Skip to main content

Aamar Cindrella🌹🍫💝💐 Aamar Anamika Romantic Photos 2025

 Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025    

দিদি বলছে যদি আর কোন পোস্ট দেখতে পাই তো কখনো তোর সাথে কথা বলবনা, sorry দিদি পারলামনা রে 😭😭😭, Digital Detox নিতে পারলামনা, অভিশপ্ত ডাইরি তে না লিখে থাকতে পারছিনা

 


দিদি বলছে, আর যদি লিখিস না,
কোথাও কোন পোস্ট দেখতে পাই না,
আর কোন দিনও কথা বলবনা তোর সাথে।

তাও লিখেই চলছি,
জানি লেখা মানে বুকের জমানো ব্যথা,
কোথাও প্রকাশ করে নিজের মন কে হাল্কা করা।
কি করবো বলো গো আমার অনামিকা,
আমি তোমাকে ভুলে কি করে থাকতে পারি!

দিদি বলছে, একদিনে ওর নাম টা কত বড় খুঁজিস,
৫০ বার তো হবেই না!
কি বলবো বলো তুমি গো।
তোমাকে প্রতি সেকেন্ডে মনে করি।
যখনই মোবাইল খুলি,
তোমার নাম টাই খুঁজি।
ভাবি যদি আরও কোন কিছু যদি দেখতে পাই।

এখন তো দুজনের নামের সাথে সব জায়গাতে খুঁজি,
"জয়দীপ অনামিকা" double code এ খুঁজলে,
আমার এই অভিশপ্ত ডাইরি পাবে খুঁজে সবাই।
Sorry তোমার নাম টা লিখছি।
তোমার নাম না লিখলে,মন ভালো লাগে না গো!

দিদি কে বলছি, সত্যি রে কখনো চাইনি,
আমি এসবে পড়ি।
আধঘন্টা ধরে পরশু দিদি আমাকে বকেছে ফোন 📱 📞 এ।

দিদি বলছে, তোরা কত বার দেখা করেছিস বল না,
কতদিনের সম্পর্ক ছিল তোদের মধ্যে।
আমি বলি, শুধু একবার দেখা হয়েছিল,
আর ৫ মাসের বন্ধুত্ব
২৫ মার্চ ২০১৯ থেকে ২০ আগস্ট ২০১৯,
তার মধ্যেও কথা কাটাকাটি শুধু ওই বাঙালি বন্ধুটার জন্য।

অকারণে আমার হাসিটাকে ওই বাঙালি ছেলে বন্ধুটা,
ছিনিয়ে নিয়ে দিব্যি অন্য মেয়ের সাথে ফুর্তি করছে।
আর আমি দেখো এখনও শুধু তোমার সাথে ২ মিনিট কথা বলার জন্য মরে যাচ্ছি।

দিদি বলল, যত ভাববি, তত শুধু মন খারাপ হবে।
জানি মন খারাপ হয়।
বলছে, না ভুলতে পারলে, তোর বিয়ের পর কি হবে বল তো,
শুধু একটা মেয়ের জন্য তুই নিজেদের বিয়ের পরবর্তী জিবনটা শেষ করে ফেলবি,
কখনো সুখের হবে না।
আমি বলছি, না রে এরকম হবে না।
আমি এই ফেসবুক একাউন্ট টা delete করে দেবো।
আমার জিবনে কেউ আসছেও না,
কেউ কথা বলার সাথী নেই,
তাই আমি নিজেকে এত টা কষ্ট দিচ্ছি।
ঘর থেকেও তো ভালো খুঁজে পাচ্ছেনা রে।
যদি পাচ্ছে তো ফ্যামিলি প্রব্লেম না হলে আরো অনেক কিছু।
আমিও তো ভুলে যেতে চাইছি,
কিন্তু কি করবো, মাথাটা এত খারাপ হয়ে গেছে যে কি বলবো রে 😭😭😭,
মা কিছু বলছে করতে, অন্য মনস্ক হয়ে যাচ্ছি 🥲🥲🥲।
মা বলছে, এই কিছু দিন ধরে কেমন যেন পাল্টে গেছিস তুই।

ও আমার মিষ্টি বন্ধু অনামিকা,
কেন তোমাকে ভুলতে পারছি না গো?
কেন নিজেকে দিনের পর দিন রোজ রোজ কষ্ট দিচ্ছি।
কেন তুমি এসেছিলে, একটু ভালোবাসা দিয়েছিলে জিবনে?
আমার সাথে ২ মিনিট কথা বলো না গো 😭😭😭
তোমাকে খুব ভালোবাসি গো অনামিকা😭😭😭
দেখো লিখছি, বালিশটা ভিজে চলেছে কখন থেকে।
আজ যেন চোখের জল থামতে চাইনা।

Sorry দিদি, যদি তুই পড়ছিস তো,
রাগিসনা প্লীজ 🥺, কথা বলা বন্ধ করিস না প্লীজ 😭।
তুই তো আমার বেস্ট ফ্রেন্ড এর মত,
যে আমার সব কিছু জানে।
আমি ওকে খুব ভালোবেসে ফেলেছি রে।
পরশু তুই বলছিলি,
দেখিতো দুই দিন না ফোন, না কম্পিউটার খুলে থাক তো দেখি।
চেষ্টা করেছিলাম কিছু ক্ষ্মণের জন্য।
রাস্তায় যাওয়ার আর তোমার আমার নাম দিয়ে বানানো গান আর গাইনি গো।
মোবাইল সুইচ অফ করে রেখে দিয়েছিলাম।
ঘর জলদি এসে চিকেন চকোলেট নাইট এলাম,
মন খুশি রাখার জন্য।
সেদিন আমি তোমাকে ভাবিনি গো।
হ্যাঁ একটু শুধু ইউটিউব খুললাম,
আর দেখি রাতে ১০০০০+ views YouTube এ,
কোন্ টাই জানো গো।
ওই একটা ১৫ সেকেন্ড এর ভিডিও তে,
যেখানে ফার্স্ট টাইম I Love You My Cinderella Anamika লিখে বানিয়েছিলাম,
আর তার সাথে Description এ এটা লিখেছিলাম।

❤️𝐋𝐨𝐯𝐞 𝐂𝐨𝐧𝐟𝐞𝐬𝐬𝐢𝐨𝐧❤️

𝑰 𝒍𝒐𝒗𝒆 𝒚𝒐𝒖 𝒚𝒂𝒂𝒓...
𝑻𝒖𝒋𝒉𝒆 𝒃𝒂𝒉𝒖𝒕 𝒎𝒊𝒔𝒔 𝒌𝒂𝒓𝒕𝒂𝒉𝒖 😭
𝑲𝒚𝒂 𝒃𝒂𝒏𝒂 𝒅𝒊𝒚𝒂 𝒎𝒖𝒋𝒉𝒆 𝒕𝒖 𝒚𝒂𝒂𝒓..
𝑩𝒉𝒖𝒍 𝒃𝒉𝒊 𝒏𝒉𝒊 𝒑𝒂𝒂𝒓𝒂𝒉𝒖 𝒕𝒖𝒋𝒉𝒌𝒐...
𝑶𝒉 𝒎𝒚 𝒍𝒐𝒗𝒆 𝒎𝒚 𝒍𝒊𝒇𝒆 𝒎𝒚 𝑪𝒊𝒏𝒅𝒆𝒓𝒆𝒍𝒍𝒂 𝑨𝒏𝒂𝒎𝒊𝒌𝒂,
𝑩𝒂𝒂𝒕 𝒌𝒂𝒓𝒏𝒂𝒂 𝒚𝒂𝒂𝒓...
2 𝒚𝒆𝒂𝒓𝒔 𝒉𝒐𝒏𝒆 𝒋𝒂𝒂𝒓𝒂𝒉𝒂𝒚...
𝑲𝒂𝒚𝒔𝒆 𝒔𝒂𝒎𝒋𝒉𝒂𝒚𝒖 𝒕𝒖𝒋𝒉𝒆,
𝒌𝒊𝒕𝒏𝒂 𝒎𝒊𝒔𝒔 𝒌𝒂𝒓𝒕𝒂𝒉𝒖...
𝑻𝒖𝒃𝒉𝒊 𝑭𝒂𝒄𝒆𝒃𝒐𝒐𝒌 𝑨𝒄𝒄𝒐𝒖𝒏𝒕 𝑫𝒆𝒂𝒄𝒕𝒊𝒗𝒂𝒕𝒆 𝒌𝒂𝒓𝒅𝒊𝒚𝒂..
𝑷𝒂𝒕𝒂𝒂 𝒏𝒉𝒊 𝒌𝒚𝒂 𝒉𝒖𝒚𝒂𝒂 𝒂𝒂𝒋...
𝑻𝒆𝒓𝒊 𝒔𝒘𝒆𝒆𝒕 𝒔𝒘𝒆𝒆𝒕 𝒑𝒊𝒄 𝒅𝒆𝒌𝒉𝒌𝒆 𝒌𝒉𝒖𝒔𝒊 𝒎𝒊𝒍𝒕𝒂𝒕𝒉𝒂..
𝑾𝒐𝒉 𝒃𝒉𝒊 𝒍𝒆𝒍𝒊𝒚𝒂 𝒕𝒖𝒎𝒏𝒆...
𝑷𝒍𝒆𝒂𝒔𝒆 𝑮𝒖𝒚𝒔 𝒔𝒂𝒃𝒉𝒊 𝒑𝒓𝒂𝒚 𝒌𝒂𝒓𝒏𝒂𝒂,
𝒎𝒆𝒓𝒊 𝑨𝒏𝒈𝒆𝒍 𝑨𝒏𝒂𝒎𝒊𝒌𝒂 𝒎𝒆𝒓𝒆 𝒔𝒂𝒕𝒉 𝒇𝒊𝒓𝒔𝒆 𝒃𝒂𝒂𝒕𝒆 𝒌𝒂𝒓𝒆...

⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐ 👉

এভাবে লিখেছিলাম, জানিনা এটা পুরো Viral হয়ে গেছলো সেদিন।
২৪ ঘণ্টার আগেই 10000 views + বানিয়ে ফেললাম।

হাহা তুমি খুব লাকি গো,
তোমার নাম লিখতেই এত Views এসে গেল।
ওই অনামিকা রাধা কৃষ্ণ ভগবান কবে তোমার কাছে,
আমার লেখা গুলো পৌঁছে দেবে আবার।
কবে তোমার হৃদয়ে আমার জন্য একটু ভালোবাসা বানিয়ে দেবে,
কবে আবার তুমি আমাকে মেসেজ করবে,
কবে আবার রোজ ২ মিনিট করে তোমার সাথে কথা হবে গো।
কে জানে কবে এই শুভ দিন টি আসবে আবার ফিরে।
কবে আবার Joydeep Best Friend Anamika আসবে তার জিবনে,
তার সাথে একটু কথা বলে,
একটু আগের মত রাগিয়ে তাকে একটু ভালোবাসা দেবে 😭।
অনামিকা জয়দীপ এর আত্মায় বসে আছে,
জানিনা তোমাকে কি করে ভুলবো গো!

দুই দিন ধরে লিখিনি তো,
লেখার যেন শেষ হচ্ছেনা।
কত লেখা পড়ে রয়েছে কি বলবো আর!

কাল Chingari Co Founder এর সাথে কথা বললাম,
ওকে বললাম দাদা,
There are so many bugs in Chingari bro. Now for last two days Chingari not working, not getting any views also in any videos. I mailed already but no one replied. Please fix those bugs. Thanks.

ও বলছে, Joydeep Dutta
We are already on top of this. It will be fixed by tonight

Can you share your username for reference

আমি ওকে PM করে সব bugs গুলো বলে দিলাম,
বলছে ঠিক আছে, আমি এগুলো জলদি solve করছি 😅😅😅।

আজ একটা পোস্ট দেখলাম,
তুমি share করেছ,
জানিনা মনে হয় ওটা আমার জন্যই Share করেছিলে।

"নিজেকে...

অজস্র ভুলভ্রান্তি পেরিয়ে, আজ তুমি এখানে দাঁড়িয়ে।
বিগত সমস্ত দিন আর রাত্রিগুলোকে,
তুমি ফেলে এসেছ সেই ট্যাক্সিতে যার নম্বর তোমার মনে নেই।

সুতরাং মেনে নাও,
এই পৃথিবীতে কেউ কখনও তোমাকে নিয়ে লিখবে না।
সমস্ত শূন্যস্থান, তোমাকে পূরণ করতে হবে নিজেই।

ঘুমের বড়ি, ব্লেড, দড়ি এসব ভীষণ সহজলভ্য।
হাত পেতে একটা মানুষের দুঃখ চেয়ে নাও।
একসাথে থাকো।
যেভাবে ভুল বানানের সাথে থেকে যায় লাল কালির দাগ।"

পড়ে মন টা খারাপ লাগলো খুব,
তাই আজ লিখেই ফেললাম।

দেখো ওখানেও বলছে তো,
"হাত পেতে একটা মানুষের দুঃখ চেয়ে নাও।
একসাথে থাকো।"
কই তুমি আমার দুঃখ টা হাত পেতে চাইলে কি?
একবার ও বললে,
"ঠিক আছে জয়দীপ চলো সব ভুলে আবার নতুন করে শুরু করি।
আর তোমার অনামিকা কে কখনো কষ্ট দেবেনা।
তুমি আমার ডান হাত হয়েই থাকবে সারা জিবন।"

শুধু একটা বেস্ট ফ্রেন্ড হয়ে থাকতে চাইলাম,
আর তো তোমার কাছে কিছু চাইনি গো।
জানি আমি এখানে লিখেছি অনেক কিছু,
তোমাকে নিজের জিবন এর চাইতে বেশি ভালোবাসি,
তোমাকে স্বপ্নে বউ হিসাবে দেখেছি।
তোমাকে জিবন সঙ্গী হিসাবে পেতে চাই।
হুম্ সত্যি চাই শুধু তোমার ভালোবাসা।
কিন্তু জানি এগুলো সত্যি  হবে না।
এগুলো রাধা কৃষ্ণ ভগবান এর লীলা,
খেলা শুধু।
তার ছেলের মনে স্বপ্নে তার মনের মানুষকে দেখিয়ে তাকে একটু ভালো রাখা,
কিন্তু বাস্তব জীবনে তাকে তার থেকে অনেক দূর করে দেওয়া।

মাথাটা লাগছে গো তোমার মত ১-১:৩০ ঘণ্টা ধরে লিখতে লিখতে,
চোখ ভিজতে ভিজতে কি করবি বলো।
ভালোবাসা যে এত কষ্টের হয়,
জানলে কোন দিনও কোন মেয়ের সাথে বন্ধুত্ব করতাম না কখনো।
নিজেকে মেরে ফেলতে ইচ্ছে করে অনামিকা।
কি লিখছি জানিনা আমি।
চোখ ছলছল করছে কিন্তু লেখা যেন থামছেনা।

Please Anamika, talk to me,
I really love you, missing you too much,
I will never hurt you yaar,
I really need you Anamika.

Please God 🙏 🥺 Ghumado Aapni Magic Pen,
Aur Kardo Mera Har Problem Ka End,
Dost Banado Joydeep Anamika ko phirse😭

Please দিদি, যদি তুই পড়ছিস তো,
রাগ করিস না আমার উপর রে😭😭😭,
আমিও ভেবেছিলাম Digital Detox করবো,
Social Network থেকে দূরে থাকবো,
কিন্তু পারলামনা রে,
I am sorry 😭😭😭।

জানো গো, এই কিছুদিন ভুল ভাল করছি,
এত অন্য মনস্ক থাকছি যে কি বলবো তোমায়!
কাল বলছে মা, যদি কেউ আছে তো বল, কথা বলছি।
বউদি বলছে, বলো ব্যাঙ্গালোরে আছে মনে হয়,
বলো কথা বলবো,
আমার তো মনে হচ্ছে কেউ আছে।
আমি বললাম, কেউ থাকলে তো ভালই হতো,
কেউ যদি ভালোবাসতো তো আমি নিজে বলে দিতাম।
মনে মনে বলছি, কি বলবো মা বৌদি,
এমন একজনকে দুই বছর ধরে ভালোবাসি,
যে আমার সাথে কথা বলতেও চায়না।
ভালোবাসা তো দূরের কথা।
শুধু ওর জন্য নিজেকে রোজ কষ্ট দিচ্ছি।
কি করবো আর বলো তুমি গো অনামিকা।

Comments

Popular posts from this blog

আমার অজানা অচেনা মিষ্টি Cyndrella

Munna Bhai MBBS এ Bapu Mahatma Gandhi র মত, যেন আমি তোমাকে দেখতে পাই চোখ বন্ধ করলেই 🥰😊🤗 | AamarCindrella 🌹🍫💝 | The untold story

Munna Bhai MBBS এ Bapu Mahatma Gandhi র মত, যেন আমি তোমাকে দেখতে পাই চোখ বন্ধ করলেই 🥰😊🤗 | AamarCindrella 🌹🍫💝 | The untold story সুপ্রভাত আমার মিষ্টি কষ্ট সহিষ্ণু পৃথিবীর সবচেয়ে সুন্দরী বন্ধু, আমার জীবনের Cindrella 💖, আমার সরস্বতী দেবী, আমার Shirley Setia Melody Queen ❤️🤗, আমার Bangalore Best Art Teacher, আমার স্বপ্নের রাজ্যের স্বপ্নের পরী, তুমি ভালো থেকো, খুশিতে থেকো সারাদিন। তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে, তুমি খুব বড় হও, রাধা কৃষ্ণের ভালোবাসা আর আশীর্বাদে আমরা আবার যেন ভালো বন্ধু হই 😊🥰। 🌄☕🍪🍰🥯🥣🥪🍳🥻🧃🍱🍚🍛🐣🐥🍗🍗🍗🐟👗💍⌚☂️🎧🍹🍿🍩🍪🍮🍭🍭🍭🍬🍬🍬🍫🍫🍫🍨🍧🍦🍡🏘️🚖🚘🏍️🚲🚴‍♀️💸💸💸💷💶💵💴💳💲💹💱💰🏧💌🌹💐💐💐🍲🌭🌯🍜🍝🍟🍕🍕🍕👩‍❤️‍👨👘💃👠👛👜👝💝🥰🥰🥰😊😊😊❤️ অনেক দিন পর এভাবে লিখলাম, এটা লিখলে মুখে একটা হাল্কা হাসি এসে যায়, মনে হয় আমি তোমাকে সত্যি কারের এভাবে দিয়েছি, আর তুমি বলছো, বাব্বা এতো কিছু, এতো ভালোবাসো আমায় তুমি, আমি বলি, আমার জীবনের চাইতে বেশি তোমাকে ভালোবাসি গো। তুমি আমার কথা শুনে মুচকি মুচকি হাসছো। জানিনা আবার কবে দেখা হবে, যেমন Mun...