Skip to main content

Aamar Cindrella🌹🍫💝💐 Aamar Anamika Romantic Photos 2025

 Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025    

তুমি যদি স্বপ্নে না আসো তো যেন ঘুমই যেন হয়না | মা বলছে, তোর কি হয়েছে, আগে তুই এরকম ছিলিস না তো | Aamar Cindrella 👨‍💻🌹🍫💝👩‍🎨

 


Good Morning My Sweet Dear Friend Anamika 🌄☕🍪🥞🥐🍳🍭🍭🍭🍬🍩🍨🍧🌹🍫💝🤗🤗🤗
Be Happy and Keep Smiling Always 😊😊😊

তোমাকে তো ডিরেক্ট বলতে পারছিনা,
ওই আমার একটা সুইট ফ্রেন্ড আছে,
ওকে এভাবে রোজ বলি,
ওকে বলে ভাবি তোমাকে বলছি।
জানি ও খুব studious girl,
আজ তো মেসেজ টাও দেখেনি এখনও।
BDO হবে যে সে, তাই খুব পড়াশুনা করে।
খুব ভালো মেয়ে সে।
আমাদের রোজ কথা হয় কি জানো,
সে রোজ একটা কথাই বলে, কেমন আছো, কি করছ ব্যস আর কিছু না...
এর reply করলে তার আর রিপ্লাই তখন পাইনা 😅😅😅।
এরকমই সে তাও ভালো লাগে কথা বলতে ওর সাথে।

এই কিছু দিন রোজ সকালে ঘুম ভেঙে যায়,
কিন্তু বিছানা থেকে উঠে যেতে পারিনা বাইরে।
আজকেও হলো, তার পর আবার ঘুমিয়ে পড়লাম,
তারপর দেখলাম তোমাকে।
Sorry ভুলে যাচ্ছি,
আজকেও সারা রাত তোমাকেই দেখলাম।
সামনে বসে তোমার সাথে বসে,
কিসের হিসাব নিকাশ করছিলাম😅😅😅।
ভুলে গেছি, সকালে লিখলে মনে থাকতো।
তার পর আরেকটা দেখলাম।
দেখি তোমার ১০ টা মিষ্টি মিষ্টি ছবি তোমার Facebook Story তে,
দেখছি তুমি কোথাও আবার আগের মত ভিডিও বানাচ্ছ,
যেমন tiktok এ বানাতে।
ID টা কিন্তু শুধু অনামিকা ছিলনা,
অন্য কিছু ছিল, নেই ভালো করে দেখবো ভাবলাম,
ঘুমটা ভেঙ্গে গেল।
সকলের স্বপ্ন তো সত্যি হয়না গো,
মানে সত্যি কোথাও তুমি আবার ভিডিও বানাচ্ছ না গো অনামিকা।

একটা কথা বলবো,
আমাদের বন্ধুত্ব শুধু ৫ মাসের নয়,
এই Tiktok এ তোমাকে এত দেখতাম,
তোমার ৩৬১ খানা হাসি খুশি কান্না ছোট বাচ্চা বউ সাজার ভিডিও,
এসব দেখে দেখে তোমার উপর পুরো crush খেয়ে গেছি গো।

আর মনে হয় এসবের জন্য,
তোমাকে আরো বেশি ভালোবেসে ফেলেছি।

আজ মন একটুও ভালো নেই,
জানিনা কেন তোমাকে দেখে,
মন ভালো থাকার কথা, কিন্তু যেন উল্টো টা হচ্ছে।

মা বলছে, কাল তোর জন্মদিন,
আমি বলি, কালকে জন্মদিন!
মা বলছে, তোর কি হয়েছে নিজের জন্মদিন মনে নেই?
আমি যেটা ভাবছি সেটা সত্যি, তাহলে খুব বড় ভুল করছিস তুই।
এই তো সারা দিন কাজ করছিস, তাহলে কেন এরকম চিন্তা করছিস।
মা ভাবে, আমার কাজ না হওয়ার জন্য মন খারাপ,
কিন্তু কে জানে আমি তো কাউকে কখনো কখনো এত মিস করি,
যে মাথায় কিছু থাকেনা।
গাড়ি চালায় কিন্তু মনে যেন তুমি থাকো।
কখন ১০ কিমি গাড়ি চালিয়ে এসে গেলাম,
কখনো কখনো বুঝতেই পারিনা।
ফাঁকা রাস্তা থাকলে তোমার আমার নামের গান গাইতে থাকি।
"ও অনামিকা কেন হাসলি না,
এই জয়দীপ এর ভালোবাসা কেন বুঝলি না,
তোমাকে সারা জিবন ভালোবেসে যাই।
কখনো দেবনা তোমাকে কষ্ট ..."

মনে হচ্ছে মোবাইল টা বন্ধ করে বসে থাকি,
মাথা যেন ধরে যায় লিখতে লিখতে।
আবার না লিখলেও যেন ঘুম আসেনা,
দিনটা পেরোয় না।
কেন তুমি এলে আমার জিবনে,
মিষ্টি বন্ধু আমার অনামিকা।
এভাবে যদি বাজে কথা বলে চলে যেতে চাইছিলে তো😭😭😭,
মাথায় লাগছে আবার তোমার মত,
তোমার সব রোগ আমাকে দিয়ে দিয়েছে ঠাকুর,
একবার বলেছিলাম না,
ঠাকুর আমার অনামিকাকে ভালো রেখো, সুস্থ্য রেখো,
ওর রোগ সব কিছু আমাকে দিয়ে দাও।
যেন সত্যি আমাকে সব দিয়ে দিয়েছে।
মাথায় লাগা, viral fever সব কিছুই যেন।

ভালো থেকো বন্ধু খুশিতে থেকো, তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে।
তুমি খুব বড় আর্টিস্ট হও একদিন।
রাধা কৃষ্ণের ভালোবাসা আর আশীর্বাদে আমরা যেন আবার একদিন ভালো বন্ধু হই।

আজ সাই বাবার গ্রুপ দুটো ছেড়ে দিলাম।
বলেদিলাম এক বছর ধরে শুধু কষ্ট পাচ্ছি,
Depression এ পড়ে আছি,
যেখান থেকে বেরোতেই পারছিনা।
আমি যখন ভালো হবো আবার তখন join করবো।

৭-১০ সপ্তাহ আমি পড়তে পারিনি,
ভাবি পড়বো করে পড়তে পারিনি,
আর গ্রুপ এ গিয়ে মিথ্যে বলতাম পড়েছি আমি।
আমার জন্য অসম্পূর্ণ রয়ে যেত।
আমি চাইনা আমার জন্য এরকম হোক।
আমি তাই ছেড়ে দিলাম।
সাই বাবা আমাকে ক্ষমা করবেন।
আপনার কাছে দুই বছর ধরে প্রার্থনা করলাম,
আমার বন্ধু অনামিকার মনে একটু ভালোবাসা বানিয়ে দিন আমার জন্য,
কিন্তু তার জায়গায় ও যেন আমাকে দেখতে চায়না।
এত রাগ অভিমান বানিয়ে দিলেন।
আমি তো ওর সাথে শুধু ২ মিনিট রোজ কথা বলার আবদার ছিল,
আমাকে এমন কিছু বলেছে,
যেটা মনে পড়লেই মন খারাপ হয়ে যায়।
আমাকে আশীর্বাদ করো ঠাকুর,
আমার কাজে উন্নতি আনতে সাহায্য করো।
শুধু ওকে ভেবে নিজের সময়টা অপচয় করছি।
জিবনে একটা ভালো মেয়ে এনে দাও,
খুব মন খারাপ, রোজ ঘরে সবার কাছ থেকে কথা শুনতে হয়,
কারন রোজ দেরিতে উঠি,
দেরিতে অফিস যায়।
জানি আমারই ভুল।
কিন্তু কি করবো কিছু মন নেই কোন কাজেই।
শুধু ওর সাথে একটু কথা বলা যেত তো।

কলকাতা যাওয়া cancel ❌ হয়ে গেল,
এই corona আবার এসে গেল বলে,
আবার ভোট ও তো এসে গেল।
আজ মিঠুন চক্রবর্তী এসেছিল এখানে,
সবাই বাইরে যাওয়ার জন্য মরছিল,
মা বলছে, যা সবাই বাইরে আছে।
আমি বলি, যাবো কি আছে মোবাইল এ দেখে নেবো।
মা বলছে, তোর নিশ্চই কিছু হয়েছে,
কিছু তো হয়েছে নাহলে তুই এরকম ছিলিস না আগে।

যখন এসে ছিলি, কি সুন্দর সকালে উঠে মাঠ যাচ্ছি লি,
মার্কেট রোজ যেতিস আর এখন যেন কিছুই করিস না।

কি করবো বলো ভালো লাগেনা,
মনে হয় কোথাও চলে যাই।
চাইনা কারু ভালোবাসা কোন কিছু,
এই মায়া ভালোবাসায় পড়ে দেড়টা বছর শেষ হয়ে গেল গো😭😭😭।

কবে আমার কথা গুলো তোমার কাছে পৌঁছে দেবে ঠাকুর আবার,
কবে তোমার হৃদয়ে একটু ভালোবাসা জাগাবে ঠাকুর আবার।
কি করবো গো, তোমাকে খুব মিস করছি গো।
Please help me Anamika,
I really miss you very much 😭.
Kayse samjhayu kitnaa pyar krtahu tujhe.
Sar faatrahay tujhe sochte sochte.
Come back in my life angel.
I will never hurt you yaar.
Talk to me please 🥺🙏.

Comments

Popular posts from this blog

আমার অজানা অচেনা মিষ্টি Cyndrella

Munna Bhai MBBS এ Bapu Mahatma Gandhi র মত, যেন আমি তোমাকে দেখতে পাই চোখ বন্ধ করলেই 🥰😊🤗 | AamarCindrella 🌹🍫💝 | The untold story

Munna Bhai MBBS এ Bapu Mahatma Gandhi র মত, যেন আমি তোমাকে দেখতে পাই চোখ বন্ধ করলেই 🥰😊🤗 | AamarCindrella 🌹🍫💝 | The untold story সুপ্রভাত আমার মিষ্টি কষ্ট সহিষ্ণু পৃথিবীর সবচেয়ে সুন্দরী বন্ধু, আমার জীবনের Cindrella 💖, আমার সরস্বতী দেবী, আমার Shirley Setia Melody Queen ❤️🤗, আমার Bangalore Best Art Teacher, আমার স্বপ্নের রাজ্যের স্বপ্নের পরী, তুমি ভালো থেকো, খুশিতে থেকো সারাদিন। তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে, তুমি খুব বড় হও, রাধা কৃষ্ণের ভালোবাসা আর আশীর্বাদে আমরা আবার যেন ভালো বন্ধু হই 😊🥰। 🌄☕🍪🍰🥯🥣🥪🍳🥻🧃🍱🍚🍛🐣🐥🍗🍗🍗🐟👗💍⌚☂️🎧🍹🍿🍩🍪🍮🍭🍭🍭🍬🍬🍬🍫🍫🍫🍨🍧🍦🍡🏘️🚖🚘🏍️🚲🚴‍♀️💸💸💸💷💶💵💴💳💲💹💱💰🏧💌🌹💐💐💐🍲🌭🌯🍜🍝🍟🍕🍕🍕👩‍❤️‍👨👘💃👠👛👜👝💝🥰🥰🥰😊😊😊❤️ অনেক দিন পর এভাবে লিখলাম, এটা লিখলে মুখে একটা হাল্কা হাসি এসে যায়, মনে হয় আমি তোমাকে সত্যি কারের এভাবে দিয়েছি, আর তুমি বলছো, বাব্বা এতো কিছু, এতো ভালোবাসো আমায় তুমি, আমি বলি, আমার জীবনের চাইতে বেশি তোমাকে ভালোবাসি গো। তুমি আমার কথা শুনে মুচকি মুচকি হাসছো। জানিনা আবার কবে দেখা হবে, যেমন Mun...