Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
ভালোবাসার মন ফাগুনে,তোমার👸 জন্য সুর🎶 বুনেছি,অার একের পর এক গান লিখে চলেছি🥰
ভালোবাসার মন ফাগুনে,
তোমার জন্য সুর বুনেছি।
সুরের সাথে সুর লাগিয়ে
রোজ একের পর এক গান লিখে চলেছি।
গানের ভাষায় নিজের হৃদয় খানি,
তোমার কাছে তুলে ধরেছি।
Tiktok এ রোজ তোমার মিষ্টি মুখ দেখে ,
নিজের মন ভালো রেখেছি।
দিনের পর দিন যেন ভালোবাসা ঢেলে,
যেন ভালোবাসার মহল বানিয়ে ফেলছি।
মনের মাঝে শুধু তুমি,
চাইনা জিবনে অার কিছু আমি।
চাই বাঁধতে সুখের বাগান,
যেখানে রাখবো ভালোবাসার প্রাণ।
এই যে তোমাকে দেখছি রোজ
তোমার মিষ্টি মুখ দেখেই মন ভালো রাখছি,
তোমার ভিডিও না দেখতে পেলে বুক টনটন করে,
ওই আমার মিষ্টি বন্ধু রোজ ভিডিও বানিও,
একটা না, ৫-৬ টা করে বানাও।
তোমার মুখের হাসি আমার খুশি থাকার ওষুধ।
সবার মাঝে খুজি তোমায়
বন্ধু হয়ে যদি আবার এসো,
চাঁদের মাঝে খুজি তোমায়
জোসনা হয়ে যদি হাসো।
ঘুম ভাঙলেই দেখতে পাই,
Cindrella sent you a mail,
ভগবান কে বলি, এই কাজের Cindrellar জায়গায়
আমার Cindrella যেন একটা
মেসেজ করে বলে একদিন,
কেমন আছো তুমি?
ও আমার মিষ্টি Cindrella,
ও রাধা কৃষ্ণ ভগবান,
সব ঠিক করো প্রভু এবারে।
আমার বন্ধু একটু কথা বলে তার বন্ধুর সাথে।
দেখো আজ আমি তোমার জয় হয়ে গেছি,
তুমি যেরকম আমাকে বলতে,
যে নিজেকে ভালবাসেনা সে অন্যকে কি করে ভালোবাসবে,
ওই বন্ধু আজ সকালে উঠেই Morning walk, Pranayam করে,
স্নান সেরে চা নাস্তা করে চলে গেছলাম শোরুম,
যেটা আজ থেকে আমার অফিস রুম।
কিন্তু ওখানে সন্ধ্যে থেকে নেট নেই,
তুমি বলতে আগে তুমি নিজে সময় মত খাও,
তার পর অন্যদের কে বলবে।
দেখো আমি তোমার কথা মতো সব করছি।🤗
তুমি খুব ভালো গো,
তুমি আমার সব সময় ভালো চাও,
ও বন্ধু তোমাকে খুব মিস করছি গো।
একটু কথা বলবে আমার সাথে।
সারাজীবন বন্ধু হয়ে থাকো আমার পাশে।
শুভ রাত্রি বন্ধু, সারাজীবন তুমি খুশিতে থাকো,
ভগবান তোমার সব স্বপ্ন যেন একদিন পূর্ণ করে।
#goodnight #sweetdreams #takecare #behappy #keepsmiling

Comments
Post a Comment