Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
কাল চোখ বন্ধ করে আবার দেখতে পেলাম আর তুমি চোখের জল মুছে বললে, ছেলেরা কখনো কাঁদেনা | Aamar Cindrella 👨💻🌹🍫💝👩🎨 | The Untold Story 2021
কাল মন আমার খুব খারাপ ছিল,
কিছুই ভালো লাগছিলো না।
জানিনা কেন, শুধু তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল।
সারা দিন চোখ ছলছল করছিল।
অফিসে একা একা বসে তোমাকে মনে করে,
চোখ ভিজে চলছিল।
ভাবলাম ঘুরে আসি, মন ভালো থাকবে,
কাজ করতে পারবো,
কিন্তু গাড়িতে যেতে যেতে চোখটা ভিজে যাচ্ছিল,
একহাতে গাড়িটা চালাছিলাম,
আরেক হাতে চোখের জল টা মুছছিলাম।
সত্যি গো কখনো ভাবিনি,
আমি তোমাকে এভাবে ভালোবেসে ফেলবো,
যে নিজের কাজ সব কিছু শেষ করে বসবো।
দেখছ এখনও জল পড়েই চলেছে চোখ থেকে,
ছাদে এলেই শুধু তোমাকে ভেবে যাই।
নিচেও কি কম, নিচেও আজ তোমার আমার নামের গান গাইছিলাম।
ধীরে ধীরে নাম গুলো বলছিলাম,
যাতে কেউ শুনতে না পায়।
"ও অনামিকা কেন হাসলি না,
এই জয়দীপ এর ভালোবাসা কেন বুঝলি না।
তোমাকে সারাজীবন ভালোবেসে যাই।
এই মন কেমনের জন্মদিন, চুপকরে থাকা কঠিন,
তোমায় ছাড়া কিছু যেন ভালো লাগেনা।
সারা জিবন তোমাকে ভালোবাসবো,
তুমি ছাড়া আর আরু কারু দিকে নজর দেবনা।
তুমি আমার জিবন,
তুমি ছাড়া নেই কোন আর জন!"
হাহা ইচ্ছে বানাই, কি করবো বলো,
মন টা এত খারাপ যে তুমি আমার হৃদয় টা চিরে দেখো।
শুধু তোমার ছবি দেখতে পাবে।
জানো গো কাল চোখ বন্ধ করতেই,
তোমাকে দেখলাম।
তুমি সেই গোলাপি রঙের চুরিদার টা পড়েছিল।
আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিলে।
বলছিলে, কি হলো তোমার? আজ মন কেন এত খারাপ তোমার।
আমি বলি, তুমি ছিলেনা।
কত দিন তোমাকে চোখ বন্ধ করে দেখতে পায়নি, কথা বলতে পারিনি।
তুমি বলছ, তাই বুঝি। এত ভালোবাসো আমায়।
আমি : তুমি কি বুঝবে, এই হৃদয়ে শুধু রয়েছ তুমি, নেই কোন আমি।
তুমি আমাকে বললে, এসো কাছে আমাকে জড়িয়ে ধরো।
আমি: না, আবার তুমি চলে যাবে।
তখন তুমি এসে আমাকে জড়িয়ে ধরলে (একটা tight hug দিলে),
যাকে Jadu Ki Jhappi বলি।
তুমি বললে, ভালো লাগলো।
তারপর তুমি আমার কপালে চোখে মুখে গালে একটু ভালোবাসার চুম্বন দিলে।
এই বারে ভালো লেগেছে তোমার গো।
আমি বলি, এটার জন্য সব কিছু ছেড়ে যেতে পারি।
তোমাকে খুব ভালোবাসি গো আমার Cindrella.
কাল খুব মন খারাপ ছিল, তোমার ফেসবুক pinterest account খুলে দেখছি,
আর কোন নতুন ছবি দেখতে পেলামনা।
কাল যেন উল্টো পাল্টা কিছু করে ফেলতে ইচ্ছে করছিল।
আমাদের লাইনে সবাই ১ লাখ থেকে ১ কোটি টাকা প্রতি দিন কামাচ্ছে,
আমি এখনও ১০ হাজার টাকা প্রতিদিন কামাতে পারলাম না।
কিছু ভালো লাগছে না জানো।
কাল একবার মাথার চুল গুলো টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছিল,
এতটা মন খারাপ ছিল, কিছু কাজ করতে পারিনি কাল।
কাল নিজেকে শেষ করে ফেলতে ইচ্ছে হচ্ছিল।
তুমি: আমার ঠোটে আঙ্গুল দিয়ে, কখনো এরকম কথা বলোনা, তোমার মনে আছে না, আমি তোমাকে বলেছিলাম, একদিন তোমাকে Microsoft এর মত বড় কোম্পানি বানাতে হবে।
তুমি বলেছিলে, আমি দেখবে তোমার ওই স্বপ্ন পুরন করে দেখাবো।
আমি: হুম্ বলেছিলাম, কিন্তু তুমি কই আমার সাথে গো? তুমি ছাড়া আমার কিছু ভালো লাগছে না।
তুমি: আমি তো তোমার সাথেই আছি, এই দেখো, তোমার কাছে, আমার ঠোঁটে হালকা একটা মিষ্টি কিস এর ছোঁয়া দিয়ে বলছ।
আমি: না গো, তুমি আমার চোখ বন্ধ করলে দেখতে পাই, স্বপ্নে দেখতে পাই,
বাস্তব জীবনে কই আসছো, কই একটু কথা বলছ গো।
তুমি আমার চোখের জল মুছে দিয়ে বলছ, ছেলেরা কখনো কাঁদেনা।
আমি : শুধু তোমাকে মিস করতে করতেই চোখে জল এসে যায়।
ওই ফিরে এসো না আমার জিবনে, আমি তোমাকে কখনো কষ্ট দেবনা, শুধু ভালোবাসা দেবো। একটা ভালো বন্ধু হয়েই তোমার ডান হাত হয়েই তোমার পাশে থাকবো সারা জিবন গো।
তার পর চোখ টা খুলে গেল।
চোখটা ভিজে চলল তোমাকে না দেখতে পেয়ে।
হে রাধা কৃষ্ণ ভগবান আমার ভুল ক্ষমা করো,
ওকে আমার জিবনে নিয়ে এসো।
খুব মিস করছি ওকে ঠাকুর।
নাহলে একটা ওর মত দেখতে,
ওর মত মিষ্টি ব্যবহারের একটা মেয়ে এনে বিয়ে দিয়ে দাও,
যে আমাকে খুব ভালোবাসে, আর ওকে ভুলতে সাহায্য করে।
মাথায় খুব লাগছে ঠাকুর ওর যেমন লাগতো।
ও আমাকে বুঝতেই চেষ্টা করেনা ঠাকুর।
তুমি কিছু করো ঠাকুর, তুমি চাইলে সব সম্ভব।
সব কিছু ভালো হবে ঠাকুর।
আমার জিবনে একটু হাসি এনে দাও,
একটু খুশি ভালোবাসা এনে দাও।
মরে যাচ্ছি আমি রোজ রোজ ঠাকুর।
I love her so much God that I can't even imagine with out her anything.
জানো গো Aamar Cindrella 20 Million (2 Crore) views পার করলো আজ 🥰 Chingari তে,
আমি এটাতেই খুশি আছি।
জানিনা কবে তোমার হৃদয়ে একটু,
আমার ভালোবাসা সঞ্চার করতে পারবো।
কবে তুমি আমার ভালোবাসা বুঝে,
আমার সাথে আবার ভালো বন্ধুর মত কথা বলবে।
Comments
Post a Comment