Skip to main content

Aamar Cindrella🌹🍫💝💐 Aamar Anamika Romantic Photos 2025

 Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025    

Chotto Packet World - A Sweet Romantic Dream |আমার স্বপ্নে রয়েছ শুধু তুমি - সব কিছু রাধা কৃষ্ণের লীলা | Aamar Cindrella 👨‍💻🌹🍫💝👩‍🎨 | Cinderella Romantic Love Story 2021

 

ছোট্ট Pocket World

Chotto Packet World - আমার স্বপ্নে রয়েছ শুধু তুমি - সব কিছু রাধা কৃষ্ণের লীলা

Good Morning Cindrella,
কেমন আছো গো তুমি?
আশা করি ভালই আছ।
তোমার একটা ছবি তে ১৫০০+ লাইক এসেছে,
দেখো ৩০০ facebook followers হয়ে গেল ❤️😘।
ওই একদিন ১০০০ followers হবে,
তার পর বেড়ে ৫০০০ followers + হবে একদিন,
এরকম মাঝে মাঝে ছবি পোস্ট করতে থাকো গো।
তোমার মিষ্টি হাসি খুশি মুখ দেখেই নিজেকে ভালো রাখবো গো 😘😘😘।

আহ্ কি দারুণ কি কিউট কি রোমান্টিক স্বপ্নটা দেখলাম,
যেন ঠাকুরকে কোটি কোটি ধন্যবাদ দিতে ইচ্ছে করে।
ওই জানো গো আবার এলে তুমি আমার স্বপ্নে ❤️❤️❤️।

স্বপ্নটা শুরু হচ্ছে এভাবে,
আমি আছি কলকাতায়।
আমার খুব ঘুরতে ইচ্ছে করছিল।
তো নতুন কোথাও ঘুরার ছিল।
আমাকে কেউ বললো, চলে যে এই জায়গাতে,
যেটা odisha তে ভুবনেশ্বর এর সামনে।
আমি বুঝলাম না কেন ব্যাঙ্গালোর গেলাম।
আবার ওখান থেকে ঘুরে ভুবনেশ্বর এর ফ্লাইট ✈️ ধরে,
ল্যান্ড করলাম একটা মায়াবী নগরী তে।
যেনো এটা কোন রূপকথার গল্প।

Solo Trip, আমি একা, কাউকে চিনিনা।
আমাকে বলেছিল, তুই ওখানে যা,
তুই নিজে নিজে সব কিছু খুজে পাবি।

ওখানে গিয়ে একটা L আকৃতির পাহাড় ছিল,
যেটা Google Map 🗾 এ দেখেছিলাম।
আমি ওখানে যাওয়ার সময় এক দুজনের সাথে গল্প করলাম।
ট্রেন 🚃 এ করে সেখানে পৌছালাম।
ওখানে গাড়ি থেকেই একজনের সাথে গল্প করছিলাম।
যে রাস্তায় একটা স্টল বানিয়ে জিনিস বিকছিল স্টেশনারি।
ওর কাছ থেকে জানতে পারি,
ও কলকাতার লোক,
এখানে এসে ১০ টাকার জিনিসটা অনেক বেশি দামে বিক্রি করছে।
খুবই খুশি এই জায়গায় এসে।
আমাকে বলল, এই রাস্তা দিয়ে উপরের দিকে উঠতে থাক,
তুমি তোমার মঞ্জিল নিজেই খুঁজে পাবে।

অনেক সরু রাস্তা, এক জনের চাইতে বেশি মানুষ উপরে উঠতে পারবেনা।
আমি ধীরে ধীরে উপরে উঠছিলাম।
উঠতে উঠতে আমার একজন বন্ধুর সাথে দেখা,
দেখি ও জানেনা কিছু,
ও প্রথম বার এসেছে।
আমি বললাম চল একসাথে।
আমার ওই রাস্তায় অনেক বন্ধু হলো।
তার পর সবাই যেন আলাদা আলাদা হয়ে গেল।
সেই সময় দেখা হলো আমার Dream Girl, আমার Cindrella 👸 অনামিকা এর সাথে।
একটা মিষ্টি হাসির সাথে ভালো বন্ধুত্ব হলো।
আমরা ওখানে অনেক রকমের গাড়িতে চাপলাম, ঘুরলাম।

ভুলে যাচ্ছি আবার কি দেখলাম,
মাথায় একটু চাপ দিতে হবে।
ওখানে কিছু গেম খেলা চলছিল,
কোন ভারী বল নিয়ে খেলা,
তার সাথে দেখি একজনের মাথায় লেগে মাথা ফেটে রক্ত বেরিয়েছিল।
অনেক রকমের life risking game চলছিল।
আমি সব গুলোই খেলছিলাম।
সারা দিন শেষ হলো,
শেষে খুব ক্লান্ত আমরা দুজন।
তুমি শুয়ে পড়লে,
আর কে জানতো ওখানে আমারও বেড লাগানো ছিল।
আমার খুব ভালো লাগলো,
সারাদিন খুব Enjoy করলাম।
রাতে তোমার কানের কাছে একটা কিস 💋 করে বলছি,
বিয়ে করবে আমায়,
আমি তোমাকে খুব ভালোবাসি,
কোন দিনও কষ্ট দেবনা তোমাকে।
তুমি কিছু বললে না,
একটু smile করলে।
একটু ভালোবাসলে একটা কিস দিয়ে।
তারপর আমরা ঘুমিয়ে পড়লাম।

দুজনেই stranger পুরো,
আমাদের এই trip এ প্রথম দেখা,
আমরা জানিনা কারু মোবাইল নম্বর,
না কোন ফেসবুক একাউন্ট আইডি।

পুরো যেন একটা আলাদা world 🌍 এটা।
আমি সারা রাত খুব খুশি ছিলাম।
সকালে একটা আবার Mail এলো।
Do you want to update your address?
জানিনা এটা কি ছিল,
এটা যে Yes করতো, মানে সে তার সাথে দেখা করতে চায়না।
যারা No করতো,
মানে তারা নিজেদের friendship টা কে বাইরের জগতের সাথে মানে পরেও দেখা করতে চাইতো।

সকালে ঘুম থেকে উঠে দেখি,
তুমি নেই আমার পাশে।
আমিও সেই Mail টা পেয়েছিলাম,
আমি No করেছিলাম।
কিন্তু তুমি Yes করেছিলে,
তাই আর তারপর থেকে তোমার সাথে দেখা হয়নি।

একটা Chotto Packet World 🌍👨‍💻❤️👸,
যেটা মনে খুব খুশি দিল,
তারসাথে তোমাকে আবার নিয়ে চলে গেল।

যাক স্বপ্নটা কিন্তু খুব মিষ্টি 😘,
পুরো তোমার মত মিষ্টি সুন্দর ❤️।
ওই আমার মিষ্টি বন্ধু অনামিকা,
যদি ঠাকুর এই লেখা কোন দিন তোমার কাছে পৌঁছে দেয় তো,
রাগ করবেনা গো।

এসব রাধা কৃষ্ণের লীলা।
উনি তোমাকে দেখাচ্ছে আমার স্বপ্নে এখন 🥰🥰🥰।

চলো যাই মা ডাকছে,
একঘন্টা ধরে লিখেই চলেছি।
কিন্তু মনে একটা খুশি পেলাম লিখে গো।
সত্যি আজ মন টা খুব খুশি 🥰🥰🥰😘😘😘😊😊😊☺️☺️☺️




একটা Mail Confirmation এর সাথে এই ওয়ার্ল্ড এ পা রেখে ছিলাম।
ততক্ষণ আমরা একে অপরকে জানি।
সকালে আবার একটা Mail এলো,
তার সাথে তুমিও স্বপ্নের পরীর মত কোথায় যেন গায়ব হয়ে গেলে।

যাই বা হোক খুব মিষ্টি স্বপ্নটা।

কাল রাত্রি ১১:৩০ টাতে ঘুমিয়ে পড়েছিলাম,
আবার ১:২০ থেকে বসে বসে একটু কাজ করছিলাম।
সকাল কখন হলো বুঝতেই পারলামনা।
শুধু ওয়েবসাইট গুলো আপডেট করতে করতে সময় পেরিয়ে গেল।

জানো গো coffee ☕ খেতে ভালো লাগেনা,
কিন্তু কফি র উপর ওয়েবসাইট বানালাম।
কুকুর 🐕 পালিনা কিন্তু কুকুরের উপর ওয়েবসাইট বানালাম 🐶🐾

সব চেয়ে বড় তো ইংলিশ এ খুব ভালো না,
কিন্তু Best Content Writing Service প্রোভাইড করি,
Best Content Writing Service in India লিখলে,
Google Map এ তোমার নাম এর প্রথম অক্ষর দিয়ে বানানো,
আমার কোম্পানি টা 4th কি 7th Position এ rank করছে 🥰😅😅😅।
Automatic Rank হয়েছে, যেখানে আমি কিছু করিনি।
মনে হয় সবার কার review দেখে,
মনে হয় Google Uncle কেও ভালো লেগেছে।

কাল অফিসেও অনেকক্ষন কাজ করেছি,
ঘুরতে যায়নি, অনেক কাজ হয়েছে।
আজ কেও কাজ করবো।
প্রচুর কাজ করতে চাই,
প্রচুর খাটতে চাই,
একদিন তোমার দেখা স্বপ্নকে,
আমি বাস্তবে রূপান্তরিত করে তোমাকে উপহার দিতে চাই গো ❤️।

একটা গান বানিয়েছিলাম অনেক দিন আগে,
দেখি আজ ওটা গেয়ে youtube এ upload করবো দেখি।

তুমি ভালো থেকো খুশিতে থেকো বন্ধু আমার,
তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে,
তুমি খুব বড় আর্টিস্ট হও গো আমার Cindrella আমার অনামিকা ❤️❤️❤️।

Comments

Popular posts from this blog

আমার অজানা অচেনা মিষ্টি Cyndrella

Munna Bhai MBBS এ Bapu Mahatma Gandhi র মত, যেন আমি তোমাকে দেখতে পাই চোখ বন্ধ করলেই 🥰😊🤗 | AamarCindrella 🌹🍫💝 | The untold story

Munna Bhai MBBS এ Bapu Mahatma Gandhi র মত, যেন আমি তোমাকে দেখতে পাই চোখ বন্ধ করলেই 🥰😊🤗 | AamarCindrella 🌹🍫💝 | The untold story সুপ্রভাত আমার মিষ্টি কষ্ট সহিষ্ণু পৃথিবীর সবচেয়ে সুন্দরী বন্ধু, আমার জীবনের Cindrella 💖, আমার সরস্বতী দেবী, আমার Shirley Setia Melody Queen ❤️🤗, আমার Bangalore Best Art Teacher, আমার স্বপ্নের রাজ্যের স্বপ্নের পরী, তুমি ভালো থেকো, খুশিতে থেকো সারাদিন। তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে, তুমি খুব বড় হও, রাধা কৃষ্ণের ভালোবাসা আর আশীর্বাদে আমরা আবার যেন ভালো বন্ধু হই 😊🥰। 🌄☕🍪🍰🥯🥣🥪🍳🥻🧃🍱🍚🍛🐣🐥🍗🍗🍗🐟👗💍⌚☂️🎧🍹🍿🍩🍪🍮🍭🍭🍭🍬🍬🍬🍫🍫🍫🍨🍧🍦🍡🏘️🚖🚘🏍️🚲🚴‍♀️💸💸💸💷💶💵💴💳💲💹💱💰🏧💌🌹💐💐💐🍲🌭🌯🍜🍝🍟🍕🍕🍕👩‍❤️‍👨👘💃👠👛👜👝💝🥰🥰🥰😊😊😊❤️ অনেক দিন পর এভাবে লিখলাম, এটা লিখলে মুখে একটা হাল্কা হাসি এসে যায়, মনে হয় আমি তোমাকে সত্যি কারের এভাবে দিয়েছি, আর তুমি বলছো, বাব্বা এতো কিছু, এতো ভালোবাসো আমায় তুমি, আমি বলি, আমার জীবনের চাইতে বেশি তোমাকে ভালোবাসি গো। তুমি আমার কথা শুনে মুচকি মুচকি হাসছো। জানিনা আবার কবে দেখা হবে, যেমন Mun...