্গেট বানাও,
তার পর ১৫ দিনের,৩০ দিনের,
৯০ দিনের, ৬ মাসের, তার পর ১২ মাসের বড় টার্গেট।
তাহলে নিজের স্বপ্ন পুরন করতে পারবে সহজে।
আমার মন যায় করতে, কিন্তু ইচ্ছে নেই যেন কিছু তেই,
শুধু তোমার মিষ্টি মুখ টা চোখের সামনে ভেসে ওঠে।
জানিনা কেন আমি এরকম হয়ে গেলাম।
তোমার এই বন্ধু টা ডাইরি লিখতে গিয়ে,
রোজ চোখ ভেজায়।
তুমি ভগবান কেউ আমার চোখের জল বোঝেনি,
না পাচ্ছি তোমার মত কারু সাথে কথা বলতে,
না পাচ্ছি বিয়ের জন্য মনের মত কেউ,
কি করবো তোমার মত কাউকে না পেলে,
সারা জিবন একাই থেকে যাবো।
বাড়ি তে একবার বলেছিল অনেক দিন আগে,
কেমন মেয়ে চাই তোমার?
আমি তখন তোমার দু চারটে পিক দেখিয়ে ছিলাম।
সেই পিঙ্ক কালার এর শাড়ি পরে,
একবার জিজ্ঞেস করেছিলাম এটা দারুণ তোমার,
তুমি বলেছিলে সব Redmi র Jaadu।
তারপর সেই সালোয়ার কামিজে র একটা মিষ্টি পিক,
তখন বৌদি চোখ ঘুরিয়ে বলছিল, কে এটা,
আমি বললাম, এটা আমার খুব ভাল বন্ধু।
বললো কথা চালাবো।
আমি বললাম, ও খুব ভালো মেয়ে,
স্বভাব খুব ভালো, খুব মিষ্টি দেখতে,
এরকম একটা দেখে দাও।
বলছিল, নিজেকে দেখো তারপর এত রূপের ললনা কে দেখবে।
বললাম, রূপ না ওর মত গুণ অনেক কম মেয়ের আছে,
এত কষ্ট করে সারা দিন বাসে দাড়িয়ে দাড়িয়ে এখান থেকে ওখান যাওয়া,
শুধু নিজের স্বপ্ন কে পুরন করতে কত খাটে,
কিসে খারাপ সে, ছবি আঁকা, রান্না করা, গান, নাচ,হাতের লেখা,মিষ্টি আওয়াজ, মিষ্টি ব্যবহার
সব কিছু তেই যেন সে সেরা।
তাই আমার এর মত কাউকে চাই জিবনে।
বললাম,ভালো কামাবো তো,
Per day 1 Cr কামানোর আছে,
কোন্ মেয়ে রিজেক্ট করবে তখন।
তখন চুপ হে হে😅😅😅।
ভগবান কে রোজ বলি, আর তুমিও বলো যদি কোন দিন পড়ো তো,
"যেন আমার মত কাউকে এর জিবনে পাঠিয়ে দাও।
আমি আমার বয়ফ্রেন্দের জন্য কথা বলতে পারছিনা,
আর এই পাগল ছেলে টা আমার সাথে কথা বলতে পাগল হয়ে গেছে,
নিজেকে রোজ কষ্ট দিচ্ছে।
আমি যেন পাষাণ হয়ে গেছি,
ওর এক ঘণ্টার চোখের জল ও যেন বুঝতে পারছি না,
ও আমাকে কতো ভালোবাসে,
তাও সে শুধু আমার জন্য,
একটা ভালো বন্ধু হয়েই থাকতে চাই সারাজীবন।
সেটাও আমি ওকে দিচ্ছিনা।
আর ভয় দেখিয়ে রোজ কষ্ট দিয়ে ওকে যেন,
জীবনের শেষের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি রোজ রোজ।
আমি বুঝছি কিন্তু ওকে থ্রিটেনিং দেওয়া ছাড়া আমার কাছে কোন উপায় ছিলনা,
কিন্তু তাও সে আমাকে ঘৃণা করার জায়গায়,
আরও বেশি ভালোবাসতে চাইছে,
আর ভগবান তুমিও ওর স্বপ্নে আমাকে নিয়ে আসছো রোজ রোজ।"
ওই বন্ধু যদি কোন দিনও আর আমার এই ডাইরি টা পড়োতো,
রাগবেনা, ক্ষমা করে দিও,
পারতো একটা সুযোগ দিয়ে,
একটা মেসেজ করে,
ভালো বন্ধুর মতো কথা বলো।
আমি নিজেকে অনেক করে,
বাঁচিয়ে রেখেছি।
কখনো কখনো খুব বাজে লাগে,
ইচ্ছে হয় একবার মেসেজ করি,
তারপর ভয় লাগে, চোখ ভিজিয়ে নিই।
যত বাজে ভাবে নিজেকে আঘাত করা যায়,
সেটা করি আর চুপচাপ থাকি।
পরিবারকে বুঝতেও দিইনি,
ভিতর থেকে কতটা ভেঙ্গে পড়েছি।
একটা সুপ্রভাত মেসেজ করতাম,
সেটাতেই মন ভালো রাখতাম।
এখন কি ভাবে নিজেকে ভালো রাখি গো,
তুমি তো ভয় দেখিয়ে আমার জিবনে ভয় ঢুকিয়ে চলে গেলে,
আর আমি মনমরা হয়ে আছি।
সব সময় নিজের আত্মসম্মান টাকে বড় করে রাখলে,
আমি তো আত্ম সম্মান কি,
নিজেকে তোমার কাছে অপরাধী বানিয়ে ফেললাম,
যদি তাতেও তুমি যদি বুঝে আবার বন্ধু হই।
লিখছি আবার তোমার মত মাথা টা লাগছে খুব,
আর লিখতে পারছিনা, ভালো থেকো বন্ধু।
ভগবান তোমাকে খুব বড় করুক,
শুভ রাত্রি আমার মিষ্টি বন্ধু Cindrella,
তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে।
#aamarcindrella #missyou #bestfriendsforever

Comments
Post a Comment