Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
খুব ঘুম পাচ্ছে,
কিন্তু না লিখলে যেন ভালো লাগেনা।
তাই একটু লিখছি,
দু দিন ধরে ল্যাপটপ খুলিনি।
তার আগের দিন খুললাম তো,
আমার Cindrella ব্লগ কে সাজালাম একটু।
দু দিন ধরে শুধু মোবাইল থেকে কাজ করলাম,
জানি কিছুই হয়নি, কিন্তু মন ভালো নেই,
কিছু ভালো লাগছেনা,
ইচ্ছে হচ্ছে একটা তোমাকে মেসেজ করি,
একটা লাইক করি।
কিন্তু জানো ভয় লাগে।
সেদিন তোমার ভয়ঙ্কর মুখটা দেখে,
সত্যি এখনও ভয় লাগে।
কিন্তু চোখের সামনে তোমার,
মিষ্টি মিষ্টি হাসির ভিডিও ফটো গুলো এসে,
মন থেকে সব ভয় যেন দূর হয়ে যায়।
১০০ টা কোম্পানি ২০২৪ এর ২১ আগস্টের মধ্যে খোলার আছে,
জানি এটা এত সহজ নয়,
কিন্তু জানি আমি পারবো।
আমাকে প্রচুর খাটতে হবে।
সময় টাকে কাজে লাগাতে হবে।
যত গুলো তোমার ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করবো না,
সব গুলো এক একটা কোম্পানি খুলবো ওই নামে,
যদি ওই নাম গুলো রেজিস্টার না হয়ে থাকে তো।
শুভ রাত্রি ভালো থেকো আমার Cindrella ❤️🌹🍫💝💝💝🤗।
কিন্তু না লিখলে যেন ভালো লাগেনা।
তাই একটু লিখছি,
দু দিন ধরে ল্যাপটপ খুলিনি।
তার আগের দিন খুললাম তো,
আমার Cindrella ব্লগ কে সাজালাম একটু।
দু দিন ধরে শুধু মোবাইল থেকে কাজ করলাম,
জানি কিছুই হয়নি, কিন্তু মন ভালো নেই,
কিছু ভালো লাগছেনা,
ইচ্ছে হচ্ছে একটা তোমাকে মেসেজ করি,
একটা লাইক করি।
কিন্তু জানো ভয় লাগে।
সেদিন তোমার ভয়ঙ্কর মুখটা দেখে,
সত্যি এখনও ভয় লাগে।
কিন্তু চোখের সামনে তোমার,
মিষ্টি মিষ্টি হাসির ভিডিও ফটো গুলো এসে,
মন থেকে সব ভয় যেন দূর হয়ে যায়।
১০০ টা কোম্পানি ২০২৪ এর ২১ আগস্টের মধ্যে খোলার আছে,
জানি এটা এত সহজ নয়,
কিন্তু জানি আমি পারবো।
আমাকে প্রচুর খাটতে হবে।
সময় টাকে কাজে লাগাতে হবে।
যত গুলো তোমার ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করবো না,
সব গুলো এক একটা কোম্পানি খুলবো ওই নামে,
যদি ওই নাম গুলো রেজিস্টার না হয়ে থাকে তো।
শুভ রাত্রি ভালো থেকো আমার Cindrella ❤️🌹🍫💝💝💝🤗।
Comments
Post a Comment