Skip to main content

Aamar Cindrella🌹🍫💝💐 Aamar Anamika Romantic Photos 2025

 Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025    

Today my time is not good, আজ $14 এলো তো চার বছরের মধ্যে $14,000,00 বানিয়ে দেখাবো

 

Today my time is not good

 
মন খারাপের মধ্যে একটা ছোট্ট খুশির ছোঁয়া 🥰,
আমেরিকার site গুলো থেকে কিছুই earning হচ্ছিলনা অনেক দিন ধরে।
তাই দেখাই ছেড়ে দিয়েছি, একটাও Sale হয়েছে কি না!
কাল দেখলাম, 4 sales in Amazon 🥰,
আজ আবার ভালো করে দেখলাম,
দেখি 6 sales in Amazon আমার ৪ টা সাইটের মধ্যে।
ভালো লাগলো দেখে মনে একটা খুশি এলো।
জানি বেশি earning হয়নি , মাত্র  $12 এর।
আমি কিন্তু এটাতেই খুশি।
তুমি ভাববে ৭৫০-৮০০ টাকাতে এত খুশির কি আছে।
আমার কাছে এটাই খুশির কারন একটা।

যেখানে তোমাকে ভেবে মন খারাপ করে বসে আছি,
কিছু ভালো লাগছেনা তোমাকে ছাড়া।
তোমার Facebook Profile Lock 🔒 এর জন্য কিছুই আর দেখতে পারছিনা।
সেখানে একটা নতুন source থেকে earning শুরু।
এটাই আমার কাছে বড় কথা।

জানতাম আজ সময় খারাপ,
তাই কিছুই ভালো হচ্ছেনা।
না তুমি বুঝছ, না টাকা আসছে।
আজ মনে হয় সময় ভালো হওয়ায় একটা আভাস যেন।

আমাদের WhatsApp Family Group এ মেসেজ করলাম,
ঘরে বসেই আমেরিকানদেরকে জিনিস বিক্রি করে ফেললাম ,
কিছু দিন আগে থেকে ইন্ডিয়ান দের কাছে জিনিস বিক্রি করা শুরু হয়ে ছিল,
আজ আমেরিকানদেরকেও অনলাইন দোকান(ওয়েবসাইট) বানিয়ে জিনিস বিক্রি করে ফেললাম।
এটা তো ব্যস শুরু, এরকম ১০০০০০ দোকান বানানোর আছে ৪ বছরের মধ্যে।
তাহলে বিনা কিছু করেও টাকা আসতে থাকবে 😅😅😅

দিদি বলছে, বললে হবে না করে দেখা আর ২০২৪এর জন্যে না Wait করে যত জলদি হবে সেইটা দেখ ......শুভ কামনা রইলো

দাদা বলছে, "দারুন দারুণ
ফাটিয়ে দে
তুই পারবি , আমি জানি
2024 হোক আর 26 হোক তুই পারবি।
মানুষ চেষ্টা করলে কিনা পারে মানুষেই তো চাঁদ থেকে ঘুরে আসছে বল!
👏👏👏👏👏👏
আমি: 😇😇😇

ভালো লাগলো এভাবে উৎসাহ পেলে 🥰।
আজ $14 এলো তো চার বছরের মধ্যে $14,000,00 বানিয়ে দেখাবো।
প্রচুর কাজ করার আছে,
দেখি যদি সব ঠিক তো,
বাইরে গিয়ে কাজে মনযোগ দিয়ে
দিন কে রাত আর রাত কে দিন বানিয়ে,
সব স্বপ্নকে সফল করে দেখাবো গো।
তার সাথে শুধু একটু তোমার সাথে কথা হতো তো,
আরও মন ভালো থাকতো।

জানিনা রাধা কৃষ্ণ ভগবান কবে তোমার মনে আমার জন্য একটু,
বন্ধুত্বের ভালোবাসা বানিয়ে দেবে,
আর আবার আমরা ভালো বন্ধু হয়ে যাবো।
আমার বিশ্বাস একদিন তুমি আমাকে বুঝবে,
আর আমার মত তুমিও আমাকে ভালোবাসবে।
আমি অপেক্ষা করব সেই দিনটার জন্য 😇

Comments

Popular posts from this blog

আমার অজানা অচেনা মিষ্টি Cyndrella

Munna Bhai MBBS এ Bapu Mahatma Gandhi র মত, যেন আমি তোমাকে দেখতে পাই চোখ বন্ধ করলেই 🥰😊🤗 | AamarCindrella 🌹🍫💝 | The untold story

Munna Bhai MBBS এ Bapu Mahatma Gandhi র মত, যেন আমি তোমাকে দেখতে পাই চোখ বন্ধ করলেই 🥰😊🤗 | AamarCindrella 🌹🍫💝 | The untold story সুপ্রভাত আমার মিষ্টি কষ্ট সহিষ্ণু পৃথিবীর সবচেয়ে সুন্দরী বন্ধু, আমার জীবনের Cindrella 💖, আমার সরস্বতী দেবী, আমার Shirley Setia Melody Queen ❤️🤗, আমার Bangalore Best Art Teacher, আমার স্বপ্নের রাজ্যের স্বপ্নের পরী, তুমি ভালো থেকো, খুশিতে থেকো সারাদিন। তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে, তুমি খুব বড় হও, রাধা কৃষ্ণের ভালোবাসা আর আশীর্বাদে আমরা আবার যেন ভালো বন্ধু হই 😊🥰। 🌄☕🍪🍰🥯🥣🥪🍳🥻🧃🍱🍚🍛🐣🐥🍗🍗🍗🐟👗💍⌚☂️🎧🍹🍿🍩🍪🍮🍭🍭🍭🍬🍬🍬🍫🍫🍫🍨🍧🍦🍡🏘️🚖🚘🏍️🚲🚴‍♀️💸💸💸💷💶💵💴💳💲💹💱💰🏧💌🌹💐💐💐🍲🌭🌯🍜🍝🍟🍕🍕🍕👩‍❤️‍👨👘💃👠👛👜👝💝🥰🥰🥰😊😊😊❤️ অনেক দিন পর এভাবে লিখলাম, এটা লিখলে মুখে একটা হাল্কা হাসি এসে যায়, মনে হয় আমি তোমাকে সত্যি কারের এভাবে দিয়েছি, আর তুমি বলছো, বাব্বা এতো কিছু, এতো ভালোবাসো আমায় তুমি, আমি বলি, আমার জীবনের চাইতে বেশি তোমাকে ভালোবাসি গো। তুমি আমার কথা শুনে মুচকি মুচকি হাসছো। জানিনা আবার কবে দেখা হবে, যেমন Mun...