হয়ে গেছে ভূল আমার, ক্ষমা করে দাও আমায় 🙏 | Aamar Cindrella 👨💻🌹🍫💝👩🎨 | Cinderella Love Story 2021
ঠিক আছে, ভুল হয়ে গেছে,
মানছি আমারই ভূল ছিল,
এবার তো বুঝ আমায়,
প্লিজ বন্ধু আমার,ভুলে যাও না সব কিছু!!
হ্যাঁ হয়ে গেছে ভূল আমার,
প্লিজ ক্ষমা করে দাও আমায়।
একবার না হাজার বার বোঝালাম তোমায়।।
ওগো আমার অনামিকা, একটা সুযোগ দাওনা,
সব কিছু ঠিক করে দেবো,
তোর মুখে হাসি নিয়ে আসবো।
ভূল তো সবাই করে থেকে,
করেছি একটা ভূল আমি।
এবারে ক্ষমা করে দাও,
কেন এত চুপ করে আছো তুমি।
একটা ভূলের জন্য,
কেন তুমি আমায় ছেড়ে চলে গেলে?
কেন মুখ ঘুরিয়ে নিলে?
হ্যাঁ হয়ে গেছে ভুল আমার,
আমি এটা মানছি।
কিন্তু এখনও তোমাকে,
হৃদয়ের মণিকোঠায় বেঁধে রেখেছি।
ওগো আমার অনামিকা, একটা সুযোগ দাওনা,
সব কিছু ঠিক করে দেবো,
তোর মুখে হাসি ফুটিয়ে তুলবো।
একদিন তুমি রেগে গিয়ে দিলে আমাকে ধমকি,
দুটো মাসের রাতের ঘুম কেড়ে নিলে আর কি!
ভাবলাম তোমাকে আর মনে পড়বেনা।
চলো যা হলো ভালো হলো।
কিন্তু কে জানতো তুমি আমার স্বপ্নে আসবে আবার,
মন থেকে তোমার নাম মুছে ফেলতে চাইলাম,
কিন্তু চোখ বন্ধ করলে তোমার ছবি আসতে থাকলো বার বার।
আমি জানিনা কি ভাবে তোমাকে ভুলবো গো,
তোমার মনে কিভাবে একটু ভালোবাসা জাগাবো গো।
তুমি আমার জিবন,
তুমি ছাড়া ভালো লাগেনা কোন জন।
তুমি আমার সব,
তোর মধ্যে খুঁজে পাই রব।
মুখে একটু হাসি ফুটিয়ে দাও,
একটু আবার ২ মিনিট কথা বলে নাও।
তোমার স্মৃতি ছাড়ে না আমায়,
তুমি কবে আসবি ফিরে আবার?
ও আমার অনামিকা,
থাকনা আর একা একা।
যখনই চোখ বন্ধ করি,
দেখতে পাই শুধু তোমাকে।
তোমার স্মৃতি গুলো কে বালিশ বানিয়ে,
চোখ থেকে জল ঝরতে থাকে রোজ রাতে।
যবে থেকে তুমি চলে গেলে,
আমার হাসিটাকেও নিয়ে চলে গেলে।
চাই যদি একটু হাসতে,
কিন্তু মেঘ যেন জল হয়ে ঝড়তে থাকে চোখ থেকে।
হ্যাঁ হয়ে গেছে ভুল আমার,
তুমি ক্ষমা করে দাও আমায়।
একবার না হাজার বার বোঝালাম তোমায়।
ও আমার অনামিকা ভুলে যা সব কিছু,
চল না নতুন করে সাজাই এই ভালোবাসার নীড় টাকে।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
প্লিজ pray for me, যেন সে ফিরে আসে আর আবার আমরা Best Friends Forever হয়ে যাই। খুব মিস করছি বন্ধু তোমাকে, ক্ষমা করে দাও আমায়। আর কখনো তোমাকে কষ্ট দেবনা গো😭। Missing you a lot.
Be happy and keep smiling always my Cinderella 👨💻🌹🍫💝👩🎨
তুমি সারা জিবন ভালো থেকো, খুশিতে থেকো, খুব বড় আর্টিস্ট হও, তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে 🤗
https://youtu.be/61ty6ewcUSg
#Cinderella #lovestory2021 #friendshipstory
The Diary of a Simple Boy whose dream is to fulfil of his parents and his friend's dream.
Comments
Post a Comment