Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
শুভ নববর্ষ(Happy Bengali New Year 1428) এর প্রীতি ও শুভেচ্ছা😊, এই নতুন বছরটা খুব ভালো যাক ❤️। হাসিতে খুশিতে থাক যেন ☺️🤗😍
শুভ নববর্ষ সুপ্রভাত আমার মিষ্টি বন্ধু,
নতুন বছরটা খুব ভালো যায় তোমার,
নতুন দিনটা হাসিতে খুশিতে কাটাও।
🌄☕🌹🍫💝😊😊😊
রাধা কৃষ্ণ ভগবান এর ভালোবাসা আর আশীর্বাদে,
আমরা যেন আবার ভালো বন্ধু হই একদিন।
ঠাকুর তোমার মন থেকে রাগ অভিমান দূর করে,
আমার জন্য একটু,
বন্ধুত্বের ভালোবাসা ভরে দেয় তোমার হৃদয়ে।
রাগ অভিমান করে কখনো কেউ ভালো থাকেনা।
তাই তুমিও আর রেগে থাকনা।
বন্ধুত্বের হাত টা এগিয়ে দাও,
কথা দিচ্ছি কোন দিনও তোমাকে কষ্ট দেবনা গো,
তোমার মুখের মিষ্টি হাসি সারা দিন বানিয়ে রাখবো।
তোমার সব স্বপ্ন পুরন করতে তোমার পাশে তোমার ডান হাত হয়ে থাকবো।

Comments
Post a Comment