Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
দিদা বলছে, Zee Bangla তে Mithai নাটকে মিঠাই এর মত তোর একটা বউ দরকার, তোমাকে পুরো মিঠাই এর মত লাগে ❤️, একদিন তোমার Tiktok Video এর সব ছবি গুলো এঁকে তোমাকে উপহার দেব
Good Morning My Sweet Dear Friend Anamika 🌄☕🌹🍫💝👩🎨 ❤️❤️❤️
পরশু দুই তিন ধরে মন খুব খারাপ ছিল,
শুধু তোমাকেই ভাবছিলাম,
সারা দিন ধরে যত ভাবছি, তত মিস করছি,
তত মন খারাপ করে বসে ছিলাম আমি।
দিদিকে পরশু রাতে বললাম,
দিদি পারছিনা রে ওকে ভুলতে আমি,
স্বপ্নতেও ওকে দেখছি এক দুই দিন পর পর।
দিদি বলছে, যদি তোকে এত বোঝাতে হয়, তাহলে তোর ভাগ্নি গুলোকে কি করে বুঝবো বলতো ভাই!
কি করবো বলো, ভুলতে যে পারিনা তোমাকে।
সারা দিন রাত শুধু তোমাকে দেখি।
দিনে ১০-২০ বার তোমার ফেসবুক একাউন্ট খুলে দেখি,
যদি কোন তোমার পোস্ট দেখতে পাই।
কিন্তু কি করবো তুমি তো Facebook Profile Lock 🔒 করে দিয়েছ।
এখন তোমার নাম লিখে facebook এ search করলে পোস্ট এর মধ্যে,
আমার পোস্ট দেখা যায়,
তার সাথে তোমার ছবি আঁকা অন্য অন্য গ্রুপে সেগুলো শুধু দেখতে পাই।
ওই আমার মিষ্টি বন্ধু অনামিকা,
Facebook Profile Unlock 🔓 করো না গো,
তোমাকে খুব দেখতে ইচ্ছে হচ্ছে।
কি করবো কলকাতা যেতেও পারলামনা।
ভালো অফিস পেলামনা খুঁজে।
একদিন গেছলাম, সেদিন ঘুরলাম।
ভেবেছিলাম, হয়ে যাবে ঠিক।
কিন্তু অফিস টা ভালো লাগলো না,
তাই ঘর চলে এলাম সেদিন।
খুব বড় অফিস টা ছিল,
ভেবেছিলাম এখানে হয়ে গেলে,
ব্যস মন দিয়ে কাজ করবো,
আর নিজের স্বপ্নকে জলদি পুরন করবো সব কিছু ভূলে।
কিন্তু ঠাকুর কিছু অন্য চাই,
জানিনা কেন সেদিন ৪-৫ টা Office Space দেখে,
আর থাকতে ইচ্ছে হলনা।
24/7 এরকম অফিস টা পেলামনা তো,
আর সেদিন কলকাতাতে নেট টাও চলছিলনা।
মোটামুটি ১০০ জনকে জিজ্ঞেস করে,
৫ টা অফিস খুঁজে সেখানে দেখে এলাম।
একটা ভালো লাগলো বাঙালিদের,
সবাই যেতে যেতেই চা কফি ☕ offer করলো,
আমিও ছাড়লাম না।
আমিও সব জায়গাতেই খেলাম 😋😅😅😅।
আমার Coffee ☕ টা খুব ভালো লেগেছিল।
ওই অনামিকা কবে তুমি আবার বন্ধুর মতো কথা বলবে গো।
কতদিন এরকম লিখেই চলবো গো।
ঠাকুর কবে আবার তোমার কাছে,
আমার লেখা পৌঁছে দেবেগো।
I love you Anamika,
তোমাকে খুব মিস করছি গো।
প্রভু দয়াময় গোবিন্দ তোমার এই ছেলের জিবনে একটু হাসি ফুটিয়ে দাও,
ওর মনের মানুষ কে ফিরিয়ে দাও।
ওর মনের মানুষ এর হৃদয়ে রাগ অভিমান দূর করে,
একটু ভালোবাসা দয়া মমতা জাগিয়ে দাও আমার জন্য।
দিদি বলছে, যতদিন না তুই এই সব লেখা ছাড়বি,
তুই কোন দিন ওকে ভুলতে পারবি না।
আমি বলি, কি করবো, কেউ নেই যে,
কাকে মনের কথা গুলো রোজ বলবো।
কে শুনবে কে বুঝবে গো।
বাড়িতে মা এর মা মানে দিদা এসেছে,
সব সময় কোন কিছুতেই বিয়ের কথাই বলে,
সেদিন একটা নাটক Zee Bangla তে হচ্ছিল,
সেটাতে Mithai মিঠাই নাটক টাই,
ওই মেয়েটা যার নাম মিঠাই,
বলছে তার মত ঠিক একটা বউ গজুদাদার করতে হবে।
ওর মতই চাই একটা বউ গজু দাদার জন্য।
দিদি(আমি দিদাকে দিদি বলি) বলছে,
এরকম হলেই গজুদাদার সব ঠিক হবে।
আমারও ভালো লাগে ওই মেয়ে মিঠাই কে,
সেও যেন পুরো তোমার মত মিষ্টি দেখতে।
কখনো কখনো তোমাকে দেখি ওর মধ্যে।
ওই আমার মিষ্টি বন্ধু আবার রেগে যাওনা গো,
কি করবো একা না আমি।
কোন ভালো বন্ধু ও পাচ্ছিনা জিবনে।
আবার খাবার ভালো লাগেনি,
তো দিদি আবার বলছে,
গজুদাদার বউ খুব ভালো রান্না করে খাওয়াবে।
মা বলছে, কোথাও আর হচ্ছে।
কোন মেয়ে পাওয়া যাচ্ছে না।
দিদি বলছে, পেপারে দিয়ে দাও,
মা বলছে, ওগুলো আমাদের কাজ না,
ঘরের বেটাছিলা দের কাজ।
আমি তো বলো নিজের পেপার এ ads দিতে পারবনা না বিয়ের জন্য পাত্রী চাই বলে 😅😅😅।
ওগুলো বাবা দাদা করলে ঠিক হতো।
আমি তো অনলাইন দেখি।
কিন্তু পেলামই না একটাও আমার অনামিকার মত মিষ্টি দেখতে মিষ্টি ব্যবহারের।
কাল তোমার ভিডিওতে একটা প্রশংসার কমেন্ট করলাম,
তুমি Thank you আর love React ❤️ করলে,
আমি ওটাতেই খুশি বন্ধু আমার।
তোমাকে সব সময় খুশিতেই দেখতে চাই গো।
কিন্তু তুমি বুঝনা আমায়।
আজকেও করলাম,
তোমার ভিডিওতে ভালো করে তোমার প্রশংসা করে নিজের মন ভালো রাখা আমি।
কাল সকাল থেকে একটু party songs শুনছিলাম,
জানি ওই গান শুনলে Mind divert করা যায় এই মন খারাপ থেকে।
তাই করলাম, কাল সারা বিকেল,
সারা রাত ৩:৩০ পর্যন্ত কাজ করলাম।
কত কাজ বাকি আছে।
এখনও Clients দের কাছ থেকে Payment নেওয়া হয় নি।
ওই অনামিকা এখনও Depression থেকে বেরোতেই পারছিনা গো।
তুমি একটু আবার ভালো বন্ধুর মতো কথা বলতে তো,
সব ঠিক করে ফেলতাম।
কি করবো তোমাকে ছাড়া কিছুই ভালো লাগে না আমার এখন আর।
ওই আমার অনামিকা নতুন প্রোফাইল পিক লাগাও না।
তোমার একটা মিষ্টি হাসির সাথে কিউট ছবি দেখতাম একটু।
আমি ওটাতেই খুশি থাকি একটু গো।
আমাকে ক্ষমা করে দাও আমার জীবনের সবচেয়ে সুন্দরী মিষ্টি কিউট বন্ধু আমার অনামিকা,
আমি তোমাকে খুব ভালোবাসি,
খুব মিস করছি গো।
ফিরে এসো আমার জিবনে একটু ভালোবাসা দাও,
একটা ভালো বন্ধু হয়েই থাকবো সারা জিবন তোমার পাশে তোমার ডান হাত হয়ে।
আমার US Site টা কে Deccan Chronicle আর Asian age এ Guest Post করালাম,
দেখি ঠাকুরের কৃপায় যদি per month $100-10000 পৌঁছাতে পারি এবারে।
একটু খরচা করেই দেখি,
যদি এবারে কিছু ভালো হয় তো।
ওই অনামিকা ঠাকুরকে বলো না,
আমার জিবনে তোমার মত মিষ্টি দেখতে মিষ্টি ব্যবহারের একটা মেয়ে বউ হিসাবে এসে একটু ভালোবাসা দিয়ে যায়,
যেটা তুমি পারবেনা দিতে গো।
ওই অনামিকা তোমার ছবি আঁকবো ভাবছি,
অনেক দিন কিছু আঁকিনি গো।
তোমার ছবি আঁকবো ভাবছি।
যেমন Tum Mile তে Imran Hashmi ছবি এঁকেছিল তার gf/wife Soha Ali Khan এর জন্য,
তেমনি আমিও আঁকবো My Love/Life/Best Friend Anamika এর জন্য এবারে।
তুমি আমার চোখে মুখে রয়েছ,
এখনও যেন বলছ তুমি,
আমার নতুন ছবি কোথায় পাবে তুমি।
আমি বলি, তোমার মিষ্টি হাসি টা মনে করে এঁকে ফেলবো গো।
তোমার Tiktok এর সব ভিডিও গুলো,
মনে ভাসতে থাকে আমার।
আমি একদিন সব ছবি গুলো এঁকে,
তোমাকে উপহার দেব একদিন বন্ধু আমার অনামিকা ❤️❤️❤️।
মাথায় লাগছে তোমার মত আমার,
আর লিখছিনা পরে লিখবো আবার।
ভালো থেকো খুশিতে থেকো,
তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে।
তুমি খুব বড় আর্টিস্ট হও একদিন।
আমি যেন একদিন বুক ফুলে বলতে পারি,
এই অনামিকা আমার বেস্ট ফ্রেন্ড ছিল একদিন আমার,
যার সাথে একটা Misunderstanding এ সব শেষ করে নিজে দুই বছর ধরে,
চোখের জল রোজ ফেলে নিজেকে শাস্তি দিয়েছি।

Comments
Post a Comment