Skip to main content

Aamar Cindrella🌹🍫💝💐 Aamar Anamika Romantic Photos 2025

 Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025    

12 Million Chingari Views আজ, আর একমাসের মধ্যে Aamar Cindrella 100 Million Chingari Views baniye দেখাবো তোমায় 👨‍💻🌹🍫💝👩‍🎨

 


তোমাকে কেন এত ভালোবেসেছি,
সত্যিই জানিনা,
কেন এত মিস করি, সত্যিই বুঝিনা।
তুমি তো খুশিতে আছো ভালই দেখছি,
একটা বন্ধুকে দেড় বছর ধরে কষ্ট দিয়ে কথা না বলে।
শুধু তোমার কাছে রাগ অভিমান বড়,
আমার কাছে ভালোবাসা বন্ধুত্ব বড়।
কত বোঝালাম তোমায় গো,
ও বন্ধু ভূল হয়েছে ক্ষমা করে দাও,
না, তুমি বুঝতেই চাও না।
সব সময় রেগেই রইলে।
এসব বলে কি করি আর।
কাল জানো তোমাকে খুব দেখতে ইচ্ছে হচ্ছিল,
রাত ২টোর সময় আবার ওই Tiktok Videos যেখানে দেখা যায় না,
সেখানে দেখছিলাম।
কাল তো আর ও প্রায় ১৩২ টা Tiktok Video download করলাম,
না, ওটা তোমার ভিডিও নয়।
তোমার ভিডিও আমার হৃদয়ে বসে আছে,
আমার নিজের বানানো ভিডিও গুলো,
যে গুলো দেখিয়ে তোমার মন খুশি করার ব্যর্থ চেষ্টা করেছিলাম।
আমি কোন দিনও তোমার খারাপ চাইনি।
তাও কি করবো সময় খারাপ থাকলে,
কেউ তোমাকে বুঝবে না, এটাই আমার সাথে হলো।

ওই Chingari তে 12 Million Chingari Views 😍,
Aamar Cindrella 100 Million Views (10 Crore Views) খুব শীঘ্রই বানাবো Chingari তে।
এখন দুই তিন দিনে 1 Million views বানাচ্ছি।
বলছি তো অনেক, কিন্তু করে দেখাবো বন্ধু এবারে।
২০২৪ এর মধ্যে নিজেকে সেই জায়গায় নিয়ে যাবো,
তোমার জন্য একটা Microsoft খুলে দেখাবো।
তুমি সেদিন আমার উপর অভিমান ভুলে Proud feel করবে।
হতে পারে রাগ অভিমান আছে তোমার।
একদিন আমার সাথে কথা বলতে তুমি মরবে,
আমাকে খুব ভালোবাসবে।
যদি আমার ভালোবাসা টা সত্যি,
যদি পৃথিবীতে রাধা কৃষ্ণের আশীর্বাদ আর ভালোবাসা রয়েছে তো,
একদিন তুমি আমাকে বুঝবে আর প্রচুর ভালোবাসবে।
এটা Aamar Cindrella Friendship Story,
এটা Cinderella Love Story 2021,
এটা Cinderella Personal Diary,
তোমার ভিডিও দুটো লাইক একটু কমেন্ট এ প্রশংসা করে,
নিজের মন কে ভালো রাখি।
আর তো এর বেশি তুমি অনুমতি দাওনি।

সকাল সকাল তোমাকে মনে করে,
আবার চোখ টা ভিজে যাচ্ছে।
না, আর লিখবো না,
নাহলে আবার মনে মনে বলবে,
শুধু ঘ্যানেন ঘ্যানেন এসব করতেই জানে,
এসব তোমার পছন্দ নেই না,
জানি আমি সব, তোমাকে আমি বুঝি।
তাই লিখবনা এসব নিয়ে।
তোমাকে তো সারা জিবন হাসাতে চাই,
তোমার মুখে মিষ্টি হাসি সারা জিবন দেখতে চাই।
তোমার সাথে রোজ ২ মিনিট কথা বলার আবদার,
আর কি! এটাই আর কি বেশি চাইলাম তোমার কাছে।
কিন্তু তুমি অপমান করে, রাগ অভিমান করে,
ধমকি দিয়ে ভয় দেখিয়ে রোজ একটা বন্ধুকে কষ্ট দিচ্ছ।

ছাড়ো এসব লিখবনা,
তোমার যেমন মাথায় লাগতো,
তেমনি আমারও মাথায় লাগছে।
ভালো থেকো বন্ধু খুশিতে থেকো আমার মিষ্টি বন্ধু আমার Cindrella 👨‍💻🌹🍫💝👩‍🎨

Comments

Popular posts from this blog

আমার অজানা অচেনা মিষ্টি Cyndrella

Munna Bhai MBBS এ Bapu Mahatma Gandhi র মত, যেন আমি তোমাকে দেখতে পাই চোখ বন্ধ করলেই 🥰😊🤗 | AamarCindrella 🌹🍫💝 | The untold story

Munna Bhai MBBS এ Bapu Mahatma Gandhi র মত, যেন আমি তোমাকে দেখতে পাই চোখ বন্ধ করলেই 🥰😊🤗 | AamarCindrella 🌹🍫💝 | The untold story সুপ্রভাত আমার মিষ্টি কষ্ট সহিষ্ণু পৃথিবীর সবচেয়ে সুন্দরী বন্ধু, আমার জীবনের Cindrella 💖, আমার সরস্বতী দেবী, আমার Shirley Setia Melody Queen ❤️🤗, আমার Bangalore Best Art Teacher, আমার স্বপ্নের রাজ্যের স্বপ্নের পরী, তুমি ভালো থেকো, খুশিতে থেকো সারাদিন। তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে, তুমি খুব বড় হও, রাধা কৃষ্ণের ভালোবাসা আর আশীর্বাদে আমরা আবার যেন ভালো বন্ধু হই 😊🥰। 🌄☕🍪🍰🥯🥣🥪🍳🥻🧃🍱🍚🍛🐣🐥🍗🍗🍗🐟👗💍⌚☂️🎧🍹🍿🍩🍪🍮🍭🍭🍭🍬🍬🍬🍫🍫🍫🍨🍧🍦🍡🏘️🚖🚘🏍️🚲🚴‍♀️💸💸💸💷💶💵💴💳💲💹💱💰🏧💌🌹💐💐💐🍲🌭🌯🍜🍝🍟🍕🍕🍕👩‍❤️‍👨👘💃👠👛👜👝💝🥰🥰🥰😊😊😊❤️ অনেক দিন পর এভাবে লিখলাম, এটা লিখলে মুখে একটা হাল্কা হাসি এসে যায়, মনে হয় আমি তোমাকে সত্যি কারের এভাবে দিয়েছি, আর তুমি বলছো, বাব্বা এতো কিছু, এতো ভালোবাসো আমায় তুমি, আমি বলি, আমার জীবনের চাইতে বেশি তোমাকে ভালোবাসি গো। তুমি আমার কথা শুনে মুচকি মুচকি হাসছো। জানিনা আবার কবে দেখা হবে, যেমন Mun...