Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
Aamar Cindrella 1.5 Crore Views in Chingari, তুমি সাথে থাকলে পাহাড় কেও কেটে ফেলার দম রাখি, তোমাকে হারিয়েছি, মুখের হাসিটাকেও হারিয়েছি
কি লিখি আজ,তোমাকে মিস করছি,
এটা তো দিনের প্রতিটা মুহূর্তে মিস করে চলেছি।
জানিনা তোমাকে আমি ভুলবো কি করে!
শুধু জানি তোমাকে ভালোবাসতে।
জানিনা আমি কেন তোমাকে এত ভালোবেসে ফেলেছি,
আমার এখন কিছুই ভালো লাগে না।
আজ একটা বিয়ে বাড়ি ছিল,
মন ছিলনা যেতে, কিন্তু দাদা অনেক বলল তো,
গেলাম সেখানে।
দাদা বলছে, তুই যদি না আ স তি স তো,
আমাদের ভালই লাগতোনা।
কি সুন্দর নিজের গাড়িতে full family ঘুরতে যাচ্ছি।
তাও তুই বলছিস যাবনা যাবনা।
আমি কি বলবো, আমার কিছু ভালো লাগে না,
আমার যদি দুই মিনিট রোজ আমার Cindrella এর সাথে কথা হতো,
তো আমি পাহাড় ভেঙ্গে ফেলার দম রাখতে পারতাম।
আমি জানিনা ওর কিছু ছবি দেখলে যেন মন শান্ত হয়ে যায়।
যেন মনে হয় সারা দিন তোমার মিষ্টি মুখের দিকে তাকিয়ে থাকি।
জানো গো, সাই বাবার প্রতি বৃহস্পতিবার এ পড়তে হতো,
ওটাও আমি ৪-৫ সপ্তাহ পড়তে পারিনি,
মন খুব খারাপ, শুধু তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে।
গ্রুপ এ লিখতে হয়, আজ আমি এই দুটো অধ্যায় পড়েছি,
কিন্তু মন এত খারাপ আমি পড়িনা,
মিথ্যে মিথ্যি বলে দিই, আমি পড়েছি।
শুনেছি এই ৫৫-৫৬ টা অধ্যায় পুরো member এর দ্বারা পড়া হলে,
ওর থেকে একটা ভালো শক্তি আসে,
যেটা সব অসম্পূর্ণ কাজ কে পুরন করে দেয়।
কিন্তু আমি তো দুই বছর ধরে পড়ছি।
আমাকে কই সাই বাবা সাহায্য করলো,
আমার বেস্ট ফ্রেন্ড আমার Cinderella এর মনে একটু ভালোবাসা জাগিয়ে তুলতে,
আমি তো একটা ভালো বন্ধু হয়ে থাকতেই চাইলাম শুধু,
কিন্তু সে এত অভিমান রাগ করে,
কোন মেয়ে বন্ধু তার অন্য কোন ছেলে বন্ধুকে বলেনি,
তেমন কিছু কথা বলে আমার যেন হাসি খুশি আনন্দ সব ছিনিয়ে নিয়ে,
নিজে বয়ফ্রেন্ড এর সাথে খুশিতে থাকছে।
একটুও বুঝলোনা যে তার সারা জিবন ভালো চাই,
তাকে একটা সুযোগ দিয়ে সব ঠিক করে দিই।
ও আমার Cindrella 👩🎨 ফিরে এসো না আমার জিবনে।
আমি তোমাকে কখনো কষ্ট দেবনা গো।
সব সময় খুশিতে রাখবো গো।
আমার সাথে ২ মিনিট রোজ একটু কথা বলো।
Chingari 15 Million Views in Aamar Cindrella Finally,
1.5 Crore Views in Aamar Cindrella,
একদিন 100 Crore Views বানাবো Aamar Cindrella কে।
খুব বড় জায়গায় নিয়ে যাবো Aamar Cindrella কে।
Comments
Post a Comment