Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
ওগো আমার নিষ্পাপ শুভ্র স্বচ্ছ Cindrella❤️🌹🍫💝
Cindrella Cindrella বলে ডাকি,
Cindrella দেয় নাতো সাড়া।
কেমন করে বাঁচবো বন্ধু
একা একা তোমায় ছাড়া।
আমি জানি কোন দিন ফিরবেনা,
আমার ভাঙ্গা হৃদয়ের কুটিরে।
জানিনা কেন মন বলে,
তুমি যেন আসবে আবার ফিরে।
তোমাকে বোঝাতে গিয়ে অশ্রুর বাঁধ কখন যেন ভেঙ্গে গেছে,
দু নয়ন দিয়ে ঝরনার জল যেন পড়ে চলেছে।
তুমি নেই বলে হৃদয়ের গোলাপের পাপড়ি গেছে শুকিয়ে,
কত বাঁচানোর চেষ্টা করেছি চোখের জল দিয়ে।
Check out : Aamar Cindrella Album Songs 2020
তবুও বাঁচেনা সারা দিন ধরে তোমার নাম বলে,
প্রাণ ফিরে পাবে শুধু তুমি একটু জল ঢেলে দিলে।
তুমি নেই বলে জীবনের আঁকার ছেড়া খাতা পড়ে আছে খালি,
কি করে আঁকবো বলো,আঁকার তুলিতে ফুরিয়েছে রঙ কালি।
যতই কষ্ট দাও ওগো আমার অভিমানী প্রিয়া,
হৃদয় থেকে নিভবেনা কখনো তোমার ভালোবাসার দীয়া।
চলে যাব একদিন ওই নীল আকাশের ওপারে,
তোমার থেকে সরে যাবো অনেক অনেক দূরে।
কুয়াশা তে ঢাকা পড়েছে,
তোমার দাগ হীন চাঁদের মত মুখটি,
হারিয়ে ফেলেছি এই মিথ্যা রাজকরা জগতে,
কল্পনার তুলি দিয়ে আঁকা তোমার মিষ্টি মুখটি।
জল বিহীন মরুভূমি পড়ে আছে,
একটু বাঁচতে চাওয়া প্রাণহীন হৃদয়টা,
একটু ২ মিনিট কথা বলার কেউ নাই,
তাই থেমে গেছে গতিহীন জিবনটা।
জল বিহীন মরুভূমি পড়ে আছে,
একটু বাঁচতে চাওয়া প্রাণহীন হৃদয়টা,
একটু ২ মিনিট কথা বলার কেউ নাই,
তাই থেমে গেছে গতিহীন জিবনটা।
#Cindrella #imissyouyaar #friendsforever #tiktok #ineedyou #desertlife #sweetface

Comments
Post a Comment