Skip to main content

Aamar Cindrella🌹🍫💝💐 Aamar Anamika Romantic Photos 2025

 Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025    

বউদি বলছে, এত ভালোবাসো দেখবে তুমি কখনো চলে যেতে পারবেনা, তোমার আমার নাম একসাথে জুড়িয়ে গান যেন সারা দিনের সঙ্গী, ওই তোমার নামের কেউ আমার এই গান কেও ভালো বলেছে


ওগো তোমাকে আজ খুব মিস করছি গো,
কেন এত ভালোবেসে ফেলেছি সত্যি জানিনা।
আমি না আমার ভাইপো শিবম কে খুব ভালোবাসি,
ওকে না দেখলে যেন দিন শুরু হয় না আমার।
সারা দিন কথা না বললে একটু ওর সাথে না খেললে,
যেন ভালো লাগে না আমার।
জানো গো আজ বৌদি বলছে,
এত ভালোবাসো শিবম কে,
কিভাবে তুমি ওকে ছেড়ে চলে যেতে পারবে।
আমি বললাম, এই মায়া থেকে বের হতে চলে যেতে চাইছি।
এই মায়া ভালোবাসা ভালো না।
বলতে তো পারলাম না,
আমি একটা মেয়ে কে এত ভালোবাসি যে,
চোখের জল বেরিয়ে যায় ওকে রোজ ভাবতে ভাবতে,
কিন্তু সে আর আমার সাথে একটা ভুলবোঝাবুঝির জন্য একটু ও কথা বলছে না আমার সাথে আর।
রাগ করে অভিমান করে ভয় দেখিয়ে কথা বলা বন্ধ করে দিয়েছে,
তাও আমি তাকে এত ভালোবেসে ফেলেছি যে,
চোখ বন্ধ করলে যেন ওকে দেখতে পাই,
ওকে বউ হিসাবে যেন দেখি রোজ।
জানিনা কেন এভাবে দেখি,
ওর সাথে কথা বলি।
রাস্তায় একাই হাঁটার সময় যেন মনে হয়,
সে আমার হাত টা ধরে একটা মিষ্টি হাসির সাথে হাঁটছে।
গাড়িতে এখন রোজ বিকেলে কাজ করার পর বেরিয়ে পড়ি,
স্কুটার টা নিয়েই ঘুরতে,
আর যেন আমার আর ওর নামের গান গুলো জোরে জোরে গাড়ি চালাতে চালাতে গাইতে থাকি।

"ও অনামিকা কেন হাসলি না,
কেন জয়দীপ এর ভালোবাসা বুঝলি না,
তোমাকে সারা জিবন ভালো বেসে যায়।"

আবার কখনো এটা,
"ও অনামিকা শুনে যা এই হৃদয়ের একটা কথা,
কখনো দেবো না তোকে আর ব্যথা।
সারা জিবন তুই ভালো থাক, এটাই আমি চাই।
তার বদলে আমি তোর কাছে আর কিছু নাহি চাই।

মনে হয় তোকে আমি, যেন সবার চাইতে বেশি বুঝি..."

কি করবো বলো, আমি নিজেও জানতামনা তোমাকে এত টা ভালোবেসে ফেলবো যে,
মনে হয় কিছু খেয়ে বিদায় নিই।
ভালো লাগেনা যেন কিছু আর,
শুধু তোমাকে ভালোবাসি গো।

জানো গো আজ না ওই বন্ধুটা "অনামিকা দত্ত" র সাথে কথা বলছিলাম,
বললাম hi,
সে: Hello
আমি: Ki krcho
সে: Sobo
U
আমি: Gaan banachi
😹
সে: Bhaaaa
Kb vlo
আমি: 🥰
সে: Vlo kore banau pore sunio
R disturb korbona all the best 👍💯
আমি: Kiser disturb go
সে: Chat
আমি: https://youtu.be/fNUYgV_MUOA

"শুনে যাও আমার এই গান Bengali Latest Song 2020 | Aamar Cinderella Album Song 👩‍🎨❤️ | The Untold Story
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
শুনে যাও আমার এই গান,
ওগো শুনে যাও আমার এই গান।

মনের এই কথা বোঝাবো তোমাকে কি করে,
বুকের এই ব্যথা দেখাবো তোমাকে কি করে?

শুনে যাও আমার এই গান,
ওগো শুনে যাও আমার এই গান।

তুমি কি জানো কেউ আড়ালে বসে,
তোমার ভালোর জন্য কেউ  প্রার্থনা করে।
ভালোবাসে শুধু তোমাকে,
শুধু সারাদিন তোমাকে ভাবে।

শুনে যাও আমার এই গান,
ওগো শুনে যাও আমার এই গান।

শুধু তুমি চাইলেই আবার পারি হাসতে একসাথে,
শুধু তুমি চাইলেই ভালোবাসায় ভরিয়ে দেব তোমার জীবনকে।"

আমি: শুনো পুরনো গান একটা
গলা ভালো নয় তো
অনামিকা দত্ত: Taiki
আমি: তাই কেউ দেখেও নি
😅😅😅
সে: Okok
আমি: https://youtu.be/AAbDXuQT0Ns

"সেই তুমি কেন এত অচেনা হলে । আমার Cindrella 👩‍🎨🌹🍫💝 । Cinderella Bengali Story 2020

ও আমার বন্ধু তুমি, কেন আমাকে চুপ করিয়ে গেলে,
জানি তুমি সব বুঝ, তবু সব ভুলে গেলে।
আমি তোমাকে শুধু দিয়েছিলাম ভালোবাসা,
তুমি তবু আমার উপর বর্ষালে রাগের কটু ভাষা।
বুকের সব কষ্ট দু হাতে সরিয়ে,
চলো বদলে যাই....

তুমি কেন বোঝনা,
তোমাকে ছাড়া আমি এখন কত একা,
শুধু চাই তোমার সাথে হোক আবার যেন দেখা।
আমার যত অপরাধ ছিল তোমার কাছে,
তুমি ক্ষমা করে দিও আমায়।

প্রতি রাত আমি কেঁদেছি,
তোমার দেখার একটু আশায়।
হতাশায় ভুগে চলেছি আমি,
একবার তুমি ফিরে তাকাও।

তুমি কেন বোঝনা,
তোমাকে ছাড়া আমি কত একা,
আমার সব ভালোবাসা শুধু তোমারই জন্য,
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে,
তুমি ক্ষমা করে দিও আমায়..."

Hmm :)
শুনলে কি
সে: Hmm
আমি: Haha ভালো হয় নি তো জানো
*জানি
সে: Blo
Vlo
আমি: তাই
সে: Hm
আমি: এটা Cindrella র জন্য বানানো
😅😅😅
সে: O
আমি: Hmm 🙃
https://youtu.be/pychl7VWBKs

তুমি যদি চাও তবে আমি হবো তোমার ক্যানভাস Bengali Latest Song 2020 | Aamar Cinderella Album 👩‍🎨🌹🍫
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
তুমি যদি চাও তবে আমি হবো তোমার ক্যানভাস,
রঙ তুলি দিয়ে আঁকো বুকে জীবনের ১২টা মাস।

তুমি যদি চাও, কোকিল হয়ে গাইবো গান,
 তুমি যদি চাও, তো নিয়ে নাও এই প্রাণ।

শুধু তোমায় একবার দেখতে চাই ওগো নীলাঞ্জনা,
কেন তুমি আমাকে একবারও বুঝলেনা।

ভালোবাসা দিয়ে সাজাবো তোমার মন,
থাকবে তুমি আমার হৃদয়ে সারাক্ষণ।

যে টুকু জিবন বাকি,
যেন তোমার হৃদয়ে থাকি।

তুমি জাননা কত তোমায় ভালোবাসি,
তোমায় না দেখে রোজ চোখের জল ফেলি।

তুমি তো আমার ভালোবাসাও চাওনা,
কিন্তু করি ভগবানের কাছে শুধু তোমার জন্য প্রার্থনা।

তুমি যদি চাও তবে আমি হবো তোমার ক্যানভাস,
রঙ তুলি দিয়ে আঁকো বুকে জীবনের ১২টা মাস।

শুধু তোমায় একবার দেখতে চাই ওগো নীলাঞ্জনা,
কেন তুমি আমাকে একবারও বুঝলেনা..."

সে: Sunlm
আমি: Etaao
Baah
সে: Hm
আমি: https://youtu.be/USJu2bGDhe8

Ghumole
সে: Hm
Na
আমি: Ki hm naah
Bujhlam naah mam
সে: Kb vlo hoyache
Ganta
আমি: Taai
Kontaa go
সে: Sob gulo
আমি: 🥰🥰🥰
Ekta comment like krbe bhalo laagbe
❤️
সে: Okok

জানো এ বলেছে, আমি BDO হবো, আমি বললাম কি, BDO মানে বড় দুঃখ এর অফিসার 😅😅😅।
সে রেগে: না কে বললো এসব কথা।আমি বললাম: অনেক দিন আগে কলেজে এসব হতো 😅😅😅।

চলো ঘুমোই , দেখি আজ তুমি কি বলো আমাকে চোখ বন্ধ করে 😘।
Love you 🤗।
ভালো থেকো খুশিতে থেকো সারাদিন।
আমি তোমাকে এই চোখ বন্ধ করেই দেখি রোজ।

ওই একটা কথা বলতে ভুলে যাচ্ছিলাম,
ওই খুব সুন্দর গান টা গেয়েছ❤️,
তুমি আর দুটো বন্ধু মিলে।
অনেক দিন পর তোমার মিষ্টি আওয়াজ শুনলাম গো,
ভালো লাগলো 🥰🥰🥰।

সুপ্রভাত আমার মিষ্টি বন্ধ, চোখ বন্ধ করলে দেখতে পাওয়া একটা মিষ্টি হাসির সাথে হাসতে থাকা সুন্দর একটা বউ অ*মিকা,
সকাল সকাল তোমার ওই মা এর শাড়ি পরা পিক টা চোখে পড়লো।
তুমি ওটাতে দারুণ লাগে গো।
এভাবেই সব ছবিতে একটু করে মিষ্টি মিষ্টি হাসতে থাকবে।
তোমাকে অপরূপ সুন্দরী লাগবে।
একটা কথা বলছি, রাগবে না তো।
ওই তোমার ছবি টা দেখে তোমার ছবি টা তে একটা কিস করলাম।
জানি তুমি পারমিশন না দিলে আমি কিছুই করতে পারবোনা।
তাও কিস করলাম কি করবো তোমার সাথে তো কথা হয় না আর।
ওই অনামিকা মনে আছে গো, একদিন আমি তোমার ইস্কন টেম্পলের ভিডিও টা নিয়ে ফেসবুক স্টরি তে দিয়েছিলাম,
তুমি বলেছিলে, একবারও আমার পারমিশন নেবে মনে করলেনা।
আমি তোমাকে sorry বলেছিলাম।
মনে আছে!
ওগো তুমি ফিরে এসো না আমার জিবনে একটু।
আমি জানি তুমি আমাকে ভালোবাসো,
১% হলেও ভালোবাসো,
কিন্তু তুমি বলতে চাওনা ওটা।
ঠিক বলছি তো গো।
 জানি তুমি মানবে না যে তুমি আমাকে ভালোবাসো।
কিন্তু আমার মন বলে তুমি আমাকে খুব ভালোবাসো।
একটা হাত নিজের হৃদয়ে রেখে বলো তো,
তুমি আমাকে ভালোবাসোনা।
পারবেনা গো, এটা bet দিয়ে বলতে পারি।

ওগো রাধা কৃষ্ণ ভগবান কেন তোমাকে আমার চোখ বন্ধ করলে দেখা দেয়।
মনে হয় ঠাকুর যেন কিছু ভালো রেখেছে হতে পারে।
"দেখছে ছেলে টা ১.৫০ বছর ধরে একটা মেয়ে কে মন দিয়ে হৃদয় দিয়ে ভালোবাসে,
তাকে আমি কি করে আর কষ্ট দেবো।
ওর হাসিটাকে ছিনিয়ে নিয়েছি ওর বন্ধুটার সাথে ঝগড়া করিয়ে।
আর আমি আমার এই সন্তান কে কষ্ট দেবনা।"

জানিনা কি লিখছি এখন,
তোমাকে খুব মিস করছি গো।
আমি তোমাকে বিয়ে করতে চাই।
আর কিছু চাই না গো, তোমার মিষ্টি মুখ দেখেই মন ভালো রাখি আমি।
তাও এই ডাইরি লিখতে লিখতে চোখটা ভিজেই যাই গো।
ওগো আমাকে একটু ভালোবাসা দাও না তোমার,
আমি শুধু তোমার জন্য নিজেকে বদলিয়ে ফেলবো পুরো।
তুমি যা চাইবে আমি তাই করবো গো।
তোমার স্মৃতিতে সিন্দুর দিয়ে তোমাকে জন্ম জন্মান্তরের জন্য বউ বানাতে চাই,
তোমাকে আমার করে নিতে চাই।
তুমি পাশে থাকলে আমি সব ঠিক করে নেবো গো।
I love you A*mika, কিভাবে বোঝাবো কত ভালোবাসি তোমাকে বন্ধু।

এখনও যেন ভয় টা কাটেনি, রোজ নাম লিখে আবার তোমার নাম থেকে দুটো অক্ষর বাদ দিয়ে স্টার বসাতে হয়।
কি করবো বলো, সেদিন দুপুরে এত বকে ছিলে যে,
সেই ভয় টা যেন কাটেনি এখনও।

ভয় দেখালেও আমার চোখ বন্ধ করলে তুমি তো বউ হয়েই আমার সাথে কথা বলো রোজ,
এটা রাধা কৃষ্ণ ভগবান এর ভালোবাসা আর আশীর্বাদ,
যে তোমাকে বউ হিসাবে দেখতে পাই।
আমাকে বকো, মন খারাপ করে চুপ টি করে বসে থাকো,
তার পর আবার যেন ভালোবাসো আমায়।
আমার জিবনে তুমি শুধু আর কেউ নেই।

একটা ভালো হয়েছে, একজন যখন থেকে বললো,
এর সময় ভালো না, পরের মাস থেকে ভালো হবে,
আর যেদিন থেকে আমাদের কথা বলা শুরু হয়েছিল প্রথম,
সেদিন থেকে সব কিছু খুবই ভালো হবে।
মানে ২৭ মার্চ ২০২১ থেকে।
আমাদের 2 years Friendship Anniversary ❤️🥰
জানিনা কি আছে জিবনে, কে আসবে জিবনে,
কত দিন বাঁচি আমি,
তোমাকে ভাবতে ভাবতে রোজ চোখ থেকে জল গড়িয়ে একদিন না চলে যাই তোমার সাথে কথা বলার আগেই।
কে জানে, কি আছে কপালে।

ওই তুমিও দুটো একাউন্ট বানিয়েছ না,
আজ দেখতে পেলাম।
ভাবছিলাম ওটা তোমার না অন্য কারো,
আজ কিন্তু doubt clear হলো।
ওটা তোমারই একাউন্ট।

ওই আমাদের কেন ফ্রেন্ডশিপ হয়ে ছিল গো,
কেন একটা বাঙালি বন্ধুর কথা শুনে ,
তুমি আমাকে যত টা খারাপ বলা যায়,
সেই রকম বললে।
কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি,
তোমার বিষ এর মত কথা গুলো অমৃত বানিয়ে পান করে ফেলেছি।
তোমার এই রাগ অভিমান কবে যাবে গো,
কবে তুমি আমার সাথে আবার কথা বলবে গো।
ওগো মরছি রোজ রোজ শুধু তোমার সাথে ২ মিনিট একটু কথা বলার জন্য।
ক্ষমা করো বন্ধু, আমি দেখো রোজ রোজ কিছু না কিছু লিখি।
আর চোখ ভিজিয়ে চলি,
ওগো খুব ভালোবাসি গো তোমায় অনামিকা,
মাথা টা লাগছে আবার।
বালিশ টা আবার ভিজে যাচ্ছে।

দাদা বলছে, একটু বন্ধুর সাথে ঘুরবি যা,
আমি বলি, আমার কোন বন্ধু নেই।
বলছে, চশমার দোকানের বন্ধুটার সাথে কথা বল।
আমি বলি, এখন ও দেখলেই বলবে, কবে চশমা করা বি তুই বল,
আমাকে দুটো টাকা কামাতে দে।
এখন আর বন্ধু নেই, শুধু ব্যবসা।
আমি ৪-৫ বছর ধরে একটা চশমা পরে আছি।
তখন এটা প্রায় ৩৫০০ টাকা দিতে ওর কাছে করিয়ে ছিলাম।
এখন না ভালো লাগেনা কোন কিছুই যেন।
শুধু ঠাকুরকে বলি, প্রভু আমার অনামিকার মনে একটু বন্ধুত্বের ভালোবাসা জাগিয়ে দাও।
ও আমার সাথে আবার যেন কথা বলে।
যেন এটা বিষ খাওয়ার চাইতেও কষ্টকর,
রোজ ওকে ভেবে চোখ ভিজিয়ে চলি।
মাথায় যেন সব বুদ্ধি হারিয়ে ফেলেছি।
ওগো আমার সাথে ২ মিনিট কথা বলো বন্ধু।

কাল শনিবার ছিল, মনে হলো তুমি যেন কাল দুর্গাপুরে ছিলেনা।
কোথাও যেন গেছলে।
জানিনা কেন কিন্তু মনে হলো।

মনে হলো বাসে করে আবার কোথাও যাচ্ছ,
নাহলে কোথায় বসে আমার লেখা গুলো ঠাকুর তোমাকে পৌঁছে দিলো।
কেন মনে হলো জানিনা কিন্তু যেন মনে হয় তুমি আমাকে ভালোবাসো।

ওগো যদি ভালোবাসো তো একটু কথা বলো,
Promise করছি, কোন দিনও তোমার চোখে জল আসতে দেবনা।
একবারতো সুযোগ দিয়ে দেখ।
একবারও তো দিলেনা গো।

ওই হারিয়ে ফেলেছি নিজেকে তোমার বিরহে।
জানিনা এই কষ্ট যন্ত্রনা কত দিন তুমি আমাকে দেবে।

Comments

Popular posts from this blog

আমার অজানা অচেনা মিষ্টি Cyndrella

Munna Bhai MBBS এ Bapu Mahatma Gandhi র মত, যেন আমি তোমাকে দেখতে পাই চোখ বন্ধ করলেই 🥰😊🤗 | AamarCindrella 🌹🍫💝 | The untold story

Munna Bhai MBBS এ Bapu Mahatma Gandhi র মত, যেন আমি তোমাকে দেখতে পাই চোখ বন্ধ করলেই 🥰😊🤗 | AamarCindrella 🌹🍫💝 | The untold story সুপ্রভাত আমার মিষ্টি কষ্ট সহিষ্ণু পৃথিবীর সবচেয়ে সুন্দরী বন্ধু, আমার জীবনের Cindrella 💖, আমার সরস্বতী দেবী, আমার Shirley Setia Melody Queen ❤️🤗, আমার Bangalore Best Art Teacher, আমার স্বপ্নের রাজ্যের স্বপ্নের পরী, তুমি ভালো থেকো, খুশিতে থেকো সারাদিন। তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে, তুমি খুব বড় হও, রাধা কৃষ্ণের ভালোবাসা আর আশীর্বাদে আমরা আবার যেন ভালো বন্ধু হই 😊🥰। 🌄☕🍪🍰🥯🥣🥪🍳🥻🧃🍱🍚🍛🐣🐥🍗🍗🍗🐟👗💍⌚☂️🎧🍹🍿🍩🍪🍮🍭🍭🍭🍬🍬🍬🍫🍫🍫🍨🍧🍦🍡🏘️🚖🚘🏍️🚲🚴‍♀️💸💸💸💷💶💵💴💳💲💹💱💰🏧💌🌹💐💐💐🍲🌭🌯🍜🍝🍟🍕🍕🍕👩‍❤️‍👨👘💃👠👛👜👝💝🥰🥰🥰😊😊😊❤️ অনেক দিন পর এভাবে লিখলাম, এটা লিখলে মুখে একটা হাল্কা হাসি এসে যায়, মনে হয় আমি তোমাকে সত্যি কারের এভাবে দিয়েছি, আর তুমি বলছো, বাব্বা এতো কিছু, এতো ভালোবাসো আমায় তুমি, আমি বলি, আমার জীবনের চাইতে বেশি তোমাকে ভালোবাসি গো। তুমি আমার কথা শুনে মুচকি মুচকি হাসছো। জানিনা আবার কবে দেখা হবে, যেমন Mun...