Quick and Easy Bottle Art video টা খুব সুন্দর, হাতের আলতা মেহদী টা তে তোমায় খুব সুন্দর লাগছে গো 🥰🤗😍| Corona Cases Experience | Aamar Cindrella
প্রচুর লেখার আছে,
অনেক কিছু তোমাকে বলতে চাই।
কিন্তু লিখতে সময় পাই না।
ভূল ভাল কাজ এ সময় শেষ করে ফেলেছি।
কাল থেকে সকালে উঠে অফিস যেতেই হবে,
অনেক হলো, আর না!
তোমাকে বলেছি,
এই বৈশাখ মাসে ৩ লাখ টাকা কামিয়ে দেখাবো কোন করে।
করতে হবে সে জন্য প্রচুর কাজ আমাকে।
সবার কাছ থেকে টাকা গুলো নিতে হবে।
আজ সেই ঘুমোতে যাবো,
YouTube টা খুললাম তো হাল্কা কিছু একটা দেখতে পেলাম,
তার পর আবার বন্ধ করে দিলাম।
মনে হলো যেন,
এটা আমার অনামিকার ভিডিও হবে।
আবার খুলে দেখি,
হ্যাঁ ওটা আমার অনামিকার ভিডিও 🥰।
খুলে দেখি Quick and Easy Bottle Art video টা,
দেখি কি সুন্দর ভাবে তুমি বোতল টা তে রঙ দিয়ে তার উপর নকশা করেছ❤️❤️❤️।
খুব সুন্দর গো খুব সুন্দর অনামিকা।
ওই তার সাথে তোমার হাতের আলতা টা কি সুন্দর লাগছে 🥰🥰🥰।
কি সুন্দর হাতের তালুতে ছবি এঁকেছ।
আমি তো তোমার হাত গুলোই দেখছিলাম গো 😘😘😘।
তোমাকে কত দিন দেখিনি গো,
আজ ঠাকুর স্বপ্নে আমার Cinderella Anamika 👩🎨 কে নিয়ে এসো কেমন 🤭😋🥰,
ওকে স্বপ্নে দেখেই অনামিকার বন্ধু জয়দীপ একটু খুশি পাক 😋🥰।
ওই আমার Cinderella Anamika 👩🎨,
তুমি ব্যাঙ্গালোরে থাকবে কি?
বাড়ি চলে যেতে পারতে না!
কত কেস বাড়ছে, কি বলবো গো।
প্রতিদিন ৩ লাখ এর বেশি corona case হচ্ছে গো।
আমার খুব চিন্তা লাগে,
একাই ওখানে আছো।
তোমার ঐ bf টা ও কি ওখানেই আছে কি গো?
তোমরা দুজনে বাড়ি চলে যাও গো।
এখন বেঁচে থাকা দায় যেন।
এমন অবস্থা হচ্ছে যে কি বলবো।
আমি একটা দাদা cum Guru র সাথে এই একটু আগে ১২ টা বাজবে মনে হয় তখন,
WhatsApp Message এ গল্প করছিলাম।
জানতে পারলাম কি ওই দাদা টা Hosptal এ Admitted.
Corona তে Attacked দাদা আমার।
খুব খারাপ লাগলো শুনে,
কিন্তু কি করবো।
ওই দাদা টা মুম্বাই তে থাকে।
বলছে যে,
Corona
Pneumonia
Breathing issues
বলছে,
Remdesivir injections lagenge,
Lungs 50% damage 🥲😪😪
বলছে,
৫-৬ দিন লাগবে আরও ঠিক হতে।
হে ভগবান সবাই কে আমাদের ভালো রেখো।
Corona এই পৃথিবী থেকে দূর করো।
আমাদের সবাইকে ভালো রেখো,
সুস্থ্য রেখো ঠাকুর।
আমার অনামিকা কেও ভালো রেখো ঠাকুর।
ওই অনামিকা কোন নতুন ছবি লাগাও না গো,
কতদিন তোমাকে দেখিনি গো আমার অনামিকা।
এই দেখো তোমার মতই এই Anamika Adak এর সাথে গল্প করছি।
জানি তোমাকে তো খুঁজে পেলাম না ওর মধ্যেও।
তাও ওর সাথে একটু আধটু হাসি মজাক করতে থাকি রোজ এখন।
ওর ও যেন ভালো লাগে আমার সাথে কথা বলতে,
ওই অনামিকা তোমার সাথেও আগে,
এভাবেই স্টিকার নিয়ে খেলা হতো না 😉
মনে আছে গো 😁😁😁।
তুমি ভাববে আমি মিথ্যা বলছি,
১০ টা অনামিকা নামে বন্ধু নেই ফেসবুক এ,
তাই দেখো দুটো Facebook Conversation,
তাহলে তো বুঝতে পারবে তো গো 😁
আবার রেগে যাওনা,
তুমি তো শুধু রেগেই যাও আমার উপর শুধু।
কত মানানোর চেষ্টা করলাম,
কিন্তু আর তুমি একটাও কথা শুনলেনা।
ওই অনামিকা ৩ টে বেজে ৬ এখন,
কিন্তু চোখে যেন ঘুম নেই।
ইচ্ছে করছে তোমাকে মেসেজ করে বলি,
হলো তো বাবা দুটো বছর।
কত অভিমান করবে আমার উপর গো তুমি।
এবার তো অভিমান ভুলে,
বন্ধুত্বের ভালোবাসার হাত টা বাড়িয়ে দাও গো মিষ্টি বন্ধু আমার অনামিকা ❤️,
আমি কথা দিচ্ছি সারা জিবন তোমার মুখে মিষ্টি হাসি বানিয়ে রাখবো,
তোমার ডান হাত হয়েই থাকবো সারা জিবন বন্ধু আমার ❤️❤️❤️
Google এ এখনও তোমার নাম খুঁজলে,
Google Image Search এ তোমার ছবির সাথে,
আমার এই পোস্ট টা কেন চলে আসে গো,
জানিনা আমি সত্যি জানিনা।
"আজ সপ্তমী কিন্তু আজও তোমার পথের পানে চাহিয়া রয়েছি বন্ধু,ফিরে এসো"
ওই আমার অনামিকা ফিরে এসো বন্ধু আমার।
ঠাকুর কিছু নতুন আমার Cindrella Anamika এর ছবি দেখাও না গো,
ওর মিষ্টি মুখ টা অনেক দিন দেখিনি গো ঠাকুর।
ওকে দেখেই মন শান্ত রাখতে পারি আমি।
প্লিজ দেখাও কোন নতুন ছবি ওর।
How to see pics in Facebook Locked Profile
এটা জানতে পারলে ওকে দেখতে পেতাম।



Comments
Post a Comment