Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
এই দুই মিনিটের জন্য কোথাও একটা ইতিহাস লিখে ফেললাম - Joydeep Anamika Friends Forever - Ever Green Friendship/Love Story 2021
এই দুই মিনিটের জন্য কোথাও একটা ইতিহাস লিখে ফেললাম
দুই মিনিট কথা বলার আবদারে,
কোথাও যেন আমি একটা ইতিহাস লিখে ফেলেছি।
শুধু ২৪ ঘণ্টার মধ্যে ২ মিনিট চাইলাম।
একটা বাঙালি বন্ধুর মিথ্যে অপবাদে,।যেন আমার জীবনের ১৮ টা মাসে মেঘ এসে পড়লো।
হাসি রাগ ভুলে গিয়ে কারো কটু কথা যেটা বিষের চাইতেও বেশি দামী,
সেই বিষ টাকে অমৃত বানিয়ে তাকে যেন আরো বেশি ভালোবেসে ফেলেছি।
রোজ রোজ বোঝানোর ব্যর্থ চেষ্টা করলাম,
কিন্তু তার মুখে হাসি ফোটাতে গিয়ে তার মন খারাপ করে ফেললাম,
আর তার সাথে নিজের হাসিও হারিয়ে ফেললাম।
যেন আমি নিজের জীবনকে একটা movie বানিয়ে ফেললাম।
এমন ভালোবেসে ফেললাম যে,
তাকে চোখ বন্ধ করলে রোজ চোখের সামনে দেখতে পাই,
যেন সে আমার দিকে হাসি মুখে তাকিয়ে,
মুচকি মুচকি হাসতে হাসতে যেন আমার সাথে কথা বলছে।
সিঁথিতে সিঁদুর পরনে লাল শাড়ি পরে যেন সে আমার দিকে তাকিয়ে হাসছে।
আর আমি যেন তাকে দেবীর আসনে বসিয়ে ভালোবাসা শ্রদ্ধার পূজো অর্পণ করছি।
জানিনা এই গল্পের অন্ত কোথায়?
কোন দিনও কি সে আসবে জিবনে?
না ঠাকুর আমার কথা গুলো তার কাছে পৌঁছে দিয়ে,
তার মনেও একটু আবার বন্ধুত্বের ভালোবাসা সঞ্চারণ করবে একদিন!
একদিন সে বলেছিল, সব বিধাতার উপর ছেড়ে দাও,
তাই আমিও সব বিধাতার উপর ছেড়ে দিলাম!!
কোথাও যেন আমি একটা ইতিহাস লিখে ফেলেছি।
শুধু ২৪ ঘণ্টার মধ্যে ২ মিনিট চাইলাম।
একটা বাঙালি বন্ধুর মিথ্যে অপবাদে,।যেন আমার জীবনের ১৮ টা মাসে মেঘ এসে পড়লো।
হাসি রাগ ভুলে গিয়ে কারো কটু কথা যেটা বিষের চাইতেও বেশি দামী,
সেই বিষ টাকে অমৃত বানিয়ে তাকে যেন আরো বেশি ভালোবেসে ফেলেছি।
রোজ রোজ বোঝানোর ব্যর্থ চেষ্টা করলাম,
কিন্তু তার মুখে হাসি ফোটাতে গিয়ে তার মন খারাপ করে ফেললাম,
আর তার সাথে নিজের হাসিও হারিয়ে ফেললাম।
যেন আমি নিজের জীবনকে একটা movie বানিয়ে ফেললাম।
এমন ভালোবেসে ফেললাম যে,
তাকে চোখ বন্ধ করলে রোজ চোখের সামনে দেখতে পাই,
যেন সে আমার দিকে হাসি মুখে তাকিয়ে,
মুচকি মুচকি হাসতে হাসতে যেন আমার সাথে কথা বলছে।
সিঁথিতে সিঁদুর পরনে লাল শাড়ি পরে যেন সে আমার দিকে তাকিয়ে হাসছে।
আর আমি যেন তাকে দেবীর আসনে বসিয়ে ভালোবাসা শ্রদ্ধার পূজো অর্পণ করছি।
জানিনা এই গল্পের অন্ত কোথায়?
কোন দিনও কি সে আসবে জিবনে?
না ঠাকুর আমার কথা গুলো তার কাছে পৌঁছে দিয়ে,
তার মনেও একটু আবার বন্ধুত্বের ভালোবাসা সঞ্চারণ করবে একদিন!
একদিন সে বলেছিল, সব বিধাতার উপর ছেড়ে দাও,
তাই আমিও সব বিধাতার উপর ছেড়ে দিলাম!!
Comments
Post a Comment