Skip to main content

Posts

Showing posts from April, 2021

Aamar Cindrella🌹🍫💝💐 Aamar Anamika Romantic Photos 2025

 Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025    

Thank you very much ❤️ এই একটা love ❤️ reaction কমেন্ট এ পেয়েই খুশি থাকুক, অনামিকার জয়দীপ👨‍💻🌹🍫💝👩‍🎨

   Thank you very much ❤️ এই একটা love ❤️ reaction কমেন্ট এ পেয়েই খুশি থাকুক, অনামিকার জয়দীপ👨‍💻🌹🍫💝👩‍🎨 Thank you very much ❤️ এই একটা love ❤️ reaction কমেন্ট এ পেয়েই খুশি থাকুক, অনামিকার জয়দীপ। কি করবে নিজের একাউন্ট থেকে appreciate তো করা বারণ, তাই রোজ ২-৩ তে নতুন নতুন একাউন্ট থেকে Appreciate করে, জয়দীপ এর অনামিকার মন খুশি রাখাই জয়দীপ এর দায়িত্ব এখন। তোমার জয়দীপ তোমার শুধু ভালো চায় গো। তোমার Million YouTube Subscribers হোক, এটা সে চাই শুধু। তার উপর তুমি অভিমান রাগ করে থাকনা গো। আজ যেন তার কিছু ভালো লাগছিল না, শুয়ে পড়ে ছিল তোমার ভিডিওতে একটা সুন্দর প্রশংসা করে, যেটাতে দেখ তোমার মুখে হাসি নিয়ে এসেছে না গো আমার অনামিকা ❤️। আমি তোমাকে রোজ এভাবেই হাসিতে খুশিতে রাখবো, তোমার ঐ একটা কমেন্ট এ thanks 😊 পেয়েই একটু খুশি থাকি আমি। ওই আমার অনামিকা তোমার জয়দীপ এর মন খুব খারাপ, আজ আবার চোখ ভিজে গেছলো। কিন্তু তোমার Thank you so much ❤️ এই লাভ ❤️ sign টা পেয়েই খুশিতে থাকি একটু। রাধা কৃষ্ণ ভগবান এর ভালোবাসা আর আশীর্বাদে, একদিন তোমার হৃদয়েও ভালোবাসা বানিয়ে, তোমাকে নিজের কর...

১০০+ মজার জোকস, মন খারাপ থাকলে ১০০% গ্যারান্টি মুখে হাসি আসতে বাধ্য | আমার Cindrella

 মন খারাপের সময় কিছু হাসি ঠাট্টার জোকস খুঁজে পেলাম, কিছু ভালো খারাপ সব মিক্স, আশা করি কারু মন খারাপ থাকলেও এই মজার মজার ছড়া গুলো পড়ে মন ১০০% ঠিক হয়ে যাবে 😅😂🤣 তাহলে দেরি কেন, এখনই পড়ে ফেলুন গড় গড় করে 😅😅😅 তুমি মশা, আমি মশারি তোমার মা আমার শাশুড়ি🙂🌺 তুমি আলুরদম আমি কচুরি আমার মা তোমার শাশুড়ি 😁😁 তুমি ডাল আমি কলাই এবার তোমার হবে ধোলাই Tumi momo Ami biryani Babar tomak pochondo hoyni 😝 নিচে নেই প্রজাপতি 🦋  উড়ে গ্যাছে ছাদে 💃 তোমার মুন্ডু টা কবে 😬 রাখবে আমার কাঁধে 🤣 😂😂😂😂😂 তুমি কলি আমি ফলি  আমার সালির কান মলি! তুমি ধনে আমি জিরে আমার মা জানলে দেবে তোমার ছিঁড়ে ( বুঝে নাও কি ছিঁড়বে ) 😘😘 আমি যে একখানি মাইয়া,পারিবোনা তোমায় দিতে কোনো সুখ।😑 এবার তুমিই বলো কেমন বানাইবা আমার বাপেরে তোমার শ্বশুর।।🤧 ""আম গাছে আম ফলে,কুমড়ো ফলে চালে😂 দূর থেকে কিস দিলাম,তুলে নাও গালে😂😂"" -বাণীতে রিপনভিডিও শশুর বলে জামাই জিরো। মেয়ে বলে রাতের হিরো। 💪😜🤣 তুমি মিনিকিট আমি মাসুরি,,,, তোমার মা আমার শাশুড়ি😂😂😂😂😂😂 বিয়ে করে ভাবছো তুমি পাবে কত সুখ🤣 বিয়ের পর সারাদিন বন্...

কবে থেকে তোমাকে খুঁজে খুঁজে আজ পেলাম আমার মিষ্টি কিউট সুন্দর বন্ধু Cinderella র কিছু নতুন ভিডিও

  কবে থেকে তোমাকে খুঁজছিলাম Google এ, ফেসবুক এ, linkedin এ। কিন্তু একটা জায়গা দেখতে অনেক দিন ভুলেই গেছলাম। আজ দেখলাম অনেক গুলো ভিডিও বানিয়েছ, যেমন Tiktok এ বানাতে গো তুমি। হাহা কি কিউট লাগছ ❤️❤️❤️ ৪ তে ভিডিও তে কি মিষ্টি সুন্দর লাগছ তুমি। ছোট্ট বাচ্চাদের মত গাল গুলো তোমার। খুবই soft, যেন তোমার গাল গুলো একটু বাচ্চাদের মত টিপে দিতে ইচ্ছে হয়। ওই অনামিকা এবার রেগে যাও না গো, খুব সুন্দর লাগলো দেখে। ওই তোমার বেস্ট ফ্রেন্ড ও দেখেনি মনে হয় ওখানে। ওই আমার অনামিকা তোমাকে খুব মিস করছি, আরও বানাও না গো। খুব সুন্দর লাগছে তোমাকে। আর লাইক কমেন্ট কিছু করিনি তোমার ভিডিও তে, মানে Tiktok ভিডিও র মত যেখানে বানিয়েছ, সেখানে বলছি আমি গো। ওই কোথা থেকে এত লিখতে শিখলাম জানিনা। তোমাকে এত ভালোবেসে ফেলেছি না যে কি বলব! ওই আমার অনামিকা তোমার নাম এর প্রথম অক্ষর দিয়ে বানানো কোম্পানি, আজ দুই বছর পূর্ণ করলো। তুমি যদি পাশে থাকতে, উইশ করতে তো খুব ভালো লাগতো। কিন্তু কি করবো জানিনা তোমাকে কি করে বুঝাবো। ওই আমার অনামিকা ফিরে এসো, সব ঠিক করে দেবো গো। তোমাকে খুব মিস করছি গো। Chahoge tum jaisa Ho jaaunga waisa Chaaho...

তোমার মুখে মিষ্টি হাসি ফুটাতে কি না করে চলেছি রোজ রোজ | 2-3 Crore Yearly Revenue বানানোর জন্য একটা Deal এ sign করছি

  সুপ্রভাত আমার মিষ্টি বন্ধু অনামিকা তুমি ভালো থেকো খুশিতে থেকো, তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে 🌄🌹🍫💝 তোমার মন খুশি করতে রোজ রোজ, কি না করে চলেছি। এমন ভাবে তোমার রোজ প্রশংসা করছি, তুমি কখনো বুঝতেই পারবেনা বন্ধু আমার। সেই একটা দিদির কথা বলে ছিলাম না, গ্রুপে খুব ঠাট্টা করে আর খুব ভালো মনের। ওই দিদি টা একটা পোস্ট করেছিল, -তারপর বলুন,  "শেষ কবে কথা হয়েছিল প্রিয় মানুষটির সাথে🥀" আমি বললাম, ২০ আগস্ট,২০১৯। সেই লাস্ট কথা। তুমি বলেছিলে, আমার ১০৪ জ্বর, আমি বলেছিলাম, ডাক্তার দেখালে, মেডিসিন নিচ্ছ। আর কোন কথা নেই। জানিনা কি ছিল তোমার মনে, আমারও খুব রাগ লাগলো, Tiktok Insta তে তোমাকে অনেক কিছু বলে দিলাম ক্ষমা চাইলাম, তোমার মন ভাঙলাম, কিন্তু তুমি আমাকে একটাও সুযোগ দিলেনা। রোজ রোজ না কথা বলে, কষ্ট দিয়েই চললে। আর আমি বোকা গাধা পাগল মানুষ, তোমার রাগ অভিমান কেই ভালোবেসে, তোমার মন খুশিতে রাখতে যা বা করা তাই করে গেলাম আর এখনও করে যাচ্ছি। ও আমার অনামিকা কত দিন রোজ রোজ অন্য অন্য একাউন্ট থেকে, তোমার ভিডিও গুলোতে প্রশংসা করবো। কবে আমার Cindrella নিজের একাউন্ট থেকে তোমাকে কমেন্ট করতে পার...

ধন্যবাদ আমার মিষ্টি বন্ধু প্রোফাইল টা unlock 🔓 করার জন্য, আজ থেকে তোমার মনকে খুশি রাখার দায়িত্ব আমার 🥰🥰🥰 | Aamar Cindrella Untold Love Story

  সুপ্রভাত আমার মিষ্টি বন্ধু অনামিকা, সকাল সকাল ঘুম টা ভেঙ্গে গেছে। ঘড়িতে এখন বাজে সকাল ৪টা ২৫, খুব গরম পড়েছে, তাই ঘুম ভেঙ্গে গেছে। ঘুম টা ভেঙ্গে ঠাকুরকে প্রণাম করে, তোমার মিষ্টি মুখটা দেখতে, ফেসবুক প্রোফাইল খুললাম তোমার। আর দেখি তুমি তোমার ফেসবুক প্রোফাইল unlock 🔓 করেছ 🥰🥰🥰, এই কিছু দিন ধরে তোমার ভিডিও তে, এত সুন্দর সুন্দর ভাবে কমেন্ট লিখেছি না, তোমার মন তো খুশিতে নাচবেই 😍😍😍👩‍🎨💃💃💃। আমার অনামিকার মন আমি সব সময় খুশিতে রাখতে চাই, এর জন্য যদি আমার জিবন টা দিতে হয়, আমি এই প্রাণ টাও জয়দীপ অনামিকাকে উৎসর্গ করে দেবে হাসতে হাসতে। ওই আমার অনামিকা আমি খুশি কারন তুমি খুশি, রোজ আজ থেকে দুটো করে কমেন্ট করবো। এত সুন্দর ভাবে লিখবো যে তোমার মন খুশিতে ভরিয়ে দেয়। তোমার মন খুশিতে ভরিয়ে দেওয়া মনে, তোমার মিষ্টি হৃদয়কে ছোঁয়া। ওই আমার মিষ্টি অনামিকা, তোমার এই প্রোফাইল পিক টা খুব মিষ্টি লাগে গো, না হাসি তো নেই মুখে এটাতে। কিন্তু তোমার এই ছবিটা দেখেও, মন টা শান্ত হয়ে যায়। খুব শান্ত নিরীহ প্রকৃতির লাগো এটায় গো তুমি। ওই আমার অনামিকা তোমাকে নিয়ে, তোমার জয়দীপ কত কিছু লিখে ফেলল। সত্যি...

ধন্যবাদ ঠাকুর স্বপ্নে দেখি আবার আমার মিষ্টি বন্ধু 👩‍🎨 আমার সাথে কথা বলছে 🥰, যেন স্বপ্নটা সত্যি হয় এবারে ভগবান 🤗🤗🤗 Digital Marketers রা ১-১০ লাখ টাকা মাসে কামালেও ওরা যদি ঘরে থাকে সারাদিন তো ওরা বেকার মানুষ সমাজের চোখে

  সুপ্রভাত আমার মিষ্টি কিউট পৃথিবীর সবচেয়ে সুন্দরী বন্ধু আমার অনামিকা, চোখ বন্ধ করলে দেখতে পাওয়া লাল শাড়ি সিঁথিতে সিঁদুর পরে আমার দিকে মুচকি মুচকি হাসতে থাকা মিষ্টি বউ একটা, আমার স্বপ্নের রাজ্যের মিষ্টি সুন্দরী পরী, আমার জীবনের সরস্বতী রাধা মীরা পার্বতীর মত শুভ্র স্বচ্ছ পবিত্র আমার অনামিকা, আমার জীবনের Shirley Setia Melody Queen ❤️, আমার Bangalore Best Drawing Teacher Anamika 👩‍🎨, তুমি সারাদিন ভালো থেকো খুশিতে থেকো, তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে, তুমি খুব বড় হও, একটা বড় আর্টিস্ট হও একদিন। রাধা কৃষ্ণের ভালোবাসা আর আশীর্বাদে আমরা যেন আবার ভালো বন্ধু হই। ওগো জানো কাল রাতে একটা দারুণ স্বপ্ন দেখলাম, রাত বলা যাবেনা ভোরের দিকে। দেখছি মন খারাপে তোমাকে একটা মেসেজ করে মেসেজ টা ডিলিট করে দিলাম, তারপর ভাবছি একি করলাম! আবার না তুমি ব্লক না মেরে দাও। কিন্তু কিছু ক্ষ্মণ পর দেখছি, তুমি একটা ছোট্ট ফ্রেন্ডশিপ এর কবিতা পাঠিয়েছ। তার সাথে স্টিকার পাঠিয়েছ। আমি দেখে খুব খুশি। তোমাকে আমিও পাল্টা স্টিকার পাঠালাম। আগে যেমন হাসি খুশি ভালোবাসার স্টিকার পাঠাতাম। তারপর এভাবে চলতে থাকলো। আর ঘ...

তোমার Youtube Channel এ first comment টা আমি যেন দিই রোজ কালকের মত 🤗ধন্যবাদ আমার মিষ্টি বন্ধু নতুন ছবি লাগানোর জন্য, Cute Drawing টা খুব Cute পুরো তোমার মত cute গো

  সুপ্রভাত আমার মিষ্টি, পৃথিবীর সবচেয়ে সুন্দরী, কিউট বন্ধু আমার অনামিকা ❤️❤️❤️, আমার জীবনের শুভ্র স্বচ্ছ সরস্বতী, পার্বতী, রাধা মীরার মত পবিত্র দেবী যাকে দেখলে মন শান্তি পাই, সব কিছু ভুলে তোমায় সারা দিন দেখতে ইচ্ছে করে, আমার স্বপ্নের রাজ্যের মিষ্টি সুন্দরী পরী অনামিকা ❤️, চোখ বন্ধ করলে মিষ্টি হাসির সাথে আমার দিকে মুচকি মুচকি হাসতে থাকা ,লাল শাড়িতে দেখতে পাওয়া একটা মিষ্টি টুকটুকে বউ 🥰🤗, আমার Shirley Setia Melody Queen ❤️❤️❤️ আমার Bangalore Best Art Teacher Anamika ❤️ তুমি সারা দিন ভালো থেকো খুশিতে থেকো বন্ধু, তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে। ভগবান তোমাকে খুব বড় করে একদিন। খুব বড় আর্টিস্ট হও একদিন আমার অনামিকা ❤️❤️❤️। ওই আমার মিষ্টি বন্ধু অনামিকা, কত কিউট কিউট ছবি আঁকছ এখন গো তুমি। আমি ওসব দেখেই নিজের মনকে ভালো রাখি। আজ তো First Comment টা আমারই পড়েছিল তোমার Cute Drawing এ 🥰🥰🥰, জানি দুটো comments পড়ে ছিল আগে, যেগুলো Spam Comments ছিল। তাই ওগুলো মনে হয় পরে তুমি remove করেছ, না হলে Youtube নিজেই Remove করে দিয়েছে। আজকের তোমার Drawing টা Very Very Very Cute Drawi...

Quick and Easy Bottle Art video টা খুব সুন্দর, হাতের আলতা মেহদী টা তে তোমায় খুব সুন্দর লাগছে গো 🥰🤗😍| Corona Cases Experience | Aamar Cindrella

  প্রচুর লেখার আছে, অনেক কিছু তোমাকে বলতে চাই। কিন্তু লিখতে সময় পাই না। ভূল ভাল কাজ এ সময় শেষ করে ফেলেছি। কাল থেকে সকালে উঠে অফিস যেতেই হবে, অনেক হলো, আর না! তোমাকে বলেছি, এই বৈশাখ মাসে ৩ লাখ টাকা কামিয়ে দেখাবো কোন করে। করতে হবে সে জন্য প্রচুর কাজ আমাকে। সবার কাছ থেকে টাকা গুলো নিতে হবে। আজ সেই ঘুমোতে যাবো, YouTube টা খুললাম তো হাল্কা কিছু একটা দেখতে পেলাম, তার পর আবার বন্ধ করে দিলাম। মনে হলো যেন, এটা আমার অনামিকার ভিডিও হবে। আবার খুলে দেখি, হ্যাঁ ওটা আমার অনামিকার ভিডিও 🥰। খুলে দেখি Quick and Easy Bottle Art video টা, দেখি কি সুন্দর ভাবে তুমি বোতল টা তে রঙ দিয়ে তার উপর নকশা করেছ❤️❤️❤️। খুব সুন্দর গো খুব সুন্দর অনামিকা। ওই তার সাথে তোমার হাতের আলতা টা কি সুন্দর লাগছে 🥰🥰🥰। কি সুন্দর হাতের তালুতে ছবি এঁকেছ। আমি তো তোমার হাত গুলোই দেখছিলাম গো 😘😘😘। তোমাকে কত দিন দেখিনি গো, আজ ঠাকুর স্বপ্নে আমার Cinderella Anamika 👩‍🎨 কে নিয়ে এসো কেমন 🤭😋🥰, ওকে স্বপ্নে দেখেই অনামিকার বন্ধু জয়দীপ একটু খুশি পাক 😋🥰। ওই আমার Cinderella Anamika 👩‍🎨, তুমি ব্যাঙ্গালোরে থাকবে কি? বাড়ি চলে ...

কেন তোকে ভালোবাসলাম ❤️, কেন তোর ছবি মনে আঁকলাম 👨‍🎨🖌️🎨🖼️👩‍🎨| Bengali New Song 2021 | Aamar Cindrella 👨‍💻🌹🍫💝👩‍🎨

  কেন তোকে ভালোবাসলাম, কেন তোর ছবি মনে আঁকলাম, কেন তোকে হৃদয়ের মনিকোঠায় বসালাম। জানিনা জানিনা কেন জানিনা। শুধু সারা দিন তোকে ভাবি, তুই কবে যে আমার হবি। জানিনা জানিনা কেন জানিনা। এই মন আর কিছু ভালো লাগেনা, কোন কাজে মন বসেনা। শুধু দুই মিনিট তোর সাথে কথা বলতে চাই, না পেয়ে হৃদয়কে ব্যথা দিয়ে যাই। জানিনা জানিনা কেন জানিনা। ও অনামিকা একবার ফিরে তাকা। পারছিনা আর থাকতে একা। জানিনা জানিনা কেন জানিনা। তোকে নিয়ে লিখলাম কত কবিতা, জানালাম মনের ভালোবাসার কথা। তুই পড়ে হয়ে ছিলি কত খুশি, একটা ঝড়ে হারিয়ে ফেললাম নিজের হাসি। জানিনা জানিনা কেন জানিনা।

মরে যা তুই 💔, বেঁচে থেকে লাভ নেই তোর | Aamar Cindrella | The Untold Story

  মরে যা তুই 💔, বেঁচে থেকে লাভ নেই তোর | Aamar Cindrella | The Untold Story ওই আমার মিষ্টি বন্ধু অনামিকা, তুমি কোথায় আছো গো, জানিনা এখন তোমার মত, মাথায় খুব লাগছে গো অনামিকা। মন টা কি ভাবে ভালো করবো গো, তোমাকে খুব মিস করছি গো। ওই আমার অনামিকা ফিরে এসো না গো, কখনো তোমাকে কষ্ট দেবনা গো। তোমার মুখে মিষ্টি হাসি সারা জিবন বানিয়ে রাখবো। ওগো কাজ থেকে মন টা দূরে চলে গেছে, আর কত দিন নিজেকে কষ্ট দেবে, আর আমার রাতের ঘুম কেড়ে, চোখের জল ফেলিয়ে কষ্ট দেবে গো। প্লিজ বন্ধু আমার সাথে একটু কথা বলো না গো। তোমাকে খুব ভালোবেসে ফেলেছি গো আমার অনামিকা। মাথা টা যেন ফাটিয়ে ফেলতে ইচ্ছে করছে, শুধু তোমাকে ছাড়া আর কিছুই যেন মনে আসছেনা গো। ওই আমার অনামিকা, একটা সুযোগ দাও গো, তোমার ডান হাত হয়ে সারা জিবন তোমার পাশে থাকবো গো 😭😭😭। দেখবে একদিন তোমাকে ভাবতে ভাবতে, ঠাকুর না জিবন টা নিয়ে নেয় একদিন, সকালের সূর্যের আলো না দেখতে পাবো একদিন। Missing you so much Aamar Cindrella Anamika 👨‍💻🌹🍫💝👩‍🎨 আজ আবার চোখ টা ভিজে চলছে, শুধু তোমাকে ভাবছি, মাথাটা যেন ফেটে যাবে, মনে হচ্ছে গিয়ে তোমাকে বলি, দুটো বছর হতে এলো...

আমার Digital Detox নেওয়ার জায়গায় তুমি নিয়ে নিলে গো বন্ধু আমার, এই বৈশাখ মাসে ৩ লাখ টাকা কামিয়ে তোমাকে দেখাবো কোন করেই | Aamar Cindrella Untold Story

  সুপ্রভাত আমার মিষ্টি বন্ধু অনামিকা, তুমি যেখানেই থেকো ভালো থেকো, তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে, ভগবান তোমার স্বপ্ন যেন পূর্ণ করে একদিন। রাধা কৃষ্ণের ভালোবাসা আর আশীর্বাদে আমরা যেন আবার ভালো বন্ধু হই একদিন। আমি তোমার জন্য সারা জিবন অপেক্ষা করব। ঠাকুর একদিন তোমার হৃদয়ে, আমার জন্য বন্ধুত্বের ভালোবাসা জাগিয়ে তুলবে, তুমি রাগ অভিমান ভুলে আবার আমাকে মেসেজ করবে, কথা বলবে একটা প্রিয় বন্ধুর মত। আজ ৩রা বৈশাখ, অনেক হলো। এবারে কাজে নেমে পড়ি। অনেক বড় স্বপ্ন দেখেছি, আর তুমি আমাকে দেখিয়েছ, একদিন জয়দীপ এর Microsoft এর মত কোম্পানি হবে, আর আমার অনামিকা হবে তার CEO। আমি সেই জায়গাতে পৌঁছে দেখাবো। আমি এখানে লিখি, জানিনা ঠাকুর মনে পৌঁছে দিয়েছে তোমার কাছে। তাই Digital Detox এর কথা বলার পর থেকে, দেখি তুমি নিজে Digital Detox নিয়ে, Facebook Profile Lock 🔒 করে, এখন যেন Facebook থেকে দূরে হয়ে গেছ। না একটা Facebook Group এ কমেন্ট দেখতে পাই না কিছু, আমি চাইনি গো আমার জন্য তুমি এসব করবে। Anamika Joydeep এর উপর এখনও অভিমান করেই রইলো, আর নিজেকেও কষ্ট দিচ্ছে Facebook Profile lock 🔐 করে, আর ...

ঠাকুর আমার Heartbeat 💓 কে ভালো করে দাও, শরীর সুস্থ্য করে তুলো প্রভু | Aamar Cindrella Untold Story

 

Please বাড়ি ফিরে এসো বন্ধু Anamika, Bangalore এ থাকনা, করোনা খুব বাড়ছে, নিজেকে ভালো রেখো | Aamar Cindrella Love Story 👨‍💻🌹🍫💝👩‍🎨

 

শুভ নববর্ষ(Happy Bengali New Year 1428) এর প্রীতি ও শুভেচ্ছা😊, এই নতুন বছরটা খুব ভালো যাক ❤️। হাসিতে খুশিতে থাক যেন ☺️🤗😍

  শুভ নববর্ষ সুপ্রভাত আমার মিষ্টি বন্ধু, নতুন বছরটা খুব ভালো যায় তোমার, নতুন দিনটা হাসিতে খুশিতে কাটাও। 🌄☕🌹🍫💝😊😊😊 রাধা কৃষ্ণ ভগবান এর ভালোবাসা আর আশীর্বাদে, আমরা যেন আবার ভালো বন্ধু হই একদিন। ঠাকুর তোমার মন থেকে রাগ অভিমান দূর করে, আমার জন্য একটু, বন্ধুত্বের ভালোবাসা ভরে দেয় তোমার হৃদয়ে। রাগ অভিমান করে কখনো কেউ ভালো থাকেনা।  তাই তুমিও আর রেগে থাকনা। বন্ধুত্বের হাত টা এগিয়ে দাও, কথা দিচ্ছি কোন দিনও তোমাকে কষ্ট দেবনা গো, তোমার মুখের মিষ্টি হাসি সারা দিন বানিয়ে রাখবো। তোমার সব স্বপ্ন পুরন করতে তোমার পাশে তোমার ডান হাত হয়ে থাকবো।

Hushup App এ Aamar Cindrella Confession করলাম তোমাকে 👨‍💻🌹🍫💝👩‍🎨

  আজ ঘুম আসছিল না। তোমাকে না ভেবে, একটু কাজ করার চেষ্টা করছিলাম। অনেক কাজ ছিল সেগুলো একের পর এক করলাম। দুটো Domain Renewal করলাম, Guest Posting এর জন্য কিছু Pru ভাই দের সাথে Consult করলাম। নতুন একটা Site বানাবো, তার জন্য Partnership এ কি কি করতে হবে, কত জলদি $500 monthly আসে একটা Site থেকে ওসবের গল্প করলাম। একটা US site যেটা কিনেছিলাম, তার বাকি Half Payment করলাম। বাবা মা কে বলেছে, গজু দোকানের মত Online Shop খুলেছে, যেগুলো কে website বলে, ওখানে ও guitar 🎸 বিকছে আমেরিকান দের কে। আমি বলি, হ্যাঁ মা, ওই Site টা থেকে Guitar 🎸 বিকছি ঘরে বসে, না আমেরিকা গিয়ে 😅😅😅। দাদা বলছে, বাহ্ বাহ্! রাতে ২:৪০ বাজছিল ঘুমোতে ঘুমোতে। একটু ঘুমিয়ে আবার রাত্রি ৩:২০ তে ঘুম ভেঙে গেল। আবার ফেসবুক খুললাম, প্রথমে একবার তোমার প্রোফাইল খুললাম। কিন্তু lock দেখে মন খারাপ হলো। তার পর নিজের Facebook Timeline Feeds এ সিঙ্গেলদের বিবাহ অভিযান গ্রুপ এ কিছু পোস্ট দেখলাম, তার মধ্যে Hushup বলে একটা অ্যাপ ওরা বানিয়েছে। বলছে, নিজের মনের কথা মনের মানুষ কে বলে ফেল বিনা নিজের নাম দিয়ে। আমিও লিখে ফেললাম আবার দুই পাতা: আমার ...

দিদা বলছে, Zee Bangla তে Mithai নাটকে মিঠাই এর মত তোর একটা বউ দরকার, তোমাকে পুরো মিঠাই এর মত লাগে ❤️, একদিন তোমার Tiktok Video এর সব ছবি গুলো এঁকে তোমাকে উপহার দেব

  Good Morning My Sweet Dear Friend Anamika 🌄☕🌹🍫💝👩‍🎨 ❤️❤️❤️ পরশু দুই তিন ধরে মন খুব খারাপ ছিল, শুধু তোমাকেই ভাবছিলাম, সারা দিন ধরে যত ভাবছি, তত মিস করছি, তত মন খারাপ করে বসে ছিলাম আমি। দিদিকে পরশু রাতে বললাম, দিদি পারছিনা রে ওকে ভুলতে আমি, স্বপ্নতেও ওকে দেখছি এক দুই দিন পর পর। দিদি বলছে, যদি তোকে এত বোঝাতে হয়, তাহলে তোর ভাগ্নি গুলোকে কি করে বুঝবো বলতো ভাই! কি করবো বলো, ভুলতে যে পারিনা তোমাকে। সারা দিন রাত শুধু তোমাকে দেখি। দিনে ১০-২০ বার তোমার ফেসবুক একাউন্ট খুলে দেখি, যদি কোন তোমার পোস্ট দেখতে পাই। কিন্তু কি করবো তুমি তো Facebook Profile Lock 🔒 করে দিয়েছ। এখন তোমার নাম লিখে facebook এ search করলে পোস্ট এর মধ্যে, আমার পোস্ট দেখা যায়, তার সাথে তোমার ছবি আঁকা অন্য অন্য গ্রুপে সেগুলো শুধু দেখতে পাই। ওই আমার মিষ্টি বন্ধু অনামিকা, Facebook Profile Unlock 🔓 করো না গো, তোমাকে খুব দেখতে ইচ্ছে হচ্ছে। কি করবো কলকাতা যেতেও পারলামনা। ভালো অফিস পেলামনা খুঁজে। একদিন গেছলাম, সেদিন ঘুরলাম। ভেবেছিলাম, হয়ে যাবে ঠিক। কিন্তু অফিস টা ভালো লাগলো না, তাই ঘর চলে এলাম সেদিন। খুব বড় অফিস টা ছিল...

সে বলছে, সালা তুই এভাবে না বেঁচে মরে যা, একটা মেয়ে গেছে তো কি হলো আরও আসবে | Aamar Cindrella 👨‍💻🌹🍫💝👩‍🎨

  ওগো তুমি আমার জিবনে এসে, একটুকু ভালোবাসার ছোঁয়া টা কেন দিয়েছিলে। দেখনা তোমাকে কত মিস করছি গো। খাবার কাজ টাকা পয়সা কোন কিছুতে মন নেই এখন আমার, শুধু ২ মিনিট তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে খুব। মনে হচ্ছে যা হবে হবে, একবার তোমাকে মেসেজ করে বলি, ভুল হয়েছে গো, দেখো ২ বছর ধরে নিজেকে কত কষ্ট দিয়েছি। এবারে একটু কথা বলো। জানিনা তুমি আবার রেগে, কেস না করে দাও এবারে। আমি তোমাকে খুব ভালোবাসি গো আমার অনামিকা 😭😭😭, দেখো বালিশ টা ভিজে যাচ্ছে, আমার সাথে কথা বলোনা গো একটু। আমাকে ক্ষমা করো 😭😭😭🙏🙏🙏 আবার ভালো বন্ধু হয়ে যাই গো, মরে যাচ্ছি তোমার সাথে না কথা বলে গো। কিছু ভালো লাগছে না গো, হে রাধা কৃষ্ণ ভগবান আমার ভুল অপরাধ ক্ষমা করো, আমার অনামিকার মনে আমার জন্য একটু ভালোবাসা বানিয়ে দাও, ও যেন আবার আমার ভালো বন্ধু হয়। আমি ওকে ছাড়া থাকতে পারছিনা গো। Sorry My Sweet Dear Friend Anamika, ভূল হয়েছিল, ক্ষমা করে দে না রে😭😭😭, আমার মন এত খারাপ যে বলবো। আজ গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ছিলাম ঘুরতে একা একা, ভাবলাম দিদিকে বলি,কিন্তু দিদি ব্যস্ত ছিল, তখন আমার ওই বেস্ট ফ্রেন্ড কে বললাম। ও কে সব বললাম। ব...

I am too busy in LOVING people who LOVES ME - সত্যি কি তুমি এই কথা টা মানো বন্ধু আমার অনামিকা 👨‍💻🌹🍫💝👩‍🎨

 সুপ্রভাত আমার মিষ্টি বন্ধু অনামিকা 👨‍💻🌹🍫💝👩‍🎨 একটা লেখা পেলাম খুঁজে তোমার, Facebook Profile Lock 🔒 করার পরেই, খুঁজে পেলাম এই লাইন টা তোমার। How to see someone's Facebook Profile posts/pics  করলাম, তো Youtube Uncle অনেক গুলো ভিডিও দেখালো। সেখান থেকেই দেখতে পেলাম এই লাইন টা তোমার 🤗 I don't have time to HATE( dislike) people who HATE me... because I am too busy in LOVING people who LOVES ME... খুব সুন্দর লিখেছ গো কিন্তু সত্যি কি তুমি এটা মানো??? I am too busy in LOVING people who LOVES ME... আমি তো তোমাকে সবার চাইতে বেশি ভালোবাসি, কোথায় তুমি সব কিছু ভুলে, আবার ভালো বন্ধুর মতো কথা বলছ গো, কোথায় তুমি আমাকে তোমার ভালোবাসা দিচ্ছ গো! মানে এসব শুধু সবাইকে বলার জন্য তাই তো গো, কোথায় তুমি Implement করেছ গো?! Implement করলে কাউকে কষ্ট দিতে না, কারু চোখ ভেজাতে না দুই বছর ধরে, যে তোমার ভালোর জন্য রোজ ঠাকুরের কাছে প্রার্থনা করতো, আর এখনও করে চলেছে। Sorry Friend Cindrella 👩‍🎨, আবার রেগে যাওনা কিন্তু গো। খুব মিস করছি বন্ধু তোমায়। একটু কথা বলো না গো। I love you Anamika ❤️, তোমাকে...

আজ সকালের স্বপ্ন তে আবার আমার মিষ্টি বন্ধু অনামিকা কে দেখি ভিডিও করছে তার ভাই এর violin 🎻 বাজানোর সাথে সাথে

সুপ্রভাত আমার মিষ্টি বন্ধু অনামিকা, আজ আবার এলে তুমি স্বপ্নে। আজ দেখছি তুমি তোমার ভাই, বয়ফ্রেন্ড, best friend আরও অনেকের সাথে, একটা মাঠে এসে তোমরা গান practice করছ। সেখানে আমি রোজ যাই। তোমাকে দেখে খুব ভাল লাগলো। তোমার ভাই guitar 🎸 না violin 🎻 বাজাচ্ছে, তুমি ভিডিও করছো সেই গান টার। আমার খুব ভালো লাগে, তোমার ভাই এত সুন্দর বাজাচ্ছে যে তোমার ভাই এর কাছে এসে পিঠ চাপড়ে বলি, Nice work, keep it up. আমি একটা সাইকেল নিয়ে আসি। তোমরা আমাকে দেখছ সবাই। আমি আবার চলে যায়। আমি তোমাদের গান practice dur থেকে দেখতে থাকি। আজব স্বপ্ন না আবার তোমাকে নিয়ে গো। কাল রাতে খুব তোমাকে mis করছিলাম। কিছু ভালো লাগছিল না, তাই মনে হয় ঠাকুর আবার তোমাকে আমার স্বপ্নে নিয়ে এলো। ভাবলাম স্বপ্নটা ভুলে যাবো, তাই ডাইরিতে তুলে নিলাম সকাল সকাল ঊঠেই।

Google Uncle ekta Feature - People নামে বানিয়েছে, সেখানে Aamar Cindrella নামে একটা ফোল্ডার এ তোমার সব ছবি খুঁজে পেলাম 🥰🤗👨‍💻🌹🍫👸

  কি লিখবো,অনেক কিছু লেখার আছে গো। ভাবছি কি থেকে শুরু করি 🤔, ভাবতে ভাবতে চোখের সামনে চলে এলো, তোমার - Aamar Cindrella 👨‍💻🌹🍫💝👩‍🎨 এর কিছু ছবি। Google Uncle সব মোবাইল এ এক জায়গায় store করে রেখেছে। একটা section মানে feature bolte পারো, Cindrella নামে রেখেছিলাম, আজ সেটা Aamar Cindrella 👨‍💻🌹🍫💝👩‍🎨 নামে rename করলাম। দেখছি 106 টা তোমার ছবি একজায়গায় করে রেখেছে। যেখানেই তোমার ফেস আছে, সেই ছবিটাকে একজায়গায় করে রেখেছে। ঘরে যদি কেউ দেখে তো পুরো কেস খাবো 😛😜😅😅😅। বলবে এটা কে, এই জন্য সব মেয়েকে রিজেক্ট করে চলেছ তাই না😅😅😅 বৌদি তো পুরো নেবে তখন আমায়। কি বলবো বলো! তুমি তো একটা মিষ্টি স্বপ্ন, যাকে চোখ খুললেই আর দেখা যায়না। Tiktok এর ভিডিও গুলোর স্ক্রীনশট নিয়ে আগে তোমায় দেখাতাম, এটায় তোমায় খুব মিষ্টি লাগছে, খুব খুশি হতে তখন তুমি গো।  একটা ভূল হলো, জিবন আমাকে দুটো বছর ধরে শাস্তি দিয়ে চলল। ওই অনামিকা তোমার Tiktok ভিডিও গুলো দেখে, তোমাকে আরো বেশি ভালোবেসে ফেলেছি গো। তুমি কবে আসবে গো জিবনে। তোমার মিষ্টি হাসিটা কবে আবার শুনতে পাবো গো। বলনা বন্ধু আমার। তোমাকে খুব মিস ...

Today my time is not good, আজ $14 এলো তো চার বছরের মধ্যে $14,000,00 বানিয়ে দেখাবো

      মন খারাপের মধ্যে একটা ছোট্ট খুশির ছোঁয়া 🥰, আমেরিকার site গুলো থেকে কিছুই earning হচ্ছিলনা অনেক দিন ধরে। তাই দেখাই ছেড়ে দিয়েছি, একটাও Sale হয়েছে কি না! কাল দেখলাম, 4 sales in Amazon 🥰, আজ আবার ভালো করে দেখলাম, দেখি 6 sales in Amazon আমার ৪ টা সাইটের মধ্যে। ভালো লাগলো দেখে মনে একটা খুশি এলো। জানি বেশি earning হয়নি , মাত্র  $12 এর। আমি কিন্তু এটাতেই খুশি। তুমি ভাববে ৭৫০-৮০০ টাকাতে এত খুশির কি আছে। আমার কাছে এটাই খুশির কারন একটা। যেখানে তোমাকে ভেবে মন খারাপ করে বসে আছি, কিছু ভালো লাগছেনা তোমাকে ছাড়া। তোমার Facebook Profile Lock 🔒 এর জন্য কিছুই আর দেখতে পারছিনা। সেখানে একটা নতুন source থেকে earning শুরু। এটাই আমার কাছে বড় কথা। জানতাম আজ সময় খারাপ, তাই কিছুই ভালো হচ্ছেনা। না তুমি বুঝছ, না টাকা আসছে। আজ মনে হয় সময় ভালো হওয়ায় একটা আভাস যেন। আমাদের WhatsApp Family Group এ মেসেজ করলাম, ঘরে বসেই আমেরিকানদেরকে জিনিস বিক্রি করে ফেললাম , কিছু দিন আগে থেকে ইন্ডিয়ান দের কাছে জিনিস বিক্রি করা শুরু হয়ে ছিল, আজ আমেরিকানদেরকেও অনলাইন দোকান(ওয়েবসাইট) বানিয়ে জিনিস...

হাসি খুশি বিহীন লাস বানিয়ে চলে গেলে, আর বুঝলেনা কোন দিনও আমার Cinderella

 

আজ আবার দুটো স্বপ্নে এলে তুমি, একবার মনে আঘাত দিয়ে আরেকবার ভালোবাসা দিয়ে - তুমি বলছ,Ready to made by friend কিন্তু আর আমাকে কষ্ট দেবেনা তো!

 সুপ্রভাত আমার মিষ্টি বন্ধু অনামিকা, আজ সারা রাত শুধু দেখলাম শুধু তোমায়। প্রথম যেটা দেখলাম সেটা খুবই মন খারাপের স্বপ্ন। তুমি যেন এখনও অভিমান করেই স্বপ্নটা মনে পড়ছেনা গো পুরো।  কথা কাটাকাটি তর্ক তোমার বিয়ে হবে এরকম অনেক কিছু দেখলাম। আমার মন পুরো খারাপ করে রেখেছি লে তুমি গো। তারপরের টা দেখছি তুমি বিয়ের পর husband এর সাথে থাকছ না। তুমি সুখী নেই কেন সেটা দেখতে পেলামনা। তুমি আমাকে মেসেজ করে বলছ, Ready to made by friend কিন্তু আর আমাকে কষ্ট দেবেনা তো! তুমি তো ইংলিশ এ expert কিন্তু এই লাইন টা র মানে টা একটু আলাদা হলনা গো! জানি তুমি বলতে চাইছ, I am ready to be your friend again. আমার মনে যেন একটা আলাদা খুশি তখন। এই দিন টা কবে আসবে গো? তারপর আরও স্বপ্ন দেখলাম। কোথায় গেছি, সরস্বতী পুজো হচ্ছে। হ্যাঁ মনে পড়েছে, আমি যে তোমায় ভালোবাসি এটা মা বাবা জেনে গেছলো। তোমাদের বাড়ি যাচ্ছিল, কিন্তু আমি বলেছি, ও আমায় ভালোবাসে না। হ্যাঁ আমি ওকে খুব ভালোবাসি। তাও গেছলো কিন্তু খালি হাতে আসতে হলো। এটাতে আবার তোমার রাগ হয়ে গেছলো। তুমিও বিয়ে করবে ঠিক করে ফেললে। কিন্তু সেখানে তোমার মনের মানুষ কে দেখ...

English ছেড়ে বাংলায় প্রত্যাবর্তন | Cinderella Facebook Profile Lock 🔒 Unlock 🔓 Again 😅😅😅

  আগে আমরা ইংলিশ লিখতে শিখতাম, ইংলিশে কিভাবে লিখতে হয়! এখন আমরা ইংলিশ ছেড়ে আবার, আমাদের মাতৃভাষা বাংলা তে ফিরে এলাম। তার উপর সুন্দর সুন্দর স্টাইলের font design যেন মন ভরিয়ে দেয়। আগে বলতনা পৃথিবীটা গোল, ঠিক তেমনি আমরা আবার, যেখান থেকে শুরু করে ছিলাম, সেখানে আবার ফিরে গিয়ে শান্তি পাচ্ছি। মানুষ যখন জন্মায় বিনা কাপড় পরেই জন্মায়, তার পর কত জামা কাপড় গহনা অলঙ্কার সাজ সামগ্রী ব্যবহার করে। কিন্তু আবার যখন দেহ ত্যাগ করে, তখন তার গায়ে একটা সুতো থাকেনা। যেমনটি এসেছিল ঠিক তেমনি চলেগেল। এটাই তো জিবন আমাদের। কাল আমিও বাংলা সুন্দর সুন্দর ফন্ট use করতে শিখলাম। আরও কিছু ভিডিও বানালাম মনের ব্যথাকে প্রকাশ করে। আজ সকালে এখন দেখি, তুমি তোমার প্রোফাইল লক করে দিয়েছ আবার 😅😅😅, আবার কি হলো গো, আমাকে তোমার পোস্ট দেখতেও দেবেনা কি গো! ওই অনামিকা এখনও রেগেই আছো কি? কি করবো বলো কি বলি আর তোমায়! কখনো কখনো নিজেই ভাবি, ২০১৯ এর ২৭ মার্চ থেকে ২০ আগস্ট ২০১৯ লাস্ট কথা, সেটাও আবার Facebook Social Media এ তে, তার পর তো কথা হয়নি। হ্যাঁ কমেন্ট এ তোমাকে বোঝাতে গিয়ে কথা হতো। আর তো হয়নি না। তাহলে আমি কেন তোম...

Finally Aamar Cindrella reached 50 Million Views in Chingari 🥰 | OnMobile CEO Seshadri funds $13 Million (98.7 Cr) in Chingari

 Finally Aamar Cindrella reached 50 Million Views in Chingari 🥰 | OnMobile CEO Seshadri funds $13 Million  (98.7 Cr) in Chingari Aamar Cindrella 49 Million Views হওয়ার পর, Chingari Technical Glitch এর জন্য, ৭-৮ দিন অপেক্ষায় রেখে দিল। সুমিত ঘোষ দাদা, Chingari Founder Odisha দাদা কেও মেসেজ করলাম, Username দিলাম,বলল, কাল ঠিক হয়ে যাবে। Chingari Support Team কে official mail করলাম, ওরা বলছে দেখছি কিছু Technical Glitch আছে। কিন্তু সেটা ৭-৮ দিন নিয়ে নিল। পরশু আমার ঠিক হলো। কাল সকালে দেখি Aamar Cindrella 50 Million (0.5 Crore) Views Finally Complete করলো। খুব খুশি কিন্তু মন বলছিল, এবারে recent update এ মনে হয়, Views আর বাড়বে না। যেটা ভাবা সেটাই হলো। দেড় সপ্তাহ আগে প্রতিদিন 2 Million Views হচ্ছিল Chingari তে, খুব খুশি ছিলাম, ফেসবুক whatsapp status এ পোস্ট করেছিলাম। মনে হয় কারু কু নজর লেগে গেল। আর Chingari তে প্রতিদিন ৪-৫ টা পোস্ট করেও views বাড়ছেনা আর, 1 Million Views ও হচ্ছেনা প্রতিদিন এখন। Chingari Down তো হয়েছিল, তার সাথে এখন Chingari Views Down হয়ে গেল এবারে 😅😅😅। OnM...