Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
ওগো সাগরিকা👸 শুনে যাও একটা কথা,দেবনা তোমাকে কখনো ব্যথা🤗🌹🍫💝
ওগো সাগরিকা শুনে যাও একটা কথা
দেবনা তোমাকে কখনো ব্যথা।
ভালো থেকো খুশিতে থেকো
পারতো একটু কথা বলো। ২
হাসবে তুমি মুচকি হেসে
রাখবো তোমায় ভালোবেসে।
ওগো সাগরিকা শুনে যাও একটা কথা
দেবনা তোমাকে কখনো ব্যথা।
ভালো থেকো খুশিতে থেকো
আবার একটু কথা বলো। ২
যদি করি ভুল , ইচ্ছে মত বকো।
তবুও কখনো চুপ করে না থেকো।
ওগো সাগরিকা শুনে যাও একটা কথা
দেবনা তোমাকে কখনো ব্যথা।
ভালো থেকো খুশিতে থেকো
আবার একটু কথা বলো। ২
তোমার মিষ্টি মুখ, পাগল হয় এই মন,
তাইতো বন্ধু থাকতে চাই সারাক্ষণ।
ওগো সাগরিকা শুনে যাও একটা কথা
দেবনা তোমাকে কখনো ব্যথা।
ভালো থেকো খুশিতে থেকো
আবার একটু কথা বলো। ২
ফুলের মত ফুটে আছে এই নীল আকাশের তারা,
একা অার ভালো লাগেনা তোমায় ছাড়া।
ওগো সাগরিকা শুনে যাও একটা কথা
দেবনা তোমাকে কখনো ব্যথা।
ভালো থেকো খুশিতে থেকো
আবার একটু কথা বলো। ২
তুমি আমার সকাল, শান্ত বিকেল বেলা,
তুমি আমার সারা দিন, তুমি সারা বেলা।
ওগো সাগরিকা শুনে যাও একটা কথা
দেবনা তোমাকে কখনো ব্যথা।
ভালো থেকো খুশিতে থেকো
আবার একটু কথা বলো। ২
সুর টা পারলাম না বানাতে ঠিক করে,কাল আবার চেষ্টা করবো।
আজ শুধু একটা বানালে,কাল বেশি বেশি বানিও,
যেরকম আগে ৭-৮ করে বানাতে,app use করে বানিও ভালো লাগবে ওগুলো।
খুব কিউট লাগো ওটাই গো।
শুভ রাত্রি বন্ধু সারা জীবন খুশিতে থেকো বন্ধু।
#goodnight #sweetdreams #behappy #keepsmiling

Comments
Post a Comment