Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
তোমার Tiktok, তোমার FB Call এ কথা,আজও আমি সেই দিন গুলোকে চোখের সামনে দেখতে পাই
এক মাস হয়ে গেল দেখ,
আর তোমাকে না মেসেজ করেছি,
না আর বললাম তোমাকে,
আমাকে একটা সুপ্রভাত মেসেজ তোমাকে করতে দাও,
না আর তোমাকে বিরক্ত করেছি।
আশা করি তুমি ভালই আছো,
দেখলাম ভালো ছবি আঁকতে শিখেছ,
ডিজিটাল আর্ট এ যেন master হয়ে গেছ।
খুব ভালো বন্ধু।
তুমি সময় টাকে খুব ভালো ভাবে ইউজ করতে জানো,
আমি যেন পারছিনা,
এখনও রোজ তোমাকে ভাবি,
তোমাকেই দেখি।
Check out : Aamar Cindrella Album Songs 2020
শুনলাম মাইক্রোসফট Tiktok কে কিনে নিয়েছে,
শুনছি ১-২ মাসের মধ্যে আবার Tiktok ফিরে আসবে ইন্ডিয়া তে,
কারন এখন Tiktok আর Chinese app নয়,
আশা করি মোদি জি আবার Tiktok কে নিয়ে আসবে।
Tiktok এর মত সুপার ফাস্ট কোন অ্যাপ বেরোয়নি,
কাল একজায়গায় পড়লাম,
পৃথিবীতে প্রতি মাসে সবচেয়ে বেশি installed app হল Tiktok।
সত্যি Tiktok এর দ্বারা কত মানুষ তার
Hidden Talent বাইরে বের করেছে।
Tiktok এর দ্বারা আমি তোমাকে জানতে পেরেছি,
তোমার কি ভালো লাগে,কি খারাপ লাগে,
সব কিছু জানতে পেরেছি।
Tiktok এ তোমার গান গাওয়া,নাচ করা,
বয়ফ্রেন্দের সাথে বাইকে করে ঘুরতে যাওয়া,
সমুদ্রের কাছে যাওয়া।
সমুদ্রের মধ্যে তোমার নাচ হাসি মজার ভিডিও দেখতে পাওয়া,
হোটেলে বা ঘরে কাল নাইটি পরে আলাদা রূপ দেখা,
চুল ছাড়াতে ছাড়াতে ভিডিও বানানো,
Soup খেতে খেতে কিউট ভিডিও বানানো,
কত রকমের চুলের স্টাইল করা,
কখনো দুটো চুল মুখের কাছে এলে,
ওটাকে মুখে করে উরিয়ে দেওয়া,
কখনো Lays Packet টা নিয়ে মচ বানানো,
কখনো সুতো টাকে নাকে নিয়ে কফের মত করে চাটা,
হেহে যেমন ছোট বাচ্চারা চাটে জিভে করে😆,
জানিনা চোখের সামনে আবার যেন সব Tiktok ভিডিও গুলো একের পর এক চলে আসছে।
এখন জানো যে গানটাই মুখে আসেনা,
যে গানটাই গাই না কেন,
ওগুলো সব তোমার Tiktoker গান।
আবার একটা গান বানালাম,
রাগ হয় কখনো কখনো,
তুমি বলনা কত কষ্ট দিয়েছ আমাকে,
Bangalore এ যখন ছিলাম,
তখন একটা দিন যাইনি যেদিন না চোখের জল ফেলে ছিলাম।
তুমিও তো শুনেছ,
তাও বললে আমি তোমায় রোজ বিরক্ত করেছি।
কিগো ইচ্ছে হয়না,যে তোমার ভালো চাই,
তুমি এই বেস্ট টিচার পুরস্কার পেলে,
কিছু টাকা পেলে,
আমি সব কিছুই তো ১ বছর আগে স্বপ্নে দেখেছিলাম।
তুমিও সেই ব্লগটা পড়েছিলে।
তোমাকে বলতাম ডিজিটাল আর্ট করো বন্ধু,
তুমি দেখো কি দারুণ ডিজিটাল আর্ট করতে শিখেছ।
আমার চোখের সামনে মা দুর্গা, আর তোমার আঁকা ছবিটা,
যেটাই তুমি নতুন বউ সেজে,
মাথায় সিঁদুর নিয়ে, নাকে হাতে কানে সোনার গহনা পরে,
কি সুন্দর লাগছে যেন তোমাকে।
আর তোমার নাম টা লিখতেও যেন ভয় লাগে,
এখনও যখনই প্রার্থনা করি,
বলি ঠাকুর আমার Cindrella যেন কিছু না করে বসে,
যেটাই চারটা পরিবারের সম্মান যাবে।
আর আমি ওকে কোনদিনও মেসেজ করবনা ঠাকুর,
রাধা কৃষ্ণ ভগবান তুমি যেমন তোমার রাধাকে খুব ভালোবাসতে,
আমিও আমার সিন্দ্রেলা কে খুব ভালোবাসি।
তোমাকে রোজ বলেছিলাম,
একটু সাহায্য করো ওর মন জয় করতে,
ওর মুখে আবার একটু হাসি দেখতে পেতে।
কিন্তু সে যে রেগে আমার উপর কেস করবে threatening দেবে,
কোন দিনও ভাবিনি ঠাকুর।
ওকে তো আমি তোমার রাধার আসনে বসিয়ে ছিলাম,
ওর চরণ ছুয়ে ক্ষমা চাইতেও বিন্দুমাত্র
কিঞ্চিৎ বোধ হয়নি।
রাগ হয়েছিল,লিখেছিলাম।
তারপর তো রোজ ভালোবাসা দিতাম না।
তোমাকে কিছু না কিছু ভাবে বুঝিয়ে ছিলাম না।
তুমি বলেছিলে লাস্ট, ₹খুব গল্প লিখতে পারতো,
দেখো আমি কি করছি,
আমার Cindrella কে আমি শেষ করবো।
সত্যি তোমাকে দেখে খুব ভয় লেগেছিল।"
আমার Cindrella এটা আমার লেখা,
আর এটা এখন আমার ডাইরি জীবনের,
যেখানে শুধু তুমি না, যেখানে জীবনের সব কিছু লেখা থাকবে।
আমার Cindrella আমি শুরু করেছি,
আর যেদিন সব কিছু ভুলে আবার আমাকে মেসেজ করে বলবে,
একটা ভালো বন্ধুর মতো,
সেদিন হতে পারে এই গল্পটার শেষ হবে।
আমার Cindrella তে ১০% তোমার ভালোবাসা পেয়েছিলাম,
কত সুন্দর হাসতে তুমি,
লাভ স্মাইলি টে মেসেজ হতো কখনো কখনো,
কখনো আমি পাঠাতাম luv smiley,
তো তুমিও আমাকে পাঠাতে লাভ স্মাইলি।
বলতাম আমার Senorita কি করছে আজ,
তুমি বলতে Bus এ আছি।
বলতাম কখনো,
Good Morning My Sweet Darling Love,
আমাকে কোন দিন ও ভুলে যাবেনা তো,
তুমি বলতে না।
কত মিষ্টি দিন গুলো ছিল,
রোজ সকাল থেকেই তোমাকে একটা সুপ্রভাত না মেসেজ করে ঘুম ভাঙ্গাতে পারতামনা।
আমি call করতাম ফেসবুক এ,
তখন সেই ৭টা ৪০ বাজতো,
তুমি সেই বাসে চাপতে,
Network issue হত,
তাও আমরা কথা বলতাম।
তুমি তখন সিট পেতে না,
বাসে দাড়িয়ে দাড়িয়ে যেতে,
আমি ঠাকুরকে রোজ বলতাম,
আমার Cindrella কে কষ্ট দাওনা কখনো,
ও খুব ভালো মেয়ে, কত কষ্ট করে টাকা কামায়,
ও যেন বাসে চাপলে সিট পেয়ে যায়।
আগের বছর আজকের দিনটাতে আমরা কথা বলছিলাম,
সব ঠিক ছিল,হুম্ রাগ ছিল তখনও,
শুধু ওই বন্ধুটার মিথ্যা আরোপের জন্য,
তোমার কাছে আমি সবার চেয়ে খারাপ হয়ে গেছি।
কি করবো আর, তোমাকে ১০-১১টা মাস বোঝানোর পর,
আমাকে কেস করার ভয়ের হুমকি দিলে,
রাধা কৃষ্ণ ভগবান যাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসলাম,
যার ভালো সবসময় চাইলাম
এটাই কি তোমার উপহার কি?
তুমি আমাকে শেষ দিন বললে,
আমি যদি মরে যাই তখন কি করবে,
আমি বললাম,তোমার কোন দিন কিছু হবেনা,
তুমি সারাজীবন ভালো থাকবে,
খুশিতে থাকবে।
আজ নাহলে কাল আবার আমরা ভালো বন্ধু হবো,
তুমি রেগে থাকতে পারো।
যদি আমার বন্ধুত্বের ভালোবাসা যদি সত্যি হয়,
তুমি একদিন আমার কাছে ফিরে আসবে।

Comments
Post a Comment