Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
আমার অভিমান আমার ভালোবাসার মতই তীব্র, আমাদের দুজনের নামের একটা ঘর কলকাতায়,আজ সারা রাত ছিলে তুমি আমার স্বপ্নে, Ram Mandir থেকে হঠাৎ ঘুরে আসা, Aamar Cindrella 19 Million Views in Chingari
কেউ একটা পোস্ট share করেছে, "আমার অভিমান আমার ভালোবাসার মতই তীব্র"
হুমায়ূন আহমেদ এর কথা এটা।
আমি বলি, "অভিমান করে থাকলে কখনো ভাঙ্গা ঘরকে বাঁধা যায়না। তাই অভিমান না করে শুধু ভালোবাসা দিয়ে সবার মন কে খুশি রাখা যায়।"
ওই কখনো তুমি search করেছ,
আমার আর তোমার নাম টা একসাথে রেখে,
জানিনা কিন্তু একবার search করবে,
আমাদের দুজনের নামের (Anamika Joydeep) একটা House 🏠 আছে 🥰🥰🥰,
আরেকটা কথা যে manager টার সাথে শুরু করেছিলাম,
তোমার নাম দিয়ে বানানো কোম্পানি তে,
সেও ওই house 🏡 টার নামের সাথে যুক্ত আছে।
আমাদের তিনজনের নাম একসাথে আছে ওখানে।
Joydeep Anamika আর ওই ম্যানেজার টা,
Haha what a co incindence or what really I don't know.
কিন্তু মনে হয় কোথাও না কোথাও আমাদের মধ্যে কোন একটা রিলেশন ছিল আগের জন্মে,
নাহলে আমাদের দুজনের নামের ঘর পাওয়া সত্যি বিরল।
একটা Amazon EBook ও আছে,
যেটাতে আমাদের দুজন এর নামের (Joydeep Anamika) কেউ published করেছিল।
কত জায়গাতে আমাদের নাম একসাথে আছে,
তুমি গুগল এ search করে দেখ,
তাহলে বুঝবে বন্ধু।
বাপরে, কত গুলো বড় বড় জায়গাতে আমাদের দুজনের নাম একসাথে আছে।
সত্যি আমি দেখে খুব খুশি গো ❤️❤️❤️🤗।
Good Morning Aamar Cindrella Aamar Anamika,
তুমি সারাদিন ভালো থেকো খুশিতে থেকো বন্ধু।
তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে।
আজ সারা রাত তুমি আমার স্বপ্নে ছিলে।
কাল ঠাকুরকে বলেছিলাম,
জানিনা ঠাকুর আমার কথা শুনে,
আর তোমাকে সারা রাত স্বপ্নে নিয়ে আসে।
আজ দেখছি মেসেজে আমাদের কথা হয়েছে।
একমাস আগে, সেই মেসেজ গুলো দেখছি পড়ছি।
আজ স্বপ্ন তে এসেও তুমি আমার মন খারাপ করে চলে গেলে।
ঠাকুর ওর সাথে কথা বলাও স্বপ্নে,
ওর মিষ্টি হাসি খুশি মুখটা যেন দেখতে পাই।
আমি যেন খুশি থাকি প্রভু,
স্বপ্নতেও আমাকে কষ্ট দিয়ে যাওনা প্রভু।
আজ এখন পুরো মাথায় লাগছে তোমার মত বন্ধু,
কারন সারা রাত শুধু তোমার মেসেজ এসব নিয়েই ছিলাম।
হে প্রভু মন টা খুব খারাপ,
দেখো ঠাকুর সকাল সকাল চোখ টা ভিজে বালিশ টাকেও ভিজিয়ে ফেলছি 😭😭😭।
আমি ভালো থাকতে চাই,
আমাকে এভাবে কষ্ট দাওনা ঠাকুর।
যেন জল টা বন্ধ হচ্ছেনা আজ,
হে প্রভু কাউকে নিয়ে এসো জিবনে,
একটা ভালোবাসার মেয়েকে,
যে জীবনটাকে খুশিতে ভরিয়ে দেয়।
ঘর থেকে বিনা বিয়ে করে যেতেও দিচ্ছেনা।
জলদি করে একটা Aamar Cindrella 👩🎨 এর মত,
মিষ্টি সুন্দর দেখতে মিষ্টি ব্যবহারের,
ভালো পরিবারের,
একটা মেয়ের সাথে বিয়ে করিয়ে দাও।
মাথাটা আজ যেন ফেটে যাচ্ছে।
আমি অনামিকাকে খুব ভালো বেসে,
নিজে রোজ রোজ কষ্ট পাচ্ছি।
ওকেও একটু বুঝাও ঠাকুর,
ওর স্বপ্নে আমাকে নিয়ে এসো।
আমার ভালোবাসা টা ওকে দেখিয়ে দাও,
ও যেন আমাকে মেসেজ করে বলে,
চলো আবার কথা বলি,
আর আমরা পুরনো কিছু নিয়ে কথা বলবনা,
সব নতুন করে শুরু করি।
হে ঠাকুর কিছু চমৎকার করো,
আমার মন টা ভালো করো,
আমি কাজ করতে পারছিনা কিছু দিন ধরে ভালো করে।
আমাকে বাঁচাও ঠাকুর।
মরে যাচ্ছি ঠাকুর আমার Cindrella 👩🎨 কে ভেবে ভেবে।
হে রাধা কৃষ্ণ ভগবান হে সাই বাবা,
আমাকে আর কষ্ট দিওনা,
অনেক কষ্ট দিলে গত ২১ আগস্ট ২০১৯ থেকে,
আমার জিবনে সুখ শান্তি ভালোবাসা এনে দাও।
মন টা খুব খারাপ ঠাকুর।
সব ঠিক করে দাও।
আমার অনেক বড় স্বপ্ন,
ওটাকে পুরন করতে সাহায্য করো প্রভু।
কাল বিকেলে অফিস গিয়ে মন ভালো লাগছিলো না,
তাও একাই ঘুরতে বেরিয়ে গেলাম।
কাল Sindri Ram Mandir থেকে ঘুরে এলাম।
ভালো লাগলো ঘুরে এলাম।
আবার ওই ম্যানেজার টাকে বললাম,
তুমি শুরু করো কাজ আবার আজ থেকেই।
একাই আর পারছিনা আমি কিছু।
ও অনামিকা আজ কতবার তোমার নাম লিখলাম,
কারন আজ তোমাকে খুব বেশি বেশি মিস করছি গো।
তুমি একটু ২ মিনিট কথা বলো না গো,
কিভাবে আমার ভালোবাসাটা তোমাকে দেখাবো গো।
তোমাকে খুব খুব ভালোবেসে ফেলেছি আমি।
সত্যি জানতাম না আমি এরকম হয়ে যাবো,
এভাবে এত কষ্ট পাবো শুধু একটা মেয়ের জন্য।
ফিরে এসো না আমার জিবনে,
বন্ধুত্বের ভালোবাসা দাও একটু।
I love you Cinderella Anamika 👩🎨, missing you so much
That you never understand dear.
Come back to my life,
I will make you happy forever.

Comments
Post a Comment