Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
Jadi Bondhu Hou Jodi Barao Haat Bengali Song
মনে আছে এই ভিডিও টা মনে হয় জানুয়ারি মাসে বানিয়েছিলাম তোমার মন ভালো করার জন্য, তুমি তো বুঝলেনা।যত কষ্ট দিয়ে গালি দিয়ে আমাকে নিজের কাছে ছোট করে দিলে।
ভগবান জিবনে একটু ভালোবাসা দাও, যাকে ভালোবাসলাম সে যত ইচ্ছে গালি কটু কথা বলে অসম্মান করে নিজে দিব্যি ভালো আছে ওর boy friend এর কাছে, রোজ ছবি আঁকছে ভিডিও বানাচ্ছে, আর আমি নিজেকে রোজ কষ্ট দিচ্ছি, চোখের জল ফেলছি।
কিছু ভালো করো জিবনে। একটু মুখে হাসি এনে দাও, আমারও জিবনে একটা ভালোবাসার মানুষ এনে দাও।
জিবনটা যেন শেষ হয়ে যাচ্ছে।
রাধা কৃষ্ণ ভগবান প্রেমের প্রতীক, আমি তো রোজ তোমাদের বলতাম ওর সাথে কথা বলিয়ে দাও, তাও আমাকে এত কষ্ট দিলে ভগবান।
সত্যিই কি তোমাদের ভালোবাসা ছিল বাস্তবে!ক্ষমা করো যদি কিছু ভুল বললাম তো, কিন্তু তোমরা দেখো, একটা ছেলে কে কত টা কষ্ট দিল একটা মেয়ে রোজ রোজ, ও একবারও বুঝলোনা।
যারা এটা পড়লে প্লিজ ভগবান কে বলো, জিবনে ভালোবাসা দেক,একটু আমিও যেন তোমাদের মতো হাসতে পারি প্রাণ খুলে, না হলে কাজে আমাকে সেই জায়গাতে পৌঁছাতে সাহায্য করুক যাতে এই ভালোবাসা থেকে মন দূরে চলে যায়।
For more: https:// www.aamarcindrella.best
Comments
Post a Comment