Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
ওই বন্ধু কোথায় তুমি গো, যদি পাশে থাকতো একদিন Lamborghini Car এ তোমার সাথে লং ড্রাইভ এ যাবো, 100+ websites, Your dream Microsoft, চোখ বন্ধ করে আবার এমন কিছু দেখা যেটা জানিনা কোন দিনও সত্যি হবে কি না
ওই অ*মিকা কোথায় তুমি গো,
কোথায় হারিয়ে গেছো।
ছবি পোস্ট করো গো।
তোমার Tiktok ভিডিও গুলো খুব মিস করছি গো।
তোমার গাওয়া ওই গান টা,
Achyutam Keshavam Krishna Damodaran,
গান টা আবার শুনতে পেলাম।
যেন মনে হল আমার অ*মিকা কে দেখছি আমার চোখের সামনে।
সেই মুখে একটু রাধা মীরার মত সেজে,
শাড়ি টা মাথায় নিয়ে কি দারুণ কি সুন্দর লাগছিল গো তোমাকে,
আমি বলে বোঝাতে পারবোনা গো।
তুমি সত্যি মীরাই লাগছিল তোমাকে,
তোমার ভিডিও টা যেন চোখের সামনে ভেসে উঠছে।
ওগো ঠাকুরকে বলো না, তোমার মত মিষ্টি স্বভাবের সব কিছুতে যেন তোমার মত হয় আর রাগ যেন কম হয়,
বুঝে, আমাকে খুব ভালোবাসে এরকম কাউকে তোমার এই বন্ধুর জিবনে এনে দিতে বলনা গো।
I love you অ*মিকা,
তুমি কোথায় হারিয়ে যাচ্ছ গো।
সুপ্রভাত আমার মিষ্টি কিউট পৃথিবীর সবচেয়ে সুন্দরী বন্ধু আমার অ*মিকা❤️,
আমার Bangalore Best Drawing Teacher 👩🎨,
আমার সরস্বতী দেবী যাকে দেখলে মন শান্ত হয়ে যায়,
আমার Shirley Setia Melody Queen ❤️🤗
চোখ বন্ধ করলে দেখতে পাওয়া মিষ্টি হাসির সাথে সুন্দরী একটা বউ।
🌄☕🍪🥪🍳🥯🥐🥞🥣🎒👜👝🎧🥻💍🌹💐💐💐🍭🍬🍫🍫🍫
🍱🍚🍛🐟🐣🐥🍗🍗🍗🐓👘
🍿🍪🍩🥤🍹🧃🍕👘🌹
🍲🍽️🌭🌯🌮🍜🍝🍞🍟👩❤️👨🥛🏘️🚘🏍️🚲🚴♀️🎸💸💸💸💷💶💵💴💳💲🤑💹💱💰🏧🏦🥰🥰🥰🥰🤗🤗🤗☺️
তোমাকে সুপ্রভাত না জানিয়ে যেন আজ দিন টা শুরু করতে মন যাচ্ছিলনা।
আজ তোমার নামের প্রথম letter দিয়ে বানানো কোম্পানির ঘর প্রতিষ্ঠা হবে,
ভালই হলো আজ সকাল সকাল ঘুম ভাঙলো,
অনেক কাজ আছে আজকে।
চলো পরে লিখবো আবার, অনেক কথা তোমাকে বলার আছে আমার জিবন আমার অ*মিকা 😘।
ভাবলাম আর লিখবনা,
কিন্তু এই এখনই Facebook এ একটা বন্ধু cum Rich Interpreneur এর পোস্ট টা দেখলাম,
দেখে যেন inspired হয়ে গেলাম।
ভাবছিলাম যখন ও এত কম বয়সে করতে পারছে,
তাহলে কেন আমি পারবোনা।
ওই bro টা Lamborghini নিয়ে ঘুরছে,
সবুজ রঙের Lamborghini Car ❤️,
Just awesome,
বলছে, আমার বউ আমাকে হেল্প করে,
Daily Rs. $2000 কামাতে ❤️😘।
বাহ্ এরকম আমার জিবনে কেউ এসে যায়,
যার পদ ধূলিতে আমার জিবনে সব কষ্ট হাসি খুশিতে রূপান্তরিত হয়।
যদি তুমি আসতে, তো সত্যি এত দিন,
আমি একটা ভালো জায়গায় পৌঁছে দেখাতাম গো।
ভেবেছিলাম এই বছরে ১০০০ রাইটার্স এর team বানাবো,
কিন্তু পারলাম না গো,
সেই জায়গাতে ১০০+ websites এর team বানাচ্ছি।
যেটা আশা করি একদিন আমাকে ৩০-৫০ লাখ টাকা কামাতে সাহায্য করবে।
জানিনা কি লিখি, কিন্তু যদি মন দিয়ে করতে পারি তো,
সব সম্ভব হবে, ঠাকুর আমার সাহায্য করবে,
আর অনামিকা তোমার স্নেহ ভালোবাসা দূর থেকে আমাকে দিও,
আমি তোমার জন্য Microsoft একদিন বানিয়ে দেখাবো গো।
I love you অ*মিকা,
তোমাকে খুব ভালোবাসি গো।
ভাবলাম জলদি ঘুমোবো,
কিন্তু না লিখে থাকতে পারছিনা গো।
ওগো আজ কে বাড়িতে অফিস টা পূজো করালাম।
দুদিন ধরে কিছুই লিখিনি,
আজ শুক্রবার, কাল খুব জলদি ঘুমোলাম।
ঘর এসে ১০ টা তে ঘুমিয়ে পড়লাম।
অনেক কিছু কথা তোমাকে বলার আছে,
এই কিছু দিনে অনেক কিছু কাজ করেছি।
ওগো জানো কাল কে আবার চোখ বন্ধ করলাম তো,
তোমাকে দেখলাম।
আমি দেখছি, তুমি কিছু আঁকছ।
আমি বললাম, কি আঁকছ,
তুমি কিছু বললে না।
মুচকি মুচকি হাসছিলে।
আবার বললাম: কি আঁকছ গো?
তুমি: আমি একজন কে আঁকছি যে আমাকে সব চেয়ে বেশি ভালোবাসে, আর যাকে আমিও সব চেয়ে বেশি ভালোবাসি।
আমি: তাই।
(একটু মন খারাপ হলো, রাগ হলো)
কই দেখি দেখি কে তোমার মনের মানুষ, আমিও একটু দেখি দেখি।
তুমি: না না দেখাবো না।
আমি: দেখাও না গো।
তুমি: মাথা নড়িয়ে মুচকি মুচকি হাসছিলে।
আমি: প্লিজ একবার দেখি।
তুমি: মাথা নাড়িয়ে না বললে।
আমি: ওই তোমাকে আজ দারুণ লাগছে, খুব মিষ্টি সুন্দর লাগছ।
যেদিন প্রথম তোমাকে ওই লাল শাড়িতে পরে দেখেছিলাম, ঠিক তেমনি লাগছ।
একবার আজ পরে এসোনা গো ওই শাড়িটা।
তুমি: বেশি মাস্কা মারো না বুঝলে, সব বুঝি তোমার চাল।
আমি: আমি কি করলাম বলো।
তুমি: সব বুঝি, আমাকে খুশি করে আমার থেকে আমার মনের মানুষ এর ছবি দেখতে চাও তো, সব বুঝি।
একটু( মুখ ঘুরিয়ে হাল্কা মিষ্টি হাসির সাথে বললে)
আমি: ঠিক আছে দেখাও না।
তুমি: তুমি তখন আবার আঁকতে বসলে একটু দূরে গিয়ে বসে।
আমি: আমি জলদি করে গিয়ে তোমার ছবিটা দেখতে গিয়ে, তোমার আঁচল টা ধরে ফেললাম।
তুমি: ইশ্ কি করছো, যাও বলছি।
(একটু রেগে, মুচকি হাসির সাথে)
হঠাৎ তোমার আঁচল টা খুলে গেল।
তখন তুমি আঁচল টা ঠিক করতে গিয়ে আমাকে ছবিটা দিয়ে দিলে।
আমি দেখে অবাক।
চোখ টা যেন খুশিতে ভিজে গেল,
দেখলাম তুমি আমার একটা ছবি আঁকছিলে।
তুমি দেখে মাথা নিচু করে দাড়িয়ে শাড়িটা ঠিক করছিলে।
আমি তোমার দিকে তাকিয়ে বললাম:
তুমি আমাকে এত ভালোবাসো। আমি ভাবতাম, শুধু আমি তোমাকে সব চেয়ে বেশি ভালোবাসি। কিন্তু তুমিও যে এত ভালোবাসতে পারো, সেটা আজ কে জানতে পারলাম।
তুমি: তো আমি কি ভালোবাসতে পারি না তোমাকে।
তুমি ছাড়া কে আছে যে আমাকে এত ভালবাসে, আমি তোমার উপর এত বছর ধরে রেগে ছিলাম, কথা বলতাম না, কিন্তু তুমি আমাকে ভেবে আমার সাথে কথা বলতে মনে মনে।
এরকম মানুষ, আর ক'টা পাবো জিবনে।
তাই আমি ও তোমাকে শুধু তোমাকে ভালোবাসি।
তুমি আমাকে জড়িয়ে ধরে চোখে কপালে গালে মিষ্টি কিস করলে।
আমি: জানিনা মনে হয় কোন পূণ্য করেছিলাম, তাই তোমাকে আমি পেয়েছি।
তুমি: না,তুমি না, আমি কিছু করেছিলাম,তাই তোমাকে আমি পেয়েছি।
আমি তোমাকে খুব ভালোবাসি গো অনামিকা,
আমাকে আর কোন দিনও ভূল বুঝবেনা তো,
তুমি যা চাইবে তাই আমি করবো।
শুধু আমাকে তোমার একটু ভালোবাসা দিও গো।
তুমি: হ্যাঁ আমাকে যে কেউ যাই বা বলুক, আমি কারু কথা শুনবনা।
আমি শুধু তোমাকে ভালোবাসা দেবো আর সারা জীবন তোমার হয়েই থাকবো।
আমি: হ্যাঁ গো আমার জিবন, আমরা সব জন্মেই একে অপরের হয়েই থাকবো।
বাধা জিবনে আসবেই, কিন্তু আমরা সব বাধা পেরিয়ে একে অপরকে খুব ভালোবাসবো।
তুমি:( খুব খুশিতে আমার চোখের দিকে তাকিয়ে বললে) হ্যাঁ।
I love you, আমাকে কোনদিন ছেড়ে চলে যাও না।
আমি: না গো, কখনো না।
জানিনা গো, আমি এসব কি দেখি।
আমাকে একজন বলেছে, তোমার খুব খারাপ সময় চলছে।
পরের বছর এর প্রথম মাসের মাঝাা মাঝি থেকে ভালো সময় শুরু হবে।
আর আমাদের যেদিন প্রথম এই যেটায় ছবি দেওয়া ছিল, সেই দিন থেকে আমার জীবনে সব ভালো হবে।
সত্যি কি বন্ধু?
ঘরে লক্ষ্মী আসবে।
ওই সে লক্ষ্মী টা কে হবে গো, আমার মনের মানুষ আসবে।
ওগো সেটাকি তুমি হবে না অন্য কেউ গো?
জানিনা আমি।
আশা করি রাধা কৃষ্ণ ভগবান তোমার মনে আমার জন্য এত ভালোবাসা ভরে দেয়, যেন আমরা পরের বছর আবার ভালো একটা বন্ধু হয়ে যাই।
ঠাকুর আমার এই প্রার্থনা টা একটু স্বীকার করিও।
ওগো একটা কথা বলি, রাগবে না তো,
ওগো আমি তোমাকে খুব ভালোবাসি,
তোমাকে বিয়ে করতে চাই।
জানি গো তুমি অন্য কাউকে ভালোবাসো।
তুমি তার নামের আংটি তোমার হাতে পরে আছো।
তাও জানিনা কেন আমার বলতে ইচ্ছে হলো।
তাই আমি ও কখনো তোমাকে ফোর্স করবনা গো,
শুধু রোজ তোমাকে দেখবো প্রোফাইল পিক এ,linkedin এ তোমার সেই লাল শাড়ীটার সাথে।
আর যদি তোমার ইচ্ছে হয় তো, একটু কথা বলো একটা ভালো বন্ধু হয়েই, এর চাইতে বেশি কোন আবদার নেই তোমার কাছে।
হ্যাঁ ভালো তো বাসি সবার চাইতে বেশি।
কিন্তু কি করবো ঠাকুর যা চান তাই হবে।
ওই তোমার নাম আমার নামের গান টা রোজ গাই।
জানিনা কেন ভালো লাগে।
ভাববে, এই ছেলে টা পুরো পাগল হয়ে গেছে আমার জন্য।
হ্যাঁ গো ভাবতে পারো, তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারিনা এখন আর।
Mere yaaraa tere gham agar paayenge
Humein teri hai kasam, hum sanwar jayenge
O my love, if I get your sorrows,
I swear to you, I'll become better.. (become beautiful)
Do yeh saugaat tum, to zamaane kee hum
Har khushi se muqar jaayenge
Hum mar jayenge
If you give me this gift, I'll say no to all other
happinesses of life..
I'll die..
Tere kaandhe se hi lag ke
Yaara beetey umar saari
Socho kaisee hogee kismat
Hua yoon to phir hamaari
Saare aansoon to hon tere
Aur aankhein hon hamaari
Tere dard humein, jo mile pyaar mein
Hum khushi se yoon bhar jaayenge
Hum mar jaayenge
All my life should pass
next to your shoulder only..
Think how (good) would my luck be,
if it so happens..
All tears of yours be
in my eyes..
If I get your sorrows in love,
I'll be so filled with joy..
I'll die..
Mere yaaraa tere gham agar payenge
Hame teri hai kasam ham sanwar jaayenge
Chaahe dukh ho, chaahe sukh ho
Dil ne tujh ko hi pukaara
Tune hum ko hai banaaya
Tune hum ko hai sanwaara
Jahaan ko to rab ka hai, humein tera hai sahaara
Bas teraa saath ho, chaahe jo baat ho
Tere kehne se kar jaayenge
Hum mar jaayenge..
Be it sorrow, or happiness,
The heart always calls for you..
You've made me,
you've made me better..
For the world, there is God, but for me, there is you..
Only you should be there.. whatever it is,
I'll do once you say..
I'll die..
জানো সেদিন এই গান টা টিভি টে শুনলাম আর দেখলাম ভিডিওটা,
মনে হলো ওখানে Shraddha Kapoor না ওখানে আমার A*mika, আর ওখানে Aditya Roy Kapoor না,ওখানে যেন আমি।
জানিনা কি কি ভাবি, আমার চিন্তা গুলো যেন তোমার হাসিও পাবে, চোখও ভিজে যাবে যেমন আমার আধ ঘণ্টা চোখ থেকে জল গড়িয়ে পড়ছে।
ভোর ৪টা ১৪ বাজছে, আর আমি তোমাকে লিখছি ভাবছি শুধু পুরনো মিষ্টি দিন গুলো।
ওগো এই গান টা র Lyrics টা ইংলিশ এ দারুণ না, সত্যি গো তোমাকে খুব ভালোবাসি, খুব মিস করছি।
ওই গান টা র মনে হয় তুমিও একদিন আমাকে বুঝবে,
আমার কাছে আসবে, ভালোবাসবে।
জানিনা কি আমি লিখছি!
ওগো মন খারাপ করো না গো এসব পড়ে।
ওগো সত্যি গো এখন যদি ভগবান এসে বলে তুই কাকে নিবি,
এক কোটি টাকা না তোর A*mika কে।
আমি বলবো, আমি আমার বাঁচার আশা, খুশির ওষুধ, আমার জিবন আমার অ*মিকা কে চাই গো ঠাকুর।ওকে ছাড়া কিছুই যেন ভালো লাগেনা আমার আর।ওকে আমার জিবনে এনে দাও প্রভু।
আমাকে সবাই যা বলবে করতে আমি সব ঠিক থাক করে দেবো।
শুধু A*mika কে ভালোবাসি,ওকেই বিয়ে করে ওকে সারা জিবন খুশিতে ভালোবাসায় ভরিয়ে দিতে চাই।
মাথা টা খুব লাগছে গো, I need you yaar 😔 I love you so much Anamika, come back in my life. I will never hurt you 😭.
যেন ঠাকুর বলছে তোর চোখ ভিজে থাকুক,
সত্যি জল টা চোখ দিয়ে টস টস করে গড়িয়ে যাচ্ছে নাক দিয়ে বালিশ টাকে ভিজিয়ে দিচ্ছে।
এখন যদি কেউ এসে দেখে ফেলে,তো যেন ভ্যাবা চেকা খেয়ে যাবে, আমার চোখ টা এভাবে লাল দেখে।
ওই হলো তো অনেক দিন, এবারে একটা সুযোগ দাও।
সারা জিবন তোমার ডান হাত হয়েই ভালো বন্ধু হয়েই থাকবো।
সুপ্রভাত আমার মিষ্টি বন্ধু আমার জিবন, চোখ বন্ধ করে দেখতে পাওয়া মিষ্টি বউ আমার অ*মিকা,
তুমি সারাদিন ভালো থেকো, খুশিতে থেকো, তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে।
কোথায় হারিয়ে গেছো।
ছবি পোস্ট করো গো।
তোমার Tiktok ভিডিও গুলো খুব মিস করছি গো।
তোমার গাওয়া ওই গান টা,
Achyutam Keshavam Krishna Damodaran,
গান টা আবার শুনতে পেলাম।
যেন মনে হল আমার অ*মিকা কে দেখছি আমার চোখের সামনে।
সেই মুখে একটু রাধা মীরার মত সেজে,
শাড়ি টা মাথায় নিয়ে কি দারুণ কি সুন্দর লাগছিল গো তোমাকে,
আমি বলে বোঝাতে পারবোনা গো।
তুমি সত্যি মীরাই লাগছিল তোমাকে,
তোমার ভিডিও টা যেন চোখের সামনে ভেসে উঠছে।
ওগো ঠাকুরকে বলো না, তোমার মত মিষ্টি স্বভাবের সব কিছুতে যেন তোমার মত হয় আর রাগ যেন কম হয়,
বুঝে, আমাকে খুব ভালোবাসে এরকম কাউকে তোমার এই বন্ধুর জিবনে এনে দিতে বলনা গো।
I love you অ*মিকা,
তুমি কোথায় হারিয়ে যাচ্ছ গো।
সুপ্রভাত আমার মিষ্টি কিউট পৃথিবীর সবচেয়ে সুন্দরী বন্ধু আমার অ*মিকা❤️,
আমার Bangalore Best Drawing Teacher 👩🎨,
আমার সরস্বতী দেবী যাকে দেখলে মন শান্ত হয়ে যায়,
আমার Shirley Setia Melody Queen ❤️🤗
চোখ বন্ধ করলে দেখতে পাওয়া মিষ্টি হাসির সাথে সুন্দরী একটা বউ।
🌄☕🍪🥪🍳🥯🥐🥞🥣🎒👜👝🎧🥻💍🌹💐💐💐🍭🍬🍫🍫🍫
🍱🍚🍛🐟🐣🐥🍗🍗🍗🐓👘
🍿🍪🍩🥤🍹🧃🍕👘🌹
🍲🍽️🌭🌯🌮🍜🍝🍞🍟👩❤️👨🥛🏘️🚘🏍️🚲🚴♀️🎸💸💸💸💷💶💵💴💳💲🤑💹💱💰🏧🏦🥰🥰🥰🥰🤗🤗🤗☺️
তোমাকে সুপ্রভাত না জানিয়ে যেন আজ দিন টা শুরু করতে মন যাচ্ছিলনা।
আজ তোমার নামের প্রথম letter দিয়ে বানানো কোম্পানির ঘর প্রতিষ্ঠা হবে,
ভালই হলো আজ সকাল সকাল ঘুম ভাঙলো,
অনেক কাজ আছে আজকে।
চলো পরে লিখবো আবার, অনেক কথা তোমাকে বলার আছে আমার জিবন আমার অ*মিকা 😘।
ভাবলাম আর লিখবনা,
কিন্তু এই এখনই Facebook এ একটা বন্ধু cum Rich Interpreneur এর পোস্ট টা দেখলাম,
দেখে যেন inspired হয়ে গেলাম।
ভাবছিলাম যখন ও এত কম বয়সে করতে পারছে,
তাহলে কেন আমি পারবোনা।
ওই bro টা Lamborghini নিয়ে ঘুরছে,
সবুজ রঙের Lamborghini Car ❤️,
Just awesome,
বলছে, আমার বউ আমাকে হেল্প করে,
Daily Rs. $2000 কামাতে ❤️😘।
বাহ্ এরকম আমার জিবনে কেউ এসে যায়,
যার পদ ধূলিতে আমার জিবনে সব কষ্ট হাসি খুশিতে রূপান্তরিত হয়।
যদি তুমি আসতে, তো সত্যি এত দিন,
আমি একটা ভালো জায়গায় পৌঁছে দেখাতাম গো।
ভেবেছিলাম এই বছরে ১০০০ রাইটার্স এর team বানাবো,
কিন্তু পারলাম না গো,
সেই জায়গাতে ১০০+ websites এর team বানাচ্ছি।
যেটা আশা করি একদিন আমাকে ৩০-৫০ লাখ টাকা কামাতে সাহায্য করবে।
জানিনা কি লিখি, কিন্তু যদি মন দিয়ে করতে পারি তো,
সব সম্ভব হবে, ঠাকুর আমার সাহায্য করবে,
আর অনামিকা তোমার স্নেহ ভালোবাসা দূর থেকে আমাকে দিও,
আমি তোমার জন্য Microsoft একদিন বানিয়ে দেখাবো গো।
I love you অ*মিকা,
তোমাকে খুব ভালোবাসি গো।
ভাবলাম জলদি ঘুমোবো,
কিন্তু না লিখে থাকতে পারছিনা গো।
ওগো আজ কে বাড়িতে অফিস টা পূজো করালাম।
দুদিন ধরে কিছুই লিখিনি,
আজ শুক্রবার, কাল খুব জলদি ঘুমোলাম।
ঘর এসে ১০ টা তে ঘুমিয়ে পড়লাম।
অনেক কিছু কথা তোমাকে বলার আছে,
এই কিছু দিনে অনেক কিছু কাজ করেছি।
ওগো জানো কাল কে আবার চোখ বন্ধ করলাম তো,
তোমাকে দেখলাম।
আমি দেখছি, তুমি কিছু আঁকছ।
আমি বললাম, কি আঁকছ,
তুমি কিছু বললে না।
মুচকি মুচকি হাসছিলে।
আবার বললাম: কি আঁকছ গো?
তুমি: আমি একজন কে আঁকছি যে আমাকে সব চেয়ে বেশি ভালোবাসে, আর যাকে আমিও সব চেয়ে বেশি ভালোবাসি।
আমি: তাই।
(একটু মন খারাপ হলো, রাগ হলো)
কই দেখি দেখি কে তোমার মনের মানুষ, আমিও একটু দেখি দেখি।
তুমি: না না দেখাবো না।
আমি: দেখাও না গো।
তুমি: মাথা নড়িয়ে মুচকি মুচকি হাসছিলে।
আমি: প্লিজ একবার দেখি।
তুমি: মাথা নাড়িয়ে না বললে।
আমি: ওই তোমাকে আজ দারুণ লাগছে, খুব মিষ্টি সুন্দর লাগছ।
যেদিন প্রথম তোমাকে ওই লাল শাড়িতে পরে দেখেছিলাম, ঠিক তেমনি লাগছ।
একবার আজ পরে এসোনা গো ওই শাড়িটা।
তুমি: বেশি মাস্কা মারো না বুঝলে, সব বুঝি তোমার চাল।
আমি: আমি কি করলাম বলো।
তুমি: সব বুঝি, আমাকে খুশি করে আমার থেকে আমার মনের মানুষ এর ছবি দেখতে চাও তো, সব বুঝি।
একটু( মুখ ঘুরিয়ে হাল্কা মিষ্টি হাসির সাথে বললে)
আমি: ঠিক আছে দেখাও না।
তুমি: তুমি তখন আবার আঁকতে বসলে একটু দূরে গিয়ে বসে।
আমি: আমি জলদি করে গিয়ে তোমার ছবিটা দেখতে গিয়ে, তোমার আঁচল টা ধরে ফেললাম।
তুমি: ইশ্ কি করছো, যাও বলছি।
(একটু রেগে, মুচকি হাসির সাথে)
হঠাৎ তোমার আঁচল টা খুলে গেল।
তখন তুমি আঁচল টা ঠিক করতে গিয়ে আমাকে ছবিটা দিয়ে দিলে।
আমি দেখে অবাক।
চোখ টা যেন খুশিতে ভিজে গেল,
দেখলাম তুমি আমার একটা ছবি আঁকছিলে।
তুমি দেখে মাথা নিচু করে দাড়িয়ে শাড়িটা ঠিক করছিলে।
আমি তোমার দিকে তাকিয়ে বললাম:
তুমি আমাকে এত ভালোবাসো। আমি ভাবতাম, শুধু আমি তোমাকে সব চেয়ে বেশি ভালোবাসি। কিন্তু তুমিও যে এত ভালোবাসতে পারো, সেটা আজ কে জানতে পারলাম।
তুমি: তো আমি কি ভালোবাসতে পারি না তোমাকে।
তুমি ছাড়া কে আছে যে আমাকে এত ভালবাসে, আমি তোমার উপর এত বছর ধরে রেগে ছিলাম, কথা বলতাম না, কিন্তু তুমি আমাকে ভেবে আমার সাথে কথা বলতে মনে মনে।
এরকম মানুষ, আর ক'টা পাবো জিবনে।
তাই আমি ও তোমাকে শুধু তোমাকে ভালোবাসি।
তুমি আমাকে জড়িয়ে ধরে চোখে কপালে গালে মিষ্টি কিস করলে।
আমি: জানিনা মনে হয় কোন পূণ্য করেছিলাম, তাই তোমাকে আমি পেয়েছি।
তুমি: না,তুমি না, আমি কিছু করেছিলাম,তাই তোমাকে আমি পেয়েছি।
আমি তোমাকে খুব ভালোবাসি গো অনামিকা,
আমাকে আর কোন দিনও ভূল বুঝবেনা তো,
তুমি যা চাইবে তাই আমি করবো।
শুধু আমাকে তোমার একটু ভালোবাসা দিও গো।
তুমি: হ্যাঁ আমাকে যে কেউ যাই বা বলুক, আমি কারু কথা শুনবনা।
আমি শুধু তোমাকে ভালোবাসা দেবো আর সারা জীবন তোমার হয়েই থাকবো।
আমি: হ্যাঁ গো আমার জিবন, আমরা সব জন্মেই একে অপরের হয়েই থাকবো।
বাধা জিবনে আসবেই, কিন্তু আমরা সব বাধা পেরিয়ে একে অপরকে খুব ভালোবাসবো।
তুমি:( খুব খুশিতে আমার চোখের দিকে তাকিয়ে বললে) হ্যাঁ।
I love you, আমাকে কোনদিন ছেড়ে চলে যাও না।
আমি: না গো, কখনো না।
জানিনা গো, আমি এসব কি দেখি।
আমাকে একজন বলেছে, তোমার খুব খারাপ সময় চলছে।
পরের বছর এর প্রথম মাসের মাঝাা মাঝি থেকে ভালো সময় শুরু হবে।
আর আমাদের যেদিন প্রথম এই যেটায় ছবি দেওয়া ছিল, সেই দিন থেকে আমার জীবনে সব ভালো হবে।
সত্যি কি বন্ধু?
ঘরে লক্ষ্মী আসবে।
ওই সে লক্ষ্মী টা কে হবে গো, আমার মনের মানুষ আসবে।
ওগো সেটাকি তুমি হবে না অন্য কেউ গো?
জানিনা আমি।
আশা করি রাধা কৃষ্ণ ভগবান তোমার মনে আমার জন্য এত ভালোবাসা ভরে দেয়, যেন আমরা পরের বছর আবার ভালো একটা বন্ধু হয়ে যাই।
ঠাকুর আমার এই প্রার্থনা টা একটু স্বীকার করিও।
ওগো একটা কথা বলি, রাগবে না তো,
ওগো আমি তোমাকে খুব ভালোবাসি,
তোমাকে বিয়ে করতে চাই।
জানি গো তুমি অন্য কাউকে ভালোবাসো।
তুমি তার নামের আংটি তোমার হাতে পরে আছো।
তাও জানিনা কেন আমার বলতে ইচ্ছে হলো।
তাই আমি ও কখনো তোমাকে ফোর্স করবনা গো,
শুধু রোজ তোমাকে দেখবো প্রোফাইল পিক এ,linkedin এ তোমার সেই লাল শাড়ীটার সাথে।
আর যদি তোমার ইচ্ছে হয় তো, একটু কথা বলো একটা ভালো বন্ধু হয়েই, এর চাইতে বেশি কোন আবদার নেই তোমার কাছে।
হ্যাঁ ভালো তো বাসি সবার চাইতে বেশি।
কিন্তু কি করবো ঠাকুর যা চান তাই হবে।
ওই তোমার নাম আমার নামের গান টা রোজ গাই।
জানিনা কেন ভালো লাগে।
ভাববে, এই ছেলে টা পুরো পাগল হয়ে গেছে আমার জন্য।
হ্যাঁ গো ভাবতে পারো, তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারিনা এখন আর।
Mere yaaraa tere gham agar paayenge
Humein teri hai kasam, hum sanwar jayenge
O my love, if I get your sorrows,
I swear to you, I'll become better.. (become beautiful)
Do yeh saugaat tum, to zamaane kee hum
Har khushi se muqar jaayenge
Hum mar jayenge
If you give me this gift, I'll say no to all other
happinesses of life..
I'll die..
Tere kaandhe se hi lag ke
Yaara beetey umar saari
Socho kaisee hogee kismat
Hua yoon to phir hamaari
Saare aansoon to hon tere
Aur aankhein hon hamaari
Tere dard humein, jo mile pyaar mein
Hum khushi se yoon bhar jaayenge
Hum mar jaayenge
All my life should pass
next to your shoulder only..
Think how (good) would my luck be,
if it so happens..
All tears of yours be
in my eyes..
If I get your sorrows in love,
I'll be so filled with joy..
I'll die..
Mere yaaraa tere gham agar payenge
Hame teri hai kasam ham sanwar jaayenge
Chaahe dukh ho, chaahe sukh ho
Dil ne tujh ko hi pukaara
Tune hum ko hai banaaya
Tune hum ko hai sanwaara
Jahaan ko to rab ka hai, humein tera hai sahaara
Bas teraa saath ho, chaahe jo baat ho
Tere kehne se kar jaayenge
Hum mar jaayenge..
Be it sorrow, or happiness,
The heart always calls for you..
You've made me,
you've made me better..
For the world, there is God, but for me, there is you..
Only you should be there.. whatever it is,
I'll do once you say..
I'll die..
জানো সেদিন এই গান টা টিভি টে শুনলাম আর দেখলাম ভিডিওটা,
মনে হলো ওখানে Shraddha Kapoor না ওখানে আমার A*mika, আর ওখানে Aditya Roy Kapoor না,ওখানে যেন আমি।
জানিনা কি কি ভাবি, আমার চিন্তা গুলো যেন তোমার হাসিও পাবে, চোখও ভিজে যাবে যেমন আমার আধ ঘণ্টা চোখ থেকে জল গড়িয়ে পড়ছে।
ভোর ৪টা ১৪ বাজছে, আর আমি তোমাকে লিখছি ভাবছি শুধু পুরনো মিষ্টি দিন গুলো।
ওগো এই গান টা র Lyrics টা ইংলিশ এ দারুণ না, সত্যি গো তোমাকে খুব ভালোবাসি, খুব মিস করছি।
ওই গান টা র মনে হয় তুমিও একদিন আমাকে বুঝবে,
আমার কাছে আসবে, ভালোবাসবে।
জানিনা কি আমি লিখছি!
ওগো মন খারাপ করো না গো এসব পড়ে।
ওগো সত্যি গো এখন যদি ভগবান এসে বলে তুই কাকে নিবি,
এক কোটি টাকা না তোর A*mika কে।
আমি বলবো, আমি আমার বাঁচার আশা, খুশির ওষুধ, আমার জিবন আমার অ*মিকা কে চাই গো ঠাকুর।ওকে ছাড়া কিছুই যেন ভালো লাগেনা আমার আর।ওকে আমার জিবনে এনে দাও প্রভু।
আমাকে সবাই যা বলবে করতে আমি সব ঠিক থাক করে দেবো।
শুধু A*mika কে ভালোবাসি,ওকেই বিয়ে করে ওকে সারা জিবন খুশিতে ভালোবাসায় ভরিয়ে দিতে চাই।
মাথা টা খুব লাগছে গো, I need you yaar 😔 I love you so much Anamika, come back in my life. I will never hurt you 😭.
যেন ঠাকুর বলছে তোর চোখ ভিজে থাকুক,
সত্যি জল টা চোখ দিয়ে টস টস করে গড়িয়ে যাচ্ছে নাক দিয়ে বালিশ টাকে ভিজিয়ে দিচ্ছে।
এখন যদি কেউ এসে দেখে ফেলে,তো যেন ভ্যাবা চেকা খেয়ে যাবে, আমার চোখ টা এভাবে লাল দেখে।
ওই হলো তো অনেক দিন, এবারে একটা সুযোগ দাও।
সারা জিবন তোমার ডান হাত হয়েই ভালো বন্ধু হয়েই থাকবো।
সুপ্রভাত আমার মিষ্টি বন্ধু আমার জিবন, চোখ বন্ধ করে দেখতে পাওয়া মিষ্টি বউ আমার অ*মিকা,
তুমি সারাদিন ভালো থেকো, খুশিতে থেকো, তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে।
Comments
Post a Comment