Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
কবে থেকে তোমাকে খুঁজছিলাম
Google এ, ফেসবুক এ, linkedin এ।
কিন্তু একটা জায়গা দেখতে অনেক দিন ভুলেই গেছলাম।
আজ দেখলাম অনেক গুলো ভিডিও বানিয়েছ,
যেমন Tiktok এ বানাতে গো তুমি।
হাহা কি কিউট লাগছ ❤️❤️❤️
৪ তে ভিডিও তে কি মিষ্টি সুন্দর লাগছ তুমি।
ছোট্ট বাচ্চাদের মত গাল গুলো তোমার।
খুবই soft, যেন তোমার গাল গুলো একটু বাচ্চাদের মত টিপে দিতে ইচ্ছে হয়।
ওই অনামিকা এবার রেগে যাও না গো,
খুব সুন্দর লাগলো দেখে।
ওই তোমার বেস্ট ফ্রেন্ড ও দেখেনি মনে হয় ওখানে।
ওই আমার অনামিকা তোমাকে খুব মিস করছি,
আরও বানাও না গো।
খুব সুন্দর লাগছে তোমাকে।
আর লাইক কমেন্ট কিছু করিনি তোমার ভিডিও তে,
মানে Tiktok ভিডিও র মত যেখানে বানিয়েছ,
সেখানে বলছি আমি গো।
ওই কোথা থেকে এত লিখতে শিখলাম জানিনা।
তোমাকে এত ভালোবেসে ফেলেছি না যে কি বলব!
ওই আমার অনামিকা তোমার নাম এর প্রথম অক্ষর দিয়ে বানানো কোম্পানি,
আজ দুই বছর পূর্ণ করলো।
তুমি যদি পাশে থাকতে,
উইশ করতে তো খুব ভালো লাগতো।
কিন্তু কি করবো জানিনা তোমাকে কি করে বুঝাবো।
ওই আমার অনামিকা ফিরে এসো,
সব ঠিক করে দেবো গো।
তোমাকে খুব মিস করছি গো।
Chahoge tum jaisa
Ho jaaunga waisa
Chaaho toh waada ye le lo
Tum ek musafir ho
Main koi raah anjaani
এটাতে হাত টা গালে নিয়ে আকাশী রঙের গেঞ্জি জামা পরে,
কি সুন্দর ভাবে,
Reel বানাচ্ছিলে তুমি, খুব সুন্দর হয়েছে ❤️❤️❤️।
আবার এই গান টায় কি সুন্দর ভাবে বানিয়েছ
Chup Hai Baatein
Dil Kaise Bayaan Main Karoon
Tu Hi Keh De
Wo Jo Baat Main Keh Na Sakoon
Ki Sang Tere Paniyon Sa Paniyon Sa
Paniyon Sa Behta Rahoon
Tu Sunti Rahe Main Kahaniyaan Si Kehta Rahoon
Ki Sang Tere Baadalon Sa, Baadalon Sa
Baadalon Sa Udta Rahoon
Tere Ek Ishaare Pe Teri Ore Mudta Rahoon
সরু সরু আঙ্গুল গুলো দিয়ে কি সুন্দর ভাবে ঢেও খেলাতে খেলাতে,
গানটা গাইছিলে।
সত্যি খুব সুন্দর হয়েছে গো।
আরেকটা ইংলিশ গান Love Birds থেকে,
কি সুন্দর ভাবে চোখ গুলো ঘুরিয়ে,
মুখ খুলে হা করে আবার বন্ধ করে,
খুব কিউট কিউট ভিডিও বানিয়েছ।
আবার আরেকটা ভিডিও,
বাংলা গান কি যেন একটা,
শুনিনি কোন দিনও।
তোমার কাছ থেকেই অনেক আধুনিক বাংলা গান শুনেছি,
এটাও আজ তোমার কাছ থেকেই শুনলাম।
কি সুন্দর ভাবে পেন্সিল নিয়ে,
ভিডিও টা বানিয়েছ।
খুব সুন্দর গো ওটা।
আরও ৪ টে Motivational Video বানিয়েছ।
খুব সুন্দর গো আমার অনামিকা ❤️❤️❤️।
আরও বানাও না গো,
তোমার ভিডিও দেখে মন ভালো রাখি বন্ধু আমার 🥰🤗🤗🤗।
ওই ১৪ এপ্রিল এর পর থেকে আর ভিডিও বানাও নি গো।
ঠাকুর আছে কোথাও না কোথাও,
তাই তো দেখো তোমার এই কিউট সুইট ভিডিও গুলো আমাকে দেখিয়ে দিল 😊😊😊।
তুমি সারা জিবন ভালো থেকো বন্ধু,
তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে।
ওই আমার কিউট সুইট প্রিন্সেস আমার Cinderella Anamika 👩🎨🌹🍫💝,
তোমাকে কবে সামনে থেকে একটা গোলাপ ফুল দেবো তোমায়,
আর তোমার মিষ্টি হাসি টা দেখবো গো 😘😘😘।
ভগবান আমার অনামিকাকে রোজ স্বপ্নে নিয়ে এসো।
ওকে স্বপ্নে চোখ বন্ধ করে দেখেই খুশি থাকি।
আর পারতো আমার Cinderella Anamika এর হৃদয়ে,
আমার জন্য একটু ভালোবাসা জাগিয়ে দাও।

Comments
Post a Comment