কাল সারা রাত দেখলাম তোমাকে আমার সাথে কিন্তু গোমরা মুখ করেই ছিলে, ওই বন্ধুটাকে গুড Morning জানিয়ে মনে হয় তোমাকে বলছি, তুমি বলেছিলে বিনা পারমিশন এ কারু কোন কিছু নিতে নেই, Aamar Cindrella 27 Million (2.7 Crore) Views in Chingari
সুপ্রভাত আমার মিষ্টি বন্ধু অনামিকা, তুমি সারাদিন ভালো থেকো খুশিতে থেকো,
ওষুধ খাও সময় মত, শরীরের যত্ন নিও।
ভালো করে এক্সাম দিও আর জলদি BDO হয়ে যাও 😊।
🌄☕🍪🥞🥐🍳🥪🥯🍭🍭🍭🍬🍬🍬🍫🍫🍫🍩🍨🍧🌹💐💐💐💝😊😊😊
মনে আছে গো, এভাবেই তোমার শরীর খারাপের সময়,
তোমাকে মেসেজে বলতাম ভালো করে।
তোমাকে তো বলতে পারছিনা,
এই আমার হবো BDO Friend Anamika কেই বলছি,
ওকে বলি মনে হয় তোমাকে বলছি 😘।
কি করবো তোমার ইনবক্স এ মেসেজ করা বারন,
তাই তোমার নাম টা লিখে সকাল টা শুরু করি।
এই বন্ধুটা ভালো খুব,
না বেশি কথা হয় না,
খুব পড়াশুনো করে তো।
তাই আমিও ডিস্টার্ব করিনা।
জানো গো কাল সারা রাত শুধু তুমি ছিলে স্বপ্নে আমার 🥰,
কিন্তু তাও যেন ভালো লাগছেনা।
কারন দেখছি, সারা দিন তোমার পেছন পেছন ঘুরছিলাম,
তোমাকে কতবার sorry বলার জন্য,
চেষ্টা করেছিলাম।
কিন্তু তোমার হাসি মিষ্টি মুখটা দেখতে পাই নি কাল,
তোমার গোমরা মনমরা মুখ টা দেখলাম কাল 😔,
কত চেষ্টা করলাম তোমাকে বোঝাতে।
সত্যি কি স্বপ্ন উফ্,
ভাবতে পারছিনা আমার জিবনে এমন কিছু হবে।
যেন Movie তে যেমন হয় ঠিক তেমনি হচ্ছে।
ওগো কি এসব হচ্ছে বলতো,
কাল ঠাকুরকে বলেছিলাম আমার Cindrella Anamika কে নিয়ে এসো স্বপ্নে,
তাই মনে হয় তোমাকে আবার দেখলাম।
কিন্তু হাসাতে পারলাম না কাল একটুও।
ওই অনামিকা কোথায় হারিয়ে গেলে গো,
কত দিন হয়ে গেল তোমাকে দেখিনি।
শুধু চোখ বন্ধ করলে আর স্বপ্নে আসছো এখন তুমি,
কবে আবার তোমার সাথে কথা হবে গো।
খুব মিস করছি গো তোমাকে,
খুব ভালোবেসে ফেলেছি তোমাকে।
কিভাবে বোঝাবো জানিনা গো,
আমাকে ক্ষমা করে দাও,
কোন দিনও তোমাকে কষ্ট দেবনা।
তোমার মুখে মিষ্টি হাসি সারা দিন বানিয়ে রাখবো গো।
প্লিজ কথা বলো একটু,
একটা ভালো বন্ধু হয়েই তোমার ডান হাত হয়ে থাকবো সারাদিন।
ভালো থেকো খুশিতে থেকো বন্ধু আমার,
তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে ❤️,
তুমি খুব বড় আর্টিস্ট হও একদিন।
রাধা কৃষ্ণের ভালোবাসা আর আশীর্বাদে, ভগবান যেন তোমার হৃদয়ে,
আমার জন্য একটু ভালোবাসা বানিয়ে দেয়,
আর আমরা যেন আবার ভালো বন্ধু হয়ে যাই।
ওই Aamar Cindrella 27 Million (2.7 Crore) Views in Chingari তে আজ।
আজ তোমার মা দুর্গার ছবিটা ভিডিও বানিয়ে আপলোড করলাম ভালো করে,
Sorry permission তো নিতে পারলাম না,
কারন কথা বলা বারণ তো তাই।
মনে আছে তোমার ইস্কন টেম্পলের ভিডিও টা নিয়ে,
নিজের ফেসবুক স্ট্যাটাস story তে লাগিয়েছিলাম,
তুমি বলেছিলে, বিনা permission এ কারু কোন কিছু নিয়ে নেই।
তাই আমি এখানে তোমার কাছে আজ sorry বলে, Permission নিচ্ছি,
তোমার মা দুর্গা টা এত সুন্দর যে,
মনে হলো ওটাকে একটা সুন্দর ভিডিও বানিয়ে,
সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিই।
তাই আমি তোমার ভিডিও তো use করলাম,
যদি কেউ জিজ্ঞেস করে, কে বানিয়েছে,
তো আমি বলে দেবো, আমার বেস্ট ফ্রেন্ড বানিয়েছে।
আপনিও আপনার ছবি পেইন্টিং ওকে দিয়ে আঁকাতে পারেন।
ও খুব সুন্দর ছবি আঁকেন।
ওর ছবির মধ্যে যেন একটা প্রাণ খুঁজে পাবেন।
বেশি লিখবনা না হলে আবার সকাল সকাল চোখ ভিজে যাবে তোমাকে ভেবে।
আজ জলদি উঠে সবাইকে অবাক করে দিই একটু 😁।
আজ আবার ২৫ December এর কিছু লেখা পড়ছিলাম,
সত্যি পুরনো লেখা কিছুই পড়ি তো,
আবার তোমাকে মনে করে,
চোখ থেকে জল ঝরতে থাকে।
জানিনা কি হয়েছে,
কিন্তু খুব মিস করি তোমাকে,
মন খুব খারাপ।
কিভাবে বোঝাবো তোমায় গো।
কবে ঠাকুর আমার জিবনে কাউকে নিয়ে আসবে,
একটু ভালোবাসা বন্ধু হয়ে আমার সাথে কথা বলবে।
ওগো আর কষ্ট দাওনা গো,
ফিরে এসো আমার জিবনে।
একটা ভালো বন্ধু হয়েই থাকবো সারা দিন।
যা হয়েছে ভুলে যাও গো।
তোমাকে খুব ভালোবাসি গো,
খুব খুব মিস করছি গো।
Comments
Post a Comment