Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
আমেরিকার site গুলো থেকে কিছুই earning হচ্ছিলনা অনেক দিন ধরে।
তাই দেখাই ছেড়ে দিয়েছি, একটাও Sale হয়েছে কি না!
কাল দেখলাম, 4 sales in Amazon 🥰,
আজ আবার ভালো করে দেখলাম,
দেখি 6 sales in Amazon আমার ৪ টা সাইটের মধ্যে।
ভালো লাগলো দেখে মনে একটা খুশি এলো।
জানি বেশি earning হয়নি , মাত্র $12 এর।
আমি কিন্তু এটাতেই খুশি।
তুমি ভাববে ৭৫০-৮০০ টাকাতে এত খুশির কি আছে।
আমার কাছে এটাই খুশির কারন একটা।
যেখানে তোমাকে ভেবে মন খারাপ করে বসে আছি,
কিছু ভালো লাগছেনা তোমাকে ছাড়া।
তোমার Facebook Profile Lock 🔒 এর জন্য কিছুই আর দেখতে পারছিনা।
সেখানে একটা নতুন source থেকে earning শুরু।
এটাই আমার কাছে বড় কথা।
জানতাম আজ সময় খারাপ,
তাই কিছুই ভালো হচ্ছেনা।
না তুমি বুঝছ, না টাকা আসছে।
আজ মনে হয় সময় ভালো হওয়ায় একটা আভাস যেন।
আমাদের WhatsApp Family Group এ মেসেজ করলাম,
ঘরে বসেই আমেরিকানদেরকে জিনিস বিক্রি করে ফেললাম ,
কিছু দিন আগে থেকে ইন্ডিয়ান দের কাছে জিনিস বিক্রি করা শুরু হয়ে ছিল,
আজ আমেরিকানদেরকেও অনলাইন দোকান(ওয়েবসাইট) বানিয়ে জিনিস বিক্রি করে ফেললাম।
এটা তো ব্যস শুরু, এরকম ১০০০০০ দোকান বানানোর আছে ৪ বছরের মধ্যে।
তাহলে বিনা কিছু করেও টাকা আসতে থাকবে 😅😅😅
দিদি বলছে, বললে হবে না করে দেখা আর ২০২৪এর জন্যে না Wait করে যত জলদি হবে সেইটা দেখ ......শুভ কামনা রইলো
দাদা বলছে, "দারুন দারুণ
ফাটিয়ে দে
তুই পারবি , আমি জানি
2024 হোক আর 26 হোক তুই পারবি।
মানুষ চেষ্টা করলে কিনা পারে মানুষেই তো চাঁদ থেকে ঘুরে আসছে বল!
👏👏👏👏👏👏
আমি: 😇😇😇
ভালো লাগলো এভাবে উৎসাহ পেলে 🥰।
আজ $14 এলো তো চার বছরের মধ্যে $14,000,00 বানিয়ে দেখাবো।
প্রচুর কাজ করার আছে,
দেখি যদি সব ঠিক তো,
বাইরে গিয়ে কাজে মনযোগ দিয়ে
দিন কে রাত আর রাত কে দিন বানিয়ে,
সব স্বপ্নকে সফল করে দেখাবো গো।
তার সাথে শুধু একটু তোমার সাথে কথা হতো তো,
আরও মন ভালো থাকতো।
জানিনা রাধা কৃষ্ণ ভগবান কবে তোমার মনে আমার জন্য একটু,
বন্ধুত্বের ভালোবাসা বানিয়ে দেবে,
আর আবার আমরা ভালো বন্ধু হয়ে যাবো।
আমার বিশ্বাস একদিন তুমি আমাকে বুঝবে,
আর আমার মত তুমিও আমাকে ভালোবাসবে।
আমি অপেক্ষা করব সেই দিনটার জন্য 😇

Comments
Post a Comment