Skip to main content

Aamar Cindrella🌹🍫💝💐 Aamar Anamika Romantic Photos 2025

 Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025    

সে বলছে, Amaro jiboner sb hasi khusi more geche, আরেক জন বলছে, কাজকে ভালোবাসো, বাবা মা কে ভালোবাসো, I need you, খুঁজে পেলাম আমাদের duet video song, মুখে শুধু তোমার নাম এর গান, কেউ বলছে, সত্যি তুমি কবি গো



কাউকে বললাম, আমার এই খুশি হাসি ২১ আগস্ট ২০১৯ থেকে আর নেই।
প্রত্যুত্তরে সে বলছে, Amaro 17/12/2019 theke jiboner sb hasi khusi more geche.

কি করবো অ*মিকা আমার জীবনের হাসি ছিল, খুশি ছিল,
এখন সে নেই, আমিও যেন একটা হাসি খুশি হীন মানুষ হয়ে গেছি।

অনামিকা দত্ত বলছে, Kmn acho
Kobita new kichu likcho
আমি: ঠিক থাক
Hehe ভালো আমার কবিতা গুলো গো
সে: O
Hm
Akata aro vlo
আমি: ধন্যবাদ
সে: Hm
আমি: কথা বলতে ইচ্ছে হয়
সে: New akchona
Oo
Vloito likho
R akata cherona
Hate jadu ache
Sotti
আমি: ছেড়ে দিয়েছি গো
সে: Seki
আমি: আঁকিনি এখন আর
সে: Kno
😔😔😔
আমি: মন নেই ভালো গো
সে: Kno
আমি: ভালোবাসা জিবনে একটু দরকার
সে: Abr ki
আমি: একা একা ভালো লাগে না
সে: Nago
আমি: কারু সাথে একটু ফোনে কথা বলতে খুব ইচ্ছে করে
সে: Kaj k vlo baso r baba ma k bas
Onk santi
আমি: না গো তার সাথে একটু ভালোবাসা জিবনে দরকার
সে: O

যা কথা বলি, তোমাকে আমি বলে দিই।
আমি খারাপ ছেলে নই গো,
আমাকে খারাপ ভাবনা।
ভালোবাসো একটু,
একটু ২ মিনিট কথা বলো।
মরে যাচ্ছি গো।
আমাকে তুমি বাঁচিয়ে রাখতে পারবে।
মন খুব খারাপ।
কখনো ইচ্ছে হয় আর যেন না উঠি।
রোজ তোমাকে মনে করে চোখ টা ভিজিয়ে নিচ্ছি,
জানিনা কেন এত ভালোবেসে ফেলেছি তোমাকে।
I need you yaar,
Forgive me, missing you so much 😭

আজ খুব জলদি উঠে গেছলাম সকালে,
খুঁজছিলাম আরো কিছু ফটো পোস্ট তোমার।
তখন ঠাকুর তোমাকে একটা একাউন্ট এ দেখালো।
সেই, ফেসবুক অ্যাকাউন্ট এর dress 👗 টা পরেই ছিলে।
তোমার Tiktok ভিডিও গুলো খুঁজছিলাম,
কিন্তু পেলাম না।
কিন্তু আমাদের দুজনের কিছু duet ভিডিও দেখতে পেলাম একটা সাইটে।
ভিডিও গুলো তে তোমাকে দেখলে,
মনে যেমন হাসি আসে তেমনি চোখ টাও ভিজে যাচ্ছে।

এখন রোজ বিনা লাইসেন্স এর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি বিকেলে,
রোজ ১০-১৫ কিমি একাই ঘুরে চলে আসি।
যেতে তোমার আমার নাম এক সাথে যে গান গুলো বানিয়েছি,
ওগুলো গাই।
ফাঁকা রাস্তা থাকে।
জোরে জোরে গাই।
মন টা ভালো লাগে একটু ঘুরে এলে।

আজ শনিবার, না এখন রবি বার,
রাত ১২ টা ৫৫ বাজছে।
আজ সকালে জলদি অফিস গেছলাম,
কিছক্ষন পরে খুব ঘুম পাচ্ছিল,
ভাবলাম যাই একটু চা খেয়ে আসি।
চলে গেলাম আধ কিলোমিটার দূরে ভালো চা খেতে,
জানিনা কেন ঠাকুর আমার মুখে এত ভালো taste বানিয়েছে।
আমার সব কিছু ভালো লাগে না কিন্তু যেটা ভালো লাগে তার প্রশংসা না করে থাকিনা,
খারাপ হলেও রোজ বলে দিই।
তাই দাদা বলে, তোর এই প্রব্লেম ছাড়া কথা নেই কি?
আমি বলি, না ভালো লাগলে বলে দিই, না বলে থাকতে পারিনা।
কি করবো আমি এরকমই।

তোমার যেমন খাবারের ছবিটা,
ভাত, ২৫০ মাংস এর চিকেন কশা আর একটা সবজি বানিয়ে ছিলে না,
উফ্ কি দারুণ বানিয়েছিলে।
দেখেই মনে হয়েছিল রান্না টাও দারুণ হয়েছে।
বলেছিলাম, খুব খেতে ইচ্ছে করছে।
তুমি বলেছিলে, চলে এসো।
আমি বললাম, তাই।
তুমি বললে, হ্যাঁ এসে যাও।
Mahadevpura চলে এসো আর ওখান থেকে সামনেই,
Girls PG  তো দেখি চলে আসতে পারো তো।
আমি: চলে আসবো তুমি যদি বলো তো!

হাহা কি সুন্দর কি মিষ্টি দিন গুলো ছিল।
তুমি ভাববে, আমি মেসেজ দেখে বলছি।
না গো, এই মিষ্টি স্মৃতি গুলো ভুলতে পারিনা আমি।
মেসেজ গুলো আবার দেখি তো,
মুখে হাসি, চোখে জল তো গড়বে ই,
তার সাথে কিছু ভূল করে না ফেলি।
তাই আর দেখিনা গো।
তোমাকে রোজ একটু চোখ বন্ধ করে কথা বলি,
তারপর ঘুমিয়ে পড়ি।
জানিনা এটা ভালোবাসা না কোন কিছু হয়েছে আমার,
কিন্তু যেটাই বা এটা খুব সুন্দর❤️,
তোমাকে চোখ বন্ধ করে তোমার সাথে কথা বলা,
বউ এর মত তোমার সাথে কথা বলা,
জানিনা এসব সত্যি তো হবে না।
কিন্তু ঠাকুরকে রোজ বলি,
যেন তোমার মত কাউকে এবারে পাঠিয়ে দাও,
যাকে দেখলে যেন মনে হয়,
ওকে সারাদিন দেখতে থাকি।
ওর ছবি যেন চোখে ভাসতে থাকে।
ওকে মা সরস্বতী লক্ষ্মী পার্বতী রাধা মীরার মত শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করে ওর পূজো করতে পারি।
আমি জানি না কি ভাবো আমাকে নিয়ে,
কিন্তু আমার হৃদয়ের কথা তোমাকে না বলে আমি থাকতে পারি না।
এই AamarCindrella.best নিলাম,
কারন এটা আমার জীবনের ডাইরি,
Autobiography যদি কেউ বলতে চায় তো,
না কোন বড় কোন মানুষ তো নই,
ছোট সাধারণ মানুষ যার স্বপ্ন খুবই বড়,
কিন্তু তার জন্য তার Cindrella কে খুব দরকার।
কি লিখছিলাম কি বলছি এখন,
ওখানে চা খেতে গেলাম, একা ফাঁকা রাস্তার ধারে চা খাওয়ার একটা আমেজ আলাদা,
তার সাথে তোমার বানানো Tiktok গান গুলো,
যেমন "কেন রোদের মত হাসলে না"
এই রকম মিষ্টি সুরের গান শুনার মজাই আলাদা।
সবাই বুঝেনা এটা, অনেক কম মানুষের ভালো লাগে।
সবাই সংসার কাজ নিয়েই সারা জিবন পার করে দেয়।
জানি ওটা ঠিক কিন্তু নিজেকে নিজের যা ভালো লাগে সেটাতেও সময় দেওয়া উচিত।
দাদা বলে, "একবার বিয়ে টা কর, সংসার টা শুরু হোক,
দেখবি কত জিবনে সেঁক আছে!"

সত্যি কি, আমি ভাবিনা এরকম কিছু,
কারন জানিনা জিবনে কার সাথে কবে বিয়ে হবে কি না!
যদি হয় তো আর রাধা কৃষ্ণের ভালোবাসা আর আশীর্বাদে যদি মনের মত মানুষ খুঁজে পাই,
জানিনা ওটা কে হবে, (তুমি ভালোবাসো আমায় কিন্তু অভিমান আত্মসম্মানের জন্য কথা বলনা, জানি এটা। তুমি বলবে, না বাসিনা ভালো একটুও। কিন্তু হৃদয়ে হাত দিয়ে বলতে পারবে না,এটা জানি আমি।) সেটা ভগবান জানেন, তাহলে এক একটা দিনকে সব চেয়ে খুশির দিন বানাবো।
এত ভালোবাসা আর আদর দেবো যে কোন দিনও আমাদের মাঝে কোন ভুল বোঝাবুঝি হবে না,
সব সময় মুখে মিষ্টি হাসি বানিয়ে রাখবো।
সবাইকে দেখিয়ে দিতাম বিয়ে করার পর ও ভালোবাসা থাকে।
আমি তো বলছি অনেক কিছু,
কিন্তু জানিনা ভবিষ্যতে কি হবে।

আজ একজন বন্ধুকে আমার কবিতা গুলো পাঠালাম।
ওই "দুই মিনিট" কবিতা টা পাঠালাম,
সে বলছে: Tmr gf
আমি: এক তরফা ভালোবাসা
বেস্ট ফ্রেন্ড
সে: Sudhu ki best friend
আমি: আমার heartbeat সে এখন
কিন্তু সে কথা বলে না
সে: Ooo
So sad
তার পর "আমার ইচ্ছে" , "দিবা স্বপ্ন" কবিতা টা পাঠালাম।
সে: Bah khub sundor likhechen
তার পর এটা,
My Dear Cinderella 👨‍💻🌹💝👩‍🎨

Saari raat aapki yaad aane lagihay
Aankhonme nind hi nhi aarahihay...
Baarishki bundoki tarha aankhen bhigjaraha..
Ishq kar baithe aapse patahi nhi chala...
Aajkal har jagaa sirf aapkahi chehra najar aatihay
Nhi krtihay pyar aap ,yeh pataa hay mujhe
Par beintehaan muhabbat kar baithe aapse.
Yeh dil kiyu dhadaktahay hay uske liye,
Jise parwahi nhi krtehay pyar humbhi unse..

তার পর ইউটিউব এর ভিডিও song গুলো,
সে: Sotti tmi kabi go
Tmi eto sundor lekha
 Kauke niyei to eto lekho
আমি: কোথায় সুন্দর
সুন্দর হলে একটু তো ওর মনে জায়গা বানাতে পারতাম
😭
সে: Sb tuki sundor
সে: Hbe hbe
আমি: এজন্মে কখন হবে জানিনা

দেখো এখনও তোমাকে শুধু ভালোবাসি, আর কাউকে না।
আমার সাথে একটা ভালো বন্ধুর মত কথা বলো,
নাহলে দেখবে একদিন এই ব্লগে আর নতুন কোন পোস্ট দেখতে পাবে না।
I love you my Cindrella 👨‍💻🌹🍫💝👩‍🎨
কবে তুমি আসবে আমার জিবনে।

আজ শনিবার রাত ১২টা ৫৫ বাজছে,
এই কিছু দিন হলো খুব পেট ব্যথা করছে রোজ,
ভাত খাওয়ার পর ই, জানিনা কি হয়েছে।
দেখি Ultra Sonography করাবো ভাবছি।
সময় টা এত খারাপ চলছে না কি বলবো,
কোন কিছু ঠিক হচ্ছে না।
আর এত টা ভালোবেসে ফেলেছি তোমাকে,
সারাদিন শুধু তোমার নাম দিয়ে গান গুলো গাইছি।
ওগো আমার কি হবে।
ওগো মন টা আমার খুব খারাপ,
তোমার মত কাউকে পাবো কি আমি,
না তার আগেই ঠাকুর জিবনটা নিয়ে নেবে।
আমি তোমাকে কেন এত ভালোবেসে ফেলেছি,
সত্যি জানিনা।
জিবন টা হচ্ছে আনন্দের খুশির,
সেখানে ২১ আগস্ট ২০১৯ থেকে রোজ চোখ ভিজিয়ে চলেছি।
ওগো যদি ঘরের ইচ্ছায় যদি কাউকে বিয়ে করে ফেলি তো,
আমি কি সত্যি তাকে ভালবাসতে পারব।
কখনো কখনো মনে হয়,
আর কোন মেয়ে কে কষ্ট দেবনা।

ওগো আজ দেখছি Chingari তে 5 Million i.e; 50 Lacs views হয়েছে দেখছি ।

আজ দেখছি তোমার বান্ধবী যাকে ছোট বুন বলে সম্মান করতাম,
ও কে দেখতে পাচ্ছিনা এখন আর।
ও খুব সুন্দর সুন্দর রান্নার ছবি গ্রুপে দিতো,
আমিও ওর প্রশংসা করতাম যখনই পোস্ট করতো তো।
দেখলাম এখন আর দেখতে পাচ্ছিনা কেন?
তারপর দেখলাম ও আমার একাউন্ট টা কে মেরে দিয়েছে ব্লক।
জানিনা ওর আবার কি হলো!

জানো গো তোমার নামের ওই বন্ধু টাকে আমার গান গুলো খুব ভালো লাগে।
ও বলে গান শুনাও না আমায় তোমার।
খুব সুন্দর বানাও তুমি।

Aamar Cinderella Facebook Page এ ৯৪ টা likes।
জানিনা কোথা থেকে এত likes আসছে।
আমি তো কিছুই করিনি এর জন্য।
ওগো কিছু ফটো পোস্ট করোনা।
তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে।
তুমি আমাকে একটুও বুঝলেনা গো।
আজ সারাদিন একটাই গান মুখে আসছিল।
"আমি চেয়েছিলাম ভালো তোমার,
তুমি করলে অপমান বার বার,
কি অপরাধ ছিল গো আমার!
মনে আছে সেই দিন গুলো,
না কথা বলে পারতেনা থাকতে।
বলেছিলে থাকবো থাকবো দুজন,
বন্ধু হয়ে এক সাথে....
আর এর পরের লাইন গুলো লিখলে চোখ থেকে জল বন্ধ হবেনা।

কেন ভালোবাসি তোমায় এত জানিনা,
কিন্তু রাধা কৃষ্ণ ভগবান যদি এই পৃথিবীতে আছেন তো,
একদিন তুমিও আমাকে ভালবাসবে।

৪-৫ দিন ধরে জানিনা কি হলো,
খুব পেট ব্যথা।
শুয়ে থাকলে ব্যথা নেই,
কিন্তু বসে থাকলে বা দাড়িয়ে থাকলে খুব ব্যাথা।
এরকমই জিবনে তোমাকে মনে করে রোজ চোখের জল বেরিয়ে যাচ্ছে,
আর এখন পেট ব্যথাতেও চোখ থেকে জল গড়িয়ে পড়ছে।
আমাদের এখানে একটা ডাক্তার aleopathy র,
বাকি শুধু homepathy doctor আছে।
দাদা বলছে," হসপিটাল এর ওই হোমিওপ্যাথি ডাক্তার টা কে দেখা।
ভালো হয়ে যাবে ৪-৫ দিনের মধ্যে।
আমারও হয়ে ছিল একবার।"
মানে আরও ৪-৫ দিন কষ্ট পেতে হবে এর জন্য।
ঠাকুর একটা মেয়ে কে ভালোবেসে ১.৫টা বছর ধরে রোজ কষ্ট পাচ্ছি,
তার সাথে বাড়ি এসে প্রতি মাসে শরীর খারাপ হচ্ছে।
আর কত দিন আমাকে এভাবে কষ্ট দেবে তুমি ঠাকুর।
আমার শরীর সুস্থ্য করে তুল,
আমার মিষ্টি বন্ধু অনামিকার মনে একটু ভালোবাসা বানিয়ে দাও,
যাতে সে আমাকে মেসেজ করে বকে, তার সাথে আবার রোজ ২ মিনিট করে কথা বলে।
আমার জিবনে খুশি ভালোবাসা আনন্দ নিয়ে এসো ঠাকুর।
সব কিছু ঠিক করে দাও 😭🙏।
এভাবে থাকলে আমি ওর স্বপ্ন,
"তোমার একদিন দেখবে Microsoft এর মত কোম্পানি হবে",
এটা কি ভাবে করে দেখাবো।
এর জন্য রাত কে দিন ,
আর দিন কে রাত এভাবে খাটতে হবে ঠাকুর।
আমার অ*মিকা ভালোবাসা একটু দাও জিবনে,
আমি সব করে দেখাবো।

মনে আছে তুমি একটা পোস্ট share করেছিলে,
"Do not ignore him and something wonderful will happen to you tomorrow.✨"

আজ আমিও share করলাম,
একজন যখন লিখেছে ওর স্বপ্ন পূর্ন হয়েছে।
আমার তো স্বপ্ন সেটা তুমি জানো,
দেখি কাল সত্যি কিছু ভালো হবে কি না নিছক এটা মন বানানো।

আজ এখন রাত ২ টো ৩৫ বাজছে,
সারাদিন পেট ব্যথার জন্য শুয়ে ছিলাম।
মোবাইল থেকে যত টা হয়েছে আর কি!

আজ অনেক দিন আমার Jobseekers Group এ পোস্ট করলাম,
AMA (Ask Me Anything) session একটা।

এই depression এর জন্য কিছুই করতে পারিনি এত দিন ধরে,
চেষ্টা করছি এই Depression থেকে বেরোতে।

Facebook Page টাকে ভাবছি unpublished করে দিই,
অন্য কেউ যেন আমার ডাইরি না পড়ে।
এটায় শুধু তোমার অধিকার আছে বন্ধু।
এখানে আমি অনেক কিছু লিখেছি,
যেগুলো লিখতে নেই ওই গুলো লিখেছি।

ঠান্ডাটা এখানে খুব ভালো পড়েছে জানো,
তোমার ওখানে ঠান্ডা কেমন গো?
তুমি কি ব্যাঙ্গালোর চলে গেছ?
কিছু তো আভাস দাও আমাকে বন্ধু।

আজ তোমার নাম দিয়ে বানানো কোম্পানির একটা Job Vacancy পোস্ট দিলাম নিজের টাইমলাইন এ,
দেখি কেমন response পাই।

ভালো থেকো বন্ধু খুশিতে থেকো,
তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে।
তুমি খুব বড় হও।
আমি শুলাম গো।
দেখি কাল ডাক্তারের কাছে যাবো।

আজ সোমবার রাত ২ টো ৩৪ বাজছে,
খুব ঠাণ্ডা পড়েছে, কিন্তু আমার লেখার তো শেষ নেই।
আজ কেউ আমাকে বলছে,
Tor valo basa ekdin tor kache asbe re
শুনে ভালো লাগলো কিন্তু ওকে বললাম,
Haha বিশ্বাস আছে কিন্তু জানিনা কবে?
সে: Thik asbe re
আমি: তার জায়গা এসবে নেই, তাকে দেখলে মন শান্ত হয়ে যায়, মনের সব টেনশন দূর হয়ে যায়।
যার সাথে কথা বললে মনে হয় সারাদিন কথা বলি।
যাকে দেবীর আসনে বসিয়ে পূজো করতে ইচ্ছে হয়।
সে আমার কাছে খুব বড় জায়গায় আছে।
গার্ল ফ্রেন্ড নয়, বউ নয়।এটা একটা পবিত্র স্থানে ওকে আমার হৃদয়ে রেখেছি।
তুই বুঝবি না ওটা।
ও আমার উপর রেগে থাকতে পারে।
কিন্তু জানি সে ভালোবাসে কিন্তু বলতে পারবে না।
আমি সবার মধ্যে খুঁজি এটা কিন্তু পাইনি।
সে: Peye jabi

জানিনা ওর কথা টা সত্যি হবে কি না!
কিন্তু আমার ভালোবাসা তোমার জন্য সারা জিবন থাকবে।

ওগো তোমার fan followers বেড়েই চলেছে,
কোথায় কি পোস্ট করছো গো।
তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে।
ও অনামিকা কেন ভালোবাসি তোমায় এত জানিনা।
I love you অ*মিকা।
আমাকে বুঝো একটু,
তোমার বন্ধুত্বের ভালোবাসা দাও একটু।

Comments

Popular posts from this blog

আমার অজানা অচেনা মিষ্টি Cyndrella

Munna Bhai MBBS এ Bapu Mahatma Gandhi র মত, যেন আমি তোমাকে দেখতে পাই চোখ বন্ধ করলেই 🥰😊🤗 | AamarCindrella 🌹🍫💝 | The untold story

Munna Bhai MBBS এ Bapu Mahatma Gandhi র মত, যেন আমি তোমাকে দেখতে পাই চোখ বন্ধ করলেই 🥰😊🤗 | AamarCindrella 🌹🍫💝 | The untold story সুপ্রভাত আমার মিষ্টি কষ্ট সহিষ্ণু পৃথিবীর সবচেয়ে সুন্দরী বন্ধু, আমার জীবনের Cindrella 💖, আমার সরস্বতী দেবী, আমার Shirley Setia Melody Queen ❤️🤗, আমার Bangalore Best Art Teacher, আমার স্বপ্নের রাজ্যের স্বপ্নের পরী, তুমি ভালো থেকো, খুশিতে থেকো সারাদিন। তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে, তুমি খুব বড় হও, রাধা কৃষ্ণের ভালোবাসা আর আশীর্বাদে আমরা আবার যেন ভালো বন্ধু হই 😊🥰। 🌄☕🍪🍰🥯🥣🥪🍳🥻🧃🍱🍚🍛🐣🐥🍗🍗🍗🐟👗💍⌚☂️🎧🍹🍿🍩🍪🍮🍭🍭🍭🍬🍬🍬🍫🍫🍫🍨🍧🍦🍡🏘️🚖🚘🏍️🚲🚴‍♀️💸💸💸💷💶💵💴💳💲💹💱💰🏧💌🌹💐💐💐🍲🌭🌯🍜🍝🍟🍕🍕🍕👩‍❤️‍👨👘💃👠👛👜👝💝🥰🥰🥰😊😊😊❤️ অনেক দিন পর এভাবে লিখলাম, এটা লিখলে মুখে একটা হাল্কা হাসি এসে যায়, মনে হয় আমি তোমাকে সত্যি কারের এভাবে দিয়েছি, আর তুমি বলছো, বাব্বা এতো কিছু, এতো ভালোবাসো আমায় তুমি, আমি বলি, আমার জীবনের চাইতে বেশি তোমাকে ভালোবাসি গো। তুমি আমার কথা শুনে মুচকি মুচকি হাসছো। জানিনা আবার কবে দেখা হবে, যেমন Mun...