Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
Happy Chocolate Day Cinderella 🌹🍫💝🍭🍭🍭🍬🍬🍬
ভালো ভাবে দিন টা পার করো।
খুশিতে থাকো, তোমার মুখে মিষ্টি হাসি যেন সারাদিন থাকে।
ওই সত্যি বুঝে গেলে না, ওই সুন্দর প্রশংসা টা আমারই ছিল।
কত ভেবে ভেবে লিখতে হয় কি বলি তোমায়,
আর তুমি গো শুধু কমেন্ট delete করতেই জানো।
আগে কি সুন্দর Love React ❤️ করতে,
ভালো লাগতো, আর এখন শুধু delete delete,
আমি তোমার কি খারাপ লিখলাম,
কত সুন্দর ভাবে আমি লিখি,
আর তুমি শুধু রাগতেই জানো।
একটা বন্ধু কবে চেষ্টা করছে,
তোমার মুখে হাসি ফুটিয়ে তুলতে,
সে তার ভুল বুঝে দুই বছর ধরে,
তোমাকে বুঝিয়ে চলেছে।
আর তুমি শুধু রাগ অভিমান করতে জানো।
দেখবে একদিন আমি যেমন তোমাকে এরকম ভাবে বুঝিয়ে রোজ চোখ ভিজিয়ে ফেলি,
তুমিও একদিন কাউকে বুঝিয়েও সে বুঝবে না,
সেদিন দেখবে কত খারাপ লাগবে।
এই পৃথিবীটা গোল, আজ না হলে কাল,
কোথাও না কোথাও দেখা হবেই।
সেদিন আশা করি রাগ থাকবে না,
না তখনও রাগ করেই থাকবে।
কি জানি কি দিয়ে তৈরি তুমি,
একটা বন্ধুর ভালোবাসা, তার কষ্ট, চোখের জল,
তুমি কিছু বুঝতে পারো না।
শুধু জেদ রাগ নিয়েই আছো।
থাকো তুমি রাগ নিয়ে,
আমার সময় খারাপ তাই তুমি আমাকে এভাবে রোজ কষ্ট দিচ্ছ দুই বছর ধরে,
সবার সময় আসবে।
আমি সব ঠাকুরের হাতে ছেড়ে দিয়েছি,
যেরকম তুমি বলেছিলে, সব বিধাতার উপর ছেড়ে দাও।
আমার কমেন্ট গুলোতে এত সুন্দর ভাবে প্রশংসা করি,
তুমি delete করে দাও, খুবই খারাপ লাগে।
আজ ভাবলাম তোমাকে আবার প্রশংসা করবো,
কিন্তু না মন টা এরকমই ভেঙ্গে টুকরো টুকরো করে দিয়েছ,
আর কোন মেয়ে বন্ধু ও নেই,
যে একটু সময় দেবে, কথা বলবে।
সবাই নিজের জিবনে ব্যস্ত।
আমার ওই বেস্ট ফ্রেন্ড টাকে বললাম,
একটু সময় হলে কথা বলিস,
তো ও বলছে, তুই বিয়ে কর।
আমি বললাম, খুঁজছি কিন্তু মনের মত পাচ্ছিনা।
তার পর কিছু বললাম, তো ও আমাকে ভুল বুঝে গেল,
কি আর করি, সবার ভালো চাই,
তাও ঠাকুর আমাকে কষ্ট দিয়ে চলেছে।
তুমি বলবে, "তুমি মিথ্যে মিথ্যে আমাকে দোষ দিচ্ছ"
আমি বলি, "দোষ না, না কথা বলে কষ্ট দিচ্ছ, যদি তোমার রাগ অভিমান, আমাকে ক্ষমা করতে তো এত দিন আবার ভালো বন্ধু হয়ে আমার সাথে কথা বলতে,
কিন্তু তুমি দিনের পর দিন কত রকমের বাজে বাজে কথা বলে,
হৃদয় টাকে ভেঙ্গে টুকরো করে,
মৃত্যুর মুখে ফেলে দিয়ে নিজে এখন খুশিতে আনন্দে আছো।
পারতে না, বন্ধুটা কে একটু ক্ষমা করে,
একটু আবার ভালো বন্ধু হয়ে থাকতে?
আমি কি আর বেশি চেয়েছিলাম তোমার কাছে।
হ্যাঁ জানি ভালোবাসি, বিয়ে করতে চাই তোমাকে,
কিন্তু জানি এটা সম্ভব নয়, তাই সেই একবার বলেছিলাম,
আর কোন দিন বলিনি,
তোমাকে তো যে যে মেয়ের ছবি আসতো,
Shaadi.com, Bengali Matrimony তে দেখতাম,
সেই মেয়েদের ফটো তোমাকে পাঠাতাম।
মনে আছে তো গো।
তুমি তো সব ই জানো।
তোমার কাছে কি লুকানো!
আমি আমার জিবনের ইতিহাস টা এখানে লিখেছি,
এমন অনেক কিছু লেখা আছে,
যেগুলো আমার লেখা উচিৎ,
বাড়ির কেউ দেখলে খুব বকবে আমাকে।
তাও আমি লিখেছি।
Aamar Cindrella এই ব্লগ টা শুধু তোমার জন্য বানিয়েছিলাম।
তোমার নাম আমার নাম যোগ করে,
কিছু মমতা দিদির কবিতা লিখে আমার ভালোবাসা টা তোমাকে,
কবিতার মাধ্যমে জানিয়েছিলাম।
তুমি জানতে বুঝতে তাও এরকম করতে।
একদিন তো বলেই ফেললাম।
তুমিও আমাকে ভালবাসতে শুরু করে ছিলে।
আমি তোমাকে Cindrella, Sweet Heart, Angel বলে ডাকতাম,
তুমি রাগতেনা বেশি,
আমাকে Love ❤️ 💝 স্টিকার পাঠাতে।
বলেছিলে একদিন, তোমাকে কোন দিনও ভুলবোনা,
কিন্তু আমাকে ভুলে গেলে একটা বাঙালি ছেলের মিথ্যে কথা কে বিশ্বাস করে।
এসব লিখবনা আর, চলো তুমি তোমার boyfriend/ fiance এর সাথে দেখা কর,
ওর থেকে ভালোবাসা চকোলেট খাও,
ভালো থেকো এটাই চাই শুধু।
যদি মনে হয় তো একটু কথা বলো,
তোমাকে এত ভালোবেসে নিজের জীবন টা যেন শেষ করে ফেলেছি।
শুভ রাত্রি আমার মিষ্টি বন্ধু,
ভালো থেকো খুশিতে থেকো বন্ধু,।আজ আবার স্বপ্নে এসো তুমি।
Comments
Post a Comment