আমি রোজ ডাইরি ব্লগে লিখি,
মনের কথা গুলো বলে চলি।
আগে ছিল কেউ যে আমার ডাইরি পড়তে রোজ আসতো,
আজ এখন ফাঁকা নকশী কাঁথার মাঠ,
শুধু আমি লিখি আর আমি হাসি কাঁদি।
কারু মন ভোলাতেও পারিনা আর।
সে তো ভুলে গেছে আমায়,
কাউকে দুবছর ধরে মন ভোলাতে গেলে,
সে কি আর ভালোবাসতে চায়।
এখন পৃথিবীটা ঘোর কলি যুগ,
কারু মন ভোলানোর চেষ্টা করলে,
সে তার উপর রেগে যা ইচ্ছে বলে,
ধমকি দিয়ে রাতের ঘুম কেড়ে নিয়ে,
রোজ রোজ চোখ ভিজিয়ে দিয়ে যায়।
সে বোঝেই না, একটা ছেলের চোখের জল দাম কে,
সে নিজেকে নিয়েই ব্যস্ত থাকে।
কেন ভালোবাসা হয় জানিনা,
যে ভালোবাসা পায় সে যেন স্বর্গ পায়,
আর ভালোবাসা যে বিষের চাইতেও বেশি বিষাক্ত,
যদি তার মনের মানুষকে না পায় তো,
সেটা যেন সেকেন্ডে সেকেন্ডে উপলব্ধি করে।
যেন চাই সেই ভালোবাসাকে ভুলতে,
কিন্তু ঠাকুর তো তার স্বপ্নে তার মনের মানুষ কে এনে,
তার মনে আরও বেশি ভালোবাসা জাগিয়ে তুলে।
একি নিষ্ঠুর মায়ার জগৎ এটা,
মায়া না থাকা ভালো,
তবেই জিবনে সাফল্য পাওয়া যায়।
আর মায়াতে জড়িয়ে পড়লেই,
যেন তুমি গভীর খাদে এমন পড়বে,
যার থেকে বেরোনো যেন মৃত্যু যন্ত্রণার চাইতেও বেশি কষ্টের!
Comments
Post a Comment