Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
শুভ গণেশ চতুর্থী আমার Cindrella ❤️, খুব বড় আর্টিস্ট হও একদিন
শুভ গণেশ চতুর্থী বন্ধু,
আজ এখন লেখার আগে,
তোমার চ্যানেল টা খুললাম।
কি সুন্দর একটা 3D Scenery এঁকেছ,
ভালো হয়েছে, জানতাম না ভালো পেন্সিল দিয়ে,
এত সুন্দর আঁকা যায়।
আর ছবি আঁকতে ও জানা চায়,
সবার দ্বারা সব কিছু সম্ভব নয় তো,
খুব ভালো বন্ধু, রোজ আঁকো তুমি।
কাল অনেক দিন পর তোমার ভিডিওতে লাইক করলাম,
হুম্ আমার Cindrella থেকে নয়,
ওটা আলাদা একটা একাউন্ট থেকে।
আজকেও একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবো।
তোমার ১০০০ subscribtion খুব শীঘ্রই বানিয়ে দেবো দেখবে তুমি,
এই বন্ধুটা তোমাকে দূর থেকে সাহায্য করবে তোমাকে,
তুমি জানবেনা কোন দিন।
আজ কিছু গান শুনলাম,
যেন আমাদের জিবন টা দেখছি ওই গানের মধ্যে,
ভাবছি আমিও কিছু একটা গান বানানোর চেষ্টা করি,
জানিনা ভালো হবে কি খারাপ,
কিন্তু বানাবো আবার একটা।
দামী পেন্সিল দিয়ে কি না করা যায়,
আমি জানতাম না এটা,
নাহলে যত গুলো ছবি এঁকেছিলাম,
ওগুলো আরো সুন্দর বানাতে পারতাম।
তুমি কালো ওই দামী রঙ পেন্সিল দিয়ে,
কি সুন্দর ছবি এঁকেছিলে।
কত শীঘ্রই এত সুন্দর ছবি আঁকতে পারছ,
কিন্তু যদি আমরা কথা বলতাম তো,
তোমাকে কিছু আইডিয়া দিতাম,
যেটায় তোমার সব ছবি গুলো বিক্রি হতো।
কি করবো সময় ভালো নয়,
তাই তুমি যা তা বলে আমার থেকে দূরে চলে গেলে।
আর তো মেসেজ করতে পারবোনা তোমাকে,
না সুপ্রভাত শুভ রাত্রি উইশ করতে পারবো তোমাকে।
এই যা ইচ্ছে লিখে মন ভালো রাখছি।
ওগো তোমাকে খুব ভালোবাসি গো,
খুব মিস করছি তোমাকে বন্ধু।
একটা বন্ধু হয়ে থেকো সারা জীবন।
আর চাইনা বেশি কিছু তোমার কাছ থেকে।
#HappyGaneshChaturthi #ganeshpuja #aamarcindrella #joycindrella

Comments
Post a Comment