Skip to main content

Aamar Cindrella🌹🍫💝💐 Aamar Anamika Romantic Photos 2025

 Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025    

চোখ বন্ধ করে আবার তোমাকে দেখা তোমার ভালোবাসা পাওয়া, মন খারাপে অনেক কিছু বলে ফেলা, মা এর চোখ ভিজিয়ে দেওয়া, তাকে বললাম রাগ করতে ভুলে গেছি আর হাসিও হারিয়েছি, আগের জন্মে মনে হয় তুমি আমার কেউ ছিলে, Come back yaar Cinderella, তোমার মত কাউকে পাচ্ছিনা,


 এখন বাজছে রাত ১টা ২৮,
ভেবেছিলাম আজ থেকে জলদি ঘুমোবো।
কিন্তু সারা দিন শুধু শুয়ে ঘুমিয়ে কিছুই করতে পারলাম না।
আজ কালকের চাইতে বেশি পেট ব্যাথা, বমি হলো,
কিছুই করতে পারলাম না সারাদিন।

কাল রাতে ঘুমোবো র সময় চোখ বন্ধ করলাম তো তোমায় দেখলাম,
তুমি যেন চুপচাপ আমার দিকে রেগে বসে আছো।
আমি বললাম, কি হলো?
তুমি: কিছুই না তো।
আমি: সত্যি আজ মন খারাপ কেন গো?
তুমি: কিছু বললে না।
আমি: কি হলো বলো না।
তুমি: রেগে বললে, এই চার দিন কোথায় ছিলে তুমি, আমাকে মনে পড়েনি তোমার কি?
আমি: না গো, একটু কাজ করছিলাম। একটু ব্যস্ত ছিলাম।
তুমি: তাই বলে, একটুও আমার সাথে কথা বলবেনা।
আমি: না গো, কাজের খুব টেনশন।
তুমি: যাও কথা বলবনা তোমার সাথে।
আমি: কি হলো?
তুমি: তোমাকে খুব মিস করছিলাম আমি।
আমি: আমি তো এক একটা সেকেন্ড তোমাকে মিস করি, কত বার তোমার নাম আমার নামের এক সাথের গান গুলো গাই, জানিনা কেউ শুনে তো নেয় না। নাহলে মুশকিলে পড়বো।
তুমি: তাই বুঝি, আমার কাছে এসে আমার কপালে একটা মিষ্টি কিস করলে।
আমি: এটা কি?
তুমি: তুমি মিস করেছ তাই একটু ভালোবাসা দিলাম।
আমি: বাব্বা আজ খুব পিরীত দেখাচ্ছ।
তুমি: কেন আমার কি হক্ নেই তোমার উপর একটুও, তোমাকে কি ভালোবাসতে পারিনা। আবার যেন আমার চোখে কিস করলে।
আমি: এত ভালোবাসো আমায় তুমি। তুমি: কেন শুধু কি তুমি ভালবাসতে পারবে, আমি কি পারবোনা।
আমি: না না।
আমিও একটা মিষ্টি ভালোবাসা শ্রদ্ধা সম্মানের একটা কিস করলাম তোমার কপালে।
তুমি: হাল্কা হাল্কা হাসি দিচ্ছ।
আমি: ওই আমরা বাস্তব জিবনে কবে কথা বলবো আর!
তুমি: জানিনা গো! তুমি তো আমাকে চোখ বন্ধ করে বউ বানিয়ে দেখো। তুমি এভাবেই দেখো। বাস্তব টা খুব কঠিন। অনেক ঝড় ঝঞ্ঝাট আসবে। তাই আমি, অ*মিকা তোমার চোখ বন্ধ করা বউ হয়েই থাকবে। ভগবান তো সবার ভালো করে, যারা অন্যের উপকার করে। আজ না হলেও কিছু দিন পর আমরা কথা বলবো, Best Friends Forever Joydeep Cinderella A*mika থাকবে সারা জীবন।

জানো গো, একটা মেয়ে দেখেছে,
আমার তো ভালো লাগেনি।
মা বাবা সবাই বলছে, ছবি না দেখে সামনে গিয়ে দেখ,
আমি বললাম, সামনে কি দেখবো।
এখান থেকেই ভালো লাগছেনা।
মা বলছে, রূপ নিয়ে কি পুতুল বানিয়ে রাখবো।
আমি বলি, রূপ আর গুণ দুটোই হবে এমন যার হবে, তার সাথেই করবো।
মা বলছে, সম্ভব না।
এটাই ভালো হবে।
আমি বললাম, ঠিক আছে। যা তোমাদের ইচ্ছা করো। আমি জানিনা কিছু।
মন খুব খারাপ।
পরশু দুপুরবেলা মঙ্গলবার, মনের যত কথা লিখে দুটো মেয়ের ছবি তার সাথে পাঠালাম আমাদের দাদা, দিদি, বৌদি, জামাইবাবু, বাবা যেটায় আছে সেই গ্রুপে।
আমি ভাবছিলাম পাঠাবো না, কিন্তু ভাবলাম ঠিক আছে।

"মা বলছিল কি রকম হয় এগুলো যদি ভালো নয় তো, তো দেখো কি রকম হবে, মুখটা একটু মিষ্টি হবে না কি এত বড় মুখের হবে, ধানবাদের টা আমার চাইতে বেশি বড় মুখ, একটু আলাদা দেখতে। একটা মুখে মিষ্টি ভাব থাকবে, একটাও তো দেখতে পেলাম না। কি করবো জিবন টা কেরাসিন করে দিয়েছে, কোন ভালো জায়গা থেকে কিছু আসে ই না, সময় টা খারাপ চলছে, করোনা তে জিবনটা শেষ করে দিয়েছে। যা ইচ্ছে ঘরে আসছে, মা বলে পরে হবে সব সুন্দর, যদি না পরে হয় তো তখন জামা ভালো না লাগলে জামা না পরার মত ছাড়তে পারবো। একটা কোম্পানীর মালিক হয়েও যেন মনে হচ্ছে বেকার একটা ছেলে, যে ভিক্ষে খুঁজছে মনের মত মেয়ের জন্য। কি করব আর সময় টা খারাপ আর কি বলি, এগুলো ব্যস পাঠালাম। এগুলো বলো না এদের কে বল, একজনের already বিয়ে হয়ে গেছে আরেক জন ও engaged আছে। ব্যস বললাম এরকম একটু দেখতে একটু মিষ্টি হবে দেখতে, না মুখটা একটু বড় না বাঁকা দেখতে। আমি বলছিনা যে শুধু রূপ দেখতে, গুণ ও দরকার। মা বলছে, রূপ চাইলে গুণ পাবিনা। কে বলছে, অনেক জন এরাও রূপের গুণেরও তো আমি কেন পাবোনা। মা বললো, ওই কে বলেছে ঘরে ভূতে পাথর ফেলে না কি একটা , তো সেদিন যেদিন কথা বললো, তো বলেছে মেয়েটার পছন্দ নেই। হুম্ এরকম হয়ে গেছি, ঘর এসে খাবার তেল মিষ্টি খেয়ে যেরকম ছিলাম তার দ্বিগুণ হয়ে গেছি, কার ভালো লাগবে এরকম কাউকে। জানি তো সবার কার ভালো লাগা না লাগা আছে, আমি যেমন দেখবো, তেমন ওধার থেকেও তো দেখবে তো, জানি তো। তাই তো বলছিলাম, ওই Trade Mill Machine টা আনি, তাও ভাগ্যক্রমে দাদা ও মেনেছে। দেখি যদি কিছু নিজেকে বদলাতে পারি একটু রোজ এটাতে দৌড়ে। তাই আমি যেখানে ঘুমোই ওখানেই রাখবো। যতই বা কষ্ট হয়, ওখান তাতেই রাখবো আর নিজের ওজন আর এই চর্বি টা কামিয়ে দেখাবো। জানি পড়ে সবাই হাসবে, হাসার পাত্র হয়ে গেছি আমি সবার কাছে, কি করবো সময় খারাপ চললে কোন কিছু ঠিক থাকবেনা। ছাড়ো আবার এটা লিখে বলবে, খুব বড় লিখতে শিখে গেছিস। হাহা লেখার কাজেরই মধ্যে আছি, তো আমি না একটু ভালো করে লিখলে, client কে তেল দিয়ে প্রজেক্ট কি করে তুলবো। ছাড়ো, এসব কথা। বৌদি যদি পড়েছ তো প্লীজ এই ছবি গুলো মা কে দেখাবে, এরকম দেখতে যদি কাউকে পাই তো বলবে না হলে বলনা। ভগবান সবার জন্য কিছু না কিছু ভালো রেখেছে, সময় তো লাগবেই, সময় না দিয়ে হুৎ করে যদি করে ফেলে তো এখন দেখছোই সিরিয়াল গুলোতে কি কি হচ্ছে ভবিষ্যতে। মন খারাপ থাকলে যা ইচ্ছে লিখে ফেলি, ১০০০+ গল্প লিখেছি, আর লিখে চলেছি কোথাও আর কি! ছাড়ো বাদ দাও এসব কথা। একটু পারতো দেখো, একটু ভালো দেখতে হবে আর কি? আমি কি বলেছি খুব বড় জায়গার করতে, একবারও তো বলিনি। গরিব ঘরের যাই বা দেখো। ব্যস দেখতে ভালো হবে। জিবনে ২লাখ ৮৭ হাজার টাকা মাসে কমিয়েছি একদিন ২০১৭ তে হবে, সেই ছেলের অবস্থা যেন রাস্তার চা এর দোকানের থেকেও যেন খারাপ, এমন অবস্থা এখন। এর পর জানি দাদা পুরো বলবে, কি করবো বাড়ি এসে ঘরে বোকানি দাদার না শুনে যেন খাবার আর হজম হয়না এখন আর। কি করবো পরিস্থিতি বানিয়ে দিয়েছে এমন আমাকে।কি সুন্দর আমার একটা ছোট্ট অফিস ছিল, অফিস এ ১৮-১৯ ঘণ্টা বসে কাজ করতাম। জিবন টা শেষ করে দিল এই করণাতে। এবার দেখি এটা পড়ার কার কি কথা শুনি। না শুনলে খাবার তো হজম হয়না আর 😅😅😅। এটাই আমার জিবন হয়ে গেছে। Sorry যদি কারো খারাপ লেগেছে শুনে তো। ভুল বুঝনা আমাকে কেউ। ব্যস একটু মনের কথা লিখলাম।অনেক দিন তো লিখিনি তাই আজ লিখলাম আবার 😅😅😅।"

আমি জানি, সবাই প্রথমে ঠাট্টা করে কিছু বলবে।

দাদা: এত বড় লিখেছিস যে পড়ে ফুরাতেই পারছিনা😆😆😆

তারপর অনেক কিছুই বললো দাদা দিদি।

মা রাতে বলছে, "তোর লেখা টা দাদা আমাকে পড়তে দিল।

আমি এক্সিডেন্ট থেকে মরে বেঁচে এসেছি, এমন লিখেছিস যে heart attack হয়ে যাবে, চোখ থেকে জল বেরিয়ে গেল, দুপুরে খেতে পারলাম না তোর কথা গুলো পড়ে, "কোম্পানীর মালিক হয়ে মেয়ের জন্য ভিক্ষে খুঁজছে, এত বড় লাইন লিখতে পারলি তুই।"
মা বলছে, বেশি সুন্দর বড় ঘরের হলে সবাইকে ভালোবাসবে না, ঝাঁট দেওয়া, জল নিয়ে আসা কিছুই করবেনা।
দেখ তোর ওই বন্ধু টাকে,  ও র বউ চাকরি করে, তোর বন্ধুর মা এর হাত ভেঙ্গে গেছে, আর তোর বন্ধুর বউ সারা দিন রাত ছাদেই থাকে। তোর বন্ধুর মা এর সেবাও করেনা। একটুও দেখেনা। Love Marriage করে বৌ নিয়ে এলো একদম সুন্দরী একটা মেয়ে কে, কলকাতায় বাড়ি যার, এখন দেখ নিজের sasur শাশুড়ির কোন সেবা করেনা।

তুই ও কি এরকম বউ চাস?
আমি: না, আমার যদি বিয়ে হয় তো সে  তোমার মত (আমার Cindrella অ*মিকা) রূপে লক্ষী, গুণে সরস্বতী হবে আর আমাদের বাড়ির সবাইকে ভালোবাসবে, যদি ঘর ঝাঁট দেওয়ার থাকে তো ওটাও করবে আর আমার কোম্পানীর Co - Founder হবে।

ভেবেছিলাম একদিন আমার অ*মিকা হবে তার নাম দিয়ে বানানো কোম্পানীর CEO,
জানিনা ঠাকুর কি লিখে রেখেছে।
কে হবে আমার কোম্পানীর CEO.

ওগো তোমাকে খুব মিস করছি।
আমি তোমাকে খুব ভালোবাসি গো।
কবে কথা বলবে একটু।

আজ একজন বলছে,
Oiii
Rag kro ni to
আমি: রাগ জিনিস টা ভুলে গেছি গো
সে: Kn
আমি: ১.৫০ বছর আগেই
সে: Ooo
আমি: হুম্
সে: Gf er jonno
আমি: 😁
হাহা
সে: Very sad
আমি: এটাই জীবনের dictionary তে নেই
Gf কথা টা
অনেক বড় গল্প ইতিহাস
সেটা এক লাইনে লিখে বোঝানো যাবেনা
হাসিও হারিয়েছি, রাগ করতেও ভুলে গেছি

ওগো জানিনা এই দু তিন দিন ধরে তোমাকে খুব মিস করছিলাম গো,
কত দিন হয়ে গেল তোমার সাথে কথা বলিনি গো।
আগে তো Tiktok এ কথা বলতে, কখনো Thank you বলতে, তো কখনো কোন ভিডিও টে তে বোঝাতে তুমি কি চাইছো।
তোমার মন জয় করতে যেন আমি ইতিহাস লিখে ফেললাম একটা।
সত্যি এটা যদি একটা বই তে লেখা হয় তো,
৩০০০ পাতা পেরিয়ে যাবে কিন্তু পড়া শেষ হবেনা।
প্রত্যেকটা পোস্ট এ ৫-১০ টা করে গল্প লিখেছি।

রাধা কৃষ্ণ ভগবান কবে জিবনে একটু ভালোবাসা এনে দেবে,
কবে একটা তোমার মত মিষ্টি স্বভাবের মিষ্টি কিউট সুন্দরী গুণবতী বউ এনে দেবে ঠাকুর।

জানিনা আগের জন্মে, আমরা কি ছিলাম,
Friend, না lovers, না Husband Wife না অন্য কোন কিছু?
যে তোমাকে ছাড়া কোন মেয়ের সাথে সেই সম্পর্ক টা গড়ে উঠছেনা।
জানিনা কেন।

I love you my Cindrella A**mika,
I want to make you happy forever,
Please forgive me,
Let's be friends, and let's promise each other, we will never listen anyone's word if someone want to break our friendship,we'll be Best Friends Forever."

শুভ রাত্রি বন্ধু ভালো থেকো খুশিতে থেকো তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে।

আজ একটা কাজের জন্য ঘরে রয়ে গেলাম,
ভাবলাম যাবো খাবার পর,
কিন্তু ভাইপো কে নিজের কাছে রেখে ছিলাম কিছুক্ষণ,
তাই আর যাওয়া হলনা।
দেখি যদি ডাকে তো চলে যাবো।
ঘরে থাকলেই তো শুধু লিখবো।
অনেক দিন আগে একটা কবিতা লিখে ছিলাম,
আশা করি তোমার ভালো লাগবে।

Saari raat aapki yaad aane lagihay
Aankhonme nind hi nhi aarahihay...
Baarishki bundoki tarha aankhen bhigjaraha..
Ishq kar baithe aapse patahi nhi chala...
Aajkal har jagaa sirf aapkahi chehra najar aatihay
Nhi krtihay pyar aap ,yeh pataa hay mujhe
Par beintehaan muhabbat kar baithe aapse.
Yeh dil kiyu dhadaktahay hay uske liye,
Jise parwahi nhi krtehay pyar humbhi unse...

ওই কোথায় হারিয়ে গেছো মিষ্টি বন্ধু আমার,
খুব মিস করছি গো, ইচ্ছে হয় কারু সাথে একটু কথা বলি।
কিন্তু মনের মত না পেলে ভালো লাগেনা।
মনে আছে আগের দিন বলেছিলাম,
একটা মেয়ের সাথে কথা বলি,
খুব মিষ্টি সুন্দর দেখতে।
তোমার কাছ থেকেই theme change করা,
Emoji set করা শিখেছিলাম।
খুঁজি আমি তোমাকে সবার মধ্যে।
ওর একাউন্ট এও এমনি চেঞ্জ করে অন্য কোন কিছু করতাম,
কখনো গাড়ি, কখনো নৌকো এরকম।
সে : Emoji change kora ta amr pochondo noy
So korbe na
আমি: তাই
এটা তে কি অসুবিধা হয় গো
সে: Amr pochondo noy bass
আমি: আচ্ছা 😊

রাগ করতে ভুলে গেছি গো।
তোমার সাথে রাগ করে তোমাকে হারিয়েছি,
তাই কাউকে আর হারাতে চাইনা গো।

ওগো কবে একটু কথা বলবে আমার সাথে,
কবে তোমার মত কাউকে পাবো জিবনে।
খুব ভালোবেসে ফেলেছি গো তোমাকে।
একটু কথা বলো না গো।

তোমার Tiktok এর গান গুলো যেন কোথা থেকে শুনতে পাই রোজ,
কারু ফেসবুক Story, নাহলে কোথাও ওই গান টা বাজে।

আমাকে যদি কেউ সত্যি জানতে চাই,
তো এই Aamar Cindrella 👨‍💻🌹🍫💝👩‍🎨 ব্লগ টা পড়লেই,
সে বুঝবে আমি কাউকে কত টা ভালোবাসতে পারি।

আজ আবার একটা গান এর একটু বানালাম,
দেখি যদি সময় হতো আজ পুরো করবো।

আমার না এখন লিখা না,
তোমাকে ভাবলেই যেন চোখ যেন জল গড়িয়ে পড়তে থাকে।
কত কষ্ট পেলাম তুমি ভাবতে পারবেনা কোন দিনও গো।
কি চাইলাম, একটু তো বন্ধুত্ব আর কি বেশি কিছু বলেছিলাম আর!
তুমি সেটাও দিলেনা আর এমন কথা গুলো বলেছ যে,
কানে মাথায় লাগে তোমার মত গো,
চোখটাও ভিজে যায় ওই মেসেজ গুলো, FB Call এ তোমার কথা গুলো মনে পড়লে।
কি আর করবো জানিনা কি করেছি আগের জন্মে।
ভালো থেকো বন্ধু, খুশিতে থেকো সারাদিন ❤️

Comments

Popular posts from this blog

আমার অজানা অচেনা মিষ্টি Cyndrella

Munna Bhai MBBS এ Bapu Mahatma Gandhi র মত, যেন আমি তোমাকে দেখতে পাই চোখ বন্ধ করলেই 🥰😊🤗 | AamarCindrella 🌹🍫💝 | The untold story

Munna Bhai MBBS এ Bapu Mahatma Gandhi র মত, যেন আমি তোমাকে দেখতে পাই চোখ বন্ধ করলেই 🥰😊🤗 | AamarCindrella 🌹🍫💝 | The untold story সুপ্রভাত আমার মিষ্টি কষ্ট সহিষ্ণু পৃথিবীর সবচেয়ে সুন্দরী বন্ধু, আমার জীবনের Cindrella 💖, আমার সরস্বতী দেবী, আমার Shirley Setia Melody Queen ❤️🤗, আমার Bangalore Best Art Teacher, আমার স্বপ্নের রাজ্যের স্বপ্নের পরী, তুমি ভালো থেকো, খুশিতে থেকো সারাদিন। তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে, তুমি খুব বড় হও, রাধা কৃষ্ণের ভালোবাসা আর আশীর্বাদে আমরা আবার যেন ভালো বন্ধু হই 😊🥰। 🌄☕🍪🍰🥯🥣🥪🍳🥻🧃🍱🍚🍛🐣🐥🍗🍗🍗🐟👗💍⌚☂️🎧🍹🍿🍩🍪🍮🍭🍭🍭🍬🍬🍬🍫🍫🍫🍨🍧🍦🍡🏘️🚖🚘🏍️🚲🚴‍♀️💸💸💸💷💶💵💴💳💲💹💱💰🏧💌🌹💐💐💐🍲🌭🌯🍜🍝🍟🍕🍕🍕👩‍❤️‍👨👘💃👠👛👜👝💝🥰🥰🥰😊😊😊❤️ অনেক দিন পর এভাবে লিখলাম, এটা লিখলে মুখে একটা হাল্কা হাসি এসে যায়, মনে হয় আমি তোমাকে সত্যি কারের এভাবে দিয়েছি, আর তুমি বলছো, বাব্বা এতো কিছু, এতো ভালোবাসো আমায় তুমি, আমি বলি, আমার জীবনের চাইতে বেশি তোমাকে ভালোবাসি গো। তুমি আমার কথা শুনে মুচকি মুচকি হাসছো। জানিনা আবার কবে দেখা হবে, যেমন Mun...