Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
সে বলছে, সালা তুই এভাবে না বেঁচে মরে যা, একটা মেয়ে গেছে তো কি হলো আরও আসবে | Aamar Cindrella 👨💻🌹🍫💝👩🎨
ওগো তুমি আমার জিবনে এসে,
একটুকু ভালোবাসার ছোঁয়া টা কেন দিয়েছিলে।
দেখনা তোমাকে কত মিস করছি গো।
খাবার কাজ টাকা পয়সা কোন কিছুতে মন নেই এখন আমার,
শুধু ২ মিনিট তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে খুব।
মনে হচ্ছে যা হবে হবে,
একবার তোমাকে মেসেজ করে বলি,
ভুল হয়েছে গো, দেখো ২ বছর ধরে নিজেকে কত কষ্ট দিয়েছি।
এবারে একটু কথা বলো।
জানিনা তুমি আবার রেগে,
কেস না করে দাও এবারে।
আমি তোমাকে খুব ভালোবাসি গো আমার অনামিকা 😭😭😭,
দেখো বালিশ টা ভিজে যাচ্ছে,
আমার সাথে কথা বলোনা গো একটু।
আমাকে ক্ষমা করো 😭😭😭🙏🙏🙏
আবার ভালো বন্ধু হয়ে যাই গো,
মরে যাচ্ছি তোমার সাথে না কথা বলে গো।
কিছু ভালো লাগছে না গো,
হে রাধা কৃষ্ণ ভগবান আমার ভুল অপরাধ ক্ষমা করো,
আমার অনামিকার মনে আমার জন্য একটু ভালোবাসা বানিয়ে দাও,
ও যেন আবার আমার ভালো বন্ধু হয়।
আমি ওকে ছাড়া থাকতে পারছিনা গো।
Sorry My Sweet Dear Friend Anamika,
ভূল হয়েছিল, ক্ষমা করে দে না রে😭😭😭,
আমার মন এত খারাপ যে বলবো।
আজ গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ছিলাম ঘুরতে একা একা,
ভাবলাম দিদিকে বলি,কিন্তু দিদি ব্যস্ত ছিল,
তখন আমার ওই বেস্ট ফ্রেন্ড কে বললাম।
ও কে সব বললাম।
বলছে তুই এখনও ওকে ধরেই আছিস।
আমি: আমি এক দুই দিন পর পর শুধু ওকেই দেখছি স্বপ্নে।
বলছে, সালা তুই এভাবে না বেঁচে মরে যা...
আমি: ঠিক রে মরেই যাবো ওকে এর বেশি মিস করছি কিভাবে বোঝাবো ওকে।
মাথাটা ফেটে যাচ্ছে এখন গো,
মাথায় খুব লাগছে গো 😭😭😭
একটু কথা বলোনা গো,
দেখবে তোমার জয়দীপ মরে যাবে অনামিকার জন্য একদিন 😭😭😭।
কি করবো বলো, একটা ভালো বন্ধু আসছে না,
না একটা মেয়ে আসছে না যাকে বিয়ে করে তোমাকে ভুলে যাই।
ঠাকুর আমার সাথে এখনও পরীক্ষা নিচ্ছে,
জানিনা কত দিন রাধা কৃষ্ণ ভগবান তার এই ছেলের চোখ ভিজিয়ে যাবে রোজ,
রোজ প্রার্থনা করি, তুমি ভালো থেকো,
বড় হও, আর তোমার হৃদয়ে আমার জন্য একটু ভালোবাসা জাগিয়ে দেক।
তুমি যেন মেসেজ করে জিজ্ঞেস করো,
কেমন আছো তুমি জয়দীপ।
আমরা সব ভুলে আবার ভালো বন্ধু হবো।
এবারে তুমি তোমার বিচ্ছু অনামিকা কে দেখবে যে তোমাকে খুব রাগাবে আর ভালোবাসবে।
ওগো আমার মিষ্টি বন্ধু অনামিকা,
ঠাকুর কবে তোমার কাছে আমার লেখা গুলো পৌঁছে দেবে গো😭😭😭,
কবে রাগ অভিমান ভুলে আবার ভালো বন্ধু হবে গো 😭😭😭।
I need you yaar 😭
তোমাকে খুব ভালোবাসি গো।
কি করে বোঝাবো কতটা তোমায় ভালোবাসি গো 😭😭😭।
ঠাকুর কিছু করনা,
আমি আমার অনামিকা কে ছাড়া বাঁচতে পারছিনা।
আমার এক একটা শ্বাস এর মধ্যে শুধু অনামিকা রয়েছে।
আজ বাড়িতে বৌদি চিকেন কাবাব বানিয়েছে,
কিন্তু যেন মন নেই কিছুতেই।
আজ একটু খেয়ে উঠে চলে গেলাম।
আমার ভালো লাগছিল না,
শুধু দুটো রুটি খেয়ে উঠে গেলাম,
যেখানে ৫-৬ টা রুটি খেয়ে ফেলি।
মন টা এত খারাপ যে কি বলবো আমি গো 😭😭😭।
আমার তোমাকে চায় গো,
আমি একটু ২ মিনিট তোমার সাথে কথা বলতাম গো।
Please 🥺 আমাকে বোঝ একটু।
হে প্রভু সব সমস্যার সমাধান করো,
আমার জিবনে হাসিটা ফিরিয়ে দাও ঠাকুর।

Comments
Post a Comment