Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
হাই,কেমন আছো আমার Cindrella,
আশা করি তুমি ভালই আছো।
ভগবান তোমাকে সারাজীবন ভালই রাখুক,
তোমার মুখে মিষ্টি হাসি যেন সারাদিন থাকে,
ওই কি হয়েছে আমার জানিনা।
কাল ৬ টা লাইক মারলাম তোমার ভিডিওতে।
আর মেসেজ ও করবনা কোনদিন,
ওই বন্ধু আরও ভিডিও বানাও না গো।
কত দিন তোমাকে দেখিনি।
ওই তুমি সবাইকে thank you 😊 বলো,
আমার মনে হয় তুমি আমাকে বলছ।
ভালই গ্রুপে প্রমোশন করছো ভিডিও গুলোকে।
ওই তোমার মিষ্টি মুখের নতুন ছবি কতদিন দেখিনি,
আবার তোমাকে নিয়ে যেন বেশি ভাবতে শুরু করেছি।
ওই বন্ধু তোমার মত কেউ কবে আসবে জিবনে।
আমিও একটু হাসতে চাই,
আমিও একটু ভালোবাসতে চাই কাউকে,
শুধু সময় পার হচ্ছে,
আমি এখনও সেই ১৪ই মে এক্সিবিশন দিন তাতেই যেন থেমে আছি।
ওই বন্ধু আমাকে একবারও বুঝলেনা তুমি।
ভগবান কে বলনা আমার জিবনে তোমার মত কাউকে পাঠিয়ে দিক,
চোখ বন্ধ করলে তোমার মীরা সেজে যে গান গেয়ে ছিলে,
সেটাই যেন দেখতে পাই।
ওই বন্ধু তুমি খুব ভালো,
এখনও তোমাকে ওই মীরা সেজে,
যেন শ্রী কৃষ্ণের ভালোবাসা লীন হয়ে গেছ,
তেমনি তোমার মিষ্টি মুখ টা দেখতে পাচ্ছি।
খালি গলায় গান গাইছিলে,
রাস্তায় হাঁটতে হাঁটতে সেটা যেন দেখতে পাচ্ছি।
ঘরে বসে হেডফোন টা নিয়ে খালি গলায় গাইছিলে,
দেখেছ কি তাকে সেই নীল নদীর পাড়ে,
ওই গান টা যেন দেখতে পাচ্ছি।
ভগবান এবারে কিছু করো,
করোনা র চাইতে বেশি কষ্ট দায়ক যেন এই এক তরফা ভালোবাসাটা,
যেখানে শুধু কষ্ট ই পেলাম।
ওই তোমার স্যালারি বাড়লো না,
কত হলো গো এখন।
৩৫ হাজার হয়েছে তো,
ভগবান কে বলি যেন তোমার অনেক নাম হয়,
খুব বড় হও।
ওই BiB CR এ দাদা টা যে লিংক ত দিয়েছে,
একবার ওখানে দেখো,
দেখো তোমার ওটা থেকে যেন প্রচুর ছবি তোমার বিক্রি হয়।
ওই বন্ধু তুমি ওখানে বিক্রি করো,
আগের বার তো নিতে পারিনি,
এবারে আমি কিনবো তোমার এক দুটো ছবি ঠিক আছে গো।
তোমার মুখে মিষ্টি হাসি দেখতে,
আমি কোন কিছু করতে পারি।
ওই বন্ধু প্রফাইল পিক টা চেঞ্জ করো,
কতদিন হলো একটাই দেখছি।
অনেক সময় অপচয় করলাম,
কিন্তু তোমাকে না ভেবে আর এখানে না লিখে,
যেন নিজের ভালো লাগেনা।
কাল সারা দিন বাইরে কাটলো,
চাস গেছলাম, দাদার গাড়ি টা সার্ভিসিং করাতে,
যাওয়ার সময় গ্রামের পাশ দিয়ে পেরেছিলাম,
মনেই হচ্ছিল না কোন করোনা কিছু হয়েছে।
সবাই খুশিতে নিজের নিজের কাজ করছে।
চাস ও গেলাম, ওখানেও দেখছি,
মার্কেট বসেছে, কি সুন্দর সব কিছু চলছে।
মাস্ক পরে ছিলাম।
সারা দিন অনেক কিছু ভাবছিলাম,
একটা অ্যাপ বানাবো যেটার দ্বারা সব গরীব মানুষেরা ওদের দোকানের জিনিস বিক্রি করতে পারবে।
কিন্তু প্রচুর খরচা আছে,
মোটামুটি ৫০ লাখ টাকা খরচা আছে,
এত টাকা তো নেই, নাহলে বানাতাম এটা,
কিন্তু দেখছি কি করা যায়।
কিছু unique ভাবতে হবে যেটা কেউ বানায় নি,
আর যেটা কাজে লাগবে।
দেখছি করবো এবারে কিছু একটা,
কিন্তু কাজে মন যোগ দিতে হবে।
তাহলে কিছু করা যাবে।
এখনও ২-৩ লাখ টাকা বাকি আছে নেওয়া,
মন নেই কাজ করার,
কি করবো শুধু তোমাকে ভাবি সব সময়।
নিচে থাকলে ভাইঝির সাথে লাগা লাগি করি,
ভাইপোর সাথে খেলি।
আর উপরে এলে শুধু তোমাকে ভাবি,
এসে প্রথম কাজ তোমার ইউটিউব ভিডিও দেখা,
তার পর তোমার ফেসবুক একাউন্ট টা দেখা,
যদি আজ আনলক করেছ তো।
কোম্পানীর একাউন্ট এ টাকা নেই,
কিছু আছে, আবার একটা সাইট কিনবো,
দেখি যদি কিনে ১০ গুণ কামানো যায় তো।
এই দু দিন আগে বাবার জন্য মোবাইল দিলাম কিনে,
Redmi 8A Dual, মোটামুটি ভালো।
প্রথমবার স্মার্টফোন ইউজ করছে,
কিন্তু ছোট্ট জিনিস গুলো শিখতে চাইছে না।
বলছে এগুলো মাথায় ঢুকছেনা।
কিন্তু কোন সুদ আসল কোন বড় যোগ ভাগ,
১০ সেকেন্ড এ বলে দেবে।
শুধু নিজের ভাগ্নার স্কুল খরচা চালাতে,
নিজে পড়াশুনো করা ছেড়ে দিল।
ভাগনা এখন বছরে দের কোটি কামায় আর মামুকে একটা কল ও করতে পারেনা।
কি রকম মানুষ সবাই।
কিছু দিন আগে শরীর খারাপ হলো,
এখন ৫-৬ দিন বাড়িতেই আছে।
দাদা বললো তুমি বাড়িতে থাকো,
আমিও বললাম এখন বেরোয় না, ঘরে থেকো।
বাড়িতেই আছে, ভালো থাকুক।
সবাই ভালো থাকুক,
পৃথিবীর সবাই খুশিতে থাকুক,
এটাই চাই শুধু।
এই বছরের টার্গেট টা যেন আমি
Achieve করতে পারি এবারে।
তুমি ভালো থেকো, তুমি তোমার মনের মানুষের সাথে বিয়ে করে খুশিতে থাকো,
ব্যস এটাই চাই আমি।
আশা করি তুমি ভালই আছো।
ভগবান তোমাকে সারাজীবন ভালই রাখুক,
তোমার মুখে মিষ্টি হাসি যেন সারাদিন থাকে,
ওই কি হয়েছে আমার জানিনা।
কাল ৬ টা লাইক মারলাম তোমার ভিডিওতে।
আর মেসেজ ও করবনা কোনদিন,
ওই বন্ধু আরও ভিডিও বানাও না গো।
কত দিন তোমাকে দেখিনি।
ওই তুমি সবাইকে thank you 😊 বলো,
আমার মনে হয় তুমি আমাকে বলছ।
ভালই গ্রুপে প্রমোশন করছো ভিডিও গুলোকে।
ওই তোমার মিষ্টি মুখের নতুন ছবি কতদিন দেখিনি,
আবার তোমাকে নিয়ে যেন বেশি ভাবতে শুরু করেছি।
ওই বন্ধু তোমার মত কেউ কবে আসবে জিবনে।
আমিও একটু হাসতে চাই,
আমিও একটু ভালোবাসতে চাই কাউকে,
শুধু সময় পার হচ্ছে,
আমি এখনও সেই ১৪ই মে এক্সিবিশন দিন তাতেই যেন থেমে আছি।
ওই বন্ধু আমাকে একবারও বুঝলেনা তুমি।
ভগবান কে বলনা আমার জিবনে তোমার মত কাউকে পাঠিয়ে দিক,
চোখ বন্ধ করলে তোমার মীরা সেজে যে গান গেয়ে ছিলে,
সেটাই যেন দেখতে পাই।
ওই বন্ধু তুমি খুব ভালো,
এখনও তোমাকে ওই মীরা সেজে,
যেন শ্রী কৃষ্ণের ভালোবাসা লীন হয়ে গেছ,
তেমনি তোমার মিষ্টি মুখ টা দেখতে পাচ্ছি।
খালি গলায় গান গাইছিলে,
রাস্তায় হাঁটতে হাঁটতে সেটা যেন দেখতে পাচ্ছি।
ঘরে বসে হেডফোন টা নিয়ে খালি গলায় গাইছিলে,
দেখেছ কি তাকে সেই নীল নদীর পাড়ে,
ওই গান টা যেন দেখতে পাচ্ছি।
ভগবান এবারে কিছু করো,
করোনা র চাইতে বেশি কষ্ট দায়ক যেন এই এক তরফা ভালোবাসাটা,
যেখানে শুধু কষ্ট ই পেলাম।
ওই তোমার স্যালারি বাড়লো না,
কত হলো গো এখন।
৩৫ হাজার হয়েছে তো,
ভগবান কে বলি যেন তোমার অনেক নাম হয়,
খুব বড় হও।
ওই BiB CR এ দাদা টা যে লিংক ত দিয়েছে,
একবার ওখানে দেখো,
দেখো তোমার ওটা থেকে যেন প্রচুর ছবি তোমার বিক্রি হয়।
ওই বন্ধু তুমি ওখানে বিক্রি করো,
আগের বার তো নিতে পারিনি,
এবারে আমি কিনবো তোমার এক দুটো ছবি ঠিক আছে গো।
তোমার মুখে মিষ্টি হাসি দেখতে,
আমি কোন কিছু করতে পারি।
ওই বন্ধু প্রফাইল পিক টা চেঞ্জ করো,
কতদিন হলো একটাই দেখছি।
অনেক সময় অপচয় করলাম,
কিন্তু তোমাকে না ভেবে আর এখানে না লিখে,
যেন নিজের ভালো লাগেনা।
কাল সারা দিন বাইরে কাটলো,
চাস গেছলাম, দাদার গাড়ি টা সার্ভিসিং করাতে,
যাওয়ার সময় গ্রামের পাশ দিয়ে পেরেছিলাম,
মনেই হচ্ছিল না কোন করোনা কিছু হয়েছে।
সবাই খুশিতে নিজের নিজের কাজ করছে।
চাস ও গেলাম, ওখানেও দেখছি,
মার্কেট বসেছে, কি সুন্দর সব কিছু চলছে।
মাস্ক পরে ছিলাম।
সারা দিন অনেক কিছু ভাবছিলাম,
একটা অ্যাপ বানাবো যেটার দ্বারা সব গরীব মানুষেরা ওদের দোকানের জিনিস বিক্রি করতে পারবে।
কিন্তু প্রচুর খরচা আছে,
মোটামুটি ৫০ লাখ টাকা খরচা আছে,
এত টাকা তো নেই, নাহলে বানাতাম এটা,
কিন্তু দেখছি কি করা যায়।
কিছু unique ভাবতে হবে যেটা কেউ বানায় নি,
আর যেটা কাজে লাগবে।
দেখছি করবো এবারে কিছু একটা,
কিন্তু কাজে মন যোগ দিতে হবে।
তাহলে কিছু করা যাবে।
এখনও ২-৩ লাখ টাকা বাকি আছে নেওয়া,
মন নেই কাজ করার,
কি করবো শুধু তোমাকে ভাবি সব সময়।
নিচে থাকলে ভাইঝির সাথে লাগা লাগি করি,
ভাইপোর সাথে খেলি।
আর উপরে এলে শুধু তোমাকে ভাবি,
এসে প্রথম কাজ তোমার ইউটিউব ভিডিও দেখা,
তার পর তোমার ফেসবুক একাউন্ট টা দেখা,
যদি আজ আনলক করেছ তো।
কোম্পানীর একাউন্ট এ টাকা নেই,
কিছু আছে, আবার একটা সাইট কিনবো,
দেখি যদি কিনে ১০ গুণ কামানো যায় তো।
এই দু দিন আগে বাবার জন্য মোবাইল দিলাম কিনে,
Redmi 8A Dual, মোটামুটি ভালো।
প্রথমবার স্মার্টফোন ইউজ করছে,
কিন্তু ছোট্ট জিনিস গুলো শিখতে চাইছে না।
বলছে এগুলো মাথায় ঢুকছেনা।
কিন্তু কোন সুদ আসল কোন বড় যোগ ভাগ,
১০ সেকেন্ড এ বলে দেবে।
শুধু নিজের ভাগ্নার স্কুল খরচা চালাতে,
নিজে পড়াশুনো করা ছেড়ে দিল।
ভাগনা এখন বছরে দের কোটি কামায় আর মামুকে একটা কল ও করতে পারেনা।
কি রকম মানুষ সবাই।
কিছু দিন আগে শরীর খারাপ হলো,
এখন ৫-৬ দিন বাড়িতেই আছে।
দাদা বললো তুমি বাড়িতে থাকো,
আমিও বললাম এখন বেরোয় না, ঘরে থেকো।
বাড়িতেই আছে, ভালো থাকুক।
সবাই ভালো থাকুক,
পৃথিবীর সবাই খুশিতে থাকুক,
এটাই চাই শুধু।
এই বছরের টার্গেট টা যেন আমি
Achieve করতে পারি এবারে।
তুমি ভালো থেকো, তুমি তোমার মনের মানুষের সাথে বিয়ে করে খুশিতে থাকো,
ব্যস এটাই চাই আমি।

Comments
Post a Comment