Skip to main content

Posts

Showing posts from December, 2020

Aamar Cindrella🌹🍫💝💐 Aamar Anamika Romantic Photos 2025

 Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025    

Happy New Year Aamar Cindrella 👨‍💻🌹🍫💝👩‍🎨

Happy New Year Aamar Cindrella 👨‍💻🌹🍫💝👩‍🎨  Happy New Year Aamar Cindrella অনামিকা👨‍💻🌹🍫💝👩‍🎨 আশা করি নতুন বছর টা তোমার খুব ভালো যাবে, আশা করি তোমার মনে আমার জন্য একটু দয়া করুনা ভালোবাসা জন্মে। যেন আমাকে একদিন মেসেজ করে বলো, চলো সব ভুলে আমরা ভালো বন্ধু হই যেন । জানিনা রাধা কৃষ্ণ ভগবান কবে এই দিন টা নিয়ে আসবে। কিন্তু বিশ্বাস আমার, একদিন ভালো বন্ধু হবো আমরা। কিগো নতুন বছর নতুন দিন কেমন কাটালে, আশা করি ভালই কাটাবে, পারতো একটা ভিডিও ছাড়বে ইউটিউবে, তোমার মিষ্টি হাসি মুখটা অনেক দিন দেখিনি, পারতো নতুন ফেসবুক প্রোফাইল লাগিও। পোস্ট গুলো Public করে দিও প্লীজ , তোমার পোস্ট দেখে মন ভালো রাখি গো । একটু বুঝো আমায়, একটু ভালোবাসা দাও তোমার । ভালো থেকো খুশিতে থেকো সারাদিন, তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে ❤️। সুপ্রভাত আমার মিষ্টি কিউট পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে অনামিকা , হতে পারে আমার চোখের জল টা তোমার কখনো কখনো নেকামো লাগে, কিন্তু একদিন তুমিও একদিন বুঝবে সত্যি যদি কাউকে সত্যি ভালোবেসে থাকতো। তোমার রাগ লাগে না চোখের জল টা আমার, তাই তো অভিমান করেই আছো এত দিন পর্যন্ত, ঠিক আম...

Reverse Engineering এ খুঁজে পেলাম Gold Mine একটা, শুধু তোমার জন্য বানাচ্ছি একটা Empire, শুভশ্রী কে দেখে মনে হলো আমার Cindrella কে দেখছি,আজ বছরের শেষ দিন কিন্তু তোমাকে না লিখে থাকতে পারিনা

Reverse Engineering এ খুঁজে পেলাম Gold Mine একটা, শুধু তোমার জন্য বানাচ্ছি একটা Empire, শুভশ্রী কে দেখে মনে হলো আমার Cindrella কে দেখছি,আজ বছরের শেষ দিন কিন্তু তোমাকে না লিখে থাকতে পারিনা | Cinderella Love Story 2021 👩‍🎨🌹🍫💝 | The Untold Feelings ওগো জানো তোমার ঐ পোস্ট এর লেখা টা Facebook Story তে দিয়েছিলাম। এই কিছু দিন ধরে টাকা কামায় নি বেশি, আমি শিখতে চাইছিলাম জিনিস গুলোকে। আমি রোজ ৪-৫ ঘণ্টা টাইম Research করতে টাইম দিতাম, কারণ শিখতে হবে এবারে, এবারে প্রতিদিন $100-1000 কামাতে হবে প্রতিদিন কোন ভাবেই হোক, যতটা পরিশ্রম করার করবো। কিন্তু হার মানবনা। আমি তোমার স্বপ্ন পুরন করবোই ৪ বছরের মধ্যে। আজ সকাল থেকে শুধু Research করছিলাম, Reverse Engineering খুব করছিলাম, রোজ এসবই সময় পার করি, আজকেও করছিলাম। আজ দুপুর ১টা থেকে এই রাত্রি না সকাল ৪:৪৫ পর্যন্ত খুব Research এ সময় দিলাম। আজ জানিনা যেটা খুঁজে পেয়েছি, ওটা আমার জন্য Gold Mine না একটা পোড়া কয়লা, দেখি কাল। কিন্তু আমার ৯৯% মনে হচ্ছে, আমি যেটা পেয়েছি পুরো ঠিক খুঁজে পেয়েছি। দেখাযাক রাধা কৃষ্ণ ভগবান ২০২১ এ আমার জন্য কি নিয়ে আসছে, ভালো...

ওগো ধন্যবাদ বন্ধু, পোস্ট গুলোকে public করার জন্য, Tiktok এর মত কিছু বানাও না গো, চোখ ভিজে চলেছে কিন্তু তোমার হৃদয় থেকে অভিমান দূর করতে পারলামনা

ওগো ধন্যবাদ বন্ধু,  পোস্ট গুলোকে public করার জন্য, Tiktok এর মত কিছু বানাও না গো, চোখ ভিজে চলেছে কিন্তু তোমার হৃদয় থেকে অভিমান দূর করতে পারলামনা | Cinderella Love Story 2021 👩‍🎨🌹🍫💝 | The Untold Feelings ওগো ধন্যবাদ বন্ধু,  পোস্ট গুলোকে public করার জন্য 🥰 মানুষ কল্পনাতেই সবচেয়ে বেশি খুশি ও সুখি থাকে। ঠিক গো এটা আমার কথাই বললে, আমাকে যেন বলছো ❤️ আমি যেমন চোখ বন্ধ করে তোমার সাথে কথা বলি, মনে যেন একটা শান্তি পাই, সব টাকা পয়সা চিন্তা কাজ দূরে থাকে, সেটা এক কল্পনার রাজ্য যেখানে শুধু আমি আর তুমি, আর কেউ নেই সেখানে। সেখানে শুধু রাজ করে ভালোবাসা শ্রদ্ধা আর সম্মান। এসব লিখলে যেন মন টাও শান্ত হয়ে গেছে। ওগো অনামিকা আমি তোমাকে বউ হিসাবে দেখতে পাই এই কল্পনার রাজ্যে , চোখ বন্ধ করলেই, আমি জানিনা এসব বলা ঠিক কি ভূল, কিন্তু সত্যি বলছি তোমার মিষ্টি হাসি দেখলেই যেন মন টা ভালো হয়ে যায় । ওগো আবার Tiktok এর মত কিছু বানাও না গো, অনেকদিন তোমার বাচ্চা সেজে, নতুন বউ সেজে, প্রেমিকা সেজে,  কত রকমের হাসি খুশির অ্যাক্টিং করে  ভিডিও বানাতে, সত্যি খুবই সুন্দর বানাতে গো। ওগো চোখ বন্ধ করে ...

মেসেজে দেখি অনামিকার Christmas Wish, বাবার সাথে তোমার ঐ tiktok ভিডিও টা খুব সুন্দর,ভালোবাসা বিচ্ছেদের গান শুনলে শুধু তোমাকে মনে পড়ে, তুমি যেন আমার মনের কথা পড়ে নাও, অযোধ্যা পাহাড় টা ভালো লাগলো গো,আজ কারু Santa 🎅 Clause হলাম,

মেসেজে দেখি অনামিকার Christmas Wish, বাবার সাথে তোমার ঐ tiktok ভিডিও টা খুব সুন্দর,ভালোবাসা বিচ্ছেদের গান শুনলে শুধু তোমাকে মনে পড়ে, তুমি যেন আমার মনের কথা পড়ে নাও, অযোধ্যা পাহাড় টা ভালো লাগলো গো,আজ কারু Santa 🎅 Clause হলাম | Cinderella Love Story 2021 👩‍🎨🌹🍫💝 | The Untold Feelings আজ এখন মোবাইল টা খুললাম, মেসেজ এ দেখছি অনামিকা Christmas wish করেছে , না সেটা তো তুমি না, এটা আমার ছোট বেলাকার বন্ধু অনামিকা, খুব ভালো লাগলো। জানো গো ও স্ট্যাটাস এ দিয়েছে, " Amar keno Santa nei j amake gift dabe 😭😭😭" খারাপ লাগলো, ভাবছি বলি, তুই বল কোথায় তোকে গিফট পাঠাবো। আমি তো তোমার Santa 🎅 হতে পারলাম না, কিন্তু অনামিকার তো Santa হই, দেখি সে কি বলছে। এটা Bangalore হলে সামনে গিয়ে দিয়ে আসতাম, কিন্তু এটা ছোট গ্রাম Mini Town, এখানে Married কাউকে কিছু দিলে মানুষ সন্দেহ করে। কি করা যায় ছোট্ট জায়গা, সবার কার মন টা ছোট, ওরা ভাবেনা একটা ছেলে একটা মেয়ে ভালো বন্ধু হতেও পারে। তাই জানিনা ও কি বলবে। বললাম ওকে," যদি খারাপ না মনে করিস, একটা ভালো বন্ধু ভাবিস তো, জানাস কোথায় তোকে Santa 🎅 হ...

Merry Christmas My Cinderella🎄🌹🍫💝😊

আজ গুরুবার, রাত ২ টো ৩২ বাজছে, ওগো দাদা আজ একটা মেয়ের ছবি দেখালো। ভালো লাগলো না। আমি তো তোমার মত চাই, তোমার মত মিষ্টি সুন্দর মন শান্ত করা মুখ, ওকে আমার ভালো লাগলো না। দাদা আবার সন্ধ্যেতে জিজ্ঞেস করছে, কেমন লাগলো তোর। আমি তো বলে দিলাম, ঠিক থাক কই আসছে। দাদা বলছে, যে গুলো পাচ্ছিস, এবারে বিয়ে করে নে, নাহলে পরে কেউ আসবেনা। নিজে দেখ কেমন হয়ে গেছিস দেখতে, কে বিয়ে করবে তখন তোকে! আমি কি বলবো আর! ৪-৫ দিন ধরে খুব পেট ব্যথা, কালকে সারাদিন bedrest নিলাম। এমন ব্যথা যে কি বলবো! কখনো বাম দিকে ব্যথা তো কখনো ডান দিকে ব্যথা, আবার কখনো উপরে ব্যথা তো কখনো নিচে ব্যথা। খুব ভালো কষ্ট পেলাম কাল। কাল রাতে ঠাকুরকে খুব বললাম, আজ যেন ভালো হয়ে যায়, অফিস যাবো। মনে হলো ঠাকুর শুনেছিল, আজ খুব ব্যাথা নেই, কিন্তু একটু আছে। আজ একজন বলছে, আর আমি বেশি কথা বলবনা। আমার জন্য ঘর থেকে দেখা হয়ে গেছে। ওর কাছে আমার ফেসবুক এর পাসওয়ার্ড আছে। আমি বললাম Congrats 👌, ভালই তাহলে আর কি । সে বলল, হ্যাঁ। ওগো অনামিকা তোমার বয়ফ্রেন্ড এর কাছেও, তোমার ফেসবুক পাসওয়ার্ড আছে না। সে ও মাঝে মাঝে চেক করে কিগো, আমার গার্লফ্রেন্ড কার কার সাথ...

সে বলছে, Amaro jiboner sb hasi khusi more geche, আরেক জন বলছে, কাজকে ভালোবাসো, বাবা মা কে ভালোবাসো, I need you, খুঁজে পেলাম আমাদের duet video song, মুখে শুধু তোমার নাম এর গান, কেউ বলছে, সত্যি তুমি কবি গো

কাউকে বললাম, আমার এই খুশি হাসি ২১ আগস্ট ২০১৯ থেকে আর নেই। প্রত্যুত্তরে সে বলছে, Amaro 17/12/2019 theke jiboner sb hasi khusi more geche. কি করবো অ*মিকা আমার জীবনের হাসি ছিল, খুশি ছিল, এখন সে নেই, আমিও যেন একটা হাসি খুশি হীন মানুষ হয়ে গেছি। অনামিকা দত্ত বলছে, Kmn acho Kobita new kichu likcho আমি: ঠিক থাক Hehe ভালো আমার কবিতা গুলো গো সে: O Hm Akata aro vlo আমি: ধন্যবাদ সে: Hm আমি: কথা বলতে ইচ্ছে হয় সে: New akchona Oo Vloito likho R akata cherona Hate jadu ache Sotti আমি: ছেড়ে দিয়েছি গো সে: Seki আমি: আঁকিনি এখন আর সে: Kno 😔😔😔 আমি: মন নেই ভালো গো সে: Kno আমি: ভালোবাসা জিবনে একটু দরকার সে: Abr ki আমি: একা একা ভালো লাগে না সে: Nago আমি: কারু সাথে একটু ফোনে কথা বলতে খুব ইচ্ছে করে সে: Kaj k vlo baso r baba ma k bas Onk santi আমি: না গো তার সাথে একটু ভালোবাসা জিবনে দরকার সে: O যা কথা বলি, তোমাকে আমি বলে দিই। আমি খারাপ ছেলে নই গো, আমাকে খারাপ ভাবনা। ভালোবাসো একটু, একটু ২ মিনিট কথা বলো। মরে যাচ্ছি গো। আমাকে তুমি বাঁচিয়ে রাখতে পারবে। মন খুব খারাপ। কখনো ইচ্ছে হয় আর যেন না উঠি। রোজ তোমাকে ম...

এই দুই মিনিটের জন্য কোথাও একটা ইতিহাস লিখে ফেললাম - Joydeep Anamika Friends Forever - Ever Green Friendship/Love Story 2021

  এই দুই মিনিটের জন্য কোথাও একটা ইতিহাস লিখে ফেললাম দুই মিনিট কথা বলার আবদারে, কোথাও যেন আমি একটা ইতিহাস লিখে ফেলেছি। শুধু ২৪ ঘণ্টার মধ্যে ২ মিনিট চাইলাম। একটা বাঙালি বন্ধুর মিথ্যে অপবাদে,।যেন আমার জীবনের ১৮ টা মাসে মেঘ এসে পড়লো। হাসি রাগ ভুলে গিয়ে কারো কটু কথা যেটা বিষের চাইতেও বেশি দামী, সেই বিষ টাকে অমৃত বানিয়ে তাকে যেন আরো বেশি ভালোবেসে ফেলেছি। রোজ রোজ বোঝানোর ব্যর্থ চেষ্টা করলাম, কিন্তু তার মুখে হাসি ফোটাতে গিয়ে তার মন খারাপ করে ফেললাম, আর তার সাথে নিজের হাসিও হারিয়ে ফেললাম। যেন আমি নিজের জীবনকে একটা movie বানিয়ে ফেললাম। এমন ভালোবেসে ফেললাম যে, তাকে চোখ বন্ধ করলে রোজ চোখের সামনে দেখতে পাই, যেন সে আমার দিকে হাসি মুখে তাকিয়ে, মুচকি মুচকি হাসতে হাসতে যেন আমার সাথে কথা বলছে। সিঁথিতে সিঁদুর পরনে লাল শাড়ি পরে যেন সে আমার দিকে তাকিয়ে হাসছে। আর আমি যেন তাকে দেবীর আসনে বসিয়ে ভালোবাসা শ্রদ্ধার পূজো অর্পণ করছি। জানিনা এই গল্পের অন্ত কোথায়? কোন দিনও কি সে আসবে জিবনে? না ঠাকুর আমার কথা গুলো তার কাছে পৌঁছে দিয়ে, তার মনেও একটু আবার বন্ধুত্বের ভালোবাসা সঞ্চারণ করবে একদিন! একদিন সে...

উফ্ ছবিটা তোমার কি দারুণ ❤️👌👌👌🥰, তুমি বলছো, অনামিকা শুধু জয় এর আর জয় শুধু অনামিকার

ও গো ধন্যবাদ অনেক দিন পর, আরেক টা খুব একটা মিষ্টি ছবি তোমার দেখতে পেলাম। সত্যি দারুণ লাগছ ❤️❤️❤️। খুবই মিষ্টি সুন্দর লাগছ। যেন তোমার এই মিষ্টি ছবিটা চোখ থেকে যেন সরতে চায়না। মন শান্ত করে দিলে তোমার মিষ্টি মুখ টা দেখে। এটাতে হাসি নেই, কিন্তু যে স্নিগ্ধতা আছে, সেটা কারু মধ্যে দেখতে পাইনি। তাই তো তোমাকে ভালোবাসি এত 😘। জামার রঙ টা খুব সুন্দর, লাল হলুদ গোলাপী সব কিছুর লম্বা লম্বা দাগ, আর তার সাথে তোমার ময়ূরের পেখমের মত লম্বা লম্বা চুল গুলো, উফ্ এত সুন্দর লাগছ যে বলে বোঝাতে পারবোনা গো ❤️❤️❤️। একগুচ্ছ চুল ডান চোখের উপর দিয়ে তোমার মিষ্টি মুখের উপর দিয়ে গিয়েছে। মুখে একটা নাকছাবি নেই, কানের টাও যেন লুকিয়ে আছে, তাও যেন তোমাকে দারুণ লাগছে, খুবই সুন্দর খুব মিষ্টি 🥰🥰🥰। মিষ্টি গোলাপের মত মিষ্টি ঠোঁটে হালকা পিঙ্ক লিপস্টিক লাগিয়ে, সত্যি খুবই সুন্দর লাগছ। যখন তুমি পড়বে তো ভাববে ছেলে টা গেছে, পুরো পাগল হয়ে গেছে। চলো এই বাহানাতে তোমার মুখে একটু তো মিষ্টি হাসি ফোটাতে পারবো। আমি ওটাই মনে মনে করে একটু মুখে হাসি নিয়ে আসি। ওই জানো গো এই তোমার ফটো টা দেখার একটু আগেই, একটু চোখ বন্ধ করে ছিলাম। দেখি ...

বউদি বলছে, এত ভালোবাসো দেখবে তুমি কখনো চলে যেতে পারবেনা, তোমার আমার নাম একসাথে জুড়িয়ে গান যেন সারা দিনের সঙ্গী, ওই তোমার নামের কেউ আমার এই গান কেও ভালো বলেছে

ওগো তোমাকে আজ খুব মিস করছি গো, কেন এত ভালোবেসে ফেলেছি সত্যি জানিনা। আমি না আমার ভাইপো শিবম কে খুব ভালোবাসি, ওকে না দেখলে যেন দিন শুরু হয় না আমার। সারা দিন কথা না বললে একটু ওর সাথে না খেললে, যেন ভালো লাগে না আমার। জানো গো আজ বৌদি বলছে, এত ভালোবাসো শিবম কে, কিভাবে তুমি ওকে ছেড়ে চলে যেতে পারবে। আমি বললাম, এই মায়া থেকে বের হতে চলে যেতে চাইছি। এই মায়া ভালোবাসা ভালো না। বলতে তো পারলাম না, আমি একটা মেয়ে কে এত ভালোবাসি যে, চোখের জল বেরিয়ে যায় ওকে রোজ ভাবতে ভাবতে, কিন্তু সে আর আমার সাথে একটা ভুলবোঝাবুঝির জন্য একটু ও কথা বলছে না আমার সাথে আর। রাগ করে অভিমান করে ভয় দেখিয়ে কথা বলা বন্ধ করে দিয়েছে, তাও আমি তাকে এত ভালোবেসে ফেলেছি যে, চোখ বন্ধ করলে যেন ওকে দেখতে পাই, ওকে বউ হিসাবে যেন দেখি রোজ। জানিনা কেন এভাবে দেখি, ওর সাথে কথা বলি। রাস্তায় একাই হাঁটার সময় যেন মনে হয়, সে আমার হাত টা ধরে একটা মিষ্টি হাসির সাথে হাঁটছে। গাড়িতে এখন রোজ বিকেলে কাজ করার পর বেরিয়ে পড়ি, স্কুটার টা নিয়েই ঘুরতে, আর যেন আমার আর ওর নামের গান গুলো জোরে জোরে গাড়ি চালাতে চালাতে গাইতে থাকি। "ও অনামিকা কেন হা...

ওই বন্ধু কোথায় তুমি গো, যদি পাশে থাকতো একদিন Lamborghini Car এ তোমার সাথে লং ড্রাইভ এ যাবো, 100+ websites, Your dream Microsoft, চোখ বন্ধ করে আবার এমন কিছু দেখা যেটা জানিনা কোন দিনও সত্যি হবে কি না

ওই অ*মিকা কোথায় তুমি গো, কোথায় হারিয়ে গেছো। ছবি পোস্ট করো গো। তোমার Tiktok ভিডিও গুলো খুব মিস করছি গো। তোমার গাওয়া ওই গান টা, Achyutam Keshavam Krishna Damodaran, গান টা আবার শুনতে পেলাম। যেন মনে হল আমার অ*মিকা কে দেখছি আমার চোখের সামনে। সেই মুখে একটু রাধা মীরার মত সেজে, শাড়ি টা মাথায় নিয়ে কি দারুণ কি সুন্দর লাগছিল গো তোমাকে, আমি বলে বোঝাতে পারবোনা গো। তুমি সত্যি মীরাই লাগছিল তোমাকে, তোমার ভিডিও টা যেন চোখের সামনে ভেসে উঠছে। ওগো ঠাকুরকে বলো না, তোমার মত মিষ্টি স্বভাবের সব কিছুতে যেন তোমার মত হয় আর রাগ যেন কম হয়, বুঝে, আমাকে খুব ভালোবাসে এরকম কাউকে তোমার এই বন্ধুর জিবনে এনে দিতে বলনা গো। I love you অ*মিকা, তুমি কোথায় হারিয়ে যাচ্ছ গো। সুপ্রভাত আমার মিষ্টি কিউট পৃথিবীর সবচেয়ে সুন্দরী বন্ধু আমার অ*মিকা❤️, আমার Bangalore Best Drawing Teacher 👩‍🎨, আমার সরস্বতী দেবী যাকে দেখলে মন শান্ত হয়ে যায়, আমার Shirley Setia Melody Queen ❤️🤗 চোখ বন্ধ করলে দেখতে পাওয়া মিষ্টি হাসির সাথে সুন্দরী একটা বউ। 🌄☕🍪🥪🍳🥯🥐🥞🥣🎒👜👝🎧🥻💍🌹💐💐💐🍭🍬🍫🍫🍫 🍱🍚🍛🐟🐣🐥🍗🍗🍗🐓👘 🍿🍪🍩🥤🍹🧃🍕...

Vaaste Best Romantic Song 2020 in Bengali | Aamar Cindrella 👨‍💻🌹🍫💝👩‍🎨

Vaaste Best Romantic Song 2020 in Bengali | Aamar Cindrella 👨‍💻🌹🍫💝👩‍🎨 ও অ*মিকা শুনে যা এই হৃদয়ের একটা কথা, কখনো দেবো না তোকে আর ব্যথা। সারা জিবন তুই ভালো থাক, এটাই আমি চাই। তার বদলে আমি তোর কাছে আর কিছু নাহি চাই। মনে হয় তোকে আমি, যেন সবার চাইতে বেশি বুঝি, কখনো মনে হয় বলে ফেলি, তুই কবে আমার হবি। ও অ*মিকা শুনে যা এই হৃদয়ের একটা কথা, কখনো দেবো না তোকে আর ব্যথা। সারা জিবন তুই ভালো থাক, এটাই আমি চাই। তার বদলে আমি তোর কাছে আর কিছু নাহি চাই। তোকে ছাড়া মনে আর কেউ যেন আর নাই, যেখানে দেখি সেখানে শুধু তোর ই নাম খুঁজে পাই। তোর মিষ্টি হাসি যেন কেড়ে নিয়েছে আমার মন, যেন কেড়ে নিয়ে হৃদয়, করলো আমার আপন জন। তোর মিষ্টি হাসি পারবোনা কোন দিনও ভুলতে, আমার জ্বলতে থাকা জীবনের তুই যেন শেষ সলতে। তুই সকালের সূর্য আমার, তুই শেষ ঠিকানা আমার। তুই নদীর মাঝের একটি মাত্র কুল, তুই আমার ভালোবাসার শিউলি বকুল ফুল। তুই কিনারা আমার। তোর থেকে সব কিছু শুরু, তোর কাছে এসে আমার সব কিছুর যেন শেষ। ও অ*মিকা শুনে যা এই হৃদয়ের একটা কথা, কখনো দেবো না তোকে আর ব্যথা। সারা জিবন তুই ভালো থাক, এটাই আমি চাই। তার বদলে আমি তো...

চোখ বন্ধ করে আবার তোমাকে দেখা তোমার ভালোবাসা পাওয়া, মন খারাপে অনেক কিছু বলে ফেলা, মা এর চোখ ভিজিয়ে দেওয়া, তাকে বললাম রাগ করতে ভুলে গেছি আর হাসিও হারিয়েছি, আগের জন্মে মনে হয় তুমি আমার কেউ ছিলে, Come back yaar Cinderella, তোমার মত কাউকে পাচ্ছিনা,

 এখন বাজছে রাত ১টা ২৮, ভেবেছিলাম আজ থেকে জলদি ঘুমোবো। কিন্তু সারা দিন শুধু শুয়ে ঘুমিয়ে কিছুই করতে পারলাম না। আজ কালকের চাইতে বেশি পেট ব্যাথা, বমি হলো, কিছুই করতে পারলাম না সারাদিন। কাল রাতে ঘুমোবো র সময় চোখ বন্ধ করলাম তো তোমায় দেখলাম, তুমি যেন চুপচাপ আমার দিকে রেগে বসে আছো। আমি বললাম, কি হলো? তুমি: কিছুই না তো। আমি: সত্যি আজ মন খারাপ কেন গো? তুমি: কিছু বললে না। আমি: কি হলো বলো না। তুমি: রেগে বললে, এই চার দিন কোথায় ছিলে তুমি, আমাকে মনে পড়েনি তোমার কি? আমি: না গো, একটু কাজ করছিলাম। একটু ব্যস্ত ছিলাম। তুমি: তাই বলে, একটুও আমার সাথে কথা বলবেনা। আমি: না গো, কাজের খুব টেনশন। তুমি: যাও কথা বলবনা তোমার সাথে। আমি: কি হলো? তুমি: তোমাকে খুব মিস করছিলাম আমি। আমি: আমি তো এক একটা সেকেন্ড তোমাকে মিস করি, কত বার তোমার নাম আমার নামের এক সাথের গান গুলো গাই, জানিনা কেউ শুনে তো নেয় না। নাহলে মুশকিলে পড়বো। তুমি: তাই বুঝি, আমার কাছে এসে আমার কপালে একটা মিষ্টি কিস করলে। আমি: এটা কি? তুমি: তুমি মিস করেছ তাই একটু ভালোবাসা দিলাম। আমি: বাব্বা আজ খুব পিরীত দেখাচ্ছ। তুমি: কেন আমার কি হক্ নেই তোমার উপর এ...