Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
তুমি যদি চাও তবে আমি হবো তোমার ক্যানভাস Bengali Latest Song 2020 | Aamar Cinderella Album 👩🎨🌹🍫
তুমি যদি চাও তবে আমি হবো তোমার ক্যানভাস,
রঙ তুলি দিয়ে আঁকো বুকে জীবনের ১২টা মাস।
তুমি যদি চাও, কোকিল হয়ে গাইবো গান,
তুমি যদি চাও, তো নিয়ে নাও এই প্রাণ।
শুধু তোমায় একবার দেখতে চাই ওগো নীলাঞ্জনা,
কেন তুমি আমাকে একবারও বুঝলেনা।
ভালোবাসা দিয়ে সাজাবো তোমার মন,
থাকবে তুমি আমার হৃদয়ে সারাক্ষণ।
যে টুকু জিবন বাকি,
যেন তোমার হৃদয়ে থাকি।
তুমি জাননা কত তোমায় ভালোবাসি,
তোমায় না দেখে রোজ চোখের জল ফেলি।
তুমি তো আমার ভালোবাসাও চাওনা,
কিন্তু করি ভগবানের কাছে শুধু তোমার জন্য প্রার্থনা।
তুমি যদি চাও তবে আমি হবো তোমার ক্যানভাস,
রঙ তুলি দিয়ে আঁকো বুকে জীবনের ১২টা মাস।
শুধু তোমায় একবার দেখতে চাই ওগো নীলাঞ্জনা,
কেন তুমি আমাকে একবারও বুঝলেনা।
তুমি যদি চাও তাহলে রামধনু নিয়ে আকাশটা রাঙিয়ে দেবো,
তোমার আমার যত প্রেম, আকাশে উড়িয়ে দেব।
তুমি যদি চাও, এই ভারাক্রান্ত মন কে শান্ত করে দেব,
যা কিছু আমার, তোমার সঁপে দেবো।
তুমি যদি চাও, তোমার কষ্ট গুলোকে উড়িয়ে দেবো হওয়ায়,
নিজেকে করবো বদল তোমার চাওয়ায়।
তুমি যদি চাও চাঁদের বুকে বানাবো সুখের বাড়ি,
এ আমার কল্পনা জানি সত্যি হবার না,
তবু মাজে মাজে মনে হয় আমি সব পারি,
শুধু তোমার জন্য পারি।
#aamarcindrella #bengalimovie #lovestory #friendshipstory
Comments
Post a Comment