Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
ওঁ নমঃ শিবায় 🙏🙏🙏 লিখে কি দারুন শিব ঠাকুরের ছবিটা বানিয়েছ, তোমাকে copy writer হওয়া উচিৎ, Bitcoin এ আবার কিছু টাকা লাভ, Rank and Rent Model $10000+ Earning, যদি কোন দিন আমার জন্য অনুভূতি শূন্য হয়ে যায় 💗
Good Morning Cinderella 💗,
কেমন আছো গো।
প্রোফাইল দেখে মনে হচ্ছে,
খুব খুশিতেই আছো।
হুম্ ঠাকুর তো তোমাকে সারা দিন খুশিতে থাকতেই বানিয়েছে,
আর তোমার এই বন্ধুর চোখকে,
তোমায় দেখে চোখ ভিজাতে যেন চেয়েছে।
কাল রাত থেকে তোমাকে খুব মিস করছিলাম,
কিছুই ভালো লাগছিলো না।
রাত থেকে চোখ ভিজিয়ে চোখে তার সাথে ঠান্ডা লেগে,
চোখ ফুলে গেছে, বাম চোখ টা খুলে থাকতে খুব অসুবিধা হচ্ছে।
আজ সকালে উঠে তোমার নাম টা আবার লিখি,
দেখি তুমি ১৯-২০ ঘণ্টা আগে,
সিঙ্গেলদের বিবাহ অভিযান গ্রুপ এ,
একটা তোমার আঁকা ছবি পোস্ট করেছ।
ওঁ নমঃ শিবায় 🙏🙏🙏 লিখে কি দারুন শিব ঠাকুরের ছবিটা বানিয়েছ,
দারুণ বানিয়েছ গো বন্ধু আমার।
যেন মনে হচ্ছে ওই মেয়েটা তুমি,
যে নীল রঙের শাড়ি🥻 পরে শিব বাবাকে প্রণাম করছে,
চলো ভালো লাগলো,
১১০০+ লাইক এসেছে তো।
মনে হয় খুব খুশি হয়েছে দেখে।
তোমার বন্ধুটাকে বলছ,
"কমেন্ট দেরে কেউ দিচ্ছেনা 😭"
তার পর যেন কমেন্ট এর বৃষ্টি।
হাহা 😂 দারুণ জানোগো তুমি,
তোমাকে copy writer হওয়া উচিৎ,
ভালো sale করতে পারবে কোন কিছু জিনিস কেই।
আমি যদি তোমার মত এরকম ভাবে বলতে পারতাম না,
অনেক বড় জায়গায় পৌঁছে যেতাম।
এই মিষ্টি কথার ছুরি টা দিয়ে তুমি অনেক,
তোমার পেইন্টিং 🎨🖌️ বিক্রি করতে পারবে।
সত্যি বলছি খুব ভালো জিনিস এটা।
জানিনা কবে ঠাকুর আমার কথা গুলো,
তোমার কাছে পৌঁছাবে আবার।
সব সময় তোমার ভালই চেয়েছি,
এবারও কিছু তোমার ভালোর জন্য বললাম গো।
আবার ভূল বুঝে অভিমান করে বসে থাকনা।
তোমার ভালো চাই শুধু,
তুমি খুব বড় আর্টিস্ট হও।
তোমার সাথে কথা বলা বন্ধ,
আমার ছবি আঁকাও বন্ধ হয়ে গেছে।
মন নেই গো আর!
শুধু তোমার সাথে কথা বললেই,
সব ঠিক হবে না হলে না।
কবে কলকাতা যাই,
কাজে মনযোগ দিই,
জানিনা কবে সব ঠিক হবে।
আজ আবার Crypto Currency তে,
দেখছি Bitcoin এর value বেড়েছে।
প্রায় ৩৩,০০০,০০০ ছিল দাম,
আজ দেখছি ৪২,০০০,০০০ হয়েছে।
আর আমার প্রায় ২৬০০০ টাকা ছিল,
সেটা ৩৩,৫০০০+ হয়েছে।
ভাবলাম চল উঠিয়ে নিই প্রফিট টা,
আবার ৭,০০০ টাকা তুলে নিলাম।
মন খারাপের সাথে কোথা থেকে বিনা কিছু করে,
প্রায় ৭০০০ টাকা লাভ হলো 😊।
Weighingscalereview.in site টাতেও Sale আসছে এক দুই দিন পর থেকে।
২৬-২৭ টা সাইট বানিয়ে ফেললাম।
১৫+ sites কিনে ফেললাম।
মোটামুটি ৩,০০,০০০ টাকা ইনভেস্ট করলাম।
Sites গুলো জমি জায়গার মত Assets একটা করে,
হ্যাঁ সময় দিতে হবে।
যেমন জমি জায়গা কিনে ওগুলো দেখাশুনা ভালো করে না করলে,
ভালোর থেকে খারাপ হতে পারে,
ঠিক তেমনি Websites কিনে সেগুলো দেখাশুনা না করলে,
Google penalty অনেক কিছু হতে পারে।
তাই বুঝে শুনে কাজ করতে হবে।
ভাবছি Deccan Chronicle এ Press Release করবো,
একজন তো, ১,৫০,০০০ টাকা লাগিয়ে ৩৫,০০,০০০ টাকা কামাল।
আমার থেকে অনেক ছোট ২৪-২৫ বছর বয়স,
আর একটা সাইট বিক্রি করে ৩৫,০০,০০০ টাকা বানালো।
আমিও ভেবেছি এরকমই কিছু করবো।
প্রচুর খাটবো আর একটা বড় জায়গায় পৌঁছে দেখাবো একদিন।
কিন্তু এখন তো তোমাকে ছাড়া কিছুই ভালো লাগছেনা গো,
কত বার তোমাকে দেখলাম তুমি ভাবতেই পারবেনা।
এই দুটো চোখে শুধু যেন তোমার মিষ্টি মুখ টা ভেসে উঠে সব সময়।
ঠাকুরকে বলো না, একটু আমার জিবনে সব ভালো করুক।
আমিও একটু মন খুলে হাসতে পারি,
তোমার দেখা স্বপ্ন আমার জন্য,
আমার একটা বড় Microsoft এর মত কোম্পানি হবে,
সেটা যেন পুরন করে দেখাতে পারি গো।
রাত কে দিন, দিন কে রাত করে খেটে চলবো।
Rank and Rent model, PPC (Pay Per Call),
কত কিছু জিনিস আছে শেখার আর করার যে কি বলবো।
একটা Call থেকে $500-10000+ earn করা যায় যে কি বলবো!
করবো সব করবো একদিন।
এক এক সেকেন্ড এ এক লাখ টাকা কামাবো একদিন,
যেটা ইচ্ছে হবে, সেটার জন্য Price Tag যেন না দেখতে হয়,
সেরকম জায়গায় নিজেকে নিয়ে যাবো।
জানি এখন কিছুই হচ্ছেনা।
তুমি হাসতেও পারো,
বলবে কি, প্রথমে ১ লাখ টাকা কামায়,
যাদের কাছ থেকে ২-৩ লাখ টাকা পাবে,
সেগুলো তুলো তারপর অন্য কিছু ভাববে।
সত্যি যেই বা পড়বে সবাই হাসবেই।
ভাববে ছেলেটা পাগল হয়ে গেছে পুরো,
একটা বাঙালি মেয়ের জন্য পুরো পাগল হয়ে গেছে।
হ্যাঁ গো শুধু তোমার জন্য পাগল হয়ে গেছি।
শুধু তোমার সাথে কথা বলতে চাই একটু।
ওই কবে কথা বলবে গো,
আর কত দিন একটা চাতক পাখির মতো তোমার পানে পথ চেয়ে বসে থাকবো গো।
Radhe Radhe Barshani Wale Radhe YouTube Video টায়,
70,000+ views হলো,
রোজ 1000 views করে বেড়ে চলেছে।
আজ সকালেই ইউটিউব এ এই ভিডিও টা দেখলাম,
এটা তোমার প্রথম নাহলে দ্বিতীয় ভিডিও Tiktok এ,
আর আমি ওর উপর একটা তোমার সাথে Tiktok Duet Video বানিয়ে ছিলাম।
মনে আছে এটা গো -
যদি কোন দিন
আমার জন্য অনুভূতি শূন্য হয়ে যায় ?
- " ভালোবাসা কমবে না,
বাড়বে "
আর যদি কোনদিন
ছুঁতে ইচ্ছে করে ?
অপেক্ষা করব !
আর ততো দিন ?
ভালোবাসবো,
মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবো !
কি সুন্দর লাইন টা,
তোমার মিষ্টি মুখ টা যেন আমার চোখের সামনে ভেসে আসছে।
চোখ পুরো ব্যথা কিন্তু,
তাও লিখে চলেছি দুই ঘণ্টা ধরে।
জানিনা এটাতে খুশি পাই,
একটু আধটু কি করবো বলো।
Comments
Post a Comment