Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
এই তিন চার দিন ধরে,
যেন কিছুই ভালো লাগছেনা।
শুধু তোমার সাথে কথা বলতে চাই,
যেটা আর সম্ভব নয়।
তাও জানিনা মনে হয় একদিন,
তোমার এই বন্ধুকে বুঝবে,
একটু ভালোবাসা দেবে।
আবার আগের মত একটু মেসেজে কথা হবে।
মন একদম ভালো নেই,
ওখানে থাকলে কিছু ভুল করে বসতাম।
এখানে নিজেকে ঠিক রাখতে চেষ্টা করছি।
জানি কাজে খুব চাপ এখন,
ওই ম্যানেজার টা চলে গেল,
নতুন টা ঠিক করে কাজ করতে পারছেনা।
ওগো আমি তোমাকে খুব ভালোবাসি,
ও আমার মিষ্টি বন্ধু Cindrella 👩🎨।
তুমি কোথায় চলে গেলে বন্ধু,
কত মিস করি তোমাকে তুমি জানো কি?
খুব বেশি ভালোবেসেছি যেটার ফল,
চোখের জল ফেলা ছাড়া কিছু নেই।
ওগো কেন তুমি এলে জিবনে,
আমার মাথা পুরো ব্যথা করছে।
ঘড়ির কাটায় রাত এখন ২ টো ২ বাজছে।
সবাই আরামে ঘুমোচ্ছে,
তুমিও মনে হয় তোমার boyfriend এর সাথে ফোনে ব্যস্ত হবে।
আর আমি তোমাকে ভেবে,
কবিতা গান লিখছি আর চোখের জল ফেলছি।
ওই বন্ধু তুমি কেন আমাকে বুঝলেনা গো,
একবার নয় হাজার বার বুঝিয়েছি।
ভাবছি এই কোম্পানি টাকে বন্ধ করে দিই,
নতুন কোন একটা খুলি।
১০০টা কোম্পানি খুলার টার্গেট বানিয়েছি,
চার বছরের মধ্যে,
তোমাকে একদিন দেখিয়ে দেব,
তুমি কাকে রোজ রোজ কষ্ট দিয়েছ,
কাকে কাঁদিয়েছ রোজ রোজ।
কাকে ভয় দেখিয়ে তার ১ মাসের রাতের ঘুম কেড়ে,
নিজে দিব্যি সুখে আছো।
এখন তোমার নাম লিখতে ভয় লাগে,
তাই তুমি আমার কাছে Cindrella 👩🎨❤️ হয়েই থাকবে।
Cindrella যেমন কাল্পনিক গল্প,
তুমিও আমার জিবনে স্বপ্নের কাল্পনিক পরী হয়েই থাকবে।
যাকে শুধু স্বপ্নে দেখা যায়,
কথা বলতে পারা যায়,
বাস্তবে যাকে ছোঁয়া যায়না।
অনেক স্বপ্ন নিয়ে জন্মেছি,
তোমার স্বপ্ন Microsoft এর মত কোম্পানি বানানোর,
সেটা বানিয়ে তোমাকে দেখাবো বন্ধু,
একটা অফিস পাচ্ছিনা এখানে,
যেখানে বসে কাজ করবো।
বাড়ি তে বিছানায় বসে কাজ করায় যায়না,
ওই Cindrella আজ আবার তুমি স্বপ্নে এসো।
আবার একটু তোমার সাথে কথা বলি।
শুভ রাত্রি আমার মিষ্টি বন্ধু, সারা দিন খুশিতে থেকো,
তোমার মুখের মিষ্টি হাসি যেন সারা দিন থাকে।
আমরা যেন আবার ভালো বন্ধু হই একদিন।
যেন কিছুই ভালো লাগছেনা।
শুধু তোমার সাথে কথা বলতে চাই,
যেটা আর সম্ভব নয়।
তাও জানিনা মনে হয় একদিন,
তোমার এই বন্ধুকে বুঝবে,
একটু ভালোবাসা দেবে।
আবার আগের মত একটু মেসেজে কথা হবে।
মন একদম ভালো নেই,
ওখানে থাকলে কিছু ভুল করে বসতাম।
এখানে নিজেকে ঠিক রাখতে চেষ্টা করছি।
জানি কাজে খুব চাপ এখন,
ওই ম্যানেজার টা চলে গেল,
নতুন টা ঠিক করে কাজ করতে পারছেনা।
ওগো আমি তোমাকে খুব ভালোবাসি,
ও আমার মিষ্টি বন্ধু Cindrella 👩🎨।
তুমি কোথায় চলে গেলে বন্ধু,
কত মিস করি তোমাকে তুমি জানো কি?
খুব বেশি ভালোবেসেছি যেটার ফল,
চোখের জল ফেলা ছাড়া কিছু নেই।
ওগো কেন তুমি এলে জিবনে,
আমার মাথা পুরো ব্যথা করছে।
ঘড়ির কাটায় রাত এখন ২ টো ২ বাজছে।
সবাই আরামে ঘুমোচ্ছে,
তুমিও মনে হয় তোমার boyfriend এর সাথে ফোনে ব্যস্ত হবে।
আর আমি তোমাকে ভেবে,
কবিতা গান লিখছি আর চোখের জল ফেলছি।
ওই বন্ধু তুমি কেন আমাকে বুঝলেনা গো,
একবার নয় হাজার বার বুঝিয়েছি।
ভাবছি এই কোম্পানি টাকে বন্ধ করে দিই,
নতুন কোন একটা খুলি।
১০০টা কোম্পানি খুলার টার্গেট বানিয়েছি,
চার বছরের মধ্যে,
তোমাকে একদিন দেখিয়ে দেব,
তুমি কাকে রোজ রোজ কষ্ট দিয়েছ,
কাকে কাঁদিয়েছ রোজ রোজ।
কাকে ভয় দেখিয়ে তার ১ মাসের রাতের ঘুম কেড়ে,
নিজে দিব্যি সুখে আছো।
এখন তোমার নাম লিখতে ভয় লাগে,
তাই তুমি আমার কাছে Cindrella 👩🎨❤️ হয়েই থাকবে।
Cindrella যেমন কাল্পনিক গল্প,
তুমিও আমার জিবনে স্বপ্নের কাল্পনিক পরী হয়েই থাকবে।
যাকে শুধু স্বপ্নে দেখা যায়,
কথা বলতে পারা যায়,
বাস্তবে যাকে ছোঁয়া যায়না।
অনেক স্বপ্ন নিয়ে জন্মেছি,
তোমার স্বপ্ন Microsoft এর মত কোম্পানি বানানোর,
সেটা বানিয়ে তোমাকে দেখাবো বন্ধু,
একটা অফিস পাচ্ছিনা এখানে,
যেখানে বসে কাজ করবো।
বাড়ি তে বিছানায় বসে কাজ করায় যায়না,
ওই Cindrella আজ আবার তুমি স্বপ্নে এসো।
আবার একটু তোমার সাথে কথা বলি।
শুভ রাত্রি আমার মিষ্টি বন্ধু, সারা দিন খুশিতে থেকো,
তোমার মুখের মিষ্টি হাসি যেন সারা দিন থাকে।
আমরা যেন আবার ভালো বন্ধু হই একদিন।
Comments
Post a Comment