Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
আজ ঘুম আসছিল না।
তোমাকে না ভেবে,
একটু কাজ করার চেষ্টা করছিলাম।
অনেক কাজ ছিল সেগুলো একের পর এক করলাম।
দুটো Domain Renewal করলাম,
Guest Posting এর জন্য কিছু Pru ভাই দের সাথে Consult করলাম।
নতুন একটা Site বানাবো,
তার জন্য Partnership এ কি কি করতে হবে,
কত জলদি $500 monthly আসে একটা Site থেকে ওসবের গল্প করলাম।
একটা US site যেটা কিনেছিলাম,
তার বাকি Half Payment করলাম।
বাবা মা কে বলেছে, গজু দোকানের মত Online Shop খুলেছে, যেগুলো কে website বলে,
ওখানে ও guitar 🎸 বিকছে আমেরিকান দের কে।
আমি বলি, হ্যাঁ মা, ওই Site টা থেকে Guitar 🎸 বিকছি ঘরে বসে, না আমেরিকা গিয়ে 😅😅😅।
দাদা বলছে, বাহ্ বাহ্!
রাতে ২:৪০ বাজছিল ঘুমোতে ঘুমোতে।
একটু ঘুমিয়ে আবার রাত্রি ৩:২০ তে ঘুম ভেঙে গেল।
আবার ফেসবুক খুললাম,
প্রথমে একবার তোমার প্রোফাইল খুললাম।
কিন্তু lock দেখে মন খারাপ হলো।
তার পর নিজের Facebook Timeline Feeds এ সিঙ্গেলদের বিবাহ অভিযান গ্রুপ এ কিছু পোস্ট দেখলাম,
তার মধ্যে Hushup বলে একটা অ্যাপ ওরা বানিয়েছে।
বলছে, নিজের মনের কথা মনের মানুষ কে বলে ফেল বিনা নিজের নাম দিয়ে।
আমিও লিখে ফেললাম আবার দুই পাতা:
আমার Cindrella 👨💻🌹🍫💝👩🎨, কিছু বলতে চাই কিন্তু মনের জমানো কথা বললে আবার যেন তোমার রাগটা জমে জমে অভিমানের পাহাড় না হয়ে আমার উপর আবার না বর্ষে যায়। তাই আর বলি না কিছুই তোমাকে।
শুধু নিজের ডাইরি ব্লগে নিজের মনের কথা গুলো রোজ লিখে চলি। জানি আর তো তুমি পড়তেও আসনা, দেড় বছর ধরে রোজ গল্প কবিতা পড়তে আসতে রোজ। দেড় বছর পর জানতে পারলাম সেটা। হ্যাঁ রোজ চোখের জলের সাথে অনেক কিছুই লিখে ফেলেছি। ভালো মন্দ সব কিছুই, কি করবো মাথা ঠিক না থাকলে যা হতো। কিন্তু সত্যি বলছি, তোমাকে কখনো ছোট করতে চাইনি। তোমাকে আমি মা সরস্বতীর আসনে বসিয়ে ছিলাম , তোমাকেও বলেছি, তুমি পুরো মা সরস্বতীর মত শুভ্র স্বচ্ছ পবিত্র মিষ্টি দেখতে মিষ্টি ব্যবহারের আমার প্রিয় বন্ধু Cindrella । তুমি শুনে হাসতে খুশি হতে। দুই বছর হতে এল, কিন্তু তোমার রাগ আর ভাঙাতে পারলাম না। তোমার সেই হাসিটা যেন এখনও সবার মধ্যে খুঁজে বেড়াই। কিন্তু পেলামনা খুঁজে, কারন তুমি তো একটাই। তোমার মত কোথায় পাবো আর বলো বন্ধু! সবাই বলে, "কি করে এত দিন ধরে মনে রেখেছিস? ভুলে যা, কত মেয়ে আসবে কত যাবে।" কিন্তু কি করবো বলো, ভালোবাসা কি এত সহজে ভোলা যায়। জানতাম ভালোবাসোনা, কিন্তু ভালো বন্ধু তো ছিলাম। একটা ভুল বোঝাবুঝির জন্য সব শেষ, একটা তো সুযোগ দিতে পারতে... জানি সেই ভুল ভাঙাতে গিয়ে, তোমার মনে একটু বন্ধুত্বের ভালোবাসা জাগাতে গিয়ে ১০০০ টা ভুল করেছি, তোমার মনে আঘাত করেছি তোমাকে হাসাতে গিয়ে। মানছি আমি ভুল করেছি, কি করবো বলো। অনেক কিছুই বলে ফেললাম। যদি পারো তো এই বন্ধুটার উপর রেগে থাকনা। পারতো সব ভুলে আবার ভালো বন্ধুর মত কথা বলো। তোমাকে খুব মিস করছি গো, জানিনা কবে তুমি কথা বলবে। কিন্তু বিশ্বাস যে রাধা কৃষ্ণ ভগবান এর ভালোবাসা আর আশীর্বাদে আমরা আবার ভালো বন্ধু হবো, তোমার ডান হাত হয়ে তোমার পাশে সারা জিবন একটা ভালো বন্ধু হয়ে থাকবো। ধন্যবাদ এডমিনদের কে এই সুন্দর অ্যাপটা বানানোর জন্য।
জানিনা Admin Team Approve করবে কি না!
জানিনা আবার তুমি দেখে, রেগে না যাও গো!
Sorry যদি কিছু ভূল লিখেছি তো।ক্ষমা করে দিও এই বন্ধুকে।


Comments
Post a Comment