এই $170-$17000000 এ খুব শীঘ্রই নিয়ে আসবো, ওই Cinderella আমার মত মিস আর ভালোবাসা তোমাকে কেউ করতে পারবে না Challange করে বলতে পারি,8 Million Views in Chingari, তোমার আর আমার Same YouTube Subscribers 🥰
দুই তিন দিন কিছুই লেখা হয় নি,
অনেক কিছু তোমাকে বলার আছে।
ওই কেমন আছো গো,
তোমাকে কত মিস করি তুমি কোন দিন ও বুঝবেনা।
তোমার husband boy friend কেউ তোমাকে এত টা মিস করবে না,
যত টা মিস আমি করি।
সকাল বিকেল দুপুর সন্ধ্যে রাত,
সব সময় তোমার নাম গান মুখে চলে আসে।
আজ অনেক দিন পর স্কুটার নিয়ে বেড়িয়েছিলাম,
জোরে জোরে বলছিল,
ও অনামিকা একটু হাসনা,
এই জয়দীপ এর ভালোবাসা বুঝনা,
তোমাকে সারা জিবন ভালো বাসা দিয়ে যাই।
ও অনামিকা ফিরে এসো না,
এই জয়দীপ এর হাত টা ধরনা,
তোমাকে কত ভালবাসে তুমি কোন দিনও বুঝবেনা।
আরেকটা গান,
ওগো আমার অনামিকা,
করলেনা তুমি ক্ষমা,
এ কি ছিল অপরাধ আমার!
তুমি যাকে ভালবাস গান টা এটা।
তোমার bf এর ব্যাপার টা তোমার বাড়ির সবাই জানে মনে হয়,
নাহলে কখনো তুমি publicly tag comment এ লাভ বিনোদন করতে পারতে না।
ঠিক ই আছে, ঘরে সবাই জানে ও,
আর মেনে নিয়েছে,
হতে পারে তুমি বিয়ে এবছরই করছ মনে হয়।
ঠিক ই আছে, তোমার ভালো চাই তো সারা জিবন,
তুমি ভালই থেকো।
ব্যস একটু তোমার সাথে বন্ধুত্ব টা রাখার ছিল,
আমাকে এত বাজে বাজে কথা বলেছ,
যেগুলো কানে আমার সব সময় লাগে।
কিন্তু তাও মুখে হাসি ফুটিয়ে তোমার ভিডিও তে প্রশংসা করি,
মনে হয় দু দিন আগের টা বুঝে গেছলে,
তাই একটা Love React ❤️ ও করলেনা তুমি।
কত রাগ অভিমান বানিয়েছ আমার জন্য।
তুমি যত রাগ করবে আমার ভালোবাসা তত বাড়বে।
রাগ মানেই ভালোবাসা, এটা মনে রেখো।
কখনো তোমার খারাপ চাইনি,
আর ৫ দিন পর তোমার জন্মদিন না,
এই বছর টাও আমাকে এখান থেকেই তোমাকে জানাতে হবে।
চলো Advance Happy Birthday My Cinderella, My Best Friend, My love,
My angel, My Saraswati Devi,
My Shirley Setia Melody Queen ❤️,
Be happy and keep smiling always sweet heart 🥰
আজ ইনস্টাগ্রাম এ একটা লাইক করলাম,
কি করবো তোমার এত লাইক করি যে,
এই লাইক দিয়েই আমার ভালোবাসা তোমার কাছে পৌঁছাতে চাই,
আর রাধা কৃষ্ণ ভগবান এর ভালোবাসা যদি সত্যি হয়,
তাহলে একদিন তুমি আমার ভালোবাসা বুঝবে,
আর সেদিন তুমি খুব কাঁদবে আর আমার কাছে ফিরে আসবে,
আমরা আবার ভালো বন্ধু হবো।
তোমার ডান হাত হয়ে সারা জিবন তোমার মুখে,
মিষ্টি হাসি ফুটিয়ে রাখবো।
এই স্ক্রীনশট টা দেখছ,
সময় ঠিক নেই তো,
তাই এই একটু আধটু টাকা আসছে।
কিন্তু ৩-৪ টা source থেকে আসছে।
এই $170 টা দেখছ না,
এটা একদিন $17000000 এ নিয়ে যাবো।
মজা করছিনা খুব খাটবো আর করে দেখাবো।
You feel proud yourself for me oneday for sure 😘
কারু মন ভেঙ্গে কোন দিনও নিজের ঘর সুখি হবে না।
একবার না, হাজার বার বললাম,
ওগো ভূল হয়েছে, ক্ষমা করো,
কিন্তু তোমার কি উচিৎ ছিল না,
একবার সুযোগ দিতে।
কিন্তু তুমি এত বাজে বাজে কথা বললে,
ভয় দেখিয়ে threatening দিয়ে,
দুটো মাস রাতের ঘুম কেড়ে নিলে,
তাও কি করবো ভালোবাসি তো,
এটা তো আমার হাতে নেই,
যে তোমাকে ভুলে যাবো,
তোমার উপর রাগ করে তোমার মত বাজে বাজে কথা বলবো।
আমি তো তোমাকে সত্যিকারের ভালোবাসি,
শুধু তোমার খুশির জন্য,
আর তোমাকে আর মেসেজ করিনি।
শুধু একটু প্রশংসা লাইক করে যাই,
যাতে তুমি আরও ভালো ছবি আঁকো।
আমি তো আগেও ঠাকুরের কাছে pray করতাম তোমার জন্য,
এখনও pray করি, যেন তুমি খুব বড় হও,
আর যেন আমার ভালোবাসা বুঝতে পারো,
আর একদিন যেন মেসেজ এ বলো,
চলো সব ভুলে আবার আমরা best friend হই,
তুমি আমাকে দাদা বন্ধুর মত ভালোবাসো care করো।
চললাম ঘুমোবো, অনেক কথা বলার আছে,
পরে বলবো আবার।
শুভ রাত্রি বন্ধু আমার অনামিকা আমার জিবনের ভালোবাসা আমার Cinderella 👨💻🌹🍫💝👩🎨,
ভালো থেকো খুশিতে থেকো তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে 😊😊😊,
ঠাকুর গো আজ আবার আমার Cinderella কে স্বপ্নে নিয়ে এসো।
ওকে দেখলে মন ভালো থাকে।
ওই 8 Million (80 lakh) views crossed in Chingari 🥰🥰🥰,
আর জানো তোমার ৩৭৭ subscribers হলো, আর আমার ৩৭৯ subscribers হলো 🤩🥳,
Same same 😊😊😊।
আমি তো যা ইচ্ছে বানাচ্ছি পোস্ট করছি,
কিন্তু তোমার চ্যানেল এর দাম অনেক বেশি।
ওই তোমার আজ ৭ টা subscribers বাড়লো,
খুব ভালো বন্ধু, খুব শীঘ্রই ১০০০ subscribers বানিয়ে ফেল।
কাল বলেছিলাম না ঠাকুর কে,
আমার এঞ্জেল কে স্বপ্নে নিয়ে এসো,
স্বপ্নে তো দেখিনি, তার আগেই চোখ বন্ধ করতেই,
তোমাকে দেখতে পেলাম।
অনেক কথা হলো, সেগুলো secret কথা,
এখানে লিখতে মন যাচ্ছেনা।
অনেক মানুষ দেখে ফেলবে।
তাই আমাদের পার্সোনাল কিছু, মনের মধ্যেই থাকুক।
লিখছিনা এখানে আজ।
যদি মন হয় তো লিখবো পরে।
কাজের চাপ খুব বেশি,
এখন ম্যানেজার নেই,
নিজে থেকেই সব কিছু করছি।
Recruitment, managing everything.
শুভ রাত্রি আমার মিষ্টি বন্ধু,
ভালো থেকো খুশিতে থেকো তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে ❤️
"দেখা কর অনেক দিন দেখিনাই" সত্যিই এই কথাটা Most Sweetest Care in Friendship.
আমারও ইচ্ছা হয় লিখি,
কিন্তু তুমি তো আমাকে দেখতেও চাওনা।
কিন্তু আমি তোমাকে সব সময় চোখের সামনে দেখতে চাই।
Comments
Post a Comment