Skip to main content

Posts

Showing posts from February, 2021

Aamar Cindrella🌹🍫💝💐 Aamar Anamika Romantic Photos 2025

 Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025    

Patter Drawing Tutorial video টা খুব সুন্দর গো ❤️👌👌👌| Learning Reddit | Aamar Cindrella Love Story

 মনে আছে একবার বলেছিলাম তোমাকে, YouTube link Reddit.com এ দিয়ে ট্রাফিক বাড়ানো যায়। আমি এখন এই কিছুদিন ধরে ওটাই চেষ্টা করছি করার। তুমি কি জানো গো, Reddit is the Front-page of Internet. আমি এখন ওই Reddit এর উপর কাজ করছি। হ্যাঁ আমার Reddit Account টা 4 years 11 days old 😁, দেখি ওটাতে authority বানাতে হবে। 40,000+ karma বানাতে হবে প্রথমে, তার পর আসল কাজ করা যাবে। দেখি কত টা পারি করতে। রোজ কাজ করছি ওটাতে, এখন ২২ থেকে ৩৯৫ karma হলো। Reddit এ দুটো জিনিস থাকে, একটা Comment Karma, আরেকটা Post Karma। যত Karma বেশি হবে, তোমার Reddit Account এর Authority তত বেশি হবে। ভাবছিলাম তুমি এখনও একটাও ছবি আঁকা পোস্ট করনি, আজ ইউটিউব এখন খুললাম, আর তোমার একটা ভিডিও দেখতে পেলাম। Patter Drawing Tutorial | Step By Step কি সুন্দর বানিয়েছ তুমি পেন্সিল scale আর রঙ দিয়ে। খুব ভালো হয়েছে গো আমার Cindrella 👩‍🎨। ৩৮৩ Subscribers হলো, জলদি ১০০০ subscribers তোমার যেন হয় বন্ধু। খুব কথা বলতে ইচ্ছে করছে গো তোমার সাথে, তুমি কবে কথা বলবে গো, খুব মিস করছি তোমাকে গো। ফিরে এসো আমার বন্ধু আমার অনামিকা ❤️। সবসময় খুশিত...

তোমার কাছে ২ মিনিট চাইলাম, আর আমি ২০,০০০ মিনিটের গল্প লিখে ফেললাম, তুমি Youtube channel বানালে আর আমাকে Youtuber বানিয়ে দিলে, Aamar Cindrella 23 Million Views Finally 👨‍💻🌹🍫💝👩‍🎨

তুমি আমার উপর রাগ করেই রইলে, আর আমি তোমার উপর ইতিহাস লিখে চললাম। তোমার কাছে ২ মিনিট চাইলাম, আর আমি ২০,০০০ মিনিটের গল্প লিখে ফেললাম। ঠাকুরের কাছে তোমাকে হাসি খুশি রাখে, তার প্রার্থনা করে চললাম, আর ঠাকুর তার বদলে আমার মুখের হাসিটাকে ছিনিয়ে নিল। তোমার ইউটিউব চ্যানেল এর ভিউজ বাড়াতে গেলাম, আর ঠাকুর আমাকেই youtuber বানিয়ে আমার চ্যানেলের ভিউজ বাড়িয়ে দিল। তোমার ছবি ভিডিও র শুধু রোজ প্রশংসা করে চললাম, আর তুমি আমাকে এমন কিছু বললে, যে চোখটা রোজ ভিজে চলল। তোমার ভালো বন্ধু হয়ে তোমার ডান হাত হওয়ার চেষ্টা করলাম, আর তুমি একটা মিথ্যে কথাকে বিশ্বাস করে, ধমকি ভয় দেখিয়ে রাতের ঘুম টা কেড়ে নিলে। তাও তোমাকেই ভেবে নিলাম নিজের জিবন, আর তুমি না কথা বলে, শুধু কষ্ট দিলে অকারন। কবিতা লিখতে জানিনা তুমি জানো সেটা, মনের কথা বোঝাতে জানি কোন ভাবে। কাল রাত থেকে একদিকে চোখ ব্যথা, চোখের জল তো এমনিতেই তোমাকে ভেবে রোজ ঝরে চলে, তার সাথে আবার চোখ ব্যথাতেও ঝরে চলেছে। মা বলছে, তোর চোখ পুরো লাল হয়ে গেছে, কে জানে চোখ ব্যথা না তোমার জন্য চোখ লাল হয়ে যাচ্ছে। ওই আমার মিষ্টি বন্ধু অনামিকা, একটা নতুন তোমার মিষ্টি ছবি লাগাও...

কাল চোখ বন্ধ করে আবার দেখতে পেলাম আর তুমি চোখের জল মুছে বললে, ছেলেরা কখনো কাঁদেনা | Aamar Cindrella 👨‍💻🌹🍫💝👩‍🎨 | The Untold Story 2021

  কাল মন আমার খুব খারাপ ছিল, কিছুই ভালো লাগছিলো না। জানিনা কেন, শুধু তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল। সারা দিন চোখ ছলছল করছিল। অফিসে একা একা বসে তোমাকে মনে করে, চোখ ভিজে চলছিল। ভাবলাম ঘুরে আসি, মন ভালো থাকবে, কাজ করতে পারবো, কিন্তু গাড়িতে যেতে যেতে চোখটা ভিজে যাচ্ছিল, একহাতে গাড়িটা চালাছিলাম, আরেক হাতে চোখের জল টা মুছছিলাম। সত্যি গো কখনো ভাবিনি, আমি তোমাকে এভাবে ভালোবেসে ফেলবো, যে নিজের কাজ সব কিছু শেষ করে বসবো। দেখছ এখনও জল পড়েই চলেছে চোখ থেকে, ছাদে এলেই শুধু তোমাকে ভেবে যাই। নিচেও কি কম, নিচেও আজ তোমার আমার নামের গান গাইছিলাম। ধীরে ধীরে নাম গুলো বলছিলাম, যাতে কেউ শুনতে না পায়। "ও অনামিকা কেন হাসলি না, এই জয়দীপ এর ভালোবাসা কেন বুঝলি না। তোমাকে সারাজীবন ভালোবেসে যাই। এই মন কেমনের জন্মদিন, চুপকরে থাকা কঠিন, তোমায় ছাড়া কিছু যেন ভালো লাগেনা। সারা জিবন তোমাকে ভালোবাসবো, তুমি ছাড়া আর আরু কারু দিকে নজর দেবনা। তুমি আমার জিবন, তুমি ছাড়া নেই কোন আর জন!" হাহা ইচ্ছে বানাই, কি করবো বলো, মন টা এত খারাপ যে তুমি আমার হৃদয় টা চিরে দেখো। শুধু তোমার ছবি দেখতে পাবে। জানো গো কাল চোখ বন্ধ ...

আমার অভিমান আমার ভালোবাসার মতই তীব্র, আমাদের দুজনের নামের একটা ঘর কলকাতায়,আজ সারা রাত ছিলে তুমি আমার স্বপ্নে, Ram Mandir থেকে হঠাৎ ঘুরে আসা, Aamar Cindrella 19 Million Views in Chingari

  কেউ একটা পোস্ট share করেছে, "আমার অভিমান আমার ভালোবাসার মতই তীব্র" হুমায়ূন আহমেদ এর কথা এটা। আমি বলি, "অভিমান করে থাকলে কখনো ভাঙ্গা ঘরকে বাঁধা যায়না। তাই অভিমান না করে শুধু ভালোবাসা দিয়ে সবার মন কে খুশি রাখা যায়।" ওই কখনো তুমি search করেছ, আমার আর তোমার নাম টা একসাথে রেখে, জানিনা কিন্তু একবার search করবে, আমাদের দুজনের নামের (Anamika Joydeep) একটা House 🏠 আছে 🥰🥰🥰, আরেকটা কথা যে manager টার সাথে শুরু করেছিলাম, তোমার নাম দিয়ে বানানো কোম্পানি তে, সেও ওই house 🏡 টার নামের সাথে যুক্ত আছে। আমাদের তিনজনের নাম একসাথে আছে ওখানে। Joydeep Anamika আর ওই ম্যানেজার টা, Haha what a co incindence or what really I don't know. কিন্তু মনে হয় কোথাও না কোথাও আমাদের মধ্যে কোন একটা রিলেশন ছিল আগের জন্মে, নাহলে আমাদের দুজনের নামের ঘর পাওয়া সত্যি বিরল। একটা Amazon EBook ও আছে, যেটাতে আমাদের দুজন এর নামের (Joydeep Anamika) কেউ published করেছিল। কত জায়গাতে আমাদের নাম একসাথে আছে, তুমি গুগল এ search করে দেখ, তাহলে বুঝবে বন্ধু। বাপরে, কত গুলো বড় বড় জায়গাতে আমাদের দুজনের নাম...

ওই আমার Cinderella Telepathy কি এখনও হয়, কাল তোমার সাথে আবার মেসেজে কথা হলো, ১১ জনকে Hire করে নিজের মন ভালো রাখার ব্যার্থ চেষ্টা,Aamar Cindrella 18 Million Views in Chingari

  ওই আমার Cindrella 👩‍🎨 সুপ্রভাত বন্ধু, কোথায় তুমি হারিয়ে গেলে। একটাও নতুন তোমার ছবি আঁকার ভিডিও আপলোড করনি। কি হলো গো? তোমাকে খুব মিস করছি গো। কিভাবে বোঝাবো তোমায় জানিনা। শুধু ভালোবাসতেই জানি শুধু, আর কিছু জানিনা গো। Shaktiman এ দেখতাম, একজায়গায় বসে আরেক জায়গার মানুষের সাথে কথা বলতে পারতো, বিনা কোন মোবাইল কোন কিছু ছাড়া। যাকে আমরা Telepathy বলি। সত্যি কি Telepathy তে মনের মানুষ এর সাথে দূরে বসে কথা বলা যায়, ও কি সত্যি শুনতে পায় তার মনের মানুষ এর কথা। ঠাকুর আমার এই ভালোবাসা ওকে দেখিয়ে দাওনা, এই ছেলেটা কত ভালবাসে তাকে। শুধু একটু ভালো বন্ধু হয়েই থাকতে চাই। আমার ওই কথা গুলো এখনও কানে লাগে গো। আমি চাই তুমি এসো কথা বলো, সব ঠিক করতে চাই গো, আর বেশি কোন আবদার নেই গো তোমার কাছে Aamar Cindrella 👨‍💻🌹🍫💝👩‍🎨। পরশু যখন শুনলাম ওর মা এর দিদির ব্যবহারটা, আমি বললাম মা কে, না গো আমি এর সাথে বিয়ে করবনা। তোমরা বেশি জানো, বেশি বুঝো। তাই তোমরা ঠিকই করতে পারবে। আমি পরশু রাতে মন খুব খারাপ ছিল। তোমাকে খুঁজছিলাম ফেসবুক এ, অন্য সব জায়গায় দেখি কোন মিষ্টি ছবি দেখতে পায় কি না! মন টা খুবই খ...

মনের কথা কারু সাথে share করলে মন ভালো থাকে

  বলে সবাই, মনের কথা মনের মধ্যে লুকিয়ে না রেখে, কারু সাথে share করলে মন হাল্কা হয়। ঠিকই বলে কিন্তু এরকম মানুষ পাওয়া ভারী দায় না! দিদিকে বলছিলাম, মা এর মহাভারতের কথার ইতিহাস টা, তখন দিদি কে বলছি, এই কিছু দিন মন এত খারাপ না কি বলবো, বিয়ে বাড়ি গেলে সবার মন ভালো লাগে, সেখানে আমার মন খারাপ লাগছে। বাড়িতে এই আমার বিয়ের জন্য মেয়ে দেখা, পরিবার দেখা, যদি ভালো লাগলো তো পরিবার ভালো না। সব জায়গাতে অসুবিধা শুধু। আজ সারাদিন কাজ করতে পারিনি। তাই মনের যত কথা হয়, এই Aamar Cindrella ডাইরি ব্লগ এ লিখে চলি। কি করবো মনের মধ্যে রেখে রেখে মন কাজ করবেনা। এখানে লিখলে মন হালকা হয়। দিদি বলছে, delete করে দিস ব্লগ টা কে, আমি বললাম, না। এটা আমার ভালো থাকার সঙ্গী এখন। এখানে লিখলে মনের যত রাগ ব্যথা কষ্ট ভালোবাসা প্রেম সব কিছু প্রকাশ পায়, মন হাল্কা রাখে। তাই আমি রোজ কিছুনা কিছু লিখে চলি। জানি সময় নষ্ট হয়, কিন্তু বেঁচে থেকে স্বপ্ন কিছু পুরন করতে হবে তো, এখানেও না লিখি, তাহলে কাকে বলবো, ভিতরে সব কিছু রোজ রোজ চেপে রেখে, একদিন দম বন্ধ হয়ে জিবন টা ওষ্ঠাগত হয়ে যাবে তো। তাই লিখি, এই লিখে মন হাল্কা করি। জা...

ধিক্কার জানাই ওরকম বউদেরকে ❌❌❌, আর সেরকম বউ গুলোর বরদেরকেও, যারা তার মা বাবাকে দেখেনা 👪💔| Cinderella Upcoming Friendship Story Multilingual Movie 2024 | The Untold Story

 ধিক্কার জানাই ওরকম বউদেরকে ❌❌❌, আর সেরকম বউ গুলোর বরদেরকেও, যারা তার মা বাবাকে দেখেনা 👪💔 জিবনে কে আছে জানিনা, কোথায় আছে জানিনা, কবে আসবে কেউ জানিনা! কাল একটা সম্বন্ধ এসেছিল, মেয়েটা দেখতে মোটামুটি ভালো ছিল, কিন্তু Arrange Marriage এ বাড়ি তে অনেক কিছু দেখে, মেয়ে কেমন, ওর বাড়ি তে সবাই কেমন, অনেক কিছু জিনিস। হ্যাঁ ওটাও ঠিক, বিনা দেখে করলে হতে পারে, ওর বাড়ির সবার মত ও যদি হয়! তাহলে বিয়ের পর সুখ তো থাকবে না। তাই একধার থেকে সব কিছু দেখা ভালো, কিন্তু যদি বিয়ের আগে দুই তিন মাস ছেলে মেয়ে কথা বলে, তাহলে মনে হয় জানা সম্ভব কে কেমন। তারা সত্যি কি একে অপরের জন্য কি না! মা এর ইচ্ছে নেই এটাতে, তাও একবার দেখে আসা একটা কর্তব্য তাই দেখতে যেতে হবে। সত্যি কত রকমের নিয়ম আমাদের! আমি জানি মা বাবা সব সময় আমাদের ভালো চাই, কিন্তু বুঝেও না, একটা বয়স পেরোনোর পর, তাদের একটা বন্ধু, ভালোবাসা কিছু দরকার, ওটা না পেলে কত অসুবিধা, মনে কত কিছু আসে ভুলভাল, তারা বুঝেনা, তারা শুধু জানে কাজ কর, ঘরে থাকিস না। ঘরে থাকলেই শুধু বোকানি শুনতে হবে। এটাই একটা Single 30+ Aged Person এর জিবন। কেউ বুঝেনা তার মনের ব্য...

Aamar Cindrella 1.5 Crore Views in Chingari, তুমি সাথে থাকলে পাহাড় কেও কেটে ফেলার দম রাখি, তোমাকে হারিয়েছি, মুখের হাসিটাকেও হারিয়েছি

  কি লিখি আজ,তোমাকে মিস করছি, এটা তো দিনের প্রতিটা মুহূর্তে মিস করে চলেছি। জানিনা তোমাকে আমি ভুলবো কি করে! শুধু জানি তোমাকে ভালোবাসতে। জানিনা আমি কেন তোমাকে এত ভালোবেসে ফেলেছি, আমার এখন কিছুই ভালো লাগে না। আজ একটা বিয়ে বাড়ি ছিল, মন ছিলনা যেতে, কিন্তু দাদা অনেক বলল তো, গেলাম সেখানে। দাদা বলছে, তুই যদি না আ স তি স তো, আমাদের ভালই লাগতোনা। কি সুন্দর নিজের গাড়িতে full family ঘুরতে যাচ্ছি। তাও তুই বলছিস যাবনা যাবনা। আমি কি বলবো, আমার কিছু ভালো লাগে না, আমার যদি দুই মিনিট রোজ আমার Cindrella এর সাথে কথা হতো, তো আমি পাহাড় ভেঙ্গে ফেলার দম রাখতে পারতাম। আমি জানিনা ওর কিছু ছবি দেখলে যেন মন শান্ত হয়ে যায়। যেন মনে হয় সারা দিন তোমার মিষ্টি মুখের দিকে তাকিয়ে থাকি। জানো গো, সাই বাবার প্রতি বৃহস্পতিবার এ পড়তে হতো, ওটাও আমি ৪-৫ সপ্তাহ পড়তে পারিনি, মন খুব খারাপ, শুধু তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে। গ্রুপ এ লিখতে হয়, আজ আমি এই দুটো অধ্যায় পড়েছি, কিন্তু মন এত খারাপ আমি পড়িনা, মিথ্যে মিথ্যি বলে দিই, আমি পড়েছি। শুনেছি এই ৫৫-৫৬ টা অধ্যায় পুরো member এর দ্বারা পড়া হলে, ওর থেকে একটা ভালো শক...

Chingari 14 Million Aamar Cindrella Views, আজ স্বপ্ন না movie 🎥 কি দেখলাম জানিনা, দিদি কে বললাম, দেখবি ঠাকরের আশীর্বাদে আমি একদিন ওই স্বপ্ন টা পুরন করে দেখাবো

  সুপ্রভাত আমার মিষ্টি বন্ধু, আমার Cindrella 👨‍💻🌹🍫💝👩‍🎨, তুমি সারাদিন খুশিতে থেকো, ভালো থেকো। ওগো আজ এমন একটা স্বপ্ন দেখলাম জানি না কি ওটা? এটা স্বপ্ন না মুভি স্টরি সত্যি জানিনা। এই স্বপ্ন টা পুরো যেন movie story, ঠাকুরকে কাল রাতে বলেছিলাম, আজ আমার Cindrella কে স্বপ্নে নিয়ে এসো, সত্যি যেন স্বপ্নে এসে ছিলে। গল্প টা শুরু হচ্ছে এভাবে, একটা ছেলে একটা মেয়ে কোন কারনে খুব ভালো বন্ধু হয়ে যাচ্ছে। তারা কোথায় যেন দেখা হয়েছিল, তারপর থেকে খুব ভালো বন্ধু হয়ে যাচ্ছে। দেখছি ছেলে টা মেয়েটা কে খুব বেশি লাইক করে ফেলেছিল, এমন কি সে সব কিছু ভুলে শুধু ওর কথায় শুনছিল। মেয়েটা খুব বড় ধনী ঘরের। ছেলেটা কে সে একদিন ডাকলো, চলো মুভি দেখতে যাই, ছেলেটার কিন্তু কলেজ ছিল। তাও সে বলেছিল এমনি। ছেলেটা সব ভুলে মুভি দেখতে গেল, Hall এ ঢুকে পড়ল, পুরো ৩ ঘণ্টার movie দেখে বের হলো। মেয়েটার মিষ্টি মুখ টা দেখে, সে ভাবলো চল আমার বেস্ট ফ্রেন্ড কে খুশি তো করতে পেরেছি। তাকে মাঝে মাঝে ডেকে নিত, সে কারু কথা না শুনে সে তার বেস্ট ফ্রেন্ড এর জন্য ঘুরতে বেরিয়ে পড়ত। একদিন কিছু ছেলেরা সেই মেয়ে টা কে tease করছিল। মেয়ে...

আবেগ থাকা দোষের না, শুধু তোমারই জন্য, Aamar Cindrella 13 Million Views in Chingari

  সত্যি গো তুমি আমার মধ্যে এমন ভাবে ছেয়ে গেছ, যে ভূলা তো দূরের কথা, মাথা কাজ করা বন্ধ হয়ে যায়। যত দিন যাচ্ছে ফাঁকা থাকলেই শুধু তুমি আর তুমি। কাল আমাদের Duet Video গুলো দেখছিলাম, গুগল এ একটা সাইট এ Tiktok Videos দেখা যায়। ওখানে দেখছিলাম। কি সুন্দর কিউট ছোট বাচ্চার মতো সেজে, কখনো একা একা গান গেয়ে, কখনো বয়ফ্রেন্ড কে কিস 💋 করছ, কখনো সিঁথিতে লিপস্টিক টা সিঁদুরের মত লাগিয়ে, কি সুন্দর সুন্দর ভিডিও বানিয়েছিলে। এখন শুধু Instagram Reel App এ বানাচ্ছ তো, কোথাও খুঁজেই পেলাম না তোমাকে গো। কোথায় বানাচ্ছ আবার গো। ঠাকুর ওর নতুন ভিডিও গুলো দেখিয়ে দাও না, ওকে খুব ভালোবাসি খুব মিস করছি। মন টা ছটপট করছে ওর সাথে দুই মিনিট কথা বলার জন্য। কাজ না করে কাল সারা রাত বসে, প্রায় ১৩২ টা ভিডিও ডাউনলোড করলাম ওই সাইট থেকে, আমি যেগুলো বানিয়ে ছিলাম। তুমি সবাই কে বলো, "ভালো থাকুন, এভাবেই খুশিতে থাকুন।" একবার এই বন্ধুটার জন্য তোমার হৃদয়ে একটুও, দয়া মায়া মমতা ভালোবাসা জমলনা গো, তুমি একদিন কেঁদেছিলে, আর তুমি আমাকে দুটো বছর ধরে প্রতি রাতে চোখ ভিজিয়ে দিয়ে যাচ্ছ। কখনো তোমার খারাপ চাইনি, আমাকে ধমকি দ...

12 Million Chingari Views আজ, আর একমাসের মধ্যে Aamar Cindrella 100 Million Chingari Views baniye দেখাবো তোমায় 👨‍💻🌹🍫💝👩‍🎨

  তোমাকে কেন এত ভালোবেসেছি, সত্যিই জানিনা, কেন এত মিস করি, সত্যিই বুঝিনা। তুমি তো খুশিতে আছো ভালই দেখছি, একটা বন্ধুকে দেড় বছর ধরে কষ্ট দিয়ে কথা না বলে। শুধু তোমার কাছে রাগ অভিমান বড়, আমার কাছে ভালোবাসা বন্ধুত্ব বড়। কত বোঝালাম তোমায় গো, ও বন্ধু ভূল হয়েছে ক্ষমা করে দাও, না, তুমি বুঝতেই চাও না। সব সময় রেগেই রইলে। এসব বলে কি করি আর। কাল জানো তোমাকে খুব দেখতে ইচ্ছে হচ্ছিল, রাত ২টোর সময় আবার ওই Tiktok Videos যেখানে দেখা যায় না, সেখানে দেখছিলাম। কাল তো আর ও প্রায় ১৩২ টা Tiktok Video download করলাম, না, ওটা তোমার ভিডিও নয়। তোমার ভিডিও আমার হৃদয়ে বসে আছে, আমার নিজের বানানো ভিডিও গুলো, যে গুলো দেখিয়ে তোমার মন খুশি করার ব্যর্থ চেষ্টা করেছিলাম। আমি কোন দিনও তোমার খারাপ চাইনি। তাও কি করবো সময় খারাপ থাকলে, কেউ তোমাকে বুঝবে না, এটাই আমার সাথে হলো। ওই Chingari তে 12 Million Chingari Views 😍, Aamar Cindrella 100 Million Views (10 Crore Views) খুব শীঘ্রই বানাবো Chingari তে। এখন দুই তিন দিনে 1 Million views বানাচ্ছি। বলছি তো অনেক, কিন্তু করে দেখাবো বন্ধু এবারে। ২০২৪ এর মধ্যে নিজেকে সেই...

Aparajita Apu Zee Bangla Serial এ যেমন কেউ কাউকে কষ্ট দিচ্ছে যেন ঠিক মনে হয় এটাই আমাদেরই জিবন এর কথা বলা হচ্ছে | Aamar Cindrella 👨‍💻🌹🍫💝👩‍🎨 | The Untold Story

  সব মুভি সিরিয়াল যেন আমাদের জিবন থেকে নেওয়া , যা চলছে আমাদের জিবনে,ওখান থেকেই নেওয়া। সিরিয়াল গুলো যেন আমাদের জীবনের এক একটা অংশ । আজ আবার " অপরাজিতা অপু " দেখছিলাম। যেভাবে তুমি আমাকে একদিন যা ইচ্ছে বলে হৃদয় টা ভেঙ্গে টুকরো করে দিয়েছিলে, ঠিক তেমনি ওই অপু যে তার ভালো চাইতো, ভালো করারই চেষ্টা করতো, কিন্তু একজনের জন্য ও না বুঝে তাকে আঘাত করে ফেললো। যেন সেই ছেলে টা পুরো ভেঙ্গে গেছে। মেয়ে টা চাকরি করতে চাইছিল, লুকিয়ে ওর দিদির বাড়ি এসেছিল। তখন ওই ছেলেটার কাছে সাহায্য চাইল, ওই মেয়ে টাকে তার ঘরে ৩ দিন রেখেছিল। আর ওই ছেলেটা হচ্ছে ওই অপুর দিদির ভাসুর। কিন্তু কাউকে না জানিয়ে রেখেছিল। কিন্তু ওখানেই একটা ভিলেন, (যেমন আমাদের জিবনে ওই বাঙ্গালি ছেলে টা এসে আমাদের হাসি খুশি বন্ধুত্ব শেষ করে আমার হাসিটাকে ছিনিয়ে নিল) ওই ছেলেটার মাসি খুব বদমাস, কারু খুশি সে দেখতে পারেনা। সে যখন জানলো ছেলেটার ঘরে ওই মেয়ে টা আছে, সে তাকে বললো, তার বাড়ি পৌঁছে দিতে, না হলে খুব বড় বিপদ আছে। পুরো Blackmail করতে লাগলো। তার পরীক্ষার দিন টা তে ছেলে টা অপুকে, তার বাড়িতে রেখে এলো। সে তার স্বপ্নের চাকরি টা ...

Happy Saraswati Puja | Happy Basant Panchami | Aamar Cindrella 👨‍💻🌹🍫💝💝 | The Untold Story

Happy Saraswati Puja | Happy Basant Panchami | Aamar Cindrella 👨‍💻🌹🍫💝💝 | The Untold Story শুভ সরস্বতী পূজা আমার Cindrella❤️, তুমি যেখানেই থেকো ভালো থেকো গো। জানি আজ তুমি আমার উপর অভিমান করে আছ, কিন্তু তেত্রিশ কোটি দেবতার আশীর্বাদে, আবার আমরা ভালো বন্ধু হবো, তুমিও একদিন মিস করবে, ভালোবাসবে যেমন আমি তোমাকে ভালোবাসি গো। ভালো থেকো খুশিতে থেকো বন্ধু, তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে ❤️।  তোমাকে আজ খুব মিস করছি গো, তোমার সাথে খুব কথা বলতে ইচ্ছে করছে। আমি জানিনা কিভাবে তোমাকে ভুলবো গো। দিন গুলো পেরিয়ে যাচ্ছে একের পর এক, এই ব্লগের পাতা ভরিয়ে চলেছি একের পর এক, কাউকে কেউ কত ভালোবাসতে পারে, আমার চাইতে বেশি কেউ পারবে না। Romio, Juliyet, Layla Majnu এর মত, আমাদের বন্ধুত্ব ভালোবাসা টা বেঁচে থাকবে। আজ রাগ করলে কথা বলছনা। কিন্তু একদিন তুমি আমাকে ভালবাসবে, আমার সাথে কথা বলার জন্য মরবে। খুব তোমাকে দেখতে ইচ্ছে করছে গো।

Happy Valentine's Day 👨‍💻🌹🍫💝👩‍🎨 | Aamar Cindrella 💖 | The Untold Story!

Happy Valentine's Day 👨‍💻🌹🍫💝👩‍🎨 | Aamar Cindrella 💖 | The Untold Story! Happy Valentines Day Aamar Cindrella ❤️ দেখো কত ভিডিও বানিয়ে ফেললাম, একের পর এক ভিডিও বানিয়ে চলেছি। জানিনা তুমি ভিডিও গুলো দেখো কি না! কি করবে দেখে, দেখলে ভালোবাসায় পড়ে যাবে আবার। তাই মনে হয় Not Interested করে রেখেছ। কিন্তু দেখ আমার কাছে এই ভিডিও, লেখা ছাড়া কিছুই নেই, কি ভাবে বোঝাবো কতটা ভালবাসি তোমায়, কতটা মিস করছি তোমাকে গো। তুমি শুধু রাগ অভিমান করতে জানো শুধু, একটুও বুঝলেনা। কতবার বোঝালাম ও গো হলো তো অনেক, কত বড় ক্ষমা চাইলাম। কিন্তু তুমি ক্ষমা করলেনা আর, আমার উপর রাগ করেই রইলে। কিন্তু আমি দেখো তোমার রাগ অভিমানকে ভালোবেসে, তোমাকে নিয়ে আরও বেশি বেশি ভিডিও বানিয়ে চললাম। আজ মন ভালো নেই, তোমার সাথে খুব কথা বলতে ইচ্ছে করছে। একটু কথা বলো না গো, কেউ যদি ভুলে করে তো ক্ষমা চাইলে ঠাকুর ক্ষমা করে দেয়, কিন্তু তুমি কোন দিনও ক্ষমা করলে না গো। শুধু যত টা পারো রেগে থাকতেই জানো শুধু, আর আমি শুধু ভালোবাসতেই জানি শুধু তোমাকে। তোমাকে ভুলতে তো পারবোনা, এই লেখা ভিডিও গুলোই থাকুক। একদিন তুমি তোমার ভুল বুঝবে, আর আ...

Happy Kiss Day Cinderella 👨‍💻😘🌹🍫💝👩‍🎨

Happy Kiss Day Cinderella 😘, তুমি শুধু আমার Cinderella 👨‍💻🌹🍫💝👩‍🎨, Kiss এই জিনিস টাই জানিনা, কিভাবে হয়, কেমন লাগে Kiss করার পর, কেমন ফিলিংস হয় জানিনা গো। এটা আমার ডাইরি, আমার জিবনী লিখে চলেছি, এখানে মিথ্যে লিখতে পারি না বন্ধু। জিবনে কিস করিনি কাউকে এখনও, Girl Friend বানানোর ক্যালি নেই, কিস তো দূরের কথা বন্ধু। কিন্তু একটা কথা বলছি, জানিনা রাগ করবে কি না! রাধা কৃষ্ণ ভগবান তোমাকে আমার থেকে দূর করে দিয়ে একটা বাঙালি বন্ধুর মিথ্যে কথাকে বিশ্বাস করে, আমি তো নিজের সম্মান হারিয়েছি, তোমাকেও হারিয়েছি কিন্তু একটা কথা বলতে চাই গো, রাধা কৃষ্ণ ভগবান কে যখনই বলি, আমার Cinderella কে একটু স্বপ্নে নিয়ে এসো, যেন সত্যি দেখেছি তোমাকে। আজ সকালেও দেখেছিলাম। তোমাকে স্বপ্নে চোখ বন্ধ করে দেখেছি অনেকবার, বউ হিসাবে সিঁথিতে সিঁদুর, লাল বেনারসি শাড়ি তে দেখেছি তোমাকে, হ্যাঁ তুমি আমাকে কিস ও করেছ আমার ঠোঁটে অনেক বার, আর আমিও করেছি তোমার মিষ্টি লাল গোলাপ ফুলের মত মিষ্টি ঠোঁটে অনেকবার, জানিনা কেন এরকম তুমি এসো, আমাকে তোমার ভালোবাসা দিয়ে যাও স্বপ্নে। জানিনা ভগবান এরকম স্বপ্ন চোখ বন্ধ করে তোমাকে বউ হিসাবে আ...

Happy Hug Day 🤗 | 10 Million - 1 Crore Views in Chingari | স্বপ্নে আবার এসে একটু খুশি দিয়ে গেলে Cinderella ❤️ | আকাশি রঙের শাড়িতে খুব সুন্দর লাগছে গো | Cinderella Friendship Story 2021 👨‍💻🌹🍫💝👩‍🎨 | Aamar Cindrella

  Happy Hug Day 🤗 | Cinderella Friendship Story 2021 👨‍💻🌹🍫💝👩‍🎨 | Aamar Cindrella Happy Hug Day My Best Friend Aamar Cindrella 👨‍💻🌹🍫💝👩‍🎨 I don't know how many more days I will wait for your 2 minutes... Missing you a lot my angel... Talk to me... I will never hurt you My Bangalore Best Art Teacher Feel my love, Feel my Friendship... Please pray for me that I can make love in her heart oneday and we'll be best friends forever by the blessing of the almighty God 💓 আজ মন টা ভালো নেই, জানিনা যত দিন যাচ্ছে ততই বেশি বেশি, তোমাকে মিস করছি রোজ রোজ। দিদি বলছে, আমি রোজ সকালে ঘুম থেকে উঠি, পেজ থেকে এটা notification আসে। আমি বলি, কি করবো না ওকে ভুলতে পারছি, না নিজেকে ঠিক রাখতে পারছি। রোজ রোজ একটা একটা ভিডিও বানিয়ে চলি। Valentines Day নাহ্ তাই একটা করে ভিডিও বানিয়ে wish করি, যদি সে দেখে, যদি ভালো লাগে, যদি হৃদয়ে একটু দয়া মায়া মমতা ঠাকুর জাগিয়ে তুলে তো, আবার একটা ভালো বন্ধুর মতো কথা বলবো। কি করবো, তুমি আমাকে একটুও বুঝনা। মনের মত কাউকে পাচ্ছিও না। কখনো ভাবিনি এত কাউকে ভাল...

Happy Promise Day Cinderella 👨‍💻🌹🍫💝👩‍🎨 | Valentine's Day Special | Cinderella Story 2021

Happy Promise Day Cinderella 👨‍💻🌹🍫💝👩‍🎨 | Valentine's Day Special | Cinderella Story 2021 Happy Promise Day Cinderella, সুপ্রভাত আমার মিষ্টি বন্ধু অনামিকা, আগের বছর ও এই Promise Day তে promise করেছিলাম, তোমাকে কখনো hurt করবো না, কিন্তু তুমি বুঝতেও চাওনি। তাই ওই বছর টাও রাগ ঝগড়া করেই কাটিয়ে দিলে। এই বছর এ আবার তোমাকে এই Promise Day তে আবার Promise করছি, আমার সাথে কথা বলো, সব ভুলে যাও, আমি তোমাকে কখনো কিছু বলবনা, কখনও কিছু বলে আঘাত করবনা। সারা জিবন তোমার ডান হাত হয়ে একটা ভালো বন্ধু হয়ে তোমার পাশে থাকবো সুখে দুঃখে। জানিনা রাধা কৃষ্ণ ভগবান আর কত দিন তোমার এই বন্ধুটাকে কষ্ট দেবে। ২০ আগস্ট ২০১৯ না শেষ কথা, বললে, "আমার খুব জ্বর, কথা বলতে পারছি না, ব্যস সেই লাস্ট তোমার মেসেজ।" তার পর কত মেসেজ করলাম, কিন্তু তুমি একটা বাঙালি বন্ধুর মিথ্যে অপবাদের জন্য, একটা বন্ধুকে তুমি দেড় বছর ধরে কষ্ট দিয়ে চললে না কথা বলে, যত ইচ্ছে বাজে কথা বলে, ধমকি দিয়ে। একটুও বুঝলে না, "ছেলে টা আমার সব সময় ভালো চেয়েছে, সব সময় ঠাকুরের কাছে আমার ভালোর জন্য প্রার্থনা করেছে, এখনও সে আমার ভালই ...

Happy Birthday Sweet Dear Friend Cinderella 👨‍💻🌹🍭🍬🍫💝💐🎁👩‍🎨 | Happy Teddy Day🧸 | Aamar Cindrella 💖

 Happy Birthday Sweet Dear Friend Cinderella 👨‍💻🌹🍭🍬🍫💝💐🎁👩‍🎨 | Happy Teddy Day🧸 | Aamar Cindrella 💖 তুমি খুব বড় আর্টিস্ট👩‍🎨 হও বন্ধু, তুমি সারা দিন খুশিতে থাকো বন্ধু😊। তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে☺️। রোজ ছবি আঁকো, youtube এ upload করো🖌️🎨। তোমার সুন্দর সুন্দর ছবি আঁকা দেখে, মুখে একটু হাসি আনার চেষ্টা করি শুধু তোমায় ভেবে🥰। ওগো আজ তোমার জন্মদিন না, আজ রেগে থেকোনা। আমার সাথে কথা বলো, সব ভুলে আবার ভালো বন্ধু হই আবার! 😊😊😊 তোমার জন্মদিন আর আমি না wish করে থাকতে পারি কি! না, কখনো সম্ভব না বন্ধু। হতে পারে তুমি রাগ করেই থাকতে পারো, তুমি তো অভিমান কে বড় করে রাখো, আমি কিন্তু আমার বন্ধুত্ব আমার ভালোবাসাকে সব চাইতে বেশি বড় মনে করি। হতে পারে তুমি আমাকে বুঝেও বুঝতে চাও না, কিন্তু একদিন তুমি আমাকে বুঝবে আর সেদিন তুমি আমাকে খুব মিস করবে। যদি রাধা কৃষ্ণ ভগবান এর ভালোবাসা পৃথিবীতে সত্যি রয়েছে তো, তুমি একদিন ফিরে আসবে, তুমি তোমার ভুল বুঝবে। আমরা আবার ভালো বন্ধু হবো। দুই বছর কেউ নিজেকে কষ্ট দেয়না, যেরকম আমি দিয়েছি শুধু তোমার মুখে মিষ্টি হাসি ফুটাতে গিয়ে। কত ভাবে ব...

Happy Chocolate Day Cinderella 🌹🍫💝🍭🍭🍭🍬🍬🍬 | Cinderella Untold Story 2021

  Happy Chocolate Day Cinderella 🌹🍫💝🍭🍭🍭🍬🍬🍬 ভালো ভাবে দিন টা পার করো। খুশিতে থাকো, তোমার মুখে মিষ্টি হাসি যেন সারাদিন থাকে। ওই সত্যি বুঝে গেলে না, ওই সুন্দর প্রশংসা টা আমারই ছিল। কত ভেবে ভেবে লিখতে হয় কি বলি তোমায়, আর তুমি গো শুধু কমেন্ট delete করতেই জানো। আগে কি সুন্দর Love React ❤️ করতে, ভালো লাগতো, আর এখন শুধু delete delete, আমি তোমার কি খারাপ লিখলাম, কত সুন্দর ভাবে আমি লিখি, আর তুমি শুধু রাগতেই জানো। একটা বন্ধু কবে চেষ্টা করছে, তোমার মুখে হাসি ফুটিয়ে তুলতে, সে তার ভুল বুঝে দুই বছর ধরে, তোমাকে বুঝিয়ে চলেছে। আর তুমি শুধু রাগ অভিমান করতে জানো। দেখবে একদিন আমি যেমন তোমাকে এরকম ভাবে বুঝিয়ে রোজ চোখ ভিজিয়ে ফেলি, তুমিও একদিন কাউকে বুঝিয়েও সে বুঝবে না, সেদিন দেখবে কত খারাপ লাগবে। এই পৃথিবীটা গোল, আজ না হলে কাল, কোথাও না কোথাও দেখা হবেই। সেদিন আশা করি রাগ থাকবে না, না তখনও রাগ করেই থাকবে। কি জানি কি দিয়ে তৈরি তুমি, একটা বন্ধুর ভালোবাসা, তার কষ্ট, চোখের জল, তুমি কিছু বুঝতে পারো না। শুধু জেদ রাগ নিয়েই আছো। থাকো তুমি রাগ নিয়ে, আমার সময় খারাপ তাই তুমি আমাকে এভাবে রোজ কষ্ট ...

Happy Propose Day Cinderella 👨‍💻🌹🍫💝👩‍🎨, আজ স্বপ্নে তুমি তোমার নিজের ছবি Cinderella Photo in Thermocol এ এঁকেছিলে

Happy Propose Day Cinderella 🌹🍫💝💘🥳 Good Morning, তুমি সারা দিন ভালো থেকো খুশিতে থেকো। তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে। আজ খুব মন করছিল, তোমাকে Propose Day তে wish করি, তাই কোন ভাবে Encrypted Code এর মত করে তোমাকে Propose Day তে Propose করলাম ❤️😘😘😘। খুশি খুব খুশি তোমাকে Propose করে, জানি হতে পারে তুমি বুঝে যেতেও পারো, কিন্তু আশা করি যেন তুমি না বুঝো 😅😅😅। নাহলে আজকের এই মিষ্টি দিন টায় তুমি আবার রেগে না যাও। ঠাকুর যেন আমার কথা শুনছে, হ্যাঁ তোমার সাথে ফোন 📞 📱 চ্যাট এ তো কথা বলিয়ে দিচ্ছে না। কিন্তু জানিনা গো, রোজ তোমাকে স্বপ্নে না হলে চোখ বন্ধ করলে দেখতে পাই, আর অনেক গল্প করে যাই 🥳🥳🥳। ওই আমার মিষ্টি বন্ধু আমার Cinderella ❤️, আজ ও জানো সারা রাত শুধু তোমাকেই দেখলাম। আজ একটু জলদি ঘুমিয়েছিলাম। ঘুমনোর সময় ঠাকুর কে বললাম, আমার Cinderella এ কে স্বপ্নে যেন নিয়ে আসো আবার। ব্যস সত্যি কারের স্বপ্নে তুমি এসেছিলে। আজ তুমি একা না তুমি আর তোমার ভাই এসেছিল। দেখছি তুমি তোমার নিজের একটা ছবি বানিয়েছ মনে হয় ওটা thermocol হবে, তুমি একটা মিষ্টি সুন্দর কিউট নিজেরই ছবি এঁকেছিলে, কিন...

Happy Rose Day My Cinderella 🌹🌹🌹 | Cinderella Story 2021 👨‍💻🌹🍫💝👩‍🎨

  Happy Rose Day Cinderella 🌹 তুমি সারা জিবন ভালো থেকো খুশিতে থেকো বন্ধু, তোমার সব সময় ভালো চাই, কিন্তু তুমি আমার উপর অভিমান করেই আছো। ঠিক আছে তোমার রাগ অভিমান কে ভালোবেসে, দিন গুলো পার করে চলেছি। লেখার তো অনেক কিছু আছে, কিন্তু লিখবো কি আজ নিজেই, ওই কালকের গানের ভিডিও টা দেখে, নিজেরই চোখ টা ভিজে গেল। জানি তোমার ভালো লাগে না এই কান্না ঘ্যানের  ঘ্যানের ন্যাকামি। কি করবো তোমার এগুলো অসহ্য লাগে, কিন্তু যে সত্যি কাউকে ভালোবাসবে, আর যখন তাকে তার মনের মানুষ ছেড়ে চলে যাবে, তখন বুঝতে পারে আর একা একা চোখ ভেজাতে থাকবে। আমি না যে কোন ছেলে বা মেয়ের হবে আর হয়েও থাকে। মন ভালো নেই কিন্তু না লিখেও থাকতে পারিনা। কাল রাতে স্বপ্নে দেখার পর, তোমার facebook account deactivated দেখার পর, যেন মন টা লাগছিল না কোন কিছু তে। তুমি Deactivate করো, আর ব্যথা টা যেন আমি পাই, মনে হয় যেন তুমি প্রথম ওই ভিডিও টা দেখে, মন খারাপ করে Facebook account deactivate করেছ। অফিসে ছিলাম কাজের মধ্যে ছিলাম, ভালো ছিলাম। দাদা কে বলছি, জানিস ঘরে থাকতে ইচ্ছে করে না, ঘরে থাকলে mind টা অন্য কোন দিকে চলে যায়। এখানেও যদি সারা ...

আবার Facebook Account Deactivate করলে বন্ধু, প্লীজ Reactivate করে নাও বন্ধু 🙏🙏🙏

 আবার আজ ফেসবুক account deactivated, কেন গো, আজ আবার কি হলো। কাল সারা রাত শুধু তোমাকে দেখেছি, কত গল্প করেছি। জানো গো, কাল দেখছি, তোমার সাথে আবার কথা হচ্ছে, তোমাকে আবার বুঝাচ্ছি, Face to face বসে ছিলাম, তোমাকে অনেক বড় বললাম, কান ধরলাম, আর কখনো তোমাকে কষ্ট দেবনা, আমার সাথে কথা বলো বন্ধু। আমি তোমাকে খুব মিস করি। অনেক বলার পার, তুমি যেন বুঝলে। আমরা যেন আবার ভালো বন্ধু হলাম। কাল জলদি ঘুমিয়েছি কিন্তু তোমার স্বপ্ন দেখতে দেখতে ৮-১০ ঘণ্টা স্বপ্নের মধ্যেই ছিলাম। মন টা ভালো ছিল সকাল সকাল, কিন্তু জানো তো সকালে উঠে ঠাকুর কে প্রণাম করার পর, তোমাকে না দেখে দিন শুরু করিনা। আজ ও ঠিক ওটাই করছিলাম, তোমার ফেসবুক এর প্রোফাইল পিক টা দেখতে যাচ্ছিলাম, কিন্তু দেখি একাউন্ট টা দেখাচ্ছে না আর। জানিনা আবার কি হলো তোমার! আমি তো তোমাকে একটাও মেসেজ করিনি, আমার নিজের ডাইরি, নিজের ব্লগে সব কিছু লিখি, কাউকে তো বলিনা আমার হৃদয়ের কথা, কি করবো সবাই হাসবে মজা নেবে। তাই নিজের চোখের জল, কষ্ট সব এই ডাইরি ব্লগ, আমার channel এ রেখেছি, আমি ভুলতে পারছি না গো তোমাকে, কাল আবার গান টা বানানোর পর চোখ টা ভিজে গেছলো। ভেবেছিলাম, আ...

হয়ে গেছে ভূল আমার, ক্ষমা করে দাও আমায় 🙏 | Aamar Cindrella 👨‍💻🌹🍫💝👩‍🎨 | Cinderella Love Story 2021

হয়ে গেছে ভূল আমার, ক্ষমা করে দাও আমায় 🙏 | Aamar Cindrella 👨‍💻🌹🍫💝👩‍🎨 | Cinderella Love Story 2021 ঠিক আছে, ভুল হয়ে গেছে, মানছি আমারই ভূল ছিল, এবার তো বুঝ আমায়, প্লিজ বন্ধু আমার,ভুলে যাও না সব কিছু!! হ্যাঁ হয়ে গেছে ভূল আমার, প্লিজ ক্ষমা করে দাও আমায়। একবার না হাজার বার বোঝালাম তোমায়।। ওগো আমার অনামিকা, একটা সুযোগ দাওনা, সব কিছু ঠিক করে দেবো, তোর মুখে হাসি নিয়ে আসবো। ভূল তো সবাই করে থেকে, করেছি একটা ভূল আমি। এবারে ক্ষমা করে দাও, কেন এত চুপ করে আছো তুমি। একটা ভূলের জন্য, কেন তুমি আমায় ছেড়ে চলে গেলে? কেন মুখ ঘুরিয়ে নিলে? হ্যাঁ হয়ে গেছে ভুল আমার, আমি এটা মানছি। কিন্তু এখনও তোমাকে, হৃদয়ের মণিকোঠায় বেঁধে রেখেছি। ওগো আমার অনামিকা, একটা সুযোগ দাওনা, সব কিছু ঠিক করে দেবো, তোর মুখে হাসি ফুটিয়ে তুলবো। একদিন তুমি রেগে গিয়ে দিলে আমাকে ধমকি, দুটো মাসের রাতের ঘুম কেড়ে নিলে আর কি! ভাবলাম তোমাকে আর মনে পড়বেনা। চলো যা হলো ভালো হলো। কিন্তু কে জানতো তুমি আমার স্বপ্নে আসবে আবার, মন থেকে তোমার নাম মুছে ফেলতে চাইলাম, কিন্তু চোখ বন্ধ করলে তোমার ছবি আসতে থাকলো বার বার। আমি জানিনা কি ভাব...

এই $170-$17000000 এ খুব শীঘ্রই নিয়ে আসবো, ওই Cinderella আমার মত মিস আর ভালোবাসা তোমাকে কেউ করতে পারবে না Challange করে বলতে পারি,8 Million Views in Chingari, তোমার আর আমার Same YouTube Subscribers 🥰

  দুই তিন দিন কিছুই লেখা হয় নি, অনেক কিছু তোমাকে বলার আছে। ওই কেমন আছো গো, তোমাকে কত মিস করি তুমি কোন দিন ও বুঝবেনা। তোমার husband boy friend কেউ তোমাকে এত টা মিস করবে না, যত টা মিস আমি করি। সকাল বিকেল দুপুর সন্ধ্যে রাত, সব সময় তোমার নাম গান মুখে চলে আসে। আজ অনেক দিন পর স্কুটার নিয়ে বেড়িয়েছিলাম, জোরে জোরে বলছিল, ও অনামিকা একটু হাসনা, এই জয়দীপ এর ভালোবাসা বুঝনা, তোমাকে সারা জিবন ভালো বাসা দিয়ে যাই। ও অনামিকা ফিরে এসো না, এই জয়দীপ এর হাত টা ধরনা, তোমাকে কত ভালবাসে তুমি কোন দিনও বুঝবেনা। আরেকটা গান, ওগো আমার অনামিকা, করলেনা তুমি ক্ষমা, এ কি ছিল অপরাধ আমার! তুমি যাকে ভালবাস গান টা এটা। তোমার bf এর ব্যাপার টা তোমার বাড়ির সবাই জানে মনে হয়, নাহলে কখনো তুমি publicly tag comment এ লাভ বিনোদন করতে পারতে না। ঠিক ই আছে, ঘরে সবাই জানে ও, আর মেনে নিয়েছে, হতে পারে তুমি বিয়ে এবছরই করছ মনে হয়। ঠিক ই আছে, তোমার ভালো চাই তো সারা জিবন, তুমি ভালই থেকো। ব্যস একটু তোমার সাথে বন্ধুত্ব টা রাখার ছিল, আমাকে এত বাজে বাজে কথা বলেছ, যেগুলো কানে আমার সব সময় লাগে। কিন্তু তাও মুখে হাসি ফুটিয়ে তোমার ...