Skip to main content

Aamar Cindrella🌹🍫💝💐 Aamar Anamika Romantic Photos 2025

 Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025    

Chingari 14 Million Aamar Cindrella Views, আজ স্বপ্ন না movie 🎥 কি দেখলাম জানিনা, দিদি কে বললাম, দেখবি ঠাকরের আশীর্বাদে আমি একদিন ওই স্বপ্ন টা পুরন করে দেখাবো

 


সুপ্রভাত আমার মিষ্টি বন্ধু, আমার Cindrella 👨‍💻🌹🍫💝👩‍🎨,
তুমি সারাদিন খুশিতে থেকো, ভালো থেকো।

ওগো আজ এমন একটা স্বপ্ন দেখলাম জানি না কি ওটা?
এটা স্বপ্ন না মুভি স্টরি সত্যি জানিনা।

এই স্বপ্ন টা পুরো যেন movie story,
ঠাকুরকে কাল রাতে বলেছিলাম, আজ আমার Cindrella কে স্বপ্নে নিয়ে এসো,
সত্যি যেন স্বপ্নে এসে ছিলে।

গল্প টা শুরু হচ্ছে এভাবে,
একটা ছেলে একটা মেয়ে কোন কারনে খুব ভালো বন্ধু হয়ে যাচ্ছে।
তারা কোথায় যেন দেখা হয়েছিল,
তারপর থেকে খুব ভালো বন্ধু হয়ে যাচ্ছে।
দেখছি ছেলে টা মেয়েটা কে খুব বেশি লাইক করে ফেলেছিল,
এমন কি সে সব কিছু ভুলে শুধু ওর কথায় শুনছিল।
মেয়েটা খুব বড় ধনী ঘরের।
ছেলেটা কে সে একদিন ডাকলো,
চলো মুভি দেখতে যাই,
ছেলেটার কিন্তু কলেজ ছিল।
তাও সে বলেছিল এমনি।
ছেলেটা সব ভুলে মুভি দেখতে গেল,
Hall এ ঢুকে পড়ল, পুরো ৩ ঘণ্টার movie দেখে বের হলো।
মেয়েটার মিষ্টি মুখ টা দেখে,
সে ভাবলো চল আমার বেস্ট ফ্রেন্ড কে খুশি তো করতে পেরেছি।
তাকে মাঝে মাঝে ডেকে নিত,
সে কারু কথা না শুনে সে তার বেস্ট ফ্রেন্ড এর জন্য ঘুরতে বেরিয়ে পড়ত।
একদিন কিছু ছেলেরা সেই মেয়ে টা কে tease করছিল।
মেয়েটা তখনই ওকে ফোন করলো,
আর সেই ছেলেটা আওয়াজ শুনতে পেয়ে সেখানে পৌঁছালো।
ছেলেটা দেখলো, তার বেস্ট ফ্রেন্ড কিছু ছেলে খুব disturb করছে,
ওর হাত ধরে আছে,
ছেলেটা সেটা দেখে ওই বাজে ছেলে গুলোকে এমন মারলো,
যে আর উঠতে পারলো না।
মেয়েটা টা দেখে খুব খুশি।

একদিন মেয়েটা শুনলো তার বাড়িতে কেউ নেই,
সেদিন সে ভাবলো চল পার্টি করি।
মেয়ে টা ছেলে টাকে drinks করানো শিখিয়ে দিল।
দুজন সেদিন এতটা drinks করেছিল,
যে ছেলেটাকে মেয়েটা দুজন এর মাথায় কিছু ছিলনা।
ছেলে টা মেয়ে টাকে দেখছিল,
আর মেয়েটা ছেলে টাকে দেখছিল।
সেদিন মেয়েটা সেই ছেলেটার ঠোঁটে একটা লিপ কিস করলো প্রথম বার,
মেয়েটা সব ভুলে গেছল।
ছেলেটা যেন তার চোখে প্রথমবার ভালোবাসা দেখতে পেল।
সেও তাকে ভালবাসতে লাগলো।
সেও তার ঠোঁটে মুখে গালে Passionate Kiss 💋 করলো।
তারা যেন সব ভুলেই গেছলো,
তারা কি করছে।
এমন সময় তার ঘরের মা বাবা দরজা খুলে ফেললো।
তাদের কে এভাবে কিস করতে দেখে তাদের খুবই লজ্যা হলো।
ছেলেটা কে যত কিছু বললো, দুই থাপ্পর মারলো।
কিন্তু সে তো মেয়েটার ভালোবাসায় এত টা ডুবে গেছলো,
তার কিছু খারাপ লাগে নি।
ছেলে টা কে মারছে তার বাবা,
সেটা দেখে মেয়ে টা বলছে,
"Uncle ছেড়ে দেন, এটা আমার ভূল,
আমি নিয়ে এসে ওকে জোর করে খাইয়েছি,
আমার ভূল, প্লীজ ছেড়ে দেন।"

তখন ছেলে টাকে ছেড়ে দিল,
ঘরে বললো, আর কখনো ওর সাথে দেখা করিস না।
কিন্তু মেয়ে টা যখনই ডাকতো,
সে সব ফেলে দিয়ে চলে যেত।
একদিন বললো, চলো movie দেখতে যাবো।
তারা আবার movie দেখতে ঢুকলো।
সেদিন ফাঁকা ফাঁকা movie theater টা,
ওখানে সেদিন কিছু মস্তান বসে ছিল,
বলছিল "আমার থেকে বেশি শক্তিশালী কেউ নেই,
কেউ আমাকে হারাতে পারবে না।"
তখন মেয়ে টা বললো, "আমার ফ্রেন্ড এর সাথে লড়াই করে দেখ,
তুই হেরে যাবি, আর হাসতে থাকলো।"
মস্তান টা খুব রেগে গেল,
ঠিক আছে,
এই নে দশ হাজার টাকার চ্যালেঞ্জ,
ছেলে টা বেশি বড় ঘরের নেই,
তার বান্ধবী টাকে খাবার খাইয়ে পয়সা পুরো খালি খালি সেদিন।
ছেলেটা ভুল করে, মেয়েটার হাত আগিয়ে দিল।
মেয়ে টা বলছে, তুমি পারবে তো!
ছেলেটাও বলছে, দেখছি।
মস্তান টা তার জামা খুলল,
পুরো যেন 6 Packs Abs Body Good Physiques,
ছেলে টা দেখে ভয় পেলো,
তার পর কিছু ভাবলো,
হাত টা এদিক ওদিক একটু move করছিল,
তখন সবাই দেখে হাসছিল।
কিন্তু তার মধ্যে একটা হাত সেই মস্তানের গলার কাছে,
ব্যস ওই মস্তান টা মার খেয়ে মাটিতে পড়ে গেল।
তার পর মেয়েটা বলল, দেখলি।
টাকা টা নিয়ে নিল, কিন্তু বাকি গুন্ডা গুলো সেই মেয়েটার হাত ধরে ফেললো।
তখন সবাই একের পর এক মেরে খুব খুশি।
মেয়েটা ছেলে টার গালে একটা কিস করলো।
ছেলে টা ভাবলো, সে তাকে ভালোবাসে।
এভাবেই চলতে লাগলো।
একদিন ছেলেটা বললো, চলো বিয়ে করে নিই,
বাবা মা রাজী আছে।
মেয়ে টা বললো, হাহা 😂 তোমার সাথে বিয়ে,
তুমি দেখেছ তোমার স্ট্যাটাস,
তোমার ঘরের অবস্থা আর আমাদের বাড়ির...
তুমি ভাবতেই কি করে পারলে যে আমি তোমাকে ভালোবাসি।
আচ্ছা বুঝলাম, সেদিন রাতে ড্রিংকস করে, যেটা করেছি,
সেই জন্য কি তুমি ভাবছো,
আমি তোমাকে ভালোবাসি।
ওটা আমার ভুল ছিল, অজান্তে হয়েছে।
Sorry, তুমি আমার ভালো বন্ধু একটা,
কিন্তু lover নও।"
ছেলেটার খুব কষ্ট হলো, এটা শুনে।
কিন্তু কি করবে সে যেন বুঝতে পারছিল না।
সে বলছে, প্লীজ এভাবে বলনা,
আমি তোমাকে খুব ভালোবাসি।
আমার টাকা নেই তো কি আছে,
আমি তোমাকে এত ভালোবাসবো যে কেউ পারবেনা আমার মত তোমাকে ভালোবাসতে।
মেয়েটা বলছে, টাকা না থাকলে ভালোবাসা থাকেনা।
মেয়েটা ছেলেটাকে অনেক কিছু বললো।
ঠিক আছে, আর আমরা কোন দিনও কথা বলবনা।
আমি ভাবলাম, তুমি বন্ধু আমার, কিন্তু তুমি আমাকে বিয়ে করবে ভাবিনি কোন দিনও।
Good Bye.

ছেলে টা ঘরে এসে নিজের রুমে বসে,
খুব কাঁদছিল শুধু ওকে ভেবে,
ওর কথা গুলো মনে করে।
সে নিজেকে নিজেই বললো,
দেখো আমিও পারি কিছু করতে,
পৃথিবী উল্টে যাক, কিন্তু আমি তোমার বাবার চাইতে বেশি বড় জায়গায় পৌঁছে দেখাবো।
ছেলেটা প্রচুর খাটতে শুরু করে দিল,
রাত কে দিন, দিন কে রাত বানিয়ে পড়াশুনা করা শুরু করে দিল।

ভুলে গেছি তারপর কি হলো,
স্বপ্ন তো মনে থাকে না।
তাই সকলেই দেখলাম,
আর লিখে ফেললাম।

Sorry ভূল বুঝনা আমায় আর,
এটা স্বপ্ন গো, তোমাকে আমি কোন কিছু বলিনি খারাপ।
যা দেখলাম তাই বললাম।

কাল দিদি কে বললাম,
মন খুব খারাপ রে,
কেন ওকে এত ভালোবেসে ফেললাম জানিনা।
আমি নিজেও ভাবিনি কখনো,
আমার সাথে এরকম কিছু হবেক!
আমার বন্ধু একটা Audi কিনলো,
৪০-৫০ লাখ টাকা দামের।
আমিও যদি এই সব এ না পড়তাম,
তো এতদিন এ কিছু একটা করে ফেলতাম।
Aamar Cindrella ১৫০০০০০০ (দেড় কোটি) views হতে আসছে,
একদিন আমি নিজের গল্পের বই রিলিজ করবো,
যদি ঠাকুরের কৃপা থাকে তো।
তাই জলদি বিয়ে টা করে নি,
আমার দিনে খুব কারু সাথে কথা বলতে মন যায়,
কিন্তু কেউ নেই তেমন।
বিয়ে টা করে নিই,
মন ভালো রাখবো,
আর এর খাটব যে ,
২০২৪ এর ২১ আগস্ট একটা খুব বড় জায়গায় নিজেকে নিয়ে যাবো।
আমি ওকে বলেছি, আমি ওই স্বপ্ন টা পুরন করে দেখাবো।
এখন আমার সময় ভালো নেই,
তাই সে বুঝেনা আমায়।
আর কিছু দিন পর সময় ভালো হবে,
সেদিন থেকে এই যে নতুন ফেসবুক Account বানালাম,
সেটাও বন্ধ করে দেবো।
কারন অনেক গ্রুপ এ join আছি,
মানে অনেক Matrimony এই সব গ্রুপ এ,
তখন শুধু আমার Official Account থাকবে।
কাজ আর লক্ষ্য ওটাই আমার জীবনের মূল হবে।
আমি ওকে দেখিয়ে দেবো,
ওই জায়গাতে নিজেকে নিয়ে গিয়ে।
সে একদিন proud feel করবে আমাকে দেখে।
দিদি বলছে, মা কে বলেছি,
গজুয়ার ছোট খাটো স্বপ্ন না,
অনেক বড় স্বপ্ন।
আমি বলি, ঠাকুরের আশীর্বাদ এ একটা ভালো মেয়ে জিবনে এসে যাক,
বিয়ে করে মন আর ওই সব এ না দিয়ে শুধু কাজে দেবো,
আর আমি সেই জায়গাতে ৪ বছরের মধ্যে পৌঁছে দেখাবো।
দিদি বলছে, ৪ বছর তো অনেক দিন।
আমি বলি, যেটা আমি বলেছি, ওটা Aamar Cindrella blog কেউ খুললেই প্রথমে পাবে দেখতে ওটা।
আমি করে দেখাবোই।
মন খুব খারাপ, কিছু ভালো লাগছে না এখন।
উল্টো পাল্টা মাথায় ঘুরছে শুধু।
Aamar Cindrella Brand বানাবো একটা,
খুব বড় Brand যেটা ২০২৪ এর ২১  আগস্ট এ,
তাকে পৃথিবীতে সবার সামনে নিয়ে আসবো।
Aamar Cindrella Foundation ও শুরু হবে খুব বড় করে,
অনাথ দের জন্য অনাথ আশ্রম,
গরিব দের জন্য ফ্রী স্কুল বানাবো একদিন
Aamar Cindrella University বানাব একদিন,
ব্যস রাধা কৃষ্ণের ভালোবাসা আর আশীর্বাদ থাকলে আমি সব করে দেখাবো।

আমি একটুও ভালো নেই।
দিন শুরু করি, তোমার মিষ্টি মুখ টা দেখেই,
ঠাকুর কে দেখার তোমার মুখ চোখের সামনে ভেসে আসে,
আর ঘুমোতে যায়, তোমাকে মনে করে।
এই ভালোবাসা কোথাও কারু কাছ থেকে পাবেনা কোন দিনও তুমি।

ভালো থেকো খুশিতে থেকো বন্ধু,
রোজ ছবি আঁকো, ফটো ভিডিও পোস্ট করো,
তোমার সরস্বতী পূজার ছবি দেখিনি গো।
সাদা লাল শাড়ি পরে ছিলে কি গো।
তোমাকে চোখ বন্ধ করলে সাদা লাল শাড়ি তে আমার দিকে মিষ্টি হাসি দিতে দিতে দেখতে পাই।
সকাল সকাল বালিশ টা ভিজে যাচ্ছে।
চলি, ১১ টা বাজতে এলো।
দেড় ঘণ্টা ধরে লিখছি।
খুব বড় আর্টিস্ট হও খুব বড় স্কুলে টিচার হও একদিন,
তুমি যা ইচ্ছে বলতে পারো,
কিন্তু আমি তোমার সব সময় ভালো চাই।
I love you My Cinderella,
তোমাকে খুব ভালোবাসি,
তোমার সাথে না কথা বলে একটুও ভালো নেই দেড় বছর ধরে,
একটু বুঝো, একটু ভালোবাসো,
একটু বন্ধুত্বের হাত টা বাড়িয়ে দাও গো।

Comments

Popular posts from this blog

আমার অজানা অচেনা মিষ্টি Cyndrella

Munna Bhai MBBS এ Bapu Mahatma Gandhi র মত, যেন আমি তোমাকে দেখতে পাই চোখ বন্ধ করলেই 🥰😊🤗 | AamarCindrella 🌹🍫💝 | The untold story

Munna Bhai MBBS এ Bapu Mahatma Gandhi র মত, যেন আমি তোমাকে দেখতে পাই চোখ বন্ধ করলেই 🥰😊🤗 | AamarCindrella 🌹🍫💝 | The untold story সুপ্রভাত আমার মিষ্টি কষ্ট সহিষ্ণু পৃথিবীর সবচেয়ে সুন্দরী বন্ধু, আমার জীবনের Cindrella 💖, আমার সরস্বতী দেবী, আমার Shirley Setia Melody Queen ❤️🤗, আমার Bangalore Best Art Teacher, আমার স্বপ্নের রাজ্যের স্বপ্নের পরী, তুমি ভালো থেকো, খুশিতে থেকো সারাদিন। তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে, তুমি খুব বড় হও, রাধা কৃষ্ণের ভালোবাসা আর আশীর্বাদে আমরা আবার যেন ভালো বন্ধু হই 😊🥰। 🌄☕🍪🍰🥯🥣🥪🍳🥻🧃🍱🍚🍛🐣🐥🍗🍗🍗🐟👗💍⌚☂️🎧🍹🍿🍩🍪🍮🍭🍭🍭🍬🍬🍬🍫🍫🍫🍨🍧🍦🍡🏘️🚖🚘🏍️🚲🚴‍♀️💸💸💸💷💶💵💴💳💲💹💱💰🏧💌🌹💐💐💐🍲🌭🌯🍜🍝🍟🍕🍕🍕👩‍❤️‍👨👘💃👠👛👜👝💝🥰🥰🥰😊😊😊❤️ অনেক দিন পর এভাবে লিখলাম, এটা লিখলে মুখে একটা হাল্কা হাসি এসে যায়, মনে হয় আমি তোমাকে সত্যি কারের এভাবে দিয়েছি, আর তুমি বলছো, বাব্বা এতো কিছু, এতো ভালোবাসো আমায় তুমি, আমি বলি, আমার জীবনের চাইতে বেশি তোমাকে ভালোবাসি গো। তুমি আমার কথা শুনে মুচকি মুচকি হাসছো। জানিনা আবার কবে দেখা হবে, যেমন Mun...