Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
হারিয়ে যায়নি...
বিরক্ত করা ছেড়ে দিয়েছি 😭💔
তুমি কাছে না থাকলেও,
চোখ বন্ধ করলেই যেন তোমাকে অনুভব করি! ❤️
অন্যের চোখ ভিজিয়ে,
কখনো নিজে ভালো থাকা যায়না!
কারু সাথে রোজ কথা বলবেন না,
নাহলে মানুষটি কথা বলা বন্ধ করলে,
যেন দমবন্ধ হয়ে যায় 😭।
কষ্টকে লুকিয়ে হাসি মুখে,
এক থেকে দুই দিন থাকা যায়।
এক বছর ধরে মিথ্যে হাসির অভিনয় করে,
আর কত দিন বা চলা যায়!
সবাই বলে ভুলে যা,
সত্যিই কি ভোলানো যায়,
যদি তুমি সত্যিকারের ভালোবেসে থাকতো!
যখন কেউ কাউকে ছেড়ে চলে যায়,
তখন যদি তার স্মৃতি গুলোকেও নিয়ে যায়,
তাহলে নিরবে বসে কাউকে কাঁদা তো না আর!
জিবন টা এমন জায়গায় নিয়ে আসলো,
না পারছি প্রাণ খুলে হাসতে,
না পারছি মন খুলে কাঁদতে।
কখনো কারো মনের মানুষ হতে পারিনি,
তাই চেষ্টা করছি সবার মনকে ভালো রাখার।
শরীরে কোথাও কেটে গেলে,
একটু কষ্ট হয়, জল বেরিয়ে আসে।
কিন্তু অন্তর টাকে কেউ যদি চিরে ফেলে তো,
কষ্টের সাথে রোজ রোজ জল বেরিয়ে আসে।
জিবনে দুঃখ কষ্ট এলে,
কখনো হতাশ হবেন না।
ভগবানের উপর ভরসা রাখুন,
তিনি যাকে যত বেশি ভালোবাসে,
তত বেশি কষ্ট দিয়ে থাকে।
তুমি আমার উপর রাগ অভিমান করেই থাকো,
আর আমি তোমার রাগ কে ভালোবেসে,
দিন কে রাত আর রাত কে দিন বানিয়ে,
স্বপ্নের তাজমহল বানাই।
Comments
Post a Comment