Skip to main content

Posts

Showing posts from March, 2021

Aamar Cindrella🌹🍫💝💐 Aamar Anamika Romantic Photos 2025

 Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025    

শরীর খারাপ কিন্তু স্বপ্নে তোমার কাছে সবজিওয়ালা হয়ে তুমি আমাকে ভালোবাসা দিয়ে শরীর সুস্থ্য করে গেলে | Aamar Cindrella | A Romantic Love Story

 Good Morning My Sweet Dear Friend Anamika 🌄☕🌹🍫💝 Be Happy and Keep Smiling Always 😊😊😊 কাল সারা রাত ঘুমোতে পারিনি, খুব পেট ব্যথা অম্বল, মাথাটা ঘুরছে এখন, কিন্তু না লিখে থাকতে পারছিলাম না। ওই জানো গো আজ সকালে খুব পেট ব্যথা করছিল, ঘুম থেকে দেখি আমার Cinderella কে, দেখি তোমার একটা মিষ্টি মুখের ছবি🥰, খুব সুন্দর মিষ্টি লাগছিল প্রোফাইল পিক এর চাইতেও বেশি মিষ্টি। কিন্তু ওটা save করতে পারছিলাম না। তখন গুগল করলাম, কিন্তু তাতেও হলনা। স্ক্রীনশট ও নেওয়া যাচ্ছিল না। তখন তাও কোন করে একটা উপায় লাগিয়ে Screenshot নিলাম 🥰। যদি তুমি ওটা প্রোফাইল পিক বানাতে, তোমাকে আরও মিষ্টি লাগতো। Thank you Anamika এত সুন্দর ছবিটা লাগিয়ে ছিলে। তার পর না আগে একটা mail পেলাম, তুমি Thank you আর একটা Love Rection comment এ দিয়েছ ❤️, মন খুব খুশি, দেখি আমার সারা রাতের পেট ব্যথা যেন চলে গেল। You are the medicine of my happiness sweetheart 😘🥰. কিছু ক্ষন ভালো ছিলাম, নিচে গেলাম তো আবার পেট ব্যথা হলো, শুয়ে পড়লাম নিচেই। ১১টা তে দেখি তোমাকে আবার স্বপ্নে 😘, দেখি আমি যেন সবজি ওয়ালা হয়ে তোমার কাছে এসেছি সবজি বিক...

Happy Holi My Sweet Dear Friend Cinderella Anamika 🌹🍫💝🥳🎉

Happy Holi আমার মিষ্টি বন্ধু👧, ভেবেছিলাম একদিন তোমার গালে রঙ লাগাবো😊, কিন্তু মনে হয় এবারও তোমার ছবিতেই রঙ লাগিয়ে ভাববো 🖼️👩‍🎨, তোমার গোল গোল গাল দুটোতে লাগাচ্ছি 🤗🥰❤️ আজ হলি, তোমাকে wish না করে কি, আমি থাকতে পারবো ভালো গো! তাই একটা youtube video আর একটা Comment এ প্রশংসার মধ্যে, Happy Holi Wish করলাম। যেটা তুমি বুঝতেই পারবেনা 🥰😅😅😅। ওগো তোমাকে খুব মিস করছি গো। কবে তোমার সাথে আবার একটা ভালো বন্ধুর মত কথা হবে গো? আজ এখন রাত ২ তো ৪৮ বাজছে, একটা Fiest ছিল আজ,ওখানে খাবারটায় খুব বেশি মসলা দেওয়া ছিল, মসলা মানেই খেতে মজা, কিন্তু পাই একটা বড় সাজা। খুব অম্বল হয়ে গেল, ঘুমোতে ও পারছিনা, Facebook Search Bar এ তোমার নাম টায় দেখছি ছবি চেঞ্জ, খুলে দেখি Facebook Profile Change, দেখছি একঘন্টা আগে তুমি একটা ছবি দিয়েছ, হরে কৃষ্ণ 🙏 লিখে প্রোফাইল পিক সেট করেছ। মাথায় জয় নিতাই এর মত টিকা লাগিয়েছ, আর দেখছে কিন্তু পুরো রেগে রেগে। সবাই বলতে পারো ভালো, আমার এটা ভাল লাগলো না গো। মনে আছে রাধা মীরার মত সেজে, মুখে মিষ্টি হাসির সাথে Tiktok ভিডিও বানিয়েছিলে, ওগুলো খুব সুন্দর ছিল। আমি তোমার মুখে একট...

Happy Birthday to Me 🎂🎈🎉🥳🍫💝, চোখ বন্ধ করে দেখি তুমি করলে আমাকে ভালবাসার Birthday Wish 🥳🥰😘

 

তুমি যদি স্বপ্নে না আসো তো যেন ঘুমই যেন হয়না | মা বলছে, তোর কি হয়েছে, আগে তুই এরকম ছিলিস না তো | Aamar Cindrella 👨‍💻🌹🍫💝👩‍🎨

  Good Morning My Sweet Dear Friend Anamika 🌄☕🍪🥞🥐🍳🍭🍭🍭🍬🍩🍨🍧🌹🍫💝🤗🤗🤗 Be Happy and Keep Smiling Always 😊😊😊 তোমাকে তো ডিরেক্ট বলতে পারছিনা, ওই আমার একটা সুইট ফ্রেন্ড আছে, ওকে এভাবে রোজ বলি, ওকে বলে ভাবি তোমাকে বলছি। জানি ও খুব studious girl, আজ তো মেসেজ টাও দেখেনি এখনও। BDO হবে যে সে, তাই খুব পড়াশুনা করে। খুব ভালো মেয়ে সে। আমাদের রোজ কথা হয় কি জানো, সে রোজ একটা কথাই বলে, কেমন আছো, কি করছ ব্যস আর কিছু না... এর reply করলে তার আর রিপ্লাই তখন পাইনা 😅😅😅। এরকমই সে তাও ভালো লাগে কথা বলতে ওর সাথে। এই কিছু দিন রোজ সকালে ঘুম ভেঙে যায়, কিন্তু বিছানা থেকে উঠে যেতে পারিনা বাইরে। আজকেও হলো, তার পর আবার ঘুমিয়ে পড়লাম, তারপর দেখলাম তোমাকে। Sorry ভুলে যাচ্ছি, আজকেও সারা রাত তোমাকেই দেখলাম। সামনে বসে তোমার সাথে বসে, কিসের হিসাব নিকাশ করছিলাম😅😅😅। ভুলে গেছি, সকালে লিখলে মনে থাকতো। তার পর আরেকটা দেখলাম। দেখি তোমার ১০ টা মিষ্টি মিষ্টি ছবি তোমার Facebook Story তে, দেখছি তুমি কোথাও আবার আগের মত ভিডিও বানাচ্ছ, যেমন tiktok এ বানাতে। ID টা কিন্তু শুধু অনামিকা ছিলনা, অন্য কিছু ছিল, নে...

দিদি বলছে যদি আর কোন পোস্ট দেখতে পাই তো কখনো তোর সাথে কথা বলবনা, sorry দিদি পারলামনা রে 😭😭😭, Digital Detox নিতে পারলামনা, অভিশপ্ত ডাইরি তে না লিখে থাকতে পারছিনা

  দিদি বলছে, আর যদি লিখিস না, কোথাও কোন পোস্ট দেখতে পাই না, আর কোন দিনও কথা বলবনা তোর সাথে। তাও লিখেই চলছি, জানি লেখা মানে বুকের জমানো ব্যথা, কোথাও প্রকাশ করে নিজের মন কে হাল্কা করা। কি করবো বলো গো আমার অনামিকা, আমি তোমাকে ভুলে কি করে থাকতে পারি! দিদি বলছে, একদিনে ওর নাম টা কত বড় খুঁজিস, ৫০ বার তো হবেই না! কি বলবো বলো তুমি গো। তোমাকে প্রতি সেকেন্ডে মনে করি। যখনই মোবাইল খুলি, তোমার নাম টাই খুঁজি। ভাবি যদি আরও কোন কিছু যদি দেখতে পাই। এখন তো দুজনের নামের সাথে সব জায়গাতে খুঁজি, "জয়দীপ অনামিকা" double code এ খুঁজলে, আমার এই অভিশপ্ত ডাইরি পাবে খুঁজে সবাই। Sorry তোমার নাম টা লিখছি। তোমার নাম না লিখলে,মন ভালো লাগে না গো! দিদি কে বলছি, সত্যি রে কখনো চাইনি, আমি এসবে পড়ি। আধঘন্টা ধরে পরশু দিদি আমাকে বকেছে ফোন 📱 📞 এ। দিদি বলছে, তোরা কত বার দেখা করেছিস বল না, কতদিনের সম্পর্ক ছিল তোদের মধ্যে। আমি বলি, শুধু একবার দেখা হয়েছিল, আর ৫ মাসের বন্ধুত্ব ২৫ মার্চ ২০১৯ থেকে ২০ আগস্ট ২০১৯, তার মধ্যেও কথা কাটাকাটি শুধু ওই বাঙালি বন্ধুটার জন্য। অকারণে আমার হাসিটাকে ওই বাঙালি ছেলে বন্ধুটা, ছিনিয়ে...

Going to take Digital Detox, Can I stop myself seeing your Facebook and other social media accounts my sweet dear friend Anamika?

  Digital Detox নেবো ভাবছি, দিদিকে বললাম সব ছেড়ে দেব। মোবাইল ফেসবুক কোন কিছুই দেখবনা। কিন্তু একদিন ও পারলামনা, তোমাকে না দেখে থাকতে। দিদি বলছে, দিনে কতবার ওর Facebook Account টা খুলিস বলতো, ১০০ বার তো হবেই! আমি বলি ওই কিছু বার খুলে দেখি। যখনই মোবাইলের সামনে আসি এক বার এক বার খুলে দেখি, কোন কিছু দেখতে পাচ্ছি কি না! Facebook Google Linkedin Uncle সবে খুঁজি, চেষ্টা করি Tiktok এ দেখতে আবার। কিন্তু Tiktok তো Modi জি Banned 🚫 করে দিয়েছে India তে, তো কোন করেই পারছিনা খুলতে। দুটো দুটো Tiktok App , ekta Tiktok App , আরেকটা Tiktok Parallel App রাখাই আছে। সবাই বলে, এগুলো কেন আছে এখনও। আমি বলি, দরকার আছে আমার। কি বলবো বলো, 100-150 Tiktok Account Lock Login information রয়েছে। কি না করলাম তোমার মনে একটু ভালোবাসা জাগাতে বন্ধু আমার অনামিকা, কিন্তু রাধা কৃষ্ণ ভগবান যেন তার এই ছেলেকে শুধু কষ্ট দিতেই জানে দুই বছর ধরে, দুই বছর ধরে রাধা কৃষ্ণ ভগবান তার ছেলের চোখ ভিজিয়ে চলল, তাও যেন একটু দয়া করলনা। একটা ছেলে একটা মেয়ের শুধু বন্ধুত্বের ভালোবাসা টা চাই, সেটাও যেন সে পায়না শুধু একটু তার অভিমান, সম্...

দেখলাম কাগজ ফুলের মিষ্টি সুন্দরী অনামিকা, শুধু Facebook Account Deactivate Reactivate করো তুমি 😅😅😅 | Aamar Cindrella

যত দিন যাচ্ছে তোমাকে তত বেশি মনে করছি, তোমার ছবি আঁকা দেখে মন তো ভালো থাকছে, কিন্তু একটু পরেই মন খারাপ হয়ে যাচ্ছে। গত তিন দিন ধরে ঘুম টা পুরো চলে গেছে। মাথাটা পুরো ব্যথা করছিল, কাকে বলবো আমার এই মনের কথা! তিন দিন ধরে কাউকে কিছু বলতে পারিনি, আজ দিদিকে বললাম, কি করবো রে কিভাবে ভুলবো একে, ঘর এলেই যেন সারাক্ষণ একেই মনে করছি, আর কাজের ক্ষতি করছি। একটা ভালো মেয়ে পাচ্ছিনা ঠিক মত, কারু ফ্যামিলি তে মানুষ ভালো নয় তো, কোন family তে মেয়েটা পাটকাঠির মত রোগা, কিন্তু ফ্যামিলি ভালো। এবারে কি করি বলো, কোন মেয়েতো পাচ্ছিনা, যে বিয়ে করে তোমাকে মন থেকে, জিবন থেকে দূরে করে ওই স্বপ্নটা পুরন করতে লেগে যাবো। কিন্তু কি করবো বলো, কোন কিছু ঠিক হচ্ছেনা। আমি শুধু আমার অনামিকা কেই ভালোবাসি, আর কাউকে ভালো লাগে না। ও অনামিকা আর কত দিন এরকম ভাবে থাকবে গো। দুটো কি সুন্দর ছবি এঁকেছ, ভালো হয়েছিল গো। তার সাথে গ্রুপে অগোছালো_ছবি তে, একটা বিদঘুটে ছবি দিয়েছিলে, আবার সেটা পরে ডিলিট ও করে দিয়েছিলে 😅😅😅। তার পর একটা আলাদা রূপে অনামিকা ❤️, গোধূলি বেলায় মৃদু কিরণে আঁখি সাজিয়ো কাজলে, নয়ন তারায় হারিয়ে যেতে চাই তোমারই স্...

Bengali Shayari WhatsApp Status 2021

  হারিয়ে যায়নি... বিরক্ত করা ছেড়ে দিয়েছি 😭💔 তুমি কাছে না থাকলেও, চোখ বন্ধ করলেই যেন তোমাকে অনুভব করি! ❤️ অন্যের চোখ ভিজিয়ে, কখনো নিজে ভালো থাকা যায়না! কারু সাথে রোজ কথা বলবেন না, নাহলে মানুষটি কথা বলা বন্ধ করলে, যেন দমবন্ধ হয়ে যায় 😭। কষ্টকে লুকিয়ে হাসি মুখে, এক থেকে দুই দিন থাকা যায়। এক বছর ধরে মিথ্যে হাসির অভিনয় করে, আর কত দিন বা চলা যায়! সবাই বলে ভুলে যা, সত্যিই কি ভোলানো যায়, যদি তুমি সত্যিকারের ভালোবেসে থাকতো! যখন কেউ কাউকে ছেড়ে চলে যায়, তখন যদি তার স্মৃতি গুলোকেও নিয়ে যায়, তাহলে নিরবে বসে কাউকে কাঁদা তো না আর! জিবন টা এমন জায়গায় নিয়ে আসলো, না পারছি প্রাণ খুলে হাসতে, না পারছি মন খুলে কাঁদতে। কখনো কারো মনের মানুষ হতে পারিনি, তাই চেষ্টা করছি সবার মনকে ভালো রাখার। শরীরে কোথাও কেটে গেলে, একটু কষ্ট হয়, জল বেরিয়ে আসে। কিন্তু অন্তর টাকে কেউ যদি চিরে ফেলে তো, কষ্টের সাথে রোজ রোজ জল বেরিয়ে আসে। জিবনে দুঃখ কষ্ট এলে, কখনো হতাশ হবেন না। ভগবানের উপর ভরসা রাখুন, তিনি যাকে যত বেশি ভালোবাসে, তত বেশি কষ্ট দিয়ে থাকে। তুমি আমার উপর রাগ অভিমান করেই থাকো, আর আমি তোমার রাগ...

ভালোবাসার এক নাম স্বর্গ 🥰 আরেক নাম নরক 🤯😫😩

 আমি রোজ ডাইরি ব্লগে লিখি, মনের কথা গুলো বলে চলি। আগে ছিল কেউ যে আমার ডাইরি পড়তে রোজ আসতো, আজ এখন ফাঁকা নকশী কাঁথার মাঠ, শুধু আমি লিখি আর আমি হাসি কাঁদি। কারু মন ভোলাতেও পারিনা আর। সে তো ভুলে গেছে আমায়, কাউকে দুবছর ধরে মন ভোলাতে গেলে, সে কি আর ভালোবাসতে চায়। এখন পৃথিবীটা ঘোর কলি যুগ, কারু মন ভোলানোর চেষ্টা করলে, সে তার উপর রেগে যা ইচ্ছে বলে, ধমকি দিয়ে রাতের ঘুম কেড়ে নিয়ে, রোজ রোজ চোখ ভিজিয়ে দিয়ে যায়। সে বোঝেই না, একটা ছেলের চোখের জল দাম কে, সে নিজেকে নিয়েই ব্যস্ত থাকে। কেন ভালোবাসা হয় জানিনা, যে ভালোবাসা পায় সে যেন স্বর্গ পায়, আর ভালোবাসা যে বিষের চাইতেও বেশি বিষাক্ত, যদি তার মনের মানুষকে না পায় তো, সেটা যেন সেকেন্ডে সেকেন্ডে উপলব্ধি করে। যেন চাই সেই ভালোবাসাকে ভুলতে, কিন্তু ঠাকুর তো তার স্বপ্নে তার মনের মানুষ কে এনে, তার মনে আরও বেশি ভালোবাসা জাগিয়ে তুলে। একি নিষ্ঠুর মায়ার জগৎ এটা, মায়া না থাকা ভালো, তবেই জিবনে সাফল্য পাওয়া যায়। আর মায়াতে জড়িয়ে পড়লেই, যেন তুমি গভীর খাদে এমন পড়বে, যার থেকে বেরোনো যেন মৃত্যু যন্ত্রণার চাইতেও বেশি কষ্টের!

Chotto Packet World - A Sweet Romantic Dream |আমার স্বপ্নে রয়েছ শুধু তুমি - সব কিছু রাধা কৃষ্ণের লীলা | Aamar Cindrella 👨‍💻🌹🍫💝👩‍🎨 | Cinderella Romantic Love Story 2021

  Chotto Packet World - আমার স্বপ্নে রয়েছ শুধু তুমি - সব কিছু রাধা কৃষ্ণের লীলা Good Morning Cindrella, কেমন আছো গো তুমি? আশা করি ভালই আছ। তোমার একটা ছবি তে ১৫০০+ লাইক এসেছে, দেখো ৩০০ facebook followers হয়ে গেল ❤️😘। ওই একদিন ১০০০ followers হবে, তার পর বেড়ে ৫০০০ followers + হবে একদিন, এরকম মাঝে মাঝে ছবি পোস্ট করতে থাকো গো। তোমার মিষ্টি হাসি খুশি মুখ দেখেই নিজেকে ভালো রাখবো গো 😘😘😘। আহ্ কি দারুণ কি কিউট কি রোমান্টিক স্বপ্নটা দেখলাম, যেন ঠাকুরকে কোটি কোটি ধন্যবাদ দিতে ইচ্ছে করে। ওই জানো গো আবার এলে তুমি আমার স্বপ্নে ❤️❤️❤️। স্বপ্নটা শুরু হচ্ছে এভাবে, আমি আছি কলকাতায়। আমার খুব ঘুরতে ইচ্ছে করছিল। তো নতুন কোথাও ঘুরার ছিল। আমাকে কেউ বললো, চলে যে এই জায়গাতে, যেটা odisha তে ভুবনেশ্বর এর সামনে। আমি বুঝলাম না কেন ব্যাঙ্গালোর গেলাম। আবার ওখান থেকে ঘুরে ভুবনেশ্বর এর ফ্লাইট ✈️ ধরে, ল্যান্ড করলাম একটা মায়াবী নগরী তে। যেনো এটা কোন রূপকথার গল্প। Solo Trip, আমি একা, কাউকে চিনিনা। আমাকে বলেছিল, তুই ওখানে যা, তুই নিজে নিজে সব কিছু খুজে পাবি। ওখানে গিয়ে একটা L আকৃতির পাহাড় ছিল, যেটা Google M...

স্বপ্নে আবার এলে আর একটা নকশিকাঁথার মাঠ বানিয়ে দিয়ে চলে গেলে | Aamar Cindrella 👨‍💻🌹🍫💝👩‍🎨 | Cinderella Untold Love Story 2021

 সুপ্রভাত আমার মিষ্টি পৃথিবীর সবচেয়ে সুন্দরী কিউট বন্ধু আমার অনামিকা ❤️, আমার স্বপ্নের রাজ্যের মিষ্টি পরী, আমার জীবনের সরস্বতী পার্বতী দেবী। আমার Shirley Setia Melody Queen ❤️, চোখ বন্ধ করলে লাল শাড়ি সিঁথিতে সিঁদুর নিয়ে আমার দিকে মুচকি মুচকি হাসতে থাকা একটা মিষ্টি সুন্দর কিউট বউ। তুমি সারা দিন ভালো থেকো খুশিতে থেকো বন্ধু, তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে। তুমি খুব বড় আর্টিস্ট হও একদিন, রাধা কৃষ্ণের ভালোবাসা আর আশীর্বাদে আমরা যেন আবার ভালো বন্ধু হই একদিন। 🌄☕🍪🍥🍰🧁🍞🥯🥣🥪🍳🥐🥞💍🥻☂️⌚🧢👓🌹🍫🍬🍬🍬🍭🍭🍭💐💐💐 🍛🍚🍱🐣🥚🍳🍗🍗🍗👗🎧🌹💐💐💐 🍿🍪🍩🍘🥟🥨🧃🍹🥤👘👜👝🏡🚘🏍️🚴‍♀️💸💸💸💷💶💵💴💹💱💰🏧🏦🈹🈶🧧 🍲🌯🍜🌮🌭🥪🍕👨‍🍳👩‍🍳🍳😋😋😋💃🌹💐💐💐🥰🥰😊😊😊🤗🤗🤗🥳🥳🥳🥳 অনেক দিন এভাবে তোমাকে গুড মর্নিং উইশ করলাম, জানিনা এভাবে লিখলে মনে হয়, তোমাকে সত্যিকারের এভাবে ভালোবাসা দিচ্ছি 🥰😘😊☺️☺️☺️। কি করবো রাধা কৃষ্ণ ভগবান কৃপা করলে, যদি কোনদিন তোমাকে এভাবে  ভালোবাসা শ্রদ্ধা নিবেদন করতে পারি তো 🤗! ওই জানো গো, কাল সারা রাত ছিলে তুমি আমার স্বপ্নে ❤️😘। জানো গো দেখছি ...

সে বলছে, একটা মেয়ের জন্য কাজ না করে শুধু কাঁদছিস, আর দেখবি যা, ও কত enjoy করছে | Aamar Cindrella Friendship Story Movie 2024 | The Untold Story

  বন্ধু টা বলছে, তোর সাথে ওর কথা হওয়া একটা বছর পেরিয়ে গেছে, এখনও তুই ওকে নিয়ে পড়ে আছিস। আমার হলে এক দিন দুই দিন এক সপ্তাহ, আর তুই তো একটা বছর ওকে নিয়েই পড়ে পড়ে কাঁদছিস, নিজের সময়টাকে নষ্ট করছিস, কাজের কত ক্ষতি হচ্ছে বলনা। আর দেখবি যা, ও কত খুশিতে আছে! আমি বলি, একবছর না রে, দুটো বছর হয়ে গেল। এখনও ওকেই ভালোবাসি। আমি ওকে ছাড়া কিছুই ভাবতে পারছিনা। বলছে, তুই সালা মর যা, কত সুন্দরী সুন্দরী মেয়ে পাবি, ওর পেছনে কেন লেগে আছিস। সালা নিজেও মরছিস, ঘরের লোকেও মনে হয় ভালো নেই তোর। বলছি, কত চেষ্টা করছি রে, আমিও জানতাম না, আমি এরকম একটা মেয়ের জন্য, নিজের মূল্যবান সময়, কাজ কে ভুলে, ওর পিছনে দৌড়ব। মাথা টা খারাপ হয়ে গেছে রে। নিজের বেডরুমে ঢুকলে মনে হয়, যেন ভূত ঢুকে যায়, শুধু ওকেই ভেবে চোখ ভিজিয়ে রোজ, ভিডিও ব্লগ লিখে সময় নষ্ট করছি রোজ। জানিস মনে হয়, কেউ আমাকে টেনে বের করুক সকাল বেলায়, নাহলে সারাদিন নিজের রুমে এই সব করে সময় নষ্ট করছি। সত্যি ভালো লাগেনা, কিন্তু যেন কোন ভূত আমার শরীরে ঢুকে যায় রুমে ঢুকলেই, আর যেন অনামিকা অনামিকা করে, সারা দিন রাত সময় নষ্ট করি। আমি সত্যি চাইনা এসব...

Aamar Cindrella Friendship Love Story 2021 [Updated] 👨‍💻🌹🍫💝👩‍🎨 , ওই আমার মিষ্টি গোল গাল বিচ্ছু অনামিকা তোমাকে খুব মিস করছি গো

  ওই আমার মিষ্টি বন্ধু অনামিকা, খুব healthy হয়ে গেছ তুমি। মুখটা পুরো গোল হয়ে গেছে, আমার মত পুরো গোলগাল বানিয়ে ফেলেছ 😁। দেখেই লাগছে তোমাকে 😜🤭😅😅😅। হবেই তো, মা এর ভালোবাসা, আদর আর হাতের রান্না খেয়ে, একটু মোটা হয়ে গেছ তাই না গো 😉 হে হে হে 😅😅😅। কিন্তু তার সাথে খুবই বেশি বেশি মিষ্টি দেখতে হয়ে গেছ 😘😘😘🥰। তুমি কত খুশিতে আছো দেখতেই পাচ্ছি। তোমার ভালই চাই, খুশিই চাই শুধু, এটাই ঠাকুরের কাছে আগেই প্রার্থনা করতাম, আর এখনও করছি তুমি যেন ভালো থেকো। সারা জিবন খুশিতে থেকো, তোমার মুখে মিষ্টি হাসি যেন সারাদিন থাকে, আর ঠাকুর যেন তোমার হৃদয়ে, একটু দয়া ভালোবাসা জাগিয়ে তুলে। কত দিন হয়ে গেল তোমার সাথে কথা বলিনিগো। তুমি একটু ও আমাকে মনে করো গো🙃, আমি তো এক একটা সেকেন্ড শুধু তোমাকে ভাবি, আর নিজেকে কষ্ট দিয়ে চলি। আজ বিয়ে বাড়ি গেছলাম একটা, মনে আছে তোমার সাথে সেই প্রথম আর লাস্ট দেখা হয়েছিল, সেদিন শেরওয়ানি পরেছিলাম। তুমি তো হাসছিলে দেখে, সেদিন রাতে প্রথম ফোনে কত সুন্দর ভাবে কথা বলেছিলে। যেন তোমার আমি খুব কাছের মানুষ, ওই ভাবে নিজের হক নিয়ে যেন বলছিলে। তুমি এগুলো করোনা, এগুলো তোমায় ভ...

ওঁ নমঃ শিবায় 🙏🙏🙏 লিখে কি দারুন শিব ঠাকুরের ছবিটা বানিয়েছ, তোমাকে copy writer হওয়া উচিৎ, Bitcoin এ আবার কিছু টাকা লাভ, Rank and Rent Model $10000+ Earning, যদি কোন দিন আমার জন্য অনুভূতি শূন্য হয়ে যায় 💗

  Good Morning Cinderella 💗, কেমন আছো গো। প্রোফাইল দেখে মনে হচ্ছে, খুব খুশিতেই আছো। হুম্ ঠাকুর তো তোমাকে সারা দিন খুশিতে থাকতেই বানিয়েছে, আর তোমার এই বন্ধুর চোখকে, তোমায় দেখে চোখ ভিজাতে যেন চেয়েছে। কাল রাত থেকে তোমাকে খুব মিস করছিলাম, কিছুই ভালো লাগছিলো না। রাত থেকে চোখ ভিজিয়ে চোখে তার সাথে ঠান্ডা লেগে, চোখ ফুলে গেছে, বাম চোখ টা খুলে থাকতে খুব অসুবিধা হচ্ছে। আজ সকালে উঠে তোমার নাম টা আবার লিখি, দেখি তুমি ১৯-২০ ঘণ্টা আগে, সিঙ্গেলদের বিবাহ অভিযান গ্রুপ এ, একটা তোমার আঁকা ছবি পোস্ট করেছ। ওঁ নমঃ শিবায় 🙏🙏🙏 লিখে কি দারুন শিব ঠাকুরের ছবিটা বানিয়েছ, দারুণ বানিয়েছ গো বন্ধু আমার। যেন মনে হচ্ছে ওই মেয়েটা তুমি, যে নীল রঙের শাড়ি🥻 পরে শিব বাবাকে প্রণাম করছে, চলো ভালো লাগলো, ১১০০+ লাইক এসেছে তো। মনে হয় খুব খুশি হয়েছে দেখে। তোমার বন্ধুটাকে বলছ, "কমেন্ট দেরে কেউ দিচ্ছেনা 😭" তার পর যেন কমেন্ট এর বৃষ্টি। হাহা 😂 দারুণ জানোগো তুমি, তোমাকে copy writer হওয়া উচিৎ , ভালো sale করতে পারবে কোন কিছু জিনিস কেই। আমি যদি তোমার মত এরকম ভাবে বলতে পারতাম না, অনেক বড় জায়গায় পৌঁছে যেতাম। এই...

Happy Shivaratri Cinderella 😇, রাতে ঘুম আসছেনা, Full frustration, Please help me Anamika,I need you very much 😭😭😭, ঘুমের ওষুধ খেয়ে যেন না উঠি আর 😪

 ওই সকালে তোমার ছবি দেখে ভালো ছিলাম, তোমাকে ধন্যবাদ জানানো হয়নি, তাই এখন জানাচ্ছি তোমায় গো, এত সুন্দর মিষ্টি ছবি টা লাগানোর জন্য। ওই আমার অনামিকা আজ জানিনা, অফিস থেকে এসে তোমাকে খুব মিস করছিলাম, ওই অনামিকা মন টা খারাপ লাগছিল, তাই তোমাকে একটা কমেন্ট এর মধ্যে প্রশংসা করলাম, ওই প্রশংসা টা তোমার প্রোফাইল পিক এর জন্য ছিল। কি করবো তোমার প্রোফাইল এ কমেন্ট করা বারণ, তাই শুধু দেখেই খুশি রইলাম। কাল জানো সারা রাত কাজ করলাম, মন ভালো রাখার চেষ্টা করলাম। আজ যেন কি হয়েগেল, তোমাকে খুব মিস করছি গো। দাদাকে বলছি, সময় ঠিক নেই রে, কোন কিছু ঠিক চলছে না। দাদা বলছে, "তোর এত ভাল সময় চলছে, যে তোকে কিছুই করতে হচ্ছে না। খাচ্ছিস যখন ইচ্ছে অফিস যাচ্ছিস। তোর কিসের সময় খারাপ???" আমি বললাম, কিছু নেই বলার। কি বলবো বলো, এমন পাগল হয়ে গেছি তোমার জন্য, যে নিজের কাজ টাকা পয়সার দিকে কোন মন নেই। শুধু রোজ ঠাকুরকে বলি, একটু আমার Cinderella এর সাথে কথা বলিয়ে দাও, ওকে কখনো কষ্ট দেবনা। ওকে সারা জিবন ভালোবাসবো, ওর মুখে মিষ্টি হাসি সারা জিবন বানিয়ে রাখবো। কি করবো গো, তোমার প্রোফাইল কত বার দেখি, যে তুমি ধারনা করতে...

আজ দেখবনা ভাবলাম কিন্তু দেখতে পেলাম একটা মন জুড়ানো ছবি আর তুমি বলছ, "দেখ পুরো ঠোঁটে আর কপালে কিস 💋 করেছে sun", Aamar Cindrella 35 Million Views

  আজ ভাবলাম তোমাকে দেখবনা, তোমার ফেসবুক প্রোফাইল খুলে, তোমার মিষ্টি মুখ দেখবনা। জানি চোখ বন্ধ করে তোমাকে দেখতে পেলাম। কিন্তু মন মানছিল না। এখন ঘড়ির কাটায় বাজে দুপুর ৩টে ৩৭, একবার তোমার নাম টা লিখে টাইপ করতেই একটা নতুন মিষ্টি ছবি, তারপর প্রোফাইল খুলে দেখলাম তোমার দারুণ মিষ্টি সুন্দর ছবিটা। উফ্ চোখ জুড়ে যায় তোমাকে এভাবে দেখলে, মন বলে সারাদিন এভাবে শুধু তোমায় দেখতে থাকি। তুমি এত মিষ্টি সুন্দর লাগছ যে, আমার মুখে ভাষা প্রকাশ করার। রোজ রোজ তুমি আরো সুন্দর থেকে সুন্দর তম হয়ে চলেছ ❤️, ওই আমার মিষ্টি বন্ধু অনামিকা, সূর্যের দিকে এমন ভাবে তাকিয়ে আছো, যেন মনে হয় তুমি আমার দিকে চেয়ে আছো। কি মিষ্টি সুন্দর চোখ গুলো তোমার, যেন নিজেকে এই মিষ্টি আঁখির সমুদ্রে নিজে ডুবে যাই। কপালে ছোট্ট কালো টিপ একটা, হাল্কা পিঙ্ক কালারের লিপস্টিক তোমার গোলাপফুল এর পাপড়ির মত মিষ্টি ঠোঁটে যেন দারুণ লাগছে। হাতে একটা সূর্য্য মুখী ফুল নিয়ে, সূর্য্য এর দিকে তাকিয়ে যেন, সূর্য্য তোমার কপাল, চোখ, মিষ্টি ঠোঁট কে একটা মিষ্টি চুমুর আলিঙ্গনে, তোমাকে যেন বিশ্বের সব চেয়ে সুন্দরী মেয়ে বানিয়ে তুলছে। উফ্ তোমাকে সত্যি ক...

প্রেম ভালোবাসা সাপের ছোবলের 🐍 চাইতেও বেশি বিষাক্ত🥵, চ্যাটিং📱 থেকে শুরু, ব্লকিং 📵এ শেষ

 সুপ্রভাত আমার মিষ্টি বন্ধু অনামিকা, লিখতে মন যাচ্ছিল না আর। জানি লেখা মানে তোমাকে মনে করা, আর চোখ ভেজানো। তাও লিখছি, জানিনা কেন, না লিখেও থাকতে পারছিলাম না গো। তোমাকে এত ভালোবেসে ফেলেছি যে, কিছু ভালো লাগে না আর, শুধু তোমার সাথে ২ মিনিট কথা বলা ছাড়া। ভাবলাম একটু তোমার ইনবক্স এ গিয়ে, একটা hi করে আসি, কিন্তু ভয় লাগে জানো। আবার যদি তুমি রেগে গিয়ে ধমকি দাও, এরকম এ ঘুম তো কেড়ে নিয়েছ, আবার ভয়ে ঘুম এর সাথে কিছু ভুল করে না বসি। অনেক স্বপ্ন দেখেছি, তুমিও আমার জন্য স্বপ্ন দেখেছিলে, তাহলে সেই স্বপ্ন কে বাস্তবে রূপান্তরিত না করে, তার আগেই পৃথিবী ছেড়ে দিলে কি করে চলবে। মেরে ফেলেছ আমাকে তুমি আমার Cindrella, কত বার বুঝালাম কিন্তু বুঝতেই চাওনা তুমি। সব সময় রেগে রইলে গো তুমি। একটা সুযোগও দিলেনা। যে ছেলেটা আমাদের এই মিষ্টি বন্ধুত্বকে ভেঙেছে, সে তো খুশিতেই আছে, নতুন নতুন মেয়ের সাথে ভালোবাসার খেলা খেলছে, তুমিও তোমার বয়ফ্রেন্ড এর সাথে সুখীতেই আছো। আর আমি এখনও তোমার পথ চেয়ে বসে আছি। কবে রাধা কৃষ্ণ ভগবান এর দয়া হবে, কবে তার এই ছেলে কে কষ্ট দেওয়া বন্ধ করবে। শুধু রাগ অভিমান ঝগড়া, বিরহ কষ্ট য...

Happy Women's Day Cinderella || WOMEN'S DAY WHATSAPP STATUS || Women's Day Status Video ​| Aamar Cindrella 👨‍💻🌹🍫💝👩‍🎨

 Happy Women's Day 2021 || WOMEN'S DAY WHATSAPP STATUS || Women's Day Status Video ​#Shorts “HAPPY WOMEN'S DAY TO ALL WONDERFUL AND INCREDIBLE WOMEN WHO MAKE THIS WORLD A BETTER PLACE TO LIVE every day!.” Happy Women's Day Cindrella My Cindrella. Missing you yaar 👍 ❤️❤️KEEP LOVING❤️❤️ 💞 KEEP SUPPORT AND SUBSCRIBE 💞 Tag:- #womensdaywhatsappstatus2021​​ #womensdaywishes​​  #Internationalwomensday​​ #Happywomensday​ #8thmarch​ #march8womensdaywhatsappstatus​​ #womenempowerment​​ #womensdaygreetings​​ #womensday​ #womenday2021​ #AamarCindrella  Happy International Women's Day 2021! Women's day whatsapp status | Women's day wishes whatsapp status | Happy women's day Happy Womens Day Whatsapp Status Womens day video womens day whatsapp status video women's special video Women's day special whatsapp status Happy women's day wishes Woman's day whatsapp status, international womens day 2021,happy womens day images,womens day wishes,happy wo...

ওই আমার মিষ্টি বন্ধু কথা বলো একটু, Aamar Cindrella 29 Million Views in Chingari

আজ সকাল সকাল অনামিকা Gdmg উইশ করেছে, আমিও ওকে wish করলাম, Very Good Morning My Sweet Dear Friend Anamika 🌄☕🍪🥞🥐🍳🍭🍭🍭🍬🍬🍬🍩🍨🍧🌹🍫💝😊😊😊 Be Happy and Keep Smiling Always 😊😊😊😊 Get well soon তোমার inbox এ লেখা বারন তো, তাই ওকে এভাবে লিখে, মনে করি তোমাকে wish করছি, ও কিছু বলেনা কারন ও জানে, আমি শুধু তোমাকে ভালোবাসি, তাই একটা ভালো বন্ধুর গল্প করি। কি করবো তোমার নাম টা লিখে, নিজেকে ভালো রাখার চেষ্টা করি। ওই কোথায় আছো গো, কেমন আছো গো? তোমায় খুব মিস করছি, গত ৩-৪ দিন এত বেশি মন খারাপ ছিল, যে তোমাকে ভেবে এত চোখ ভিজিয়েছি সারা দিন, যে মা বলছে, চোখ ফুলে এত কাল কেন লাগছে তোকে? কি বলবো, কাউকে ভালোবেসে রোজ চোখ ভিজিয়ে, মন উদাস রেখে নিজেকে কষ্ট দিচ্ছি, আর তাতে তোমাদেরকেও কষ্ট দিচ্ছি। Sorry Maa, ঠাকুর কে pray করো, আমার জিবনে একটু হাসি খুশি আসুক, একটা আমার Cindrella Anamika র মত, মিষ্টি সুন্দর দেখছে মিষ্টি ব্যবহারের মেয়ে আসুক, যে খুব ভালোবাসে, যাকে আমি আমার Cindrella র মত, দেবীর আসনে বসিয়ে যেন পূজো করি, ভালোবাসা শ্রদ্ধা অর্পণ করতে পারি। দেখছ, আমার চোখ থেকে জল গড়িয়ে, বালিশ টা কে ভিজি...

Please talk to me my friend Anamika

  ওই আমার মিষ্টি বন্ধু অনামিকা, কেমন আছো গো, তোমাকে খুব মিস করছি গো। আজ ঘর এসে দেখো কিছু করতে ইচ্ছে করছেনা। শুধু তোমার নাম জোরে জোরে ডেকে চলেছি, আশা করি যেন কেউ না শুনতে পায়। ওই মন খুব খারাপ গো😭, তোমার সাথে খুব কথা বলতে ইচ্ছে করছে গো 😭😭😭। আমাকে একটু ভালোবাসা দাও না গো, কখনো কোনদিনও কষ্ট দেবো না গো। দুই চারটে ফটো পোস্ট করো গো, অনেকদিন তোমার নতুন ছবি দেখিনি গো। তোমাকে খুব মিস করছি গো। একটু কথা বলো না গো, একটু দুই মিনিট শুধু কথা বলো। দেখবে সব ঠিক হয়ে যাবে গো। ও ঠাকুর আর কষ্ট দাওনা গো, ওকে কেন মিস করছো এত, আমার চোখের জল কি ও কখনো বুঝবেনা। হে আল্লাহ ভগবান রাধা কৃষ্ণ, আমার রাধা অনামিকার সাথে কথা বলিয়ে দাও না গো, মঙ্গল করো প্রভু, সব ঠিক করে দাও প্রভু। আমাকে ভালোবাসো একটু ঠাকুর। আমি না চলে যাচ্ছি, বাড়িতে আর থাকতে পারছি না। ভাবলাম ব্যাঙ্গালোর যাবো, কিন্তু ওখানে এখনও করোনা চলছেই। তাই কলকাতায় shift করবো ভাবছি। কিন্তু কলকাতায় আবার ভালো office space পাওয়া যায় না, 24/7 এরকম কিছু পাচ্ছিনা গো। একটা দুটো দেখলাম, Salt Lake এ, Infinity Office Business Centre, দেখে তো দারুণ লাগলো, Call লাগ...

কাল সারা রাত দেখলাম তোমাকে আমার সাথে কিন্তু গোমরা মুখ করেই ছিলে, ওই বন্ধুটাকে গুড Morning জানিয়ে মনে হয় তোমাকে বলছি, তুমি বলেছিলে বিনা পারমিশন এ কারু কোন কিছু নিতে নেই, Aamar Cindrella 27 Million (2.7 Crore) Views in Chingari

  সুপ্রভাত আমার মিষ্টি বন্ধু অনামিকা, তুমি সারাদিন ভালো থেকো খুশিতে থেকো, ওষুধ খাও সময় মত, শরীরের যত্ন নিও। ভালো করে এক্সাম দিও আর জলদি BDO হয়ে যাও 😊। 🌄☕🍪🥞🥐🍳🥪🥯🍭🍭🍭🍬🍬🍬🍫🍫🍫🍩🍨🍧🌹💐💐💐💝😊😊😊 মনে আছে গো, এভাবেই তোমার শরীর খারাপের সময়, তোমাকে মেসেজে বলতাম ভালো করে। তোমাকে তো বলতে পারছিনা, এই আমার হবো BDO Friend Anamika কেই বলছি, ওকে বলি মনে হয় তোমাকে বলছি 😘। কি করবো তোমার ইনবক্স এ মেসেজ করা বারন, তাই তোমার নাম টা লিখে সকাল টা শুরু করি। এই বন্ধুটা ভালো খুব, না বেশি কথা হয় না, খুব পড়াশুনো করে তো। তাই আমিও ডিস্টার্ব করিনা। জানো গো কাল সারা রাত শুধু তুমি ছিলে স্বপ্নে আমার 🥰, কিন্তু তাও যেন ভালো লাগছেনা। কারন দেখছি, সারা দিন তোমার পেছন পেছন ঘুরছিলাম, তোমাকে কতবার sorry বলার জন্য, চেষ্টা করেছিলাম। কিন্তু তোমার হাসি মিষ্টি মুখটা দেখতে পাই নি কাল, তোমার গোমরা মনমরা মুখ টা দেখলাম কাল 😔, কত চেষ্টা করলাম তোমাকে বোঝাতে। সত্যি কি স্বপ্ন উফ্, ভাবতে পারছিনা আমার জিবনে এমন কিছু হবে। যেন Movie তে যেমন হয় ঠিক তেমনি হচ্ছে। ওগো কি এসব হচ্ছে বলতো, কাল ঠাকুরকে বলেছিলাম আমার Cind...

দাদা বলছে দিদি কে আজ, গজুয়ার কি কোন চেঞ্জ হবেনা, যতক্ষণ লিখি শুধু তোমাকে ভেবে চোখ থেকে জল অনবরত গড়িয়ে পড়তে থাকে, ভালোবেসে ভালোবাসা না পেলে জিবন যেন শেষ হয়ে যায়, Aamar Cindrella 24 Million Views

  Very Good Morning My Sweet Dear Friend Anamika 🌹🍫💝☕🍪🍭🍭🍭🍬🍬🍬🍩🍨🍧💐💐💐😊😊😊 Be Happy and Keep Smiling Always 😊😊😊 তোমাকে তো বলতে পারছিনা, তাই আমার একটা মিষ্টি BDO বন্ধুকেই বলছি এভাবে যার নাম অনামিকা, ভাবছি যেন তোমাকেই বলছি। তাও যেন কিছুটা লাগে খারাপ, পারতো যেরকম তোমার ইনবক্স এ লিখে খুশি পেতাম, সেটা পাইনা,কিন্তু তাও লিখি। ভাবি রাধা কৃষ্ণের ভালোবাসা আর আশীর্বাদে একদিন আবার, তোমার ইনবক্স 📥 এ এভাবেই লিখবো। আর তুমি আবার love gift ❤️💝 স্টিকার পাঠাবে। যেটা দেখেই মন ভালো রাখবো। সত্যি জানিনা কেন তোমাকে এত ভালোবেসে ফেললাম। হৃদয়টা জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে শুধু তোমার জন্য, শুধু এখন জল বেরিয়ে যাচ্ছে অনবরত। দাদা বলছে দিদি কে আজ, গজুয়ার কি কোন চেঞ্জ হবেনা। এমনই কি থাকবে সে সারা জিবন। দিদি বলছে, দ্বারা চাপ পড়ুক, তাহলে বুঝবে। ও তো জানে আমার সব কিছুই। মা ও বকছে, আগে কি সুন্দর ১১ টা র মধ্যে অফিস চলে যেত, কিন্তু এখন যেন কি হয়েছে, ৩-৪ টের আগে যায়না। কি হবে এর কি জানে। আমি বলি, কি করবো সময় টা ঠিক হোক, সব ঠিক করবো। মনে মনে বলছি, তোমাকে কি করে বলি, কিছু ভালো লাগছে না গো, একজন ক...