Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
Going to take Digital Detox, Can I stop myself seeing your Facebook and other social media accounts my sweet dear friend Anamika?
Digital Detox নেবো ভাবছি,
দিদিকে বললাম সব ছেড়ে দেব।
মোবাইল ফেসবুক কোন কিছুই দেখবনা।
কিন্তু একদিন ও পারলামনা,
তোমাকে না দেখে থাকতে।
দিদি বলছে, দিনে কতবার ওর Facebook Account টা খুলিস বলতো,
১০০ বার তো হবেই!
আমি বলি ওই কিছু বার খুলে দেখি।
যখনই মোবাইলের সামনে আসি এক বার এক বার খুলে দেখি,
কোন কিছু দেখতে পাচ্ছি কি না!
Facebook Google Linkedin Uncle সবে খুঁজি,
চেষ্টা করি Tiktok এ দেখতে আবার।
কিন্তু Tiktok তো Modi জি Banned 🚫 করে দিয়েছে India তে,
তো কোন করেই পারছিনা খুলতে।
দুটো দুটো Tiktok App , ekta Tiktok App , আরেকটা Tiktok Parallel App রাখাই আছে।
সবাই বলে, এগুলো কেন আছে এখনও।
আমি বলি, দরকার আছে আমার।
কি বলবো বলো, 100-150 Tiktok Account Lock Login information রয়েছে।
কি না করলাম তোমার মনে একটু ভালোবাসা জাগাতে বন্ধু আমার অনামিকা,
কিন্তু রাধা কৃষ্ণ ভগবান যেন তার এই ছেলেকে শুধু কষ্ট দিতেই জানে দুই বছর ধরে,
দুই বছর ধরে রাধা কৃষ্ণ ভগবান তার ছেলের চোখ ভিজিয়ে চলল,
তাও যেন একটু দয়া করলনা।
একটা ছেলে একটা মেয়ের শুধু বন্ধুত্বের ভালোবাসা টা চাই,
সেটাও যেন সে পায়না শুধু একটু তার অভিমান, সম্মান এর জন্য।
কিছু বাঙালি বন্ধু আমাকে নিয়ে ওর সামনে মিথ্যে কথা বলল,
আর তাকে ছোট করলো।
তাই আমার Cinderella Anamika এখনও আমার উপর রেগে অভিমান করেই থাকে।
একবারও বুঝলোনা সে এই বন্ধুটাকে,
যে তার ভালোর জন্য সব সময় ঠাকুরের কাছে প্রার্থনা করে।
সে এখন তাকে দেখলে নিজের Facebok Account একদিনের জন্য deactivate করে দেয়।
জানিনা তার মনে একটু বন্ধুত্বের ভালোবাসা কিভাবে জাগাবো আমি।
শুধু সে রেগেই রইলো দুই বছর ধরে।
আর আমি তার রাগ অভিমান কে ভালোবেসে,
একটার পর আরেক টা পাতা ভরিয়ে চললাম এখানে,
আর তার জন্য ভালোবাসার মহলের জন্য লেগে পড়েছি।
Digital Detox জিনিস টা খুব ভালো,
কিন্তু Digital Detox এ Social Media তে কি হচ্ছে,
দেশে কি হচ্ছে কোন কিছুই জানা যায়না।
সবাই ভাববে, What is Digital Detox?
Digital Detox is something where we have to keep ourselves from social media. We'll not open Facebook,Instagram,Tiktok,Chingari,Moz,Twitter anything for some time like one to two months or more. We've to give our 💯% for our offline life like we have to do our work in phone, linkedin which are officially used.
Digital Detox will help you to not waste your valuable time where you guys everyday waste your half day in social media.
You'll give more time in your family, offline friends, office work.
It's really good to take Digital Detox for some time.
দেখি কতদিন পারি Digital Detox নিতে!

Comments
Post a Comment