Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
আবার আজ ফেসবুক account deactivated,
কেন গো, আজ আবার কি হলো।
কাল সারা রাত শুধু তোমাকে দেখেছি,
কত গল্প করেছি।
জানো গো, কাল দেখছি,
তোমার সাথে আবার কথা হচ্ছে,
তোমাকে আবার বুঝাচ্ছি,
Face to face বসে ছিলাম,
তোমাকে অনেক বড় বললাম,
কান ধরলাম, আর কখনো তোমাকে কষ্ট দেবনা,
আমার সাথে কথা বলো বন্ধু।
আমি তোমাকে খুব মিস করি।
অনেক বলার পার, তুমি যেন বুঝলে।
আমরা যেন আবার ভালো বন্ধু হলাম।
কাল জলদি ঘুমিয়েছি কিন্তু তোমার স্বপ্ন দেখতে দেখতে ৮-১০ ঘণ্টা স্বপ্নের মধ্যেই ছিলাম।
মন টা ভালো ছিল সকাল সকাল,
কিন্তু জানো তো সকালে উঠে ঠাকুর কে প্রণাম করার পর,
তোমাকে না দেখে দিন শুরু করিনা।
আজ ও ঠিক ওটাই করছিলাম,
তোমার ফেসবুক এর প্রোফাইল পিক টা দেখতে যাচ্ছিলাম,
কিন্তু দেখি একাউন্ট টা দেখাচ্ছে না আর।
জানিনা আবার কি হলো তোমার!
আমি তো তোমাকে একটাও মেসেজ করিনি,
আমার নিজের ডাইরি, নিজের ব্লগে সব কিছু লিখি,
কাউকে তো বলিনা আমার হৃদয়ের কথা,
কি করবো সবাই হাসবে মজা নেবে।
তাই নিজের চোখের জল, কষ্ট সব এই ডাইরি ব্লগ, আমার channel এ রেখেছি,
আমি ভুলতে পারছি না গো তোমাকে,
কাল আবার গান টা বানানোর পর চোখ টা ভিজে গেছলো।
ভেবেছিলাম, আর জল বের করবো না,
কিন্তু মন ভালো নেই তো, কি করবো,
নিজেকে তো বাঁচিয়ে রাখতে হবে না,
তোমার স্বপ্ন পুরন করার জন্য,
এক জন বলেছিল, জানুয়ারি মাসের মাঝ থেকে,
সব ঠিক হওয়া শুরু হবে।
কিন্তু এখনও হয়নি।
এখনও ৫০+ clients দের payment পাইনি,
নতুন কিছু শিখছি, ওটাতে সময় দিচ্ছি,
তার সাথে কোন কোন দিন তোমাকে এত বেশি মিস করি,
যে মনে হয় জিবন টা বের করে নিই।
সব চেয়ে ভালো হবে।
তোমার সব সময় ভালো চাই,
তুমি খুব বড় আর্টিস্ট হও,
তুমি সারা দিন হাসিতে খুশিতে থাক,
একটু আমার সাথে কথা বলতে তো ভালো লাগতো।
আর তো বেশি কিছু চাই নি।
হ্যাঁ ভালোবাসি মানছি খুব ভালোবাসি,
তাও একটা ভালো বন্ধু হয়ে তোমার ডান হাত হয়েই থাকবো সারা জিবন।
আর বেশি কিছু চাই না তোমার কাছ থেকে।
আমি জানিনা কেন এরকম হয়ে গেছি,
কেন তোমার জন্য এই হৃদয়টা কাঁদে রোজ রোজ,
কেন তোমাকে না দেখলে যেন কিছুই ভালো লাগে না,
খুব মিস করছি গো বন্ধু আমার।
আর অভিমান করো না, একটু বুঝো,
কথা বলো আমার সাথে।
কথা দিচ্ছি, সারা জিবন তোমার মুখে মিষ্টি হাসি বানিয়ে রাখবো।
Comments
Post a Comment